
চোটের কারণে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের শুরুর দুই ম্যাচে খেলতে পারেননি ভিনিসিয়ুস জুনিয়র। চোট কাটিয়ে এবার ব্রাজিল দলে ফিরেছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। তাঁকে রেখে সামনের দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন ভারপ্রাপ্ত কোচ ফার্নান্দো দিনিজ।
দিনিজের ঘোষিত ২৩ সদস্যের দলে কোনো চমক নেই। শুরুর দুই ম্যাচের স্কোয়াডে অবশ্য ছিলেন ভিনিসিয়ুস। চোট পাওয়ায় তাঁর বদলি হিসেবে রাফিনহাকে দলে ডেকেছিল ব্রাজিল। ভিনির ফেরায় বাদ যেতে হয়নি বার্সেলোনা ফরোয়ার্ডকে। দলে জায়গা ধরে রেখেছেন তিনি। তবে জায়গা হয়নি আন্তনির। প্রথম দুই ম্যাচ ডাক পেলেও প্রেমিকাকে নির্যাতনের অভিযোগে বাদ পড়েন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। তাঁর পরিবর্তে সুযোগ পাওয়া গ্যাব্রিয়েল জেসুস এবারও জায়গা ধরে রেখেছেন।
ভিনি-জেসুসদের সঙ্গে আক্রমণভাগে আগে থেকেই আছেন নেইমার, রদ্রিগো, রিচার্লিসনরা। মিডফিল্ডে আছেন কাসেমিরো, ব্রুনো গুইমারেজ। রক্ষণভাগের দায়িত্ব থাকবেন দানিলো, মার্কিনিওস, রেনান লোদি, গ্যাব্রিয়েল ম্যাগালাইসরা। গোলবারের নিচে দুই তারকা আলিসন বেকার ও এদেরসনের সঙ্গে আছেন লুকাস পেরি।
ব্রাজিলের পরের দুই ম্যাচের প্রতিপক্ষ হচ্ছে ভেনেজুয়েলা ও উরুগুয়ে। আগামী ১৩ অক্টোবর নিজেদের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে ব্রাজিল। এই ম্যাচ শেষে ১৮ অক্টোবর উরুগুয়ের মাটিতে আতিথেয়তা নেবেন নেইমার-ভিনিসিয়ুসরা। আর শুরুর দুই ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে ব্রাজিল। বলিভিয়াকে ৫–১ গোলে উড়িয়ে দক্ষিণ আমেরিকা মহাদেশের বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করেছিল তারা। তবে পেরুর বিপক্ষে কষ্টার্জিত ১–০ গোলের জয় পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ব্রাজিলের স্কোয়াড—
গোলকিপার: আলিসন (লিভারপুল), এদেরসন (ম্যানচেস্টার সিটি), লুকাস পেরি (বোতাফোগো)।
ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), মার্কিনিওস (পিএসজি), রেনান লোদি (মার্শেই), ভান্দারসন (মোনাকো), কাইয়ো হেনরিক (মোনাকো), গাব্রিয়েল মাগালাইস (আর্সেনাল), নিনো (ফ্লুমিনেন্স), ব্রেমার (জুভেন্টাস)।
মিডফিল্ডার: ব্রুনো গুইমারেজ (নিউক্যাসল), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), গারসন (ফ্লুমিঙ্গো), আন্দ্রে (ফ্লুমিনেন্স), রাফায়েল ভেইগা (পালমেইরাস)
ফরোয়ার্ড: নেইমার (আল হিলাল), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), রিচার্লিসন (টটেনহাম), গ্যাব্রিয়েল জেসুস (আর্সেনাল), রাফিনিয়া (বার্সেলোনা), ম্যাথাউস কুনিয়া (উলভারহ্যাম্পটন)।

চোটের কারণে ২০২৬ বিশ্বকাপের বাছাইপর্বের শুরুর দুই ম্যাচে খেলতে পারেননি ভিনিসিয়ুস জুনিয়র। চোট কাটিয়ে এবার ব্রাজিল দলে ফিরেছেন রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড। তাঁকে রেখে সামনের দুই ম্যাচের জন্য দল ঘোষণা করেছেন ভারপ্রাপ্ত কোচ ফার্নান্দো দিনিজ।
দিনিজের ঘোষিত ২৩ সদস্যের দলে কোনো চমক নেই। শুরুর দুই ম্যাচের স্কোয়াডে অবশ্য ছিলেন ভিনিসিয়ুস। চোট পাওয়ায় তাঁর বদলি হিসেবে রাফিনহাকে দলে ডেকেছিল ব্রাজিল। ভিনির ফেরায় বাদ যেতে হয়নি বার্সেলোনা ফরোয়ার্ডকে। দলে জায়গা ধরে রেখেছেন তিনি। তবে জায়গা হয়নি আন্তনির। প্রথম দুই ম্যাচ ডাক পেলেও প্রেমিকাকে নির্যাতনের অভিযোগে বাদ পড়েন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা। তাঁর পরিবর্তে সুযোগ পাওয়া গ্যাব্রিয়েল জেসুস এবারও জায়গা ধরে রেখেছেন।
ভিনি-জেসুসদের সঙ্গে আক্রমণভাগে আগে থেকেই আছেন নেইমার, রদ্রিগো, রিচার্লিসনরা। মিডফিল্ডে আছেন কাসেমিরো, ব্রুনো গুইমারেজ। রক্ষণভাগের দায়িত্ব থাকবেন দানিলো, মার্কিনিওস, রেনান লোদি, গ্যাব্রিয়েল ম্যাগালাইসরা। গোলবারের নিচে দুই তারকা আলিসন বেকার ও এদেরসনের সঙ্গে আছেন লুকাস পেরি।
ব্রাজিলের পরের দুই ম্যাচের প্রতিপক্ষ হচ্ছে ভেনেজুয়েলা ও উরুগুয়ে। আগামী ১৩ অক্টোবর নিজেদের মাঠে ভেনেজুয়েলার বিপক্ষে খেলবে ব্রাজিল। এই ম্যাচ শেষে ১৮ অক্টোবর উরুগুয়ের মাটিতে আতিথেয়তা নেবেন নেইমার-ভিনিসিয়ুসরা। আর শুরুর দুই ম্যাচে দুর্দান্ত জয় পেয়েছে ব্রাজিল। বলিভিয়াকে ৫–১ গোলে উড়িয়ে দক্ষিণ আমেরিকা মহাদেশের বিশ্বকাপ বাছাইপর্ব শুরু করেছিল তারা। তবে পেরুর বিপক্ষে কষ্টার্জিত ১–০ গোলের জয় পেয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
ব্রাজিলের স্কোয়াড—
গোলকিপার: আলিসন (লিভারপুল), এদেরসন (ম্যানচেস্টার সিটি), লুকাস পেরি (বোতাফোগো)।
ডিফেন্ডার: দানিলো (জুভেন্টাস), মার্কিনিওস (পিএসজি), রেনান লোদি (মার্শেই), ভান্দারসন (মোনাকো), কাইয়ো হেনরিক (মোনাকো), গাব্রিয়েল মাগালাইস (আর্সেনাল), নিনো (ফ্লুমিনেন্স), ব্রেমার (জুভেন্টাস)।
মিডফিল্ডার: ব্রুনো গুইমারেজ (নিউক্যাসল), কাসেমিরো (ম্যানচেস্টার ইউনাইটেড), গারসন (ফ্লুমিঙ্গো), আন্দ্রে (ফ্লুমিনেন্স), রাফায়েল ভেইগা (পালমেইরাস)
ফরোয়ার্ড: নেইমার (আল হিলাল), ভিনিসিয়ুস জুনিয়র (রিয়াল মাদ্রিদ), রদ্রিগো (রিয়াল মাদ্রিদ), রিচার্লিসন (টটেনহাম), গ্যাব্রিয়েল জেসুস (আর্সেনাল), রাফিনিয়া (বার্সেলোনা), ম্যাথাউস কুনিয়া (উলভারহ্যাম্পটন)।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ খেলতে যাবে কি না, সেই অনিশ্চয়তা এখনো কাটেনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালক ও অর্থ কমিটির চেয়ারম্যান এম নাজমুল ইসলামের মতে লিটন দাস-তানজিদ হাসান তামিমরা বিশ্বকাপ না খেলতে পারলে বোর্ডের কোনো ক্ষতি হবে না।
১৭ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তত বাড়ছে। ভারত থেকে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ভেন্যু সরাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে দফায় দফায় চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি গতকাল বিসিবি-আইসিসি ভিডিও কনফারেন্সও করেছে।
২ ঘণ্টা আগে
ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।
২ ঘণ্টা আগে
প্রথমবার এসেই যেন বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ফিফার দূত হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন সিলভা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন, পাশে ছিলেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াও। অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন
৩ ঘণ্টা আগে