
ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসরে খেলছেন ৯ মাস। বর্তমান মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করছেন তিনি। সৌদি ক্লাবটিকে শিরোপাও এনে দিয়েছেন। সৌদিতে যখন সুখের সময় কাটাচ্ছেন, তখন পুরনো ঘটনাই যেন সবাইকে মনে করালেন বার্সেলোনার সাবেক তারকা ফুটবলার আর্তুরো ভিদাল।
আল নাসরের আগে রোনালদো সর্বশেষ খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। ২০২১ সালে দ্বিতীয় দফায় ইউনাইটেডে ফিরে দুই মৌসুম পুরো খেলতে পারেননি তিনি। কোচ এরিক টেন হাগের সঙ্গে তাঁর বনিবনা হতো না। প্রায়ই টেন হাগ-রোনালদোর তিক্ত সম্পর্ক চলে আসত লাইমলাইটে। কোচ এরিক টেন হাগসহ ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে পিয়ার্স মরগানকে বিশাল সাক্ষাৎকার দিয়েছিলেন রোনালদো। এর পরিপ্রেক্ষিতে তাঁর সঙ্গে চুক্তি বাতিল করে ইউনাইটেড।
রোনালদো দুই দফায় ইউনাইটেডে খেলে ১৪৫ গোল করেছেন এবং ৪৩৬ ম্যাচ খেলেছেন। তিনটা প্রিমিয়ার লিগ, দুটো লিগ কাপ, চ্যাম্পিয়নস লিগ এবং ক্লাব বিশ্বকাপ জিতেছেন ইউনাইটেডের জার্সিতে। টেন হাগের কারণেই রোনালদো ম্যান ইউনাইটেড ছেড়েছে বলে দাবি করেছেন ভিদাল। ভিদাল বলেন, ‘এমন কোচ আসলেই খারাপ। কীভাবে রোনালদো তিনি বাদ দিতে পারেন? সে (রোনালদো) ছিল সর্বোচ্চ গোলদাতা। এই টেকো লোকগুলো খুবই জটিল প্রকৃতির হয়।’
কোলো কোলো, বায়ার লেভারকুসেন, জুভেন্টাস, বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, ইন্টার মিলান, ফ্ল্যামেঙ্গো, আতলেতিকো পারানায়েন্স-এই নিয়ে অষ্টম ক্লাবে খেলছেন ভিদাল। আতলেতিকো পারানায়েন্সে তিনি যোগ দিয়েছেন এ বছরের জুলাই মাসে। তার আগে ফ্ল্যামেঙ্গো ছেড়েছেন কোচ হোর্হে সাম্পাওলির কারণে দ্বন্দ্বের জেড়ে। ফ্ল্যামেঙ্গোর একাদশে প্রায়ই তাঁকে খেলাতেন না সাম্পাওলি। সাম্পাওলিকে নিয়ে কদিন আগে ক্ষোভ ঝেরেছিলেন ভিদাল। সাবেক বার্সা ফুটবলার বলেন, ‘আমি বেশ খুশি। খেলার জন্য সব সময় আমি প্রস্তুত ছিলাম। একজন পরাজিত কোচের কাছে আমি আটকে গিয়েছিলাম। খেলোয়াড়দের কীভাবে প্রশংসা করতে হয় তা তিনি জানেন না।’

ক্রিস্টিয়ানো রোনালদো আল নাসরে খেলছেন ৯ মাস। বর্তমান মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্স করছেন তিনি। সৌদি ক্লাবটিকে শিরোপাও এনে দিয়েছেন। সৌদিতে যখন সুখের সময় কাটাচ্ছেন, তখন পুরনো ঘটনাই যেন সবাইকে মনে করালেন বার্সেলোনার সাবেক তারকা ফুটবলার আর্তুরো ভিদাল।
আল নাসরের আগে রোনালদো সর্বশেষ খেলেছেন ম্যানচেস্টার ইউনাইটেডে। ২০২১ সালে দ্বিতীয় দফায় ইউনাইটেডে ফিরে দুই মৌসুম পুরো খেলতে পারেননি তিনি। কোচ এরিক টেন হাগের সঙ্গে তাঁর বনিবনা হতো না। প্রায়ই টেন হাগ-রোনালদোর তিক্ত সম্পর্ক চলে আসত লাইমলাইটে। কোচ এরিক টেন হাগসহ ম্যানচেস্টার ইউনাইটেডকে নিয়ে পিয়ার্স মরগানকে বিশাল সাক্ষাৎকার দিয়েছিলেন রোনালদো। এর পরিপ্রেক্ষিতে তাঁর সঙ্গে চুক্তি বাতিল করে ইউনাইটেড।
রোনালদো দুই দফায় ইউনাইটেডে খেলে ১৪৫ গোল করেছেন এবং ৪৩৬ ম্যাচ খেলেছেন। তিনটা প্রিমিয়ার লিগ, দুটো লিগ কাপ, চ্যাম্পিয়নস লিগ এবং ক্লাব বিশ্বকাপ জিতেছেন ইউনাইটেডের জার্সিতে। টেন হাগের কারণেই রোনালদো ম্যান ইউনাইটেড ছেড়েছে বলে দাবি করেছেন ভিদাল। ভিদাল বলেন, ‘এমন কোচ আসলেই খারাপ। কীভাবে রোনালদো তিনি বাদ দিতে পারেন? সে (রোনালদো) ছিল সর্বোচ্চ গোলদাতা। এই টেকো লোকগুলো খুবই জটিল প্রকৃতির হয়।’
কোলো কোলো, বায়ার লেভারকুসেন, জুভেন্টাস, বায়ার্ন মিউনিখ, বার্সেলোনা, ইন্টার মিলান, ফ্ল্যামেঙ্গো, আতলেতিকো পারানায়েন্স-এই নিয়ে অষ্টম ক্লাবে খেলছেন ভিদাল। আতলেতিকো পারানায়েন্সে তিনি যোগ দিয়েছেন এ বছরের জুলাই মাসে। তার আগে ফ্ল্যামেঙ্গো ছেড়েছেন কোচ হোর্হে সাম্পাওলির কারণে দ্বন্দ্বের জেড়ে। ফ্ল্যামেঙ্গোর একাদশে প্রায়ই তাঁকে খেলাতেন না সাম্পাওলি। সাম্পাওলিকে নিয়ে কদিন আগে ক্ষোভ ঝেরেছিলেন ভিদাল। সাবেক বার্সা ফুটবলার বলেন, ‘আমি বেশ খুশি। খেলার জন্য সব সময় আমি প্রস্তুত ছিলাম। একজন পরাজিত কোচের কাছে আমি আটকে গিয়েছিলাম। খেলোয়াড়দের কীভাবে প্রশংসা করতে হয় তা তিনি জানেন না।’

বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চলছে ১৮ দিন ধরে। আজ আইসিসি সভায় সিদ্ধান্ত হয়েছে যে—ভারতে বাংলাদেশ দল না খেললে বিকল্প দল নেবে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)। ব্যাপারটি নিয়ে ভাবতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) এক দিন সময় দিয়েছে ক্রিকেটের অভিভাবক সংস্থা।
৪২ মিনিট আগে
২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ অনেক দিন ধরেই সুতোয় ঝুলছে। বিশ্বকাপে লিটন দাসের নেতৃত্বাধীন বাংলাদেশের বিশ্বকাপ খেলা নিয়ে যে অনিশ্চয়তা চলছে ১৮ দিন ধরে, সেটার সমাধান করতে আজ এক সভায় বসেছে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
১ ঘণ্টা আগে
আন্তর্জাতিক ক্রিকেট থেকে বাংলাদেশকে নিষিদ্ধের দাবিতে করা মামলা খারিজ করেছেন দিল্লি হাইকোর্ট। জনস্বার্থে মামলাটি করেছিলেন আইনের একজন ছাত্র। যেটা আমলে নেননি দিল্লি হাইকোর্ট। উল্টো বিদ্রূপের শিকার হতে হয়েছে ওই ছাত্রকে।
১ ঘণ্টা আগে
রিয়াল মাদ্রিদে আট বছর খেলে ভিনিসিয়ুস জুনিয়রের অর্জন তো একেবারে কম নয়। দুইবার চ্যাম্পিয়নস লিগ, তিনবার লা লিগাসহ আরও অনেক মেজর টুর্নামেন্টের শিরোপা জিতেছেন লস ব্লাঙ্কোসদের হয়ে। কিন্তু আলোর বিপরীতেই যে থাকে অন্ধকার। বাজে পারফরম্যান্সের পাশাপাশি অন্যান্য ঘটনাতেও অসংখ্যবার ভক্ত-সমর্থকদের দুয়োধ্বনির শিকার
১ ঘণ্টা আগে