Ajker Patrika

ড্র করে বার্সা বোঝাল সময় কতটা খারাপ যাচ্ছে তাদের

আপডেট : ০৭ নভেম্বর ২০২১, ১২: ৫২
ড্র করে বার্সা বোঝাল সময় কতটা খারাপ যাচ্ছে তাদের

প্রথমার্ধেই প্রতিপক্ষ সেল্টা ভিগোর জালে ৩ গোল বার্সেলোনার। এমন একটা ম্যাচে শেষ পর্যন্ত স্কোরলাইন যে ৩-৩ হবে, বার্সা সমর্থকেরা নিশ্চয়ই একবারের জন্যও ভাবেননি। দ্বিতীয়ার্ধে ৩ গোল হজম করে ভাবনাহীন কাজটাই করেছে কাতালান ক্লাবটি। বাজে সময়ের বৃত্ত থেকে বেরোতে পারছে না তারা।

প্রথমার্ধের পাঁচ মিনিটের সময় বার্সাকে এগিয়ে দেন আনসু ফাতি। বাঁ প্রান্ত থেকে একক প্রচেষ্টায় গোল করেন বার্সার এই তরুণ স্ট্রাইকার। দ্বিতীয় গোল পেতেও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বার্সাকে। ১৭ মিনিটের সময় ডি বক্সের বাইরে থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন সার্জিও বুসকেটস। 

ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখে তৃতীয় গোল আদায় করে নেয় বার্সা। ৩৩ মিনিটের সময় দলের হয়ে তৃতীয় গোল করেন মেম্ফিস ডিপাই। ৩ গোলে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছিল বার্সা। তবে দ্বিতীয়ার্ধটা তাদের জন্য শুধুই হতাশার গল্প। ম্যাচের ৫২ মিনিটের সময় প্রথম গোল হজম করে বার্সা। সেল্টার হয়ে গোল করেন ইয়াগো আসপাস। 

তবে এদিন সেল্টার নায়ক নোলিতো। ৭৪ মিনিটে তাঁর হেডে করা গোলে ম্যাচ বাঁচানোর স্বপ্ন দেখতে শুরু করে স্বাগতিক দলটি। পরে অতিরিক্ত সময়ে আসপাস নিজের দ্বিতীয় গোলটি করে স্বাগতিক সমর্থকদের আনন্দের জোয়ারে ভাসান। এমন দিনে আরও হতাশা যোগ হয়েছে বার্সার। ম্যাচের ৪৩ মিনিটে মাংসপেশিতে টান লাগায় মাঠ ছাড়েন ফাতি। পরে জানা যায়, ঊরুর চোটে পড়েছেন বার্সার এই নতুন সেনসেশন। 

বার্সা জিততে না পারলেও ঠিকই জয় পেয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। টনি ক্রুস আর করিম বেনজেমার গোলে রায়ো ভায়োকানোকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল। ভায়োকানোর বিপক্ষে জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল রিয়াল। ১২ ম্যাচে তাদের পয়েন্ট ২৭। সমান ম্যাচে বার্সার পয়েন্ট মাত্র ১৭। তারা আছে পয়েন্ট টেবিলের ৯ নম্বরে। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

‘ভবঘুরেকে যৌনাচারে লিপ্ত দেখলেই সানডে মানডে ক্লোজ করে দিতাম’, পুলিশকে ‘সাইকো’ সম্রাট

অভিজ্ঞতা ছাড়াই সিটি ব্যাংকে চাকরি, নিয়োগ ১৫ জেলায়

‘বাসররাতে মুখ ধোয়ার পর নববধূকে চেনা যাচ্ছে না’, কনে ফেরত, বর কারাগারে

ফের তাপমাত্রা কমবে, কবে থেকে জানাল আবহাওয়া অধিদপ্তর

জামায়াতের পলিসি সামিটে ভারতসহ ৩০ দেশের প্রতিনিধি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত