ক্রীড়া ডেস্ক

মুড়ি-মুড়কির মতো গোল করে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। যখনই গোলের দরকার, তখনই তিনি আবির্ভূত হন স্বমহিমায়। সৌদি প্রো লিগে গতকাল তাঁর ভেলকিতে আল নাসর পেল অবিশ্বাস্য এক জয়।
আল নাসর পিছিয়ে থাকুক বা এগিয়ে, রোনালদো ছুটে চলেছেন নিজের গতিতে। সৌদি প্রো লিগে গত রাতে আল আওয়াল পার্কে আল রিয়াদ প্রথমে এগিয়ে গেলেও জিততে আর তারা পারেনি। পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের জোড়া গোলে আল নাসর জেতে ২-১ গোলে। তাতে সৌদি প্রো লিগে শিরোপার দৌড়ে নিজেদের অবস্থানটা আরও একটু পোক্ত করল রোনালদোর দল।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে আল নাসর। অনেকবার গোলের সুযোগ তারা তৈরিও করে। তবে প্রথমার্ধে দাপট দেখিয়ে খেললেও ম্যাচে প্রথম গোলটা আসে আল রিয়াদের থেকেই। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ২ মিনিটে হয়েছে সেই গোল। আল নাসর ডিফেন্ডার আবদুল্লাহ আল খাইবারি শট নেওয়ার আগে একাই দৌড়াতে থাকেন। প্রথমে আল নাসর গোলরক্ষক বেন্তো সেটা থামিয়ে দেন। তবে আল রিয়াদ ডিফেন্ডার ফাইজ সেলেমানি সুযোগ পেয়ে লক্ষ্যভেদ করেন।
প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে আল রিয়াদ। সমতায় ফিরতে খুব একটা সময় নেয়নি আল নাসর। ৫৬ মিনিটে আল নাসর ফরোয়ার্ড সাদিও মানের অ্যাসিস্টে সমতাসূচক গোল করেন রোনালদো। মানের পাস রিসিভ করে ট্যাপ-ইনে রোনালদো লক্ষ্যভেদ করেন। ৬৪ মিনিটে আল নাসরের দ্বিতীয় গোলটিও করেন রোনালদো। মানে পেনাল্টি বক্সে ঢুকে ক্রস করেন। দারুণ এক ভলিতে গোলটা করেছেন রোনালদো।
প্রথমার্ধে এগিয়ে থেকেও আর ম্যাচ জেতা হয়নি আল রিয়াদের। শেষের দিকে এসে তাদের অবস্থা আরও খারাপ হয়েছে। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৪ মিনিটে আল নাসর ফরোয়ার্ড জন দুরানের মাথায় আঘাত করেন আল রিয়াদ ডিফেন্ডার আহমেদ দাইসি। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) দেখে দাইসিকে লাল কার্ড দেখানো হয়।
২-১ গোলের জয়ে ২৭ ম্যাচে এখন আল নাসরের পয়েন্ট ৫৭। ২০২৪-২৫ মৌসুমের সৌদি প্রো লিগে তারা অবস্থান করছে তিনে। সবার ওপরে থাকা আল ইত্তিহাদের পয়েন্ট ৬৫। ৫৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আল হিলাল। তিনটি দলই এখন পর্যন্ত খেলেছে ২৭টি করে ম্যাচ।

মুড়ি-মুড়কির মতো গোল করে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। যখনই গোলের দরকার, তখনই তিনি আবির্ভূত হন স্বমহিমায়। সৌদি প্রো লিগে গতকাল তাঁর ভেলকিতে আল নাসর পেল অবিশ্বাস্য এক জয়।
আল নাসর পিছিয়ে থাকুক বা এগিয়ে, রোনালদো ছুটে চলেছেন নিজের গতিতে। সৌদি প্রো লিগে গত রাতে আল আওয়াল পার্কে আল রিয়াদ প্রথমে এগিয়ে গেলেও জিততে আর তারা পারেনি। পর্তুগিজ তারকা ফরোয়ার্ডের জোড়া গোলে আল নাসর জেতে ২-১ গোলে। তাতে সৌদি প্রো লিগে শিরোপার দৌড়ে নিজেদের অবস্থানটা আরও একটু পোক্ত করল রোনালদোর দল।
ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে আল নাসর। অনেকবার গোলের সুযোগ তারা তৈরিও করে। তবে প্রথমার্ধে দাপট দেখিয়ে খেললেও ম্যাচে প্রথম গোলটা আসে আল রিয়াদের থেকেই। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের ২ মিনিটে হয়েছে সেই গোল। আল নাসর ডিফেন্ডার আবদুল্লাহ আল খাইবারি শট নেওয়ার আগে একাই দৌড়াতে থাকেন। প্রথমে আল নাসর গোলরক্ষক বেন্তো সেটা থামিয়ে দেন। তবে আল রিয়াদ ডিফেন্ডার ফাইজ সেলেমানি সুযোগ পেয়ে লক্ষ্যভেদ করেন।
প্রথমার্ধ ১-০ গোলে এগিয়ে থেকে শেষ করে আল রিয়াদ। সমতায় ফিরতে খুব একটা সময় নেয়নি আল নাসর। ৫৬ মিনিটে আল নাসর ফরোয়ার্ড সাদিও মানের অ্যাসিস্টে সমতাসূচক গোল করেন রোনালদো। মানের পাস রিসিভ করে ট্যাপ-ইনে রোনালদো লক্ষ্যভেদ করেন। ৬৪ মিনিটে আল নাসরের দ্বিতীয় গোলটিও করেন রোনালদো। মানে পেনাল্টি বক্সে ঢুকে ক্রস করেন। দারুণ এক ভলিতে গোলটা করেছেন রোনালদো।
প্রথমার্ধে এগিয়ে থেকেও আর ম্যাচ জেতা হয়নি আল রিয়াদের। শেষের দিকে এসে তাদের অবস্থা আরও খারাপ হয়েছে। নির্ধারিত ৯০ মিনিটের পর অতিরিক্ত ৪ মিনিটে আল নাসর ফরোয়ার্ড জন দুরানের মাথায় আঘাত করেন আল রিয়াদ ডিফেন্ডার আহমেদ দাইসি। ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) দেখে দাইসিকে লাল কার্ড দেখানো হয়।
২-১ গোলের জয়ে ২৭ ম্যাচে এখন আল নাসরের পয়েন্ট ৫৭। ২০২৪-২৫ মৌসুমের সৌদি প্রো লিগে তারা অবস্থান করছে তিনে। সবার ওপরে থাকা আল ইত্তিহাদের পয়েন্ট ৬৫। ৫৮ পয়েন্ট নিয়ে দুইয়ে আল হিলাল। তিনটি দলই এখন পর্যন্ত খেলেছে ২৭টি করে ম্যাচ।

ভারতকে হারানোর আত্মবিশ্বাস নিয়ে সাফ নারী ফুটসাল চ্যাম্পিয়নশিপে ভুটানের বিপক্ষে মাঠে নেমেছিল বাংলাদেশ। তবে ব্যাংককের ননথাবুরি হলে ম্যাচটি ছিল নাটকীয়তায় ঠাসা। এক পর্যায়ে হারের শঙ্কায় থাকলেও ঘুরে দাঁড়িয়ে ৩-৩ গোলের স্বস্তির ড্র নিয়ে মাঠ ছেড়েছেন সাবিনা-মাসুরারা।
১ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে বাংলাদেশ এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের সম্পর্ক এখন চরমে। ২০২৬ আইপিএলের দল থেকে মোস্তাফিজুর রহমানকে কলকাতা নাইট রাইডার্স বাদ দেওয়ার ঘটনায় বিতর্কের সৃষ্টি হয়েছে। নিরাপত্তা শঙ্কা থাকায় টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে দল না পাঠাতে অনড় বিসিবি। তাতেই তৈরি হয়েছে অনিশ্চয়তা।
২ ঘণ্টা আগে
২০২৬ বিপিএলে এরই মধ্যে প্লে-অফ নিশ্চিত করেছে তিনটি দল। বাকি একটি জায়গার জন্য লড়াইয়ে টিকে আছে রংপুর রাইডার্স ও ঢাকা ক্যাপিটালস। তবে সম্ভাবনা বেশি রংপুরের সামনে। তাদের সংগ্রহ ৮ পয়েন্ট। ২ জয়ে মোহাম্মদ মিঠুনের দল পেয়েছে ৪ পয়েন্ট। সেরা চারের দৌড়ে টিকে থাকতে চাইলে আজ লিটন দাসদের বিপক্ষে জিততেই হবে ঢাকাকে
২ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে কোর্টনি ওয়ালশকে নিয়োগ দিয়েছে জিম্বাবুয়ে ক্রিকেট বোর্ড (জেডসি)। ছোট সংস্করণের বিশ্বকাপ সামনে রেখে আফ্রিকান দলটির বোলিং পরামর্শক হিসেবে কাজ করবেন ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি পেসার। বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচকে নিয়োগ দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে জিম্বাবুয়ে ক্রিকেটের নিয়ন্ত্
৩ ঘণ্টা আগে