Ajker Patrika

ব্যক্তিগত রেকর্ড নয়, দলীয় সাফল্য নিয়েই ভাবেন রোনালদো

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ০৫ এপ্রিল ২০২৫, ১৬: ৪৯
জোড়া গোল করেছেন রোনালদো। ছবি: এএফপি
জোড়া গোল করেছেন রোনালদো। ছবি: এএফপি

সৌদি প্রো লিগে শিরোপা লড়াইয়ের দৌড়ে কিছুটা পিছিয়ে পড়েছে আল নাসর। টিকে থাকতে চেষ্টা করে যাচ্ছে তারা। তবে সবটুকু নিংড়ে দিচ্ছেন ক্রিস্টিয়ানো রোনালদো। গত রাতে আল হিলালের বিপক্ষে ৩-১ গোলে জিতেছে আল নাসর। দলকে জেতাতে জোড়া গোল করেছেন রোনালদো।

পয়েন্ট টেবিলে এখন আল নাসর ৫৪ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে আছে। তারা খেলেছে ২৬ ম্যাচ। তবে দুইয়ে থাকা আল হিলালের চেয়ে তিন পয়েন্ট পিছিয়ে দলটি। শীর্ষে রয়েছে আল ইত্তিহাদ। তাদের সঙ্গে আল নাসরের ব্যবধান ৭ পয়েন্ট। ইত্তিহাদ অবশ্য ম্যাচও একটি কম খেলেছে।

বিরতির আগে আল নাসরকে এগিয়ে নেন আলী আল হাসান। বিরতির দুই মিনিট বাদে স্কোর ২-০ করেন রোনালদো। সাদিও মানের পাস থেকে গোল করেছেন পর্তুগিজ তারকা।

বর্তমান চ্যাম্পিয়ন আল হিলাল ঘুরে দাঁড়ানোর চেষ্টাও করে। তাদের পায়ে বল দখল ছিল বেশি সময়। তাতে সাফল্যও আসে ৬২ মিনিটে। হেডে জাল কাঁপান আলি আল বুলাইহি। তাতেও অবশ্য লাভ হয়নি। ৮৮ মিনিটে পেনাল্টি থেকে পাওয়া গোলে ৩-১ গোলের জয় নিশ্চিত করেছেন রোনালদো। বদলি মুওতেব আল হারবি হ্যান্ডবল করলে ভার রিভিউতে স্পটকিক পায় আল নাসর।

পেশাদার ফুটবলে রোনালদোর হলো ৯৩১তম গোল। তবে ম্যাচ শেষে রোনালদো জানিয়েছেন, ব্যক্তিগত অর্জনে মনোযোগ দেন না তিনি। দলীয় সাফল্যই তাঁর কাছে আসল। পর্তুগিজ মহাতারকা বলেছেন, ‘এই জয়ের পেছনে বড় ভূমিকা ছিল দলীয় প্রচেষ্টার। আমার গোল করা অবশ্যই গুরুত্বপূর্ণ ছিল, তবে আরও বেশি গুরুত্বপূর্ণ দলের জয়। সৌদি প্রো লিগে ও (এএফসি) চ্যাম্পিয়নস লিগে দলকে সহায়তা করতে কঠোর পরিশ্রম করে যাচ্ছি আমি, ব্যক্তিগত রেকর্ড নিয়ে ভাবি না।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু সরাতে বিসিবির সঙ্গে আইসিসির সভা, আসেনি কোনো সিদ্ধান্ত

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

আটক বিএনপি নেতার মৃত্যু: সেনাসদস্যদের প্রত্যাহার, উচ্চপর্যায়ের তদন্ত কমিটি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত