
প্রথমার্ধেই প্রতিপক্ষ সেল্টা ভিগোর জালে ৩ গোল বার্সেলোনার। এমন একটা ম্যাচে শেষ পর্যন্ত স্কোরলাইন যে ৩-৩ হবে, বার্সা সমর্থকেরা নিশ্চয়ই একবারের জন্যও ভাবেননি। দ্বিতীয়ার্ধে ৩ গোল হজম করে ভাবনাহীন কাজটাই করেছে কাতালান ক্লাবটি। বাজে সময়ের বৃত্ত থেকে বেরোতে পারছে না তারা।
প্রথমার্ধের পাঁচ মিনিটের সময় বার্সাকে এগিয়ে দেন আনসু ফাতি। বাঁ প্রান্ত থেকে একক প্রচেষ্টায় গোল করেন বার্সার এই তরুণ স্ট্রাইকার। দ্বিতীয় গোল পেতেও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বার্সাকে। ১৭ মিনিটের সময় ডি বক্সের বাইরে থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন সার্জিও বুসকেটস।
ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখে তৃতীয় গোল আদায় করে নেয় বার্সা। ৩৩ মিনিটের সময় দলের হয়ে তৃতীয় গোল করেন মেম্ফিস ডিপাই। ৩ গোলে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছিল বার্সা। তবে দ্বিতীয়ার্ধটা তাদের জন্য শুধুই হতাশার গল্প। ম্যাচের ৫২ মিনিটের সময় প্রথম গোল হজম করে বার্সা। সেল্টার হয়ে গোল করেন ইয়াগো আসপাস।
তবে এদিন সেল্টার নায়ক নোলিতো। ৭৪ মিনিটে তাঁর হেডে করা গোলে ম্যাচ বাঁচানোর স্বপ্ন দেখতে শুরু করে স্বাগতিক দলটি। পরে অতিরিক্ত সময়ে আসপাস নিজের দ্বিতীয় গোলটি করে স্বাগতিক সমর্থকদের আনন্দের জোয়ারে ভাসান। এমন দিনে আরও হতাশা যোগ হয়েছে বার্সার। ম্যাচের ৪৩ মিনিটে মাংসপেশিতে টান লাগায় মাঠ ছাড়েন ফাতি। পরে জানা যায়, ঊরুর চোটে পড়েছেন বার্সার এই নতুন সেনসেশন।
বার্সা জিততে না পারলেও ঠিকই জয় পেয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। টনি ক্রুস আর করিম বেনজেমার গোলে রায়ো ভায়োকানোকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল। ভায়োকানোর বিপক্ষে জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল রিয়াল। ১২ ম্যাচে তাদের পয়েন্ট ২৭। সমান ম্যাচে বার্সার পয়েন্ট মাত্র ১৭। তারা আছে পয়েন্ট টেবিলের ৯ নম্বরে।

প্রথমার্ধেই প্রতিপক্ষ সেল্টা ভিগোর জালে ৩ গোল বার্সেলোনার। এমন একটা ম্যাচে শেষ পর্যন্ত স্কোরলাইন যে ৩-৩ হবে, বার্সা সমর্থকেরা নিশ্চয়ই একবারের জন্যও ভাবেননি। দ্বিতীয়ার্ধে ৩ গোল হজম করে ভাবনাহীন কাজটাই করেছে কাতালান ক্লাবটি। বাজে সময়ের বৃত্ত থেকে বেরোতে পারছে না তারা।
প্রথমার্ধের পাঁচ মিনিটের সময় বার্সাকে এগিয়ে দেন আনসু ফাতি। বাঁ প্রান্ত থেকে একক প্রচেষ্টায় গোল করেন বার্সার এই তরুণ স্ট্রাইকার। দ্বিতীয় গোল পেতেও বেশিক্ষণ অপেক্ষা করতে হয়নি বার্সাকে। ১৭ মিনিটের সময় ডি বক্সের বাইরে থেকে গোল করে ব্যবধান দ্বিগুণ করেন সার্জিও বুসকেটস।
ম্যাচের নিয়ন্ত্রণ নিজেদের কাছে রেখে তৃতীয় গোল আদায় করে নেয় বার্সা। ৩৩ মিনিটের সময় দলের হয়ে তৃতীয় গোল করেন মেম্ফিস ডিপাই। ৩ গোলে এগিয়ে থেকে বিরতিতে গিয়েছিল বার্সা। তবে দ্বিতীয়ার্ধটা তাদের জন্য শুধুই হতাশার গল্প। ম্যাচের ৫২ মিনিটের সময় প্রথম গোল হজম করে বার্সা। সেল্টার হয়ে গোল করেন ইয়াগো আসপাস।
তবে এদিন সেল্টার নায়ক নোলিতো। ৭৪ মিনিটে তাঁর হেডে করা গোলে ম্যাচ বাঁচানোর স্বপ্ন দেখতে শুরু করে স্বাগতিক দলটি। পরে অতিরিক্ত সময়ে আসপাস নিজের দ্বিতীয় গোলটি করে স্বাগতিক সমর্থকদের আনন্দের জোয়ারে ভাসান। এমন দিনে আরও হতাশা যোগ হয়েছে বার্সার। ম্যাচের ৪৩ মিনিটে মাংসপেশিতে টান লাগায় মাঠ ছাড়েন ফাতি। পরে জানা যায়, ঊরুর চোটে পড়েছেন বার্সার এই নতুন সেনসেশন।
বার্সা জিততে না পারলেও ঠিকই জয় পেয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। টনি ক্রুস আর করিম বেনজেমার গোলে রায়ো ভায়োকানোকে ২-১ গোলে হারিয়েছে রিয়াল। ভায়োকানোর বিপক্ষে জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেল রিয়াল। ১২ ম্যাচে তাদের পয়েন্ট ২৭। সমান ম্যাচে বার্সার পয়েন্ট মাত্র ১৭। তারা আছে পয়েন্ট টেবিলের ৯ নম্বরে।

মাইকেল ব্রেসওয়েলের নেতৃত্বে ইতিহাস গড়েছে নিউজিল্যান্ড। ভারতের বিপক্ষে ভারতের মাঠে এবারই প্রথমবারের মতো ওয়ানডে সিরিজ জিতেছে কিউইরা। আটবারের চেষ্টায় কিউইরা সফল হলো যে অধিনায়কের নেতৃত্বে, এবার তাঁকে নিয়ে দুশ্চিন্তায় পড়েছে দল।
১ ঘণ্টা আগে
আফ্রিকান কাপ অব নেশনসের ফাইনালে নাটকীয়তা শেষে মরক্কোকে ১–০ গোলে হারিয়ে শিরোপা জিতেছে সেনেগাল। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের মুকুট পরে ফিফা র্যাঙ্কিংয়ে ইতিহাস গড়েছে সাদিও মানেরা। আন্তর্জাতিক ফুটবল সংস্থা প্রকাশিত সবশেষ র্যাঙ্কিংয়ে ৭ ধাপ উন্নতি করেছে সেনেগালিজরা।
১ ঘণ্টা আগে
নিরাপত্তার বিষয়টি মাথায় রেখে ভারতের পরিবর্তে টি–টোয়েন্টি বিশ্বকাপের ম্যাচগুলো শ্রীলঙ্কায় খেলতে চায় বাংলাদেশ। বিষয়টি নিয়ে ভারতের কথায় আইসিসি অযৌক্তিক চাপ সৃষ্টি করলে সেটা মেনে নেওয়া হবে না বলে জানালেন যুব ও ক্রীড়া এবং আইন উপদেষ্টা আসিফ নজরুল।
২ ঘণ্টা আগে
নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বে দারুণ ছন্দে আছে বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে পাপুয়া নিউগিনিকে ৩০ রানে হারিয়েছে নিগার সুলতানা জ্যোতির দল। এর আগে যুক্তরাষ্ট্রকে হারিয়ে বাছাইপর্ব শুরু করেছিল তারা।
৪ ঘণ্টা আগে