
দুই দিন আগে চীনের বেইজিংয়ে লিওনেল মেসিকে ছুঁতে মাঠে ঢুকে পড়েছিলেন আর্জেন্টাইন অধিনায়কের এক ভক্ত। গতকাল তেমনি ফুটবলের আরেক কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদোকে স্পর্শ করতে মাঠে ঢুকে পড়লেন তাঁর এক ভক্ত। ভক্তের সঙ্গে দুর্দান্ত মুহূর্তও উপভোগ করেছেন পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী।
ম্যাচ চলাকালীন পর্তুগালের পতাকা হাতে মাঠে ঢুকে ভক্ত রোনালদোর সঙ্গে কোলাকুলি করেন। এরপর পর্তুগিজ তারকার দুই পায়ের মাঝে মাথা রেখে শ্রদ্ধাও জানান। আর শেষটা হয় সাবেক রিয়াল মাদ্রিদ তারকার দুই হাত দুই দিকে ছুড়ে ‘ট্রেডমার্ক’ উদ্যাপন একসঙ্গে করে। এরই মাঝে একসময় সিআর সেভেনকে বাতাসেও তুলে ধরেন ভক্ত।
রোনালদোর এমন দুর্দান্ত মুহূর্তের ম্যাচে জয়রথ ছুটছে পর্তুগালের। বিশ্বকাপের পর ইউরো বাছাইয়ে টানা তৃতীয় জয় পেয়েছে তারা। গতকাল বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে ২০১৬ ইউরোর চ্যাম্পিয়নরা।
পর্তুগালের হয়ে ব্রুনো ফার্নান্দেজের জোড়া গোলের সঙ্গে বাকিটি করছেন বার্নার্দো সিলভা। পুরো সময় খেলেও গোল পাননি রোনালদো। বিরতিতে যাওয়ার ঠিক এক মিনিট আগে দলকে লিড এনে দেন এবারের মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে ট্রেবল বিজয়ী সিলভা। বিরতির পর বসনিয়া গোল শোধ দেওয়ার বিপরীতে আরও দুটি হজম করে। ৭৭ মিনিটের পর ম্যাচের যোগ করা সময়ে দলের তৃতীয় এবং নিজেদের দ্বিতীয় গোল করেন ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক ফার্নান্দেজ।
ইউরো বাছাইয়ের আরেক ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বেলজিয়াম। ২১ মিনিটে ওরেল মঙ্গালার আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার পর বেলজিয়াম সমতায় ফেরে রোমেলু লুকাকুর গোলে। ৬১ মিনিটে দলকে পরাজয়ের হাতে থেকে বাঁচান ইন্টার মিলানে ধারে খেলতে যাওয়া এই স্ট্রাইকার।

দুই দিন আগে চীনের বেইজিংয়ে লিওনেল মেসিকে ছুঁতে মাঠে ঢুকে পড়েছিলেন আর্জেন্টাইন অধিনায়কের এক ভক্ত। গতকাল তেমনি ফুটবলের আরেক কিংবদন্তি ক্রিস্টিয়ানো রোনালদোকে স্পর্শ করতে মাঠে ঢুকে পড়লেন তাঁর এক ভক্ত। ভক্তের সঙ্গে দুর্দান্ত মুহূর্তও উপভোগ করেছেন পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী।
ম্যাচ চলাকালীন পর্তুগালের পতাকা হাতে মাঠে ঢুকে ভক্ত রোনালদোর সঙ্গে কোলাকুলি করেন। এরপর পর্তুগিজ তারকার দুই পায়ের মাঝে মাথা রেখে শ্রদ্ধাও জানান। আর শেষটা হয় সাবেক রিয়াল মাদ্রিদ তারকার দুই হাত দুই দিকে ছুড়ে ‘ট্রেডমার্ক’ উদ্যাপন একসঙ্গে করে। এরই মাঝে একসময় সিআর সেভেনকে বাতাসেও তুলে ধরেন ভক্ত।
রোনালদোর এমন দুর্দান্ত মুহূর্তের ম্যাচে জয়রথ ছুটছে পর্তুগালের। বিশ্বকাপের পর ইউরো বাছাইয়ে টানা তৃতীয় জয় পেয়েছে তারা। গতকাল বসনিয়া-হার্জেগোভিনার বিপক্ষে ৩-০ গোলের জয় পেয়েছে ২০১৬ ইউরোর চ্যাম্পিয়নরা।
পর্তুগালের হয়ে ব্রুনো ফার্নান্দেজের জোড়া গোলের সঙ্গে বাকিটি করছেন বার্নার্দো সিলভা। পুরো সময় খেলেও গোল পাননি রোনালদো। বিরতিতে যাওয়ার ঠিক এক মিনিট আগে দলকে লিড এনে দেন এবারের মৌসুমে ম্যানচেস্টার সিটির হয়ে ট্রেবল বিজয়ী সিলভা। বিরতির পর বসনিয়া গোল শোধ দেওয়ার বিপরীতে আরও দুটি হজম করে। ৭৭ মিনিটের পর ম্যাচের যোগ করা সময়ে দলের তৃতীয় এবং নিজেদের দ্বিতীয় গোল করেন ম্যানচেস্টার ইউনাইটেডের অধিনায়ক ফার্নান্দেজ।
ইউরো বাছাইয়ের আরেক ম্যাচে অস্ট্রিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করেছে বেলজিয়াম। ২১ মিনিটে ওরেল মঙ্গালার আত্মঘাতী গোলে পিছিয়ে পড়ার পর বেলজিয়াম সমতায় ফেরে রোমেলু লুকাকুর গোলে। ৬১ মিনিটে দলকে পরাজয়ের হাতে থেকে বাঁচান ইন্টার মিলানে ধারে খেলতে যাওয়া এই স্ট্রাইকার।

একটা সময় মনে হয়েছিল রাজশাহী ওয়ারিয়র্সের বিপক্ষে সহজেই জিতবে রংপুর রাইডার্স। বিশেষ করে যখন উইকেটে ওপেনার ডেভিড মালানের সঙ্গে ব্যাট করেছিলেন তাওহীদ হৃদয়। কিন্তু দুজনের সেঞ্চুরি জুটির পরও জমে উঠল ম্যাচ। নিষ্পত্তির জন্য খেলা গড়াল সুপার ওভারে। এই সুপার ওভারে জিতেছে রাজশাহী।
১ ঘণ্টা আগে
গত দুই সপ্তাহ ধরে বাংলাদেশ ফুটবল লিগের খেলা দেখা যাচ্ছে না কোনো টিভি চ্যানেলে। এমনকি চুক্তি করা ওটিটি প্লাটফর্মেও দেখা যায়নি। কাল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ডের একটি ম্যাচ রয়েছে। সেই ম্যাচও দেখা যাবে না।
২ ঘণ্টা আগে
জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
৫ ঘণ্টা আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
৬ ঘণ্টা আগে