Ajker Patrika

শক্তিশালী চীনের সঙ্গে বাংলাদেশের আফসোসের ড্র  

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শক্তিশালী চীনের সঙ্গে বাংলাদেশের আফসোসের ড্র  

এশিয়ান গেমসের প্রথম ম্যাচে ভারতকে ৫ গোলে উড়িয়ে দিয়েছিল স্বাগতিক চীনের অনূর্ধ্ব-২৩ দল। সেই দলটার বিপক্ষে বাংলাদেশ ফুটবল দল কেমন খেলবে; শঙ্কা জোড়ানো একটা জিজ্ঞাসা তাই ছিলই! 

গেমসের ‘এ’ গ্রুপের সবচেয়ে শক্তিশালী দলটার বিপক্ষে আজ ম্যাচ খেলার পর আফসোসটা শুধু বড়ই হয়েছে। চীনের যে দলটা ভারতকে উড়িয়ে দিয়েছে ৫ গোলে, মিয়ানমারকে হারিয়েছে ৪ গোলে সেই দলটা আজ বাংলাদেশের বিপক্ষে গোলই করতে পারেনি! গ্রুপে বাংলাদেশ একটি মাত্র পয়েন্ট পেয়েছে, সেটিও কিনা চীনের মতো দলের বিপক্ষে ০-০ ড্রয়ে! 

এই ড্রয়ে কেবল আফসোসটা বড়ই হয়েছে বাংলাদেশের। ভারত ও মিয়ানমার দুই দলের কাছেই ১-০ ব্যবধানে হেরেছিল হাভিয়ের কাবরেরার দল। অথচ দুই ম্যাচেই জয়ের সম্ভাবনা ছিল লাল-সবুজদের। মিয়ানমারের সঙ্গে হাফ ডজনের মতো সুযোগ তৈরি করে বাংলাদেশ হেরেছিল মুরাদ হাসানের আত্মঘাতী গোলে। ভারতের সঙ্গে হারটা ছিল ৮৫ মিনিটে পেনাল্টি থেকে। এ দুই ম্যাচের একটিতে জয় থাকলেই রানার্সআপ না হলেও সেরা তৃতীয় দলগুলোর একটি হয়ে দ্বিতীয় রাউন্ডে খেলতে পারত বাংলাদেশ। 

ভারত-মিয়ানমারকে হারানো চীন ৭ পয়েন্ট নিয়ে হয়েছে গ্রুপ সেরা। চীন-বাংলাদেশ ম্যাচের সমান্তরালে হয়েছে ভারত-মিয়ানমার ম্যাচও। সেই ম্যাচটাও হয়েছে ১-১ গোলে ড্র। তাতে ভারত ও মিয়ানমার দুই দলের পয়েন্টই সমান ৪। বাংলাদেশের পয়েন্ট ১।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের সঙ্গে গ্রুপ পরিবর্তনে রাজি ‘না’ আয়ারল্যান্ড

ইসির ভেতরে আপিল শুনানি, বাইরে ছাত্রদলের ঘেরাও কর্মসূচি

১০০ কোটি ডলার দিলেই কেবল মিলবে ট্রাম্পের শান্তি পরিষদের সদস্যপদ

নুরের আসনে কমিটি বিলুপ্ত: বিএনপি নেতা-কর্মীদের উল্লাসের কারণ কী

মাঘেও তাপমাত্রা কি বাড়তেই থাকবে— যা জানাল আবহাওয়া অধিদপ্তর

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত