
গতকাল আহমেদ বিন আলি স্টেডিয়ামে আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া দ্বিতীয় রাউন্ডের ম্যাচটি ছিল লিওনেল মেসির পেশাদার ফুটবলের ১০০০তম ম্যাচ। নিজের হাজারতম ম্যাচে জয় পেয়েছেন মেসি। আর্জেন্টাইন অধিনায়ক জানিয়েছেন, ম্যাচটি তিনি বেশ উপভোগ করেছেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে গতকাল প্রথমার্ধেই এগিয়ে যায় আর্জেন্টিনা। ম্যাচের ৩৫ মিনিটে নিকোলাস ওতামেন্দির পাস থেকে অস্ট্রেলিয়ার গোলরক্ষক ম্যাথিউ রায়ানকে বোকা বানিয়ে লক্ষ্য ভেদ করেন মেসি। তাতে ৯ গোল করে দিয়েগো ম্যারাডোনাকে ছাড়িয়ে বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হলেন মেসি। অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চলে যায় আর্জেন্টিনা।
এই ম্যাচ মেসি বেশ উপভোগ করেছেন বলে জানিয়েছেন। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘আমি জানতাম যে এটা সহস্রতম ম্যাচ। আমি মুহূর্তটা বেশ উপভোগ করছিলাম। এক ধাপ এগিয়ে কোয়ার্টার ফাইনালে যেতে পেরে আমি খুশি।’
২-১ গোলে এগিয়ে থেকেও আর্জেন্টিনা তেমন একটা স্বস্তিতে ছিল না। শেষের দিকে অস্ট্রেলিয়া গোল শোধ করতে বেশ মরিয়া হয়ে ওঠে। তবে আর্জেন্টিনার রক্ষণভাগ ও গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের নৈপুণ্যে অস্ট্রেলিয়া আর কোনো গোল করতে পারেনি। মেসির মতে, বিশ্বকাপের ম্যাচ এমনই হয়। আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘আমরা ম্যাচে এগিয়ে গিয়েছিলাম। দ্বিতীয় গোল করেছিলাম। তারা আমাদের বেশ চাপে রেখেছিল এবং ম্যাচটা কঠিনও করে তুলেছিল। কিন্তু এটাই বিশ্বকাপ এবং এমনটাই হয়।’
আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচের আগে শেষ ষোলোর আরেক ম্যাচে মুখোমুখি হয় নেদারল্যান্ডস-যুক্তরাষ্ট্র। খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রকে ৩-১ গোলে হারায় ডাচরা। ৯ ডিসেম্বর লুসাইলে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস।

গতকাল আহমেদ বিন আলি স্টেডিয়ামে আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া দ্বিতীয় রাউন্ডের ম্যাচটি ছিল লিওনেল মেসির পেশাদার ফুটবলের ১০০০তম ম্যাচ। নিজের হাজারতম ম্যাচে জয় পেয়েছেন মেসি। আর্জেন্টাইন অধিনায়ক জানিয়েছেন, ম্যাচটি তিনি বেশ উপভোগ করেছেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে গতকাল প্রথমার্ধেই এগিয়ে যায় আর্জেন্টিনা। ম্যাচের ৩৫ মিনিটে নিকোলাস ওতামেন্দির পাস থেকে অস্ট্রেলিয়ার গোলরক্ষক ম্যাথিউ রায়ানকে বোকা বানিয়ে লক্ষ্য ভেদ করেন মেসি। তাতে ৯ গোল করে দিয়েগো ম্যারাডোনাকে ছাড়িয়ে বিশ্বকাপে আর্জেন্টিনার হয়ে দ্বিতীয় সর্বোচ্চ গোলদাতা হলেন মেসি। অস্ট্রেলিয়াকে ২-১ গোলে হারিয়ে কোয়ার্টার ফাইনালে চলে যায় আর্জেন্টিনা।
এই ম্যাচ মেসি বেশ উপভোগ করেছেন বলে জানিয়েছেন। ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘আমি জানতাম যে এটা সহস্রতম ম্যাচ। আমি মুহূর্তটা বেশ উপভোগ করছিলাম। এক ধাপ এগিয়ে কোয়ার্টার ফাইনালে যেতে পেরে আমি খুশি।’
২-১ গোলে এগিয়ে থেকেও আর্জেন্টিনা তেমন একটা স্বস্তিতে ছিল না। শেষের দিকে অস্ট্রেলিয়া গোল শোধ করতে বেশ মরিয়া হয়ে ওঠে। তবে আর্জেন্টিনার রক্ষণভাগ ও গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজের নৈপুণ্যে অস্ট্রেলিয়া আর কোনো গোল করতে পারেনি। মেসির মতে, বিশ্বকাপের ম্যাচ এমনই হয়। আর্জেন্টাইন অধিনায়ক বলেন, ‘আমরা ম্যাচে এগিয়ে গিয়েছিলাম। দ্বিতীয় গোল করেছিলাম। তারা আমাদের বেশ চাপে রেখেছিল এবং ম্যাচটা কঠিনও করে তুলেছিল। কিন্তু এটাই বিশ্বকাপ এবং এমনটাই হয়।’
আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচের আগে শেষ ষোলোর আরেক ম্যাচে মুখোমুখি হয় নেদারল্যান্ডস-যুক্তরাষ্ট্র। খলিফা আন্তর্জাতিক স্টেডিয়ামে যুক্তরাষ্ট্রকে ৩-১ গোলে হারায় ডাচরা। ৯ ডিসেম্বর লুসাইলে কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-নেদারল্যান্ডস।

বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৪ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৪ ঘণ্টা আগে
তাওহীদ হৃদয়ের সেঞ্চুরি ছোঁয়া ইনিংস বাঁচাতে পারল না রংপুর রাইডার্সকে। এই ব্যাটারের ঝোড়ো ব্যাটিং বৃথা করে রাজশাহী ওয়ারিয়র্সের ত্রাতা বনে গেলেন নাজমুল হোসেন শান্ত ও মোহাম্মদ ওয়াসিম। তাঁদের দুজনের ব্যাটে চড়ে রংপুরকে ৭ উইকেটে হারিয়েছে রাজশাহী।
৫ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর এক মাসও বাকি নেই। তার আগে বৈশ্বিক মঞ্চটিতে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে। লিটন দাস, তাসকিন আহমেদরা খেললেও কোন ভেন্যুতে খেলবেন, সেটা এখনো নিশ্চিত হয়নি। মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ায় যে জটিলতা তৈরি হয়েছে, সেটার সমাধান আসেনি এখনো।
৫ ঘণ্টা আগে