বিশ্বকাপের আয়োজক হওয়ার পর থেকেই কাতারের নানা সমালোচনা চলছে। শুরুটা হয়েছিল বিশ্বকাপের সময় সূচিতে পরিবর্তন আনা নিয়ে। সাধারণত বিশ্বকাপ হয় জুন-জুলাইয়ে। কিন্তু এ সময় কাতারে আবহাওয়া প্রচণ্ড গরম থাকে বিধায় প্রথমবারের মতো এবার নভেম্বর-ডিসেম্বরে হচ্ছে বিশ্বকাপ।
এ নিয়ে এর আগে অনেক কোচ ও ফুটবল বিশ্লেষকরা ক্ষুব্ধ প্রতিক্রিয়া জানিয়েছেন। এবার বিশ্বকাপের সময় সূচি নিয়ে সমালোচনায় যুক্ত হয়েছেন ব্রুনো ফার্নান্দেজ। সেটিও আবার বিশ্বকাপ শুরুর হাত ছোঁয়া দূরত্বে। তাঁর মতে, এবারের বিশ্বকাপ নিয়ে খুশি নয় ফুটবলাররা।
৫ দিন পরেই শুরু হচ্ছে ফুটবল মহারণ। এমন সময়ই সমালোচনা করলেন পর্তুগিজ তারকা ফার্নান্দেজ। ফুলহামের বিপক্ষে ২-১ গোলের জয়ের পর তিনি বলেছেন, ‘এই সময়ে আমরা বিশ্বকাপ খেলতে চাইনি। মনে করি খেলোয়াড়, দর্শক ও সকলের জন্যই এটা সেরা সময় নয়। বাচ্চারা স্কুলে থাকবে, লোকজন কাজের মধ্যে থাকবে। লোকদের ক্ষেত্রে খেলা দেখার এটা ভালো সময় নয়।’
ম্যানচেস্টার ইউনাইটেডের মিডফিল্ডার ফার্নান্দেজ আরও বলেছেন, ‘আমরা চাই ফুটবল সবার হোক। প্রত্যেকেই বিশ্বকাপের সঙ্গে জড়িত থাকবে। কেননা বিশ্বকাপ তো বিশ্বের সবার জন্য। একটি বিশ্বকাপ ফুটবলের চেয়েও বড় কিছু। সমর্থক, খেলোয়াড়দের জন্য এটি একটি উৎসব। এটি এমন কিছু যা দেখা আনন্দের। তাই আরও ভালো উপায়ে করা উচিত ছিল।’
সূচি সমালোচনার সঙ্গে আবার যুক্ত হয়েছে সমকামী, মানবাধিকার ও অভিবাসী শ্রমিকদের সঙ্গে বিশ্বকাপ আয়োজকদের বৈষম্য। সব মিলিয়ে এবারের বিশ্বকাপটা নিয়ে ব্যাপক সমালোচনা হচ্ছে। প্রথম দল হিসেবে অস্ট্রেলিয়া প্রকাশ্যে কাতারের সমালোচনা করেছে। এ ছাড়া অন্যান্য দলও আয়োজক দেশকে নিয়ে খুশি নয়।
কিছুদিন আগে এই সব সমালোচনা বন্ধের জন্য বিশ্বমঞ্চে সুযোগ পাওয়া ৩২ দলকে অনুরোধ করেছিল ফিফা। ফিফা দলগুলোকে অনুরোধ করেছিল, রাজনীতিকে এক পাশে রেখে বিশ্বকাপে মনোযোগ রাখতে। সংস্থাটির অনুরোধের পরও কাতারের সমালোচনা করা থামেনি।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। আজকের মধ্যে বিসিবিকে জানাতে হবে, তারা ভারতে বিশ্বকাপ খেলবে কি খেলবে না। শুরু থেকে এ ইস্যুতে সরকারের নির্দেশনায় এগোচ্ছে বিসিবি। গতকাল রাতেই বিসিবির নীতি-নির্ধারকদের ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসার কথা ছিল।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। বৃহস্পতিবারের মধ্যে বিসিবিকে জানাতে হবে তারা ভারতে বিশ্বকাপ খেলবে কি খেলবে না। শুরু থেকেই এ ইস্যুতে সরকারের নির্দেশনায় এগোচ্ছে বিসিবি, আজ রাতেই বিসিবির নীতিনির্ধারকেরা ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসেছিলেন।
৮ ঘণ্টা আগে
মিরপুরে গতকাল রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে সবার আগে বিপিএল ফাইনালে উঠেছে চট্টগ্রাম রয়্যালস। তবে প্রথম কোয়ালিফায়ারের সেই ম্যাচ হারের পরও ফের সুযোগ পেয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশের হাতে মাত্র ২৪ ঘণ্টা। আগামীকাল দুবাই সময় বিকেল ৫টার মধ্যে বিসিবি জানিয়ে দিতে তারা ভারতে বিশ্বকাপ খেলতে যাবে কি যাবে না। এই ইস্যুতে শুরু থেকে বিসিবি এগোচ্ছে সরকারের নির্দেশনা মেনে। আজকের বোর্ড সভা শেষে আইসিসি জানিয়ে দিয়েছে, বিসিবি তাদের সরকারের সঙ্গে আলোচনা করে যেন এক দিনের মধ্যে জানায়
১২ ঘণ্টা আগে