
২০১৮ সালের পর ২০২২ সালের বিশ্বকাপ নিয়েও শঙ্কায় পড়ে গেছে ইতালি। গত জুলাইয়ে ইউরোপ-সেরা হওয়া দলটি তিন মাসের ব্যবধানে নিজেদের হারিয়ে খুঁজছে। ইউরোপিয়ান অঞ্চলের বাছাইয়ে গত রাতে নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে ড্র করায় ইতালির বিশ্বকাপ-ভাগ্য এখন ঝুলছে। রাতের আরেক ম্যাচে বুলগেরিয়াকে ৪-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে সুইজারল্যান্ড।
ইউরোপিয়ান অঞ্চলের বাছাইয়ে প্রতি গ্রুপ থেকে শুধু শীর্ষ দলই পাবে কাতার বিশ্বকাপের টিকিট, দ্বিতীয় হওয়া দলকে খেলতে হবে প্লে-অফ। আট ম্যাচে পাঁচ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষ দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করেছে সুইসরা। আট ম্যাচে চার জয়ে ১৬ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে থাকা ইতালিকে বিশ্বকাপে খেলতে হলে পার করতে হবে প্লে অফের বাধা।
দুই ম্যাচ আগেও ইতালির অবস্থা এমন ছিল না। ছয় ম্যাচে তাদের পয়েন্ট ছিল ১৪, সমান ম্যাচে সুইজারল্যান্ডেরও ছিল ১৪ পয়েন্ট। নিজেদের সপ্তম ম্যাচে মুখোমুখি হয়েছিল সুইজারল্যান্ড ও ইতালি। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে জয়ের সহজ সুযোগ হাতছাড়া করে রবার্তো মানচিনির দল। শেষ দিকে পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারেনি জর্জিনিয়ো। ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়েছিল ১-১ গোলে।
নিজেদের অষ্টম ম্যাচে তাই সুযোগ ছিল ইতালি, সুইজারল্যান্ড দুই দলের সামনে। বুলগেরিয়াকে ৪-০ গোলে হারিয়ে বাজিমাত করেছে সুইসরা। সেখানে নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে ড্র করে ধাক্কা খেয়েছে ইতালি। ৭০ শতাংশের বেশি সময় বল নিজেদের পায়ে রেখে একক আধিপত্য দেখিয়েছিল ইতালি। তবে ভাঙতে পারেনি প্রতিপক্ষের জমাট রক্ষণ। আর তাতেই ইউরো ২০২০ চ্যাম্পিয়নদের অনিশ্চিত হয়ে গেছে কাতার বিশ্বকাপ।

২০১৮ সালের পর ২০২২ সালের বিশ্বকাপ নিয়েও শঙ্কায় পড়ে গেছে ইতালি। গত জুলাইয়ে ইউরোপ-সেরা হওয়া দলটি তিন মাসের ব্যবধানে নিজেদের হারিয়ে খুঁজছে। ইউরোপিয়ান অঞ্চলের বাছাইয়ে গত রাতে নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে ড্র করায় ইতালির বিশ্বকাপ-ভাগ্য এখন ঝুলছে। রাতের আরেক ম্যাচে বুলগেরিয়াকে ৪-০ গোলে হারিয়ে কাতার বিশ্বকাপের টিকিট নিশ্চিত করেছে সুইজারল্যান্ড।
ইউরোপিয়ান অঞ্চলের বাছাইয়ে প্রতি গ্রুপ থেকে শুধু শীর্ষ দলই পাবে কাতার বিশ্বকাপের টিকিট, দ্বিতীয় হওয়া দলকে খেলতে হবে প্লে-অফ। আট ম্যাচে পাঁচ জয়ে ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষ দল হিসেবে বিশ্বকাপ নিশ্চিত করেছে সুইসরা। আট ম্যাচে চার জয়ে ১৬ পয়েন্ট নিয়ে তালিকার দুইয়ে থাকা ইতালিকে বিশ্বকাপে খেলতে হলে পার করতে হবে প্লে অফের বাধা।
দুই ম্যাচ আগেও ইতালির অবস্থা এমন ছিল না। ছয় ম্যাচে তাদের পয়েন্ট ছিল ১৪, সমান ম্যাচে সুইজারল্যান্ডেরও ছিল ১৪ পয়েন্ট। নিজেদের সপ্তম ম্যাচে মুখোমুখি হয়েছিল সুইজারল্যান্ড ও ইতালি। সুইজারল্যান্ডের বিপক্ষে ম্যাচে জয়ের সহজ সুযোগ হাতছাড়া করে রবার্তো মানচিনির দল। শেষ দিকে পেনাল্টি পেয়েও কাজে লাগাতে পারেনি জর্জিনিয়ো। ম্যাচটি শেষ পর্যন্ত ড্র হয়েছিল ১-১ গোলে।
নিজেদের অষ্টম ম্যাচে তাই সুযোগ ছিল ইতালি, সুইজারল্যান্ড দুই দলের সামনে। বুলগেরিয়াকে ৪-০ গোলে হারিয়ে বাজিমাত করেছে সুইসরা। সেখানে নর্দার্ন আয়ারল্যান্ডের বিপক্ষে ড্র করে ধাক্কা খেয়েছে ইতালি। ৭০ শতাংশের বেশি সময় বল নিজেদের পায়ে রেখে একক আধিপত্য দেখিয়েছিল ইতালি। তবে ভাঙতে পারেনি প্রতিপক্ষের জমাট রক্ষণ। আর তাতেই ইউরো ২০২০ চ্যাম্পিয়নদের অনিশ্চিত হয়ে গেছে কাতার বিশ্বকাপ।

তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে হারলেও দ্বিতীয়টিতে ঘুরে দাঁড়িয়েছে নিউজিল্যান্ড। রাজকোটে আজ ভারতের বিপক্ষে ৭ উইকেটের জয়ে সিরিজে ১-১ ব্যবধানে সমতা ফিরিয়েছে সফরকারীরা। ১১৭ বলে ১১ চার ও ২ ছক্কায় হার না মানা ১৩১ রানের ইনিংস খেলে ম্যাচসেরা হয়েছেন কিউই অলরাউন্ডার ড্যারিল মিচেল।
৭ ঘণ্টা আগে
কদিন আগে তামিম ইকবালকে ‘পরীক্ষিত ভারতীয় দালাল’ বলেছিলেন বিসিবি পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম। সেই বিতর্কিত মন্তব্যের রেশ না কাটতেই আবারও দৃশ্যপটে নাজমুল। আজ বিকেলে মিরপুরে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন বিসিবির অর্থ বিভাগের চেয়ারম্যান।
৮ ঘণ্টা আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ না খেললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো ক্ষতি হবে না, ক্রিকেটারদের কাছ থেকে কি আমরা টাকা ফেরত চাচ্ছি—বিসিবির অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলাম আজ খালেদা জিয়ার স্মরণে বিসিবিতে দোয়া মাহফিল শেষে বিকেলে সাংবাদিকদের এমন কথা বলেছিলেন।
৮ ঘণ্টা আগে
নায়ক হওয়ার সুবর্ণ সুযোগ ছিল রিশাদ হোসেনের সামনে। শেষ বলে ছক্কা মারলেই হোবার্ট হারিকেনস পেত রোমাঞ্চকর এক জয়। কিন্তু বোলিংয়ে মুগ্ধতা ছড়ানো রিশাদ ব্যাটিংয়ে সেটা করে দেখাতে পারেননি। শেষ পর্যন্ত ব্রিসবেন হিটের কাছে ৩ রানে হেরে গেছে হোবার্ট হারিকেনস।
৯ ঘণ্টা আগে