
পিএসজি ছেড়ে বিপুল অঙ্কের চুক্তিতে গত বছর সৌদি ফুটবলে যোগ দেন নেইমার। নাম লেখান আল হিলালে। তবে চোটের কারণে লম্বা সময় ধরে মাঠের বাইরে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তারপরও থেমে নেই আল হিলালের জয়রথ। এবার তো বিশ্ব রেকর্ডই গড়েছে সৌদি প্রো লিগের ক্লাবটি।
কি সেই রেকর্ড? শীর্ষ পর্যায়ের ক্লাব ফুটবলে টানা জয়ের নতুন মাইলফলক ছুঁয়েছে আল হিলাল। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৮ ম্যাচ অপরাজিত হোর্হে জেসুসের শিষ্যরা। জেদ্দায় গতরাতে কিংস আবদুল্লাহ স্পোর্টস সিটিতে এএফসি চ্যাম্পিয়নস লিগের শেষ আটের দ্বিতীয় লেগে স্বদেশি ক্লাব আল ইত্তিহাদকে ২-০ গোলে হারিয়ে এই কীর্তি গড়েছে আল হিলাল। দুই লেগ মিলিয়ে ৪-০ গোলে এগিয়ে থেকে সেমিফাইনালও নিশ্চিত করেছেন আলেক্সান্দার মিত্রোভিচ-ম্যালকম-কালিদু কুলিবালিরা।
টানা জয়ের আগের রেকর্ডটি ছিল দ্য নিউ সেইন্টের। ওয়েলশের ক্লাবটি ২০১৬-১৭ মৌসুমে টানা ২৭ ম্যাচ জিতেছিল। বর্তমানে ক্রিমরো প্রিমিয়ারে খেলা দলটি ভেঙেছিল ১৯৭১-৭২ সালে ফুটবল কিংবদন্তি ইয়োহান ক্রুইয়ের আয়াক্সের টানা ২৬ ম্যাচ জয়ের রেকর্ড।
ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে কোনো ক্লাবই নেই সর্বোচ্চ টানা জয়ের তালিকার উপরের সারিতে। এ তালিকায় চতুর্থ স্থানে আয়াক্সই। ডাচ ক্লাবটি ১৯৯৪-৯৫ মৌসুমে ২৫ ম্যাচ জিতেছিল। এরপরে আছে কোরিতিবা। ২০১১ সালে ২৪ ম্যাচ জিতেছিল ব্রাজিলিয়ান ক্লাবটি। ষষ্ঠ স্থানে থাকা বায়ার্ন মিউনিখ ২০১৯-২০ মৌসুমে ২৩ ম্যাচ ও সপ্তম স্থানে থাকা রিয়াল মাদ্রিদ ২০১৪-১৫ মৌসুমে ২২ ম্যাচ জিতেছিল টানা।
এএফসি চ্যাম্পিয়নস লিগের পাশাপাশি সৌদি প্রো লিগ জয়েরও স্বপ্ন দেখছে আল হিলাল। ১৮ বার সৌদি আরব ফুটবলের চ্যাম্পিয়নরা ২৩ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে আছে লিগে সবার শীর্ষে।

পিএসজি ছেড়ে বিপুল অঙ্কের চুক্তিতে গত বছর সৌদি ফুটবলে যোগ দেন নেইমার। নাম লেখান আল হিলালে। তবে চোটের কারণে লম্বা সময় ধরে মাঠের বাইরে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড। তারপরও থেমে নেই আল হিলালের জয়রথ। এবার তো বিশ্ব রেকর্ডই গড়েছে সৌদি প্রো লিগের ক্লাবটি।
কি সেই রেকর্ড? শীর্ষ পর্যায়ের ক্লাব ফুটবলে টানা জয়ের নতুন মাইলফলক ছুঁয়েছে আল হিলাল। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ২৮ ম্যাচ অপরাজিত হোর্হে জেসুসের শিষ্যরা। জেদ্দায় গতরাতে কিংস আবদুল্লাহ স্পোর্টস সিটিতে এএফসি চ্যাম্পিয়নস লিগের শেষ আটের দ্বিতীয় লেগে স্বদেশি ক্লাব আল ইত্তিহাদকে ২-০ গোলে হারিয়ে এই কীর্তি গড়েছে আল হিলাল। দুই লেগ মিলিয়ে ৪-০ গোলে এগিয়ে থেকে সেমিফাইনালও নিশ্চিত করেছেন আলেক্সান্দার মিত্রোভিচ-ম্যালকম-কালিদু কুলিবালিরা।
টানা জয়ের আগের রেকর্ডটি ছিল দ্য নিউ সেইন্টের। ওয়েলশের ক্লাবটি ২০১৬-১৭ মৌসুমে টানা ২৭ ম্যাচ জিতেছিল। বর্তমানে ক্রিমরো প্রিমিয়ারে খেলা দলটি ভেঙেছিল ১৯৭১-৭২ সালে ফুটবল কিংবদন্তি ইয়োহান ক্রুইয়ের আয়াক্সের টানা ২৬ ম্যাচ জয়ের রেকর্ড।
ইউরোপের শীর্ষ পাঁচ লিগের মধ্যে কোনো ক্লাবই নেই সর্বোচ্চ টানা জয়ের তালিকার উপরের সারিতে। এ তালিকায় চতুর্থ স্থানে আয়াক্সই। ডাচ ক্লাবটি ১৯৯৪-৯৫ মৌসুমে ২৫ ম্যাচ জিতেছিল। এরপরে আছে কোরিতিবা। ২০১১ সালে ২৪ ম্যাচ জিতেছিল ব্রাজিলিয়ান ক্লাবটি। ষষ্ঠ স্থানে থাকা বায়ার্ন মিউনিখ ২০১৯-২০ মৌসুমে ২৩ ম্যাচ ও সপ্তম স্থানে থাকা রিয়াল মাদ্রিদ ২০১৪-১৫ মৌসুমে ২২ ম্যাচ জিতেছিল টানা।
এএফসি চ্যাম্পিয়নস লিগের পাশাপাশি সৌদি প্রো লিগ জয়েরও স্বপ্ন দেখছে আল হিলাল। ১৮ বার সৌদি আরব ফুটবলের চ্যাম্পিয়নরা ২৩ ম্যাচে ৬৫ পয়েন্ট নিয়ে আছে লিগে সবার শীর্ষে।

টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
২ মিনিট আগে
শেষের পথে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল)। ২৬টি ম্যাচ মাঠে গড়ালেও এখনো ২০০ রানের দেখা মেলেনি। এই বিষয়ে জানতে চাওয়া হয়েছিল সিলেট টাইটানসের ব্যাটার পারভেজ হোসেন ইমনের কাছে। তাঁর মতে, উইকেট ভালো না হওয়ার কারণেই কোনো দল এখন পর্যন্ত ২০০ রান করতে পারেনি।
৩৬ মিনিট আগে
ক্রিকেট বিশ্বে আফগানিস্তানের আজকের এই অবস্থানের পেছনে যে কয়েকজনের অবদান আছে তাঁদের মধ্যে শাপুর জাদরান অন্যতম। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে আছেন সাবেক এই বাঁ হাতি পেসার। অসুস্থতা নিয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন তিনি। পরিবার এবং আফগানিস্তান ক্রিকেট বোর্ডের (এসিবি) পক্ষ থেকে জাদরানের অসুস্থতার বিষয়টি নিশ্চিত কর
১ ঘণ্টা আগে
ক্রিকেটের হালহকিকত যাঁরা জানেন, তাঁদের কাছে বৈভব সূর্যবংশী নামটাও অজানা নয়। তাঁর বয়স সবে ১৪; মুখাবয়বে এখনো শৈশবের ছোঁয়া। কিন্তু এই বয়সেই ক্রিকেটের এই বিস্ময় বালক ব্যাট হাতে আগুনের হলকা তুলছেন। যুব ক্রিকেট তো বটেই, তাঁর ব্যাটিং দক্ষতা আইপিএলের কল্যাণেও ক্রিকেটপ্রেমীদের জানা। সেই সূর্যবংশীদের বিপক্ষে
২ ঘণ্টা আগে