Ajker Patrika

এমবাপ্পেকে ‘গোলপাগল’ বললেন পিএসজি কোচ

আপডেট : ২৪ জানুয়ারি ২০২৩, ১২: ৫৪
এমবাপ্পেকে ‘গোলপাগল’ বললেন পিএসজি কোচ

গোল করা যেন এক অভ্যাসে পরিণত করে ফেলেছেন কিলিয়ান এমবাপ্পে। ফ্রান্স, প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)—দল যা-ই হোক, গোলের ধারাবাহিকতা অব্যহত রাখছেন। নিয়মিত গোল করা এমবাপ্পেকে ‘গোলপাগল’ বললেন ক্রিস্তফ গালতিয়ের।

বোলার্ট ডেলেসিস স্টেডিয়ামে গতকাল ফ্রেঞ্চ কাপের ম্যাচে মুখোমুখি হয় পেস দ্য ক্যাসেল ও পিএসজি। পেস দ্য ক্যাসেলকে ৭-০ গোলে উড়িয়ে দেয় পিএসজি। ৭ গোলের মধ্যে এমবাপ্পে একাই করেন ৫ গোল। ম্যাচে গোলের উদ্বোধনই হয় এমবাপ্পেকে দিয়ে। নুনো মেন্দেসের অ্যাসিস্টে ২৯ মিনিটে গোল করেন ফরাসি এই ফরোয়ার্ড। এরপর ৩৫, ৪০, ৫৬ ও ৭৯ মিনিটে নিজের বাকি ৪ গোল করেন এমবাপ্পে। তাঁর গোলবন্যায় মুগ্ধতা ঝরেছে গালতিয়েরের কণ্ঠে। পিএসজি কোচ বলেন, ‘এমবাপ্পে আসলেই গোল করতে পছন্দ করে। গত বছর সে অনেক গোল করেছে। এক বর্ষপঞ্জিকায় ৫৬-এর মতো গোল করেছিল।’ 

এমবাপ্পে ছাড়া বাকি ২ গোল করেছেন নেইমার ও কার্লোস সোলার। নেইমার দুটি গোলে অ্যাসিস্ট করেছেন। ৫৬ মিনিটে এমবাপ্পে ও ৬৪ মিনিটে সোলারকে গোল করতে সহায়তা করেছিলেন নেইমার। নেইমার-এমবাপ্পের যুগলবন্দী পারফরম্যান্সে গালতিয়ের বলেন, ‘এটা গুরুত্বপূর্ণ ছিল যে সে (এমবাপ্পে) ও নেইমার পুরো খেলাটা খেলেছে।’ 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এস আলম-নাভানার বিলাসবহুল বাস চুক্তি: ঝুঁকিতে ইসলামী ব্যাংকের ৮০ কোটি

ছেঁড়াদিয়া দ্বীপ: বেপরোয়া পর্যটক সামলাতে হিমশিম অবস্থা কর্তৃপক্ষের

আজকের রাশিফল: নেতিবাচক মানুষ থেকে দূরে থাকুন, পুরোনো প্রেমের স্মৃতি তাজা হবে

তেহরানের সঙ্গে বৈঠক বাতিল, ইরানি আন্দোলনকারীদের জন্য ‘সাহায্য’ পাঠাচ্ছেন ট্রাম্প

জামায়াতের সঙ্গে আসন নিয়ে টানাপোড়েন, আজই চূড়ান্ত করবে ১১ দল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত