
ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসরে খেলছেন ৯ মাস। বর্তমান মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করছেন তিনি। সৌদি ক্লাবটিকে শিরোপাও এনে দিয়েছেন। সৌদিতে যখন সুখের সময় কাটাচ্ছেন, তখন পুরনো ঘটনাই যেন সবাইকে মনে করালেন বার্সেলোনার সাবেক তারকা ফুটবলার আর্তুরো ভিদাল।
আল নাসরের আগে রোনালদো সর্বশেষ খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। ২০২১ সালে দ্বিতীয় দফায় ইউনাইটেডে ফিরে দুই মৌসুম পুরো খেলতে পারেননি তিনি। কোচ এরিক টেন হাগের সঙ্গে তাঁর বনিবনা হতো না। প্রায়ই টেন হাগ-রোনালদোর তিক্ত সম্পর্ক চলে আসত লাইমলাইটে। কোচ এরিক টেন হাগসহ ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে পিয়ার্স মরগানকে বিশাল সাক্ষাৎকার দিয়েছিলেন রোনালদো। এর পরিপ্রেক্ষিতে তাঁর সঙ্গে চুক্তি বাতিল করে ইউনাইটেড।
রোনালদো দুই দফায় ইউনাইটেডে খেলে ১৪৫ গোল করেছেন এবং ৪৩৬ ম্যাচ খেলেছেন। তিনটা প্রিমিয়ার লিগ, দুটো লিগ কাপ, চ্যাম্পিয়নস লিগ এবং ক্লাব বিশ্বকাপ জিতেছেন ইউনাইটেডের জার্সিতে। টেন হাগের কারণেই রোনালদো ম্যান ইউনাইটেড ছেড়েছে বলে দাবি করেছেন ভিদাল। ভিদাল বলেন, ‘এমন কোচ আসলেই খারাপ। কীভাবে রোনালদো তিনি বাদ দিতে পারেন? সে (রোনালদো) ছিল সর্বোচ্চ গোলদাতা। এই টেকো লোকগুলো খুবই জটিল প্রকৃতির হয়।’
কোলো কোলো, বায়ার লেভারকুসেন, জুভেন্টাস, বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, ইন্টার মিলান, ফ্ল্যামেঙ্গো, আতলেতিকো পারানায়েন্স-এই নিয়ে অষ্টম ক্লাবে খেলছেন ভিদাল। আতলেতিকো পারানায়েন্সে তিনি যোগ দিয়েছেন এ বছরের জুলাই মাসে। তার আগে ফ্ল্যামেঙ্গো ছেড়েছেন কোচ হোর্হে সাম্পাওলির কারণে দ্বন্দ্বের জেড়ে। ফ্ল্যামেঙ্গোর একাদশে প্রায়ই তাঁকে খেলাতেন না সাম্পাওলি। সাম্পাওলিকে নিয়ে কদিন আগে ক্ষোভ ঝেরেছিলেন ভিদাল। সাবেক বার্সা ফুটবলার বলেন, ‘আমি বেশ খুশি। খেলার জন্য সব সময় আমি প্রস্তুত ছিলাম। একজন পরাজিত কোচের কাছে আমি আটকে গিয়েছিলাম। খেলোয়াড়দের কীভাবে প্রশংসা করতে হয় তা তিনি জানেন না।’

ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসরে খেলছেন ৯ মাস। বর্তমান মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করছেন তিনি। সৌদি ক্লাবটিকে শিরোপাও এনে দিয়েছেন। সৌদিতে যখন সুখের সময় কাটাচ্ছেন, তখন পুরনো ঘটনাই যেন সবাইকে মনে করালেন বার্সেলোনার সাবেক তারকা ফুটবলার আর্তুরো ভিদাল।
আল নাসরের আগে রোনালদো সর্বশেষ খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। ২০২১ সালে দ্বিতীয় দফায় ইউনাইটেডে ফিরে দুই মৌসুম পুরো খেলতে পারেননি তিনি। কোচ এরিক টেন হাগের সঙ্গে তাঁর বনিবনা হতো না। প্রায়ই টেন হাগ-রোনালদোর তিক্ত সম্পর্ক চলে আসত লাইমলাইটে। কোচ এরিক টেন হাগসহ ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে পিয়ার্স মরগানকে বিশাল সাক্ষাৎকার দিয়েছিলেন রোনালদো। এর পরিপ্রেক্ষিতে তাঁর সঙ্গে চুক্তি বাতিল করে ইউনাইটেড।
রোনালদো দুই দফায় ইউনাইটেডে খেলে ১৪৫ গোল করেছেন এবং ৪৩৬ ম্যাচ খেলেছেন। তিনটা প্রিমিয়ার লিগ, দুটো লিগ কাপ, চ্যাম্পিয়নস লিগ এবং ক্লাব বিশ্বকাপ জিতেছেন ইউনাইটেডের জার্সিতে। টেন হাগের কারণেই রোনালদো ম্যান ইউনাইটেড ছেড়েছে বলে দাবি করেছেন ভিদাল। ভিদাল বলেন, ‘এমন কোচ আসলেই খারাপ। কীভাবে রোনালদো তিনি বাদ দিতে পারেন? সে (রোনালদো) ছিল সর্বোচ্চ গোলদাতা। এই টেকো লোকগুলো খুবই জটিল প্রকৃতির হয়।’
কোলো কোলো, বায়ার লেভারকুসেন, জুভেন্টাস, বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, ইন্টার মিলান, ফ্ল্যামেঙ্গো, আতলেতিকো পারানায়েন্স-এই নিয়ে অষ্টম ক্লাবে খেলছেন ভিদাল। আতলেতিকো পারানায়েন্সে তিনি যোগ দিয়েছেন এ বছরের জুলাই মাসে। তার আগে ফ্ল্যামেঙ্গো ছেড়েছেন কোচ হোর্হে সাম্পাওলির কারণে দ্বন্দ্বের জেড়ে। ফ্ল্যামেঙ্গোর একাদশে প্রায়ই তাঁকে খেলাতেন না সাম্পাওলি। সাম্পাওলিকে নিয়ে কদিন আগে ক্ষোভ ঝেরেছিলেন ভিদাল। সাবেক বার্সা ফুটবলার বলেন, ‘আমি বেশ খুশি। খেলার জন্য সব সময় আমি প্রস্তুত ছিলাম। একজন পরাজিত কোচের কাছে আমি আটকে গিয়েছিলাম। খেলোয়াড়দের কীভাবে প্রশংসা করতে হয় তা তিনি জানেন না।’

খেলা বর্জনের সিদ্ধান্ত থেকে সরে এসেছেন ক্রিকেটাররা। ফিরতে চান খেলায়। আজ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে তা জানিয়েছে ক্রিকেটার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন অফ বাংলাদেশ (বিসিবি)।
৩ ঘণ্টা আগে
দেশের ক্রিকেটে গুমোট একটা পরিবেশ চলছে বেশ কয়েকদিন ধরে। প্রথমে ভারতে বিশ্বকাপ খেলতে না যাওয়ার ইস্যুর পর এবার মুখোমুখি অবস্থানে বিসিবি ও ক্রিকেটাররা। বিবাদের আঁচ পড়ছে একের পর এক। এমন অবস্থায় ঐক্যের ডাক দিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৩ ঘণ্টা আগে
আনুষ্ঠানিক ঘোষণা আসেনি এখনো। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) স্থগিত করার দিক যাচ্ছে বিসিবি। বিসিবির একটি দায়িত্বশীল সূত্র জানিয়েছে, পরিচালক এম নাজমুল ইসলামকে অর্থ বিভাগ থেকে সরিয়ে দেওয়ার পরও খেলোয়াড়েরা যেহেতু খেলা বয়কটের ঘোষণা থেকে সরে আসেননি, বিপিএল বন্ধ করে দেওয়ার দিকেই যাচ্ছে বিসিবি।
৪ ঘণ্টা আগে
ক্রিকেটারদের কাছে টাকা ফেরত চাওয়া, টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ না খেললে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) কোনো ক্ষতি হবে না—গতকাল এমন বিতর্কিত মন্তব্যের পর তোপের মুখে পড়েন পরিচালক এম নাজমুল ইসলাম। তাঁর পদত্যাগের দাবিতে আজ মেহেদী হাসান মিরাজ-মোহাম্মদ মিঠুনরা খেলা বয়কট করেছেন।
৫ ঘণ্টা আগে