
ফ্রেঞ্চ লিগ ওয়ানে ফেরার আশা শেষ হতে বসেছে বোর্দোর। ফরাসি ক্লাবটি গত মৌসুম শেষ করেছিল তলানিতে থেকে। যার কারণে নেমে যেতে হয় লিগ ২-তে। সেখান থেকে আবারও শীর্ষ লিগে ফেরার স্বপ্ন দেখছিল বোর্দো। কিন্তু সেই আশার আলো নিভতে বসেছে এক উগ্র সমর্থকের হামলায়।
লিগ-২’তে মৌসুমে নিজেদের শেষ ম্যাচে রোদেজের মুখোমুখি হয়েছিল বোর্দো। কিন্তু ২২ মিনিটে গোল হজম করে বসে তারা। সেটি সহ্য হয়নি বোর্দোর সমর্থকদের। রোদেজের গোল উদ্যাপনের সময় এক ‘পিচ ইনভেডার’ বা অনাহুতভাবে এক দর্শক মাঠে ঢুকে আক্রমণ করে বসেন দলটির মিডফিল্ডার লুকাস বুয়াদেসকে।
এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় ম্যাচটি মাঝপথেই পণ্ড হয়ে যায়। গোলদাতা বুয়াদেসকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। রেফারি জানান, বুয়াদেস কনকাশন হওয়ায় ম্যাচটি পরিত্যক্ত করা হয়েছে। রেফারি নিকোলাস রেইনভিলে বলেন, ‘কনকাশনের কারণে খেলোয়াড়টির আর মাঠে নামা সম্ভব নয়। আমরা নিয়মকে সম্মান করি। ম্যাচটি পুনরায় চালিয়ে যাওয়া সম্ভব নয়।’
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আগামী সোমবার বৈঠকে বসবে ফ্রেঞ্চ ফুটবল গভর্নিং বডির ডিসিপ্লিনারি কমিটি। তবে ম্যাচ বাতিল হওয়ায় খুশি হতে পারেননি বোর্দোর প্রেসিডেন্ট জেরার্ড লোপেজ। তিনি বলেছেন, ‘আমি এটাকে মাঠের খেলার অংশ হিসেবে দেখতে চাই। এটাই ফুটবল। সোমবারের সভায় আমরাও উপস্থিত থাকব। এবং আমাদের অধিকার নিশ্চিত করব। প্রয়োজন হলে আপিল করব।’
তবে ম্যাচটি আর খেলতে চায় রোদেজ। ক্লাবটির চেয়ারম্যান পিয়েরে-অলিভিয়ের মুরাত বলেছেন, ‘নতুনভাবে আবার খেলবেন নাকি বাকি সময় থেকে শুরু করবেন? মৌসুমের শেষ দিনের পর খেলা হতে আমি আর দেখিনি।’
লিগ ওয়ানে ফেরার জন্য নিজেদের শেষ রাউন্ডে ৩৮ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা মেত্জের চেয়ে ভালো ফল করতে হতো বোর্দোকে। আর লিগ ২ থেকে অবনমন ঠেকানোর জন্য রোদেজের জয় পেলেই চলত। নিজেদের শেষ রাউন্ড পণ্ড হওয়ায় ৩৭ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে ক্লাবটি। ৩৭ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে তিনে বোর্দো।
গত শুক্রবার লিগ ২ এর ফাইনাল রাউন্ডে বাস্তিয়াকে ৩-২ গোলে হারিয়ে দুইয়ে ওঠে এসে আগামী মৌসুমের লিগ ওয়ান নিশ্চিত করেছে মেত্জ। তারা পিছিয়ে আছে চ্যাম্পিয়ন লা হাভরের। মেত্জের চেয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় লিগ ওয়ানে ফিরতে বুর্দোকে বড় জয়ই পেতে হতো। অর্থাৎ, রোদেজকে কমপক্ষে চার গোলে হারাতে হতো রোদেজকে।

ফ্রেঞ্চ লিগ ওয়ানে ফেরার আশা শেষ হতে বসেছে বোর্দোর। ফরাসি ক্লাবটি গত মৌসুম শেষ করেছিল তলানিতে থেকে। যার কারণে নেমে যেতে হয় লিগ ২-তে। সেখান থেকে আবারও শীর্ষ লিগে ফেরার স্বপ্ন দেখছিল বোর্দো। কিন্তু সেই আশার আলো নিভতে বসেছে এক উগ্র সমর্থকের হামলায়।
লিগ-২’তে মৌসুমে নিজেদের শেষ ম্যাচে রোদেজের মুখোমুখি হয়েছিল বোর্দো। কিন্তু ২২ মিনিটে গোল হজম করে বসে তারা। সেটি সহ্য হয়নি বোর্দোর সমর্থকদের। রোদেজের গোল উদ্যাপনের সময় এক ‘পিচ ইনভেডার’ বা অনাহুতভাবে এক দর্শক মাঠে ঢুকে আক্রমণ করে বসেন দলটির মিডফিল্ডার লুকাস বুয়াদেসকে।
এমন অনাকাঙ্ক্ষিত ঘটনায় ম্যাচটি মাঝপথেই পণ্ড হয়ে যায়। গোলদাতা বুয়াদেসকে স্ট্রেচারে করে মাঠের বাইরে নিয়ে যাওয়া হয়। রেফারি জানান, বুয়াদেস কনকাশন হওয়ায় ম্যাচটি পরিত্যক্ত করা হয়েছে। রেফারি নিকোলাস রেইনভিলে বলেন, ‘কনকাশনের কারণে খেলোয়াড়টির আর মাঠে নামা সম্ভব নয়। আমরা নিয়মকে সম্মান করি। ম্যাচটি পুনরায় চালিয়ে যাওয়া সম্ভব নয়।’
এ ঘটনায় অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে আগামী সোমবার বৈঠকে বসবে ফ্রেঞ্চ ফুটবল গভর্নিং বডির ডিসিপ্লিনারি কমিটি। তবে ম্যাচ বাতিল হওয়ায় খুশি হতে পারেননি বোর্দোর প্রেসিডেন্ট জেরার্ড লোপেজ। তিনি বলেছেন, ‘আমি এটাকে মাঠের খেলার অংশ হিসেবে দেখতে চাই। এটাই ফুটবল। সোমবারের সভায় আমরাও উপস্থিত থাকব। এবং আমাদের অধিকার নিশ্চিত করব। প্রয়োজন হলে আপিল করব।’
তবে ম্যাচটি আর খেলতে চায় রোদেজ। ক্লাবটির চেয়ারম্যান পিয়েরে-অলিভিয়ের মুরাত বলেছেন, ‘নতুনভাবে আবার খেলবেন নাকি বাকি সময় থেকে শুরু করবেন? মৌসুমের শেষ দিনের পর খেলা হতে আমি আর দেখিনি।’
লিগ ওয়ানে ফেরার জন্য নিজেদের শেষ রাউন্ডে ৩৮ ম্যাচে ৭২ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকা মেত্জের চেয়ে ভালো ফল করতে হতো বোর্দোকে। আর লিগ ২ থেকে অবনমন ঠেকানোর জন্য রোদেজের জয় পেলেই চলত। নিজেদের শেষ রাউন্ড পণ্ড হওয়ায় ৩৭ ম্যাচে ৪৩ পয়েন্ট নিয়ে ১৭তম স্থানে ক্লাবটি। ৩৭ ম্যাচে ৬৯ পয়েন্ট নিয়ে তিনে বোর্দো।
গত শুক্রবার লিগ ২ এর ফাইনাল রাউন্ডে বাস্তিয়াকে ৩-২ গোলে হারিয়ে দুইয়ে ওঠে এসে আগামী মৌসুমের লিগ ওয়ান নিশ্চিত করেছে মেত্জ। তারা পিছিয়ে আছে চ্যাম্পিয়ন লা হাভরের। মেত্জের চেয়ে গোল ব্যবধানে পিছিয়ে থাকায় লিগ ওয়ানে ফিরতে বুর্দোকে বড় জয়ই পেতে হতো। অর্থাৎ, রোদেজকে কমপক্ষে চার গোলে হারাতে হতো রোদেজকে।

প্রথমবারের মতো বিপিএল খেলতে আসা নোয়াখালী এক্সপ্রেসের কাছে জয় হয়েছে ‘অমাবশ্যার চাঁদ’। এখন পর্যন্ত চার ম্যাচ খেলে চারটিতেই হেরেছে নোয়াখালী। আজ দলটি নামবে প্রথম জয়ের খোঁজে। সিলেট স্টেডিয়ামে বাংলাদেশ সময় বেলা ১টায় শুরু হবে ঢাকা ক্যাপিটালস-নোয়াখালী এক্সপ্রেস ম্যাচ।
৭ মিনিট আগে
২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের মতো এবারও বাংলাদেশের গ্রুপে পড়েছে নেপাল। ভারত-শ্রীলঙ্কায় হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য গত রাতে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ক্রিকেট অ্যাসোসিয়েশন অব নেপাল (সিএএন)। ব্যাটিং, বোলিং, অলরাউন্ডার—নেপালের বিশ্বকাপ দলে সব বিভাগেই রয়েছেন তারকা ক্রিকেটার।
২০ মিনিট আগে
ঠিক এক মাস পরই ভারত-শ্রীলঙ্কায় শুরু হচ্ছে দশম টি-টোয়েন্টি বিশ্বকাপ। সবকিছু ঠিকঠাক থাকলেও শেষ মুহূর্তে এসে বাংলাদেশের ভেন্যু পরিবর্তনের ইস্যু তৈরি হয়েছে। শোনা যাচ্ছে, বাংলাদেশের দাবি নাও মানতে পারে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত থেকে বাংলাদেশের ভেন্যু সরানোর ব্যাপারে আইসিসির চূড়ান্ত কোনো সিদ্ধান্ত গতকাল রাতেও জানা যায়নি। তবে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নীতিনির্ধারকদের সঙ্গে কাল জুমে একটা সভা করতে চেয়েছিল আইসিসি। বিসিবি তাতে রাজি হয়নি। বিসিবির কথা, আগে ই-মেইলের আনুষ্ঠানিক জবাব দিতে হবে।
২ ঘণ্টা আগে