Ajker Patrika

ফাহামিদুল ইস্যুতে বাফুফে সভাপতির সঙ্গে জরুরি বৈঠকে বসবেন ক্রীড়া উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৯ মার্চ ২০২৫, ১১: ৫৪
ফাহামিদুল ইস্যুতে বাফুফে সভাপতির সঙ্গে জরুরি বৈঠকে বসবেন ক্রীড়া উপদেষ্টা
জাতীয় দল থেকে ফাহামিদুলকে বাদ দিয়েছেন কোচ, তাতে সমালোচনার ঝড় বয়ে যাচ্ছে ফুটবল অঙ্গনে। ফাইল ছবি

হামজা চৌধুরীর আগমনে প্রবাসী ফুটবলারদের নিয়ে অন্যরকম উন্মাদনা সৃষ্টি হয় সমর্থকদের মধ্যে। তাই ফাহামিদুল হাসানও আলোচনার বাইরে ছিলেন না। ভিডিও ফুটেজ দেখেই ইতালিপ্রবাসী এই ফুটবলারকে ভারতের বিপক্ষে ম্যাচের জন্য প্রাথমিক দলে রাখেন। কিন্তু সৌদি আরবে অনুশীলন ক্যাম্পে তাঁর ওপর খুব একটা সন্তুষ্ট হতে পারেননি কোচ হাভিয়ের কাবরেরা, যে কারণে দল থেকে বাদ পড়তে হয় তাঁকে।

ঢাকায় না আনিয়ে ফাহামিদুলকে ইতালিতে পাঠানো ভালো চোখে নিতে পারেননি সমর্থকেরা। ফুটবল অঙ্গনেও কাবরেরার সিদ্ধান্ত নিয়ে সমালোচনার ঝড় বয়ে যায়। তাই আজ বুধবার বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে এই ইস্যুতে বৈঠকে বসবেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া৷ উপদেষ্টার অফিসিয়াল ফেসবুক পেজ থেকে জানানো হয়, ইতালির সিরি ‘ডি’তে খেলা প্রবাসী বাংলাদেশি ফুটবলার ফাহমিদুল ইসলাম ভারত ম্যাচের প্রাথমিক দলে ডাক পেয়েছিলেন। সৌদি আরবের ক্যাম্পে যোগ দিয়ে মূল দলে না রাখায় ইতালি ফিরে গেছেন। তাঁর বাদ পড়াকে কেন্দ্র করে সমর্থকদের এক বিশাল অংশের আনিত অভিযোগের ভিত্তিতে বুধবার বাফুফে সভাপতির সঙ্গে আলোচনায় বসবেন ক্রীড়া উপদেষ্টা।

বাফুফের সামনে ভক্ত-সমর্থকেরা প্রতিবাদ কর্মসূচি আয়োজন করে। সেখানে বাফুফেকে বাংলাদেশ দল থেকে ‘সিন্ডিকেট হটানো’র দাবি তোলেন তাঁরা।

ফাহামিদুলকে বাদ দেওয়ার ব্যাখ্যায় কাবরেরা বলেছেন, ‘ফাহামিদুল আমাদের সঙ্গে ঢাকায় আসেনি। সে ভারত ম্যাচে থাকছে না। এক সপ্তাহের মতো দলের সঙ্গে অনুশীলন করেছে। সে খুবই প্রতিভাবান ফুটবলার। দলের অন্য খেলোয়াড়দের সঙ্গে দেখা হওয়ায় তাঁর জন্য ভালোই হলো। আসলে সে এখনো তরুণ, বাকিদের সঙ্গে মানিয়ে নিতে তার আরও সময় লাগবে। এ কারণে সে ইতালি ফিরে গেছে।’

ফেনীতে জন্ম নেওয়া ফাহমিদুল ইতালির চতুর্থ স্তরের ক্লাব ওলবিয়া কালসিওতে খেলে থাকেন। ১৮ বছর বয়সী এই ফুটবলার গত ১১ মার্চ যোগ দেন জাতীয় দলের ক্যাম্পে। সাত দিনের অনুশীলনের পর তাঁকে আবার ইতালি ফিরে যেতে হয়। এদিকে, আগামী ২৫ মার্চ এশিয়ান কাপ বাছাইয়ে শিলংয়ে ভারতের মুখোমুখি হবে বাংলাদেশ।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সরকারি কর্মচারীদের নতুন পে কমিশনের প্রতিবেদন জমা কাল, বেতন বাড়ছে কত

মিরপুরে বিএনপি-জামায়াত সংঘর্ষ, আহত কয়েকজন

সরকারি কর্মকর্তা–কর্মচারীদের ভবিষ্য তহবিলের মুনাফার হার নির্ধারণ

আমরা ‘না’ ভোট দেব দেশের স্বার্থে, আইনের শাসনের স্বার্থে: জি এম কাদের

বিএনপি-জামায়াত-এনসিপি নেতাদের নিয়ে জুলাই স্মৃতি জাদুঘরে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত