
বিশ্বকাপের ব্যর্থতা ভুলে গতকাল প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে খেলতে নেমেছেন নেইমার। কিন্তু বিশ্বকাপ বিরতির পর ফেরাটা সুন্দর হলো না তাঁর। লাল কার্ডের মাধ্যমে লিগ ১-এর বাকি মৌসুম শুরু করলেন ব্রাজিলিয়ান তারকা।
লাল কার্ডে নেইমার ম্যাচ থেকে ছিটকে গেলেও ছিটকে যায়নি পিএসজি। স্ট্রাসবুর্গের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ম্যাচের ৩টি গোলই এসেছে পিএসজির ফুটবলারদের পা থেকে। দলের হয়ে একটি গোল করেছেন এবং প্রতিপক্ষকে উপহার দিয়েছেন মারকিনিওস। আর অন্য গোলটি করেছেন কিলিয়ান এমবাপ্পে।
লাল কার্ড দেখার আগে দুর্দান্তই খেলছিলেন নেইমার। ১৪ মিনিটে তাঁর পাস থেকেই দলকে এগিয়ে দেন ক্লাব ও জাতীয় দলের সতীর্থ মারকিনিওস। বিরতির পরেই সময় খারাপ যেতে থাকে সাবেক বার্সেলোনা তারকার। এর দায় অবশ্য তাঁর নিজেরই।
৬১ মিনিটে প্রথম হলুদ কার্ড পান নেইমার। স্ট্রাসবুর্গের ডিফেন্ডার আদ্রিয়ান থমাসনের মুখে কনুই মেরে। ফিরতি মিনিটেই দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। বাঁ প্রান্ত ধরে বক্সে ঢোকার সময় তাঁকে বাধা দেন প্রতিপক্ষের এক ডিফেন্ডার।
এ সময় চালাকি করে পড়ে যান নেইমার। দলের ও নিজের লাভ করতে গিয়ে সর্বনাশ ডেকে আনেন তিনি। তাঁর ইচ্ছাকৃত ডাইভ চোখ এড়ায়নি রেফারির। সঙ্গে সঙ্গে দ্বিতীয় হলুদ কার্ডে লাল কার্ড দেখান রেফারি ক্লেঁম টারপিনে। এতে মেজাজ হারিয়ে রেফারির সঙ্গে তর্কেও লিপ্ত হন তিনি। এ নিয়ে পিএসজির হয়ে পঞ্চমবারের মতো লাল কার্ড দেখলেন তিনি।
মারকিনিওসের গোলের পর প্রথমার্ধে আরও বেশ কয়েকটি সুযোগ পেলেও গোল করতে পারেননি পিএসজির ফুটবলাররা। বিরতির পরেই সমতায় ফেরে স্ট্রাসবুর্গ। তবে নিজেদের খেলোয়াড়ের গোলে নয়, প্রতিপক্ষের খেলোয়াড়ের গোলে। গোলটি আসে পিএসজিকে এগিয়ে দেওয়া ডিফেন্ডার মারকিনিওসের পা থেকে।
ম্যাচ যখন ১-১ গোলে ড্রয়ের পথে, সেই সময়ই দলকে পেনাল্টি এনে দেন এমবাপ্পে। ম্যাচের অতিরিক্ত সময়ে তাঁকে বক্সের ভেতরে ফেলে দেন প্রতিপক্ষের এক ডিফেন্ডার। স্পটকিক থেকে গোল করে দলকে ২-১ গোলের জয় এনে দেন বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ী ফরাসি তারকা। এই জয়ে ১৬ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রইল পিএসজি।

বিশ্বকাপের ব্যর্থতা ভুলে গতকাল প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) হয়ে খেলতে নেমেছেন নেইমার। কিন্তু বিশ্বকাপ বিরতির পর ফেরাটা সুন্দর হলো না তাঁর। লাল কার্ডের মাধ্যমে লিগ ১-এর বাকি মৌসুম শুরু করলেন ব্রাজিলিয়ান তারকা।
লাল কার্ডে নেইমার ম্যাচ থেকে ছিটকে গেলেও ছিটকে যায়নি পিএসজি। স্ট্রাসবুর্গের বিপক্ষে ২-১ গোলের জয় পেয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা। ম্যাচের ৩টি গোলই এসেছে পিএসজির ফুটবলারদের পা থেকে। দলের হয়ে একটি গোল করেছেন এবং প্রতিপক্ষকে উপহার দিয়েছেন মারকিনিওস। আর অন্য গোলটি করেছেন কিলিয়ান এমবাপ্পে।
লাল কার্ড দেখার আগে দুর্দান্তই খেলছিলেন নেইমার। ১৪ মিনিটে তাঁর পাস থেকেই দলকে এগিয়ে দেন ক্লাব ও জাতীয় দলের সতীর্থ মারকিনিওস। বিরতির পরেই সময় খারাপ যেতে থাকে সাবেক বার্সেলোনা তারকার। এর দায় অবশ্য তাঁর নিজেরই।
৬১ মিনিটে প্রথম হলুদ কার্ড পান নেইমার। স্ট্রাসবুর্গের ডিফেন্ডার আদ্রিয়ান থমাসনের মুখে কনুই মেরে। ফিরতি মিনিটেই দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন তিনি। বাঁ প্রান্ত ধরে বক্সে ঢোকার সময় তাঁকে বাধা দেন প্রতিপক্ষের এক ডিফেন্ডার।
এ সময় চালাকি করে পড়ে যান নেইমার। দলের ও নিজের লাভ করতে গিয়ে সর্বনাশ ডেকে আনেন তিনি। তাঁর ইচ্ছাকৃত ডাইভ চোখ এড়ায়নি রেফারির। সঙ্গে সঙ্গে দ্বিতীয় হলুদ কার্ডে লাল কার্ড দেখান রেফারি ক্লেঁম টারপিনে। এতে মেজাজ হারিয়ে রেফারির সঙ্গে তর্কেও লিপ্ত হন তিনি। এ নিয়ে পিএসজির হয়ে পঞ্চমবারের মতো লাল কার্ড দেখলেন তিনি।
মারকিনিওসের গোলের পর প্রথমার্ধে আরও বেশ কয়েকটি সুযোগ পেলেও গোল করতে পারেননি পিএসজির ফুটবলাররা। বিরতির পরেই সমতায় ফেরে স্ট্রাসবুর্গ। তবে নিজেদের খেলোয়াড়ের গোলে নয়, প্রতিপক্ষের খেলোয়াড়ের গোলে। গোলটি আসে পিএসজিকে এগিয়ে দেওয়া ডিফেন্ডার মারকিনিওসের পা থেকে।
ম্যাচ যখন ১-১ গোলে ড্রয়ের পথে, সেই সময়ই দলকে পেনাল্টি এনে দেন এমবাপ্পে। ম্যাচের অতিরিক্ত সময়ে তাঁকে বক্সের ভেতরে ফেলে দেন প্রতিপক্ষের এক ডিফেন্ডার। স্পটকিক থেকে গোল করে দলকে ২-১ গোলের জয় এনে দেন বিশ্বকাপে গোল্ডেন বুট জয়ী ফরাসি তারকা। এই জয়ে ১৬ ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষেই রইল পিএসজি।

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৭ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৮ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৮ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
১০ ঘণ্টা আগে