
উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে গতকাল শেষ ষোলো নিশ্চিত করেছে পর্তুগাল। দলের হয়ে দুটি গোলই করেছেন ব্রুনো ফার্নান্দেজ। তবে প্রথম গোলটি নিয়ে একটু নাটক হয়ছে। সেই নাটকের মূল অভিনেতা ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো।
৫৪ মিনিটে ফার্নান্দেজের বাড়ানো ক্রসটি উরুগুয়ের জালে জড়ালে উদ্যাপন শুরু করেন রোনালদো। পর্তুগিজ তারকার ট্রেডমার্ক উদ্যাপন দেখে মনে হচ্ছিল গোলটি তাঁর হেডেই হয়েছে। রিয়াল মাদ্রিদ কিংবদন্তির এমন উদ্যাপন দেখে ফিফা তাঁর নামে গোলটি ঘোষণা করে। তবে পরে জানা যায়, গোলটি সিআর সেভেনের হেডে নয়, ফার্নান্দেজের শটেই হয়েছে। গোল হওয়ার আগে বলটি রোনালদোর মাথা স্পর্শ করেনি। তাই পরে সিদ্ধান্তে পরির্বতন এনে ফার্নান্দেজের নামে গোলটি দেওয়া হয়।
তবে গোলটি নিয়ে ফার্নান্দেজ নিজেও কিছুটা দ্বিধায়। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘রোনালদোর গোল ভেবেই আমি আনন্দ করা শুরু করি। আমার কাছে মনে হয়েছে বলটি তার মাথায় স্পর্শ করেছে। কেননা, আমার উদ্দেশ্য ছিল তাকে ক্রস দেওয়া। সে যাই হোক ,কে গোল করল সেটা বড় বিষয় নয়, আমরা জিততে পেরে খুশি। গুরুত্বপূর্ণ বিষয় ছিল ম্যাচ জিতে পরের পর্ব নিশ্চিত করা।’
বিশ্বকাপে আর একটি গোল করলেই রোনালদো পাশে বসবেন কিংবদন্তি ইউসেবিওর। পর্তুগালের হয়ে সর্বোচ্চ ৯ গোল করে শীর্ষে আছেন এই কিংবদন্তি। আর ৮ গোল নিয়ে দুইয়ে আছেন সিআর সেভেন। তাই হয়তো গতকাল নিজের গোল ভেবে উদ্যাপনটাও করেছিলেন একটু বেশি। গতকাল রেকর্ডটি গড়তে না পারলেও সামনে সুযোগ পাচ্ছেন তিনি।

উরুগুয়েকে ২-০ গোলে হারিয়ে গতকাল শেষ ষোলো নিশ্চিত করেছে পর্তুগাল। দলের হয়ে দুটি গোলই করেছেন ব্রুনো ফার্নান্দেজ। তবে প্রথম গোলটি নিয়ে একটু নাটক হয়ছে। সেই নাটকের মূল অভিনেতা ছিলেন ক্রিস্টিয়ানো রোনালদো।
৫৪ মিনিটে ফার্নান্দেজের বাড়ানো ক্রসটি উরুগুয়ের জালে জড়ালে উদ্যাপন শুরু করেন রোনালদো। পর্তুগিজ তারকার ট্রেডমার্ক উদ্যাপন দেখে মনে হচ্ছিল গোলটি তাঁর হেডেই হয়েছে। রিয়াল মাদ্রিদ কিংবদন্তির এমন উদ্যাপন দেখে ফিফা তাঁর নামে গোলটি ঘোষণা করে। তবে পরে জানা যায়, গোলটি সিআর সেভেনের হেডে নয়, ফার্নান্দেজের শটেই হয়েছে। গোল হওয়ার আগে বলটি রোনালদোর মাথা স্পর্শ করেনি। তাই পরে সিদ্ধান্তে পরির্বতন এনে ফার্নান্দেজের নামে গোলটি দেওয়া হয়।
তবে গোলটি নিয়ে ফার্নান্দেজ নিজেও কিছুটা দ্বিধায়। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘রোনালদোর গোল ভেবেই আমি আনন্দ করা শুরু করি। আমার কাছে মনে হয়েছে বলটি তার মাথায় স্পর্শ করেছে। কেননা, আমার উদ্দেশ্য ছিল তাকে ক্রস দেওয়া। সে যাই হোক ,কে গোল করল সেটা বড় বিষয় নয়, আমরা জিততে পেরে খুশি। গুরুত্বপূর্ণ বিষয় ছিল ম্যাচ জিতে পরের পর্ব নিশ্চিত করা।’
বিশ্বকাপে আর একটি গোল করলেই রোনালদো পাশে বসবেন কিংবদন্তি ইউসেবিওর। পর্তুগালের হয়ে সর্বোচ্চ ৯ গোল করে শীর্ষে আছেন এই কিংবদন্তি। আর ৮ গোল নিয়ে দুইয়ে আছেন সিআর সেভেন। তাই হয়তো গতকাল নিজের গোল ভেবে উদ্যাপনটাও করেছিলেন একটু বেশি। গতকাল রেকর্ডটি গড়তে না পারলেও সামনে সুযোগ পাচ্ছেন তিনি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তত বাড়ছে। ভারত থেকে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ভেন্যু সরাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে দফায় দফায় চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি গতকাল বিসিবি-আইসিসি ভিডিও কনফারেন্সও করেছে।
১ ঘণ্টা আগে
ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।
২ ঘণ্টা আগে
প্রথমবার এসেই যেন বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ফিফার দূত হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন সিলভা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন, পাশে ছিলেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াও। অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩ সপ্তাহ বাকি থাকলেও এখনো বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চলছে। বিষয়টি নিয়ে চিন্তিত নন তানজিদ হাসান তামিম। এই বাঁ হাতি ব্যাটারের বিশ্বাস, বিষয়টি ভালোভাবেই দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসি।
২ ঘণ্টা আগে