Ajker Patrika

১২০ কোটি টাকা ঘুষের অপরাধে চীনের কোচকে আদালতের কড়া শাস্তি

আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ১৭: ৩৮
চীনের কোচকে কড়া শাস্তি দিয়েছে আদালত। ছবি: সংগৃহীত
চীনের কোচকে কড়া শাস্তি দিয়েছে আদালত। ছবি: সংগৃহীত

খেলাধুলার জগতে শাস্তি খুবই পরিচিত ঘটনা। কোচ, খেলোয়াড়েরা বিভিন্ন অপরাধে বিভিন্ন শাস্তি পেয়ে থাকেন। এবার মোটা অঙ্কের টাকা ঘুষ নেওয়ার কারণে চীনের কোচ লি টাইকে আদালত কড়া শাস্তি দিয়েছেন।

চীনের এক সম্প্রচারকারী চ্যানেল সিসিটিভির আজকের এক প্রতিবেদনে জানা গেছে, লিকে ২০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালাত। ২০২০ সালের জানুয়ারি থেকে ২০২১ সালের ডিসেম্বর পর্যন্ত চীনের প্রধান কোচ থাকার সময় তাঁর ব্যাপারে দুর্নীতির চিত্র প্রকাশ্যে আসে। যদিও ঘুষের টাকার অঙ্ক নিয়ে একেক রকম তথ্য রয়েছে। জার্মানির সংবাদমাধ্যম ডয়চে ভেলের প্রতিবেদনে জানা গেছে, তিনি প্রধান কোচ থাকা অবস্থায় ঘুষ নিয়েছিলেন ১ কোটি ডলার। বাংলাদেশি মুদ্রায় সেটা প্রায় ১২০ কোটি টাকা। এ বছরের মার্চে হুবেই প্রদেশের এক আদালতে এই অপরাধ স্বীকার করেছিলেন।

এর আগে ম্যাচ পাতানো, ঘুষ নেওয়া ও কোচিংয়ের চাকরি পেতে ঘুষের প্রস্তাব দেওয়ার অপরাধ স্বীকার করেছিলেন লি। চীনের সাবেক এই কোচের বিরুদ্ধে মামলাকে চীনের সি চিন পিং সরকারের দুর্নীতিবিরোধী কঠোর অবস্থান হিসেবেই বিবেচনা করা হচ্ছে।

চীনের সর্বকালের সেরা ফুটবলারদের একজন লি। চীনের হয়ে ১৯৯৫ থেকে ২০০৭ পর্যন্ত খেলেছেন তিনি। ৯২ ম্যাচে করেন ৬ গোল। খেলেছেন এভারটন ও শেফিল্ড ইউনাইটেডের মতো ইংল্যান্ডের ক্লাব ফুটবলেও। ২০০২ বিশ্বকাপ ফুটবলে খেলেছিলেন তিনি।

ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে ১০৮ ম্যাচে কোচের দায়িত্ব পালন করেছেন, যার মধ্যে চীনকে কোচিং করিয়েছেন ১৩ ম্যাচে। তাঁর অধীনে চীন জিতেছে ৬ ম্যাচ। ৫ ম্যাচ হেরেছে ও ২ ম্যাচ ড্র করেছে। হেবেই এফসি ও উহান ইয়াংজি-এই দুই ক্লাবে কোচ হিসেবে ছিলেন ৩৬ ও ৫৯ ম্যাচে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কী শর্তে গাজায় ট্রাম্পের বাহিনীতে যোগ দেবে বাংলাদেশ, জানালেন প্রেস সচিব

এ দেশে আমাদের বহু সুখস্মৃতি, ফিরে আসতে পেরে দারুণ আনন্দিত: নতুন মার্কিন রাষ্ট্রদূত

২০১৪ সালের নির্বাচনে রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্তে আওয়ামী লীগকে ক্ষমতায় রাখার বন্দোবস্ত হয়

তেহরানের একটি মর্গেই ১৮২ মরদেহ, ভিডিও ভাইরাল

৭ মাসেই বরখাস্ত আলোনসো, রিয়ালের নতুন কোচ হয়েছেন কে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত