
নতুন কোচ হ্যানসি ফ্লিকের অধীনে রীতিমতো উড়তে থাকে বার্সেলোনা। লা লিগার প্রথম ৭ ম্যাচের প্রতিটিতেই জিতেছে। ওসাসুনার কাছে বড় পরাজয়ে থেমে যায় বার্সার সেই জয়যাত্রা। এমন বিব্রতকর পরাজয়ের দায় নিলেন স্বয়ং বার্সা কোচ।
এল সদর স্টেডিয়ামে গত রাতে ওসাসুনার বিপক্ষে বার্সেলোনা কৌশলগত কিছু পরিবর্তন নিয়ে আসে। লামিনে ইয়ামাল, রাফিনিয়ার মতো দুই তারকাকে মূল একাদশে রাখেননি বার্সা কোচ ফ্লিক। বদলি হিসেবে নামা ইয়ামাল যখন ৮৯ মিনিটে গোল করেন, সেটা শুধু কাতালানদের হারের ব্যবধানই কমাতে পেরেছে। ওসাসুনার কাছে বার্সা হেরেছে ৪-২ গোলে। হারের পর সাংবাদিকদের ফ্লিক বলেন, ‘আমার মতে এটা জরুরি ছিল। আমাদের অনেক ম্যাচ আছে। অনেক খেলোয়াড়কে দীর্ঘক্ষণ মাঠে থাকতে হয়েছে। বিষয়টা দেখাশোনা করার দায়িত্ব তো আমার। আপনি এমন পরাজয়ের জন্য কাউকে দায় দিতে চাইলে আমাকে দিতে পারেন।’
ওসাসুনার বিপক্ষে বলের দখল বেশিই ছিল বার্সেলোনার। ৭৫ শতাংশ বল দখলে রেখে বার্সা প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৬ শট করে। তবে সুযোগগুলো কাজে লাগাতে পারেনি কাতালানরা। ম্যাচের প্রথম ২৮ মিনিটেই ২-০ গোলে এগিয়ে যায় ওসাসুনা। ৫১ মিনিটে পাও ভিক্তরের গোলে বার্সেলোনা ব্যবধান কমিয়েছে। তবে ৭২ মিনিটে আন্তে বুদিমির পেনাল্টি থেকে আবার ব্যবধান বাড়ান ওসাসুনা। ফ্লিক বলেন,‘দ্বিতীয়ার্ধে এই মাঠে ভালো ফলের জন্য আমরা চেষ্টা করেছি। ব্যবধান ২-১ করেছি। সুযোগ কিছু এসেও ছিল। তবে পেনাল্টিটা আমাদের ভুগিয়েছে।’
বার্সেলোনার বিপক্ষে গত রাতে জোড়া গোল করেন ওসাসুনার স্ট্রাইকার বুদিমির। ওসাসুনার বাকি ২ গোল করেন ব্রায়ান জারাগোজা ও অ্যাবেল বেরেন্টোনস।
৪-২ গোলে হারের পরও লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে বার্সা। ৮ ম্যাচে ৭ জয় ও ১ হারে ২১ পয়েন্ট এখন বার্সেলোনার। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ১৭। লস ব্লাঙ্কোসরা অবশ্য খেলেছে ৭ ম্যাচ।

নতুন কোচ হ্যানসি ফ্লিকের অধীনে রীতিমতো উড়তে থাকে বার্সেলোনা। লা লিগার প্রথম ৭ ম্যাচের প্রতিটিতেই জিতেছে। ওসাসুনার কাছে বড় পরাজয়ে থেমে যায় বার্সার সেই জয়যাত্রা। এমন বিব্রতকর পরাজয়ের দায় নিলেন স্বয়ং বার্সা কোচ।
এল সদর স্টেডিয়ামে গত রাতে ওসাসুনার বিপক্ষে বার্সেলোনা কৌশলগত কিছু পরিবর্তন নিয়ে আসে। লামিনে ইয়ামাল, রাফিনিয়ার মতো দুই তারকাকে মূল একাদশে রাখেননি বার্সা কোচ ফ্লিক। বদলি হিসেবে নামা ইয়ামাল যখন ৮৯ মিনিটে গোল করেন, সেটা শুধু কাতালানদের হারের ব্যবধানই কমাতে পেরেছে। ওসাসুনার কাছে বার্সা হেরেছে ৪-২ গোলে। হারের পর সাংবাদিকদের ফ্লিক বলেন, ‘আমার মতে এটা জরুরি ছিল। আমাদের অনেক ম্যাচ আছে। অনেক খেলোয়াড়কে দীর্ঘক্ষণ মাঠে থাকতে হয়েছে। বিষয়টা দেখাশোনা করার দায়িত্ব তো আমার। আপনি এমন পরাজয়ের জন্য কাউকে দায় দিতে চাইলে আমাকে দিতে পারেন।’
ওসাসুনার বিপক্ষে বলের দখল বেশিই ছিল বার্সেলোনার। ৭৫ শতাংশ বল দখলে রেখে বার্সা প্রতিপক্ষের লক্ষ্য বরাবর ৬ শট করে। তবে সুযোগগুলো কাজে লাগাতে পারেনি কাতালানরা। ম্যাচের প্রথম ২৮ মিনিটেই ২-০ গোলে এগিয়ে যায় ওসাসুনা। ৫১ মিনিটে পাও ভিক্তরের গোলে বার্সেলোনা ব্যবধান কমিয়েছে। তবে ৭২ মিনিটে আন্তে বুদিমির পেনাল্টি থেকে আবার ব্যবধান বাড়ান ওসাসুনা। ফ্লিক বলেন,‘দ্বিতীয়ার্ধে এই মাঠে ভালো ফলের জন্য আমরা চেষ্টা করেছি। ব্যবধান ২-১ করেছি। সুযোগ কিছু এসেও ছিল। তবে পেনাল্টিটা আমাদের ভুগিয়েছে।’
বার্সেলোনার বিপক্ষে গত রাতে জোড়া গোল করেন ওসাসুনার স্ট্রাইকার বুদিমির। ওসাসুনার বাকি ২ গোল করেন ব্রায়ান জারাগোজা ও অ্যাবেল বেরেন্টোনস।
৪-২ গোলে হারের পরও লা লিগায় পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রেখেছে বার্সা। ৮ ম্যাচে ৭ জয় ও ১ হারে ২১ পয়েন্ট এখন বার্সেলোনার। দুইয়ে থাকা রিয়াল মাদ্রিদের পয়েন্ট ১৭। লস ব্লাঙ্কোসরা অবশ্য খেলেছে ৭ ম্যাচ।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তত বাড়ছে। ভারত থেকে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ভেন্যু সরাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে দফায় দফায় চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি গতকাল বিসিবি-আইসিসি ভিডিও কনফারেন্সও করেছে।
২৫ মিনিট আগে
ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।
১ ঘণ্টা আগে
প্রথমবার এসেই যেন বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ফিফার দূত হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন সিলভা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন, পাশে ছিলেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াও। অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩ সপ্তাহ বাকি থাকলেও এখনো বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চলছে। বিষয়টি নিয়ে চিন্তিত নন তানজিদ হাসান তামিম। এই বাঁ হাতি ব্যাটারের বিশ্বাস, বিষয়টি ভালোভাবেই দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসি।
১ ঘণ্টা আগে