
রিয়াল মাদ্রিদকে অনেকে ‘রয়্যাল মাদ্রিদ’ নামেও ডাকেন। ক্লাবটির যে ফুটবল ইতিহাস, বড় মঞ্চে রেকর্ডের বন্যা এসব দেখে তাতে ‘রাজকীয় মাদ্রিদ’ উপাধি তাদের সঙ্গে ভালোমতোই মিলে যায়। রাজকীয় এই রিয়াল মাদ্রিদের দাম এখন প্রায় ৬৫ হাজার কোটি টাকা।
ফোর্বস কয়েক দিন আগে বিশ্বের সেরা দশ দামি ক্লাবের তালিকা প্রকাশ করেছে। মার্কিন এই সাময়িকীর হিসেব অনুসারে, রিয়ালের বাজার দর ৬০৭ কোটি ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ৬৪ হাজার ৭৯৫ কোটি টাকা। ২০১৩-১৪ মৌসুম থেকে ২০২২-২৩ মৌসুম পর্যন্ত সর্বশেষ কোট: ১০ চ্যাম্পিয়নস লিগের মধ্যে পাচবার ফাইনাল খেলে প্রত্যকবারই চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ। ২০২১-২২ মৌসুমের শিরোপা জিতেছিল রিয়াল। চলতি মৌসুমে মাদ্রিদ খেলেছে সেমিফাইনাল। আর গতবছর রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগ, লা লিগা-দুটোই জিতেছিল।
রিয়ালের পরই এই তালিকায় আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইউনাইটেডের দাম ৬০০ কোটি ডলার (৬৪০৪৮ কোটি টাকা)। এ বছর রেড ডেভিলরা জিতেছে কারাবাও কাপ। যা গত ছয় বছরে ক্লাবটির প্রথম কোনো মেজর শিরোপা। ৬০০ কোটি ডলার দামের ওপরে থাকা ক্লাব এই দুটিই। তৃতীয় স্থানে থাকা বার্সেলোনার দাম ৫৫১ কোটি ডলার (৫৮৮১৭ কোটি টাকা)। চলতি মৌসুমের লা লিগা জিতেছে বার্সা। চার বছর পর লা লিগা শিরোপা ঘরে তুলল কাতালানরা। চতুর্থ স্থানে আছে ৫৬৪৬৯ কোটি টাকা। আর চলতি মৌসুমের চ্যাম্পিয়নস লিগ ফাইনালিস্ট ম্যানচেস্টার সিটি আছে পাঁচ নম্বরে। ম্যান সিটির দাম ৫৩২৬৬ কোটি টাকা। সর্বশেষ ছয় মৌসুমের মধ্যে পাচবারই ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছে সিটিজেনরা।
ফোর্বসের বিশ্বের সেরা দশ দামি ক্লাব (টাকায়):
রিয়াল মাদ্রিদ (৬৪৭৯৫ কোটি)
ম্যানচেস্টার ইউনাইটেড (৬৪০৪৮ কোটি)
বার্সেলোনা (৫৮৮১৭ কোটি)
লিভারপুল (৫৬৪৬৯ কোটি)
ম্যানচেস্টার সিটি (৫৩২৬৬ কোটি)
বায়ার্ন মিউনিখ (৫১৮৭৮ কোটি)
প্যারিস সেইন্ট জার্মেই (৪৪৯৪০ কোটি)
চেলসি (৩৩০৯১ কোটি)
টটেনহাম হটস্পার (২৯৮৮৯ কোটি)
আর্সেনাল (২৪১২৪ কোটি)

রিয়াল মাদ্রিদকে অনেকে ‘রয়্যাল মাদ্রিদ’ নামেও ডাকেন। ক্লাবটির যে ফুটবল ইতিহাস, বড় মঞ্চে রেকর্ডের বন্যা এসব দেখে তাতে ‘রাজকীয় মাদ্রিদ’ উপাধি তাদের সঙ্গে ভালোমতোই মিলে যায়। রাজকীয় এই রিয়াল মাদ্রিদের দাম এখন প্রায় ৬৫ হাজার কোটি টাকা।
ফোর্বস কয়েক দিন আগে বিশ্বের সেরা দশ দামি ক্লাবের তালিকা প্রকাশ করেছে। মার্কিন এই সাময়িকীর হিসেব অনুসারে, রিয়ালের বাজার দর ৬০৭ কোটি ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ৬৪ হাজার ৭৯৫ কোটি টাকা। ২০১৩-১৪ মৌসুম থেকে ২০২২-২৩ মৌসুম পর্যন্ত সর্বশেষ কোট: ১০ চ্যাম্পিয়নস লিগের মধ্যে পাচবার ফাইনাল খেলে প্রত্যকবারই চ্যাম্পিয়ন হয়েছে রিয়াল মাদ্রিদ। ২০২১-২২ মৌসুমের শিরোপা জিতেছিল রিয়াল। চলতি মৌসুমে মাদ্রিদ খেলেছে সেমিফাইনাল। আর গতবছর রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়নস লিগ, লা লিগা-দুটোই জিতেছিল।
রিয়ালের পরই এই তালিকায় আছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইউনাইটেডের দাম ৬০০ কোটি ডলার (৬৪০৪৮ কোটি টাকা)। এ বছর রেড ডেভিলরা জিতেছে কারাবাও কাপ। যা গত ছয় বছরে ক্লাবটির প্রথম কোনো মেজর শিরোপা। ৬০০ কোটি ডলার দামের ওপরে থাকা ক্লাব এই দুটিই। তৃতীয় স্থানে থাকা বার্সেলোনার দাম ৫৫১ কোটি ডলার (৫৮৮১৭ কোটি টাকা)। চলতি মৌসুমের লা লিগা জিতেছে বার্সা। চার বছর পর লা লিগা শিরোপা ঘরে তুলল কাতালানরা। চতুর্থ স্থানে আছে ৫৬৪৬৯ কোটি টাকা। আর চলতি মৌসুমের চ্যাম্পিয়নস লিগ ফাইনালিস্ট ম্যানচেস্টার সিটি আছে পাঁচ নম্বরে। ম্যান সিটির দাম ৫৩২৬৬ কোটি টাকা। সর্বশেষ ছয় মৌসুমের মধ্যে পাচবারই ইংলিশ প্রিমিয়ার লিগ জিতেছে সিটিজেনরা।
ফোর্বসের বিশ্বের সেরা দশ দামি ক্লাব (টাকায়):
রিয়াল মাদ্রিদ (৬৪৭৯৫ কোটি)
ম্যানচেস্টার ইউনাইটেড (৬৪০৪৮ কোটি)
বার্সেলোনা (৫৮৮১৭ কোটি)
লিভারপুল (৫৬৪৬৯ কোটি)
ম্যানচেস্টার সিটি (৫৩২৬৬ কোটি)
বায়ার্ন মিউনিখ (৫১৮৭৮ কোটি)
প্যারিস সেইন্ট জার্মেই (৪৪৯৪০ কোটি)
চেলসি (৩৩০৯১ কোটি)
টটেনহাম হটস্পার (২৯৮৮৯ কোটি)
আর্সেনাল (২৪১২৪ কোটি)

বিগ ব্যাশে নিজের উদ্বোধনী মৌসুমে দুর্দান্ত খেলছেন রিশাদ হোসেন। লেগস্পিন ভেলকিতে ব্যাটারদের বুকে কাঁপন ধরিয়ে দিচ্ছেন তিনি। তাঁর খেলা দেখতে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা হয়তো বেলা আড়াইটার দিকে টিভি সেটের সামনে বসে ছিলেন। কিন্তু হোবার্টের বেলেরিভ ওভালে বেরসিক বৃষ্টির বাগড়ায় খেলা সময়মতো শুরু করা যায়নি।
১ ঘণ্টা আগে
ভারতীয় ক্রিকেট দল যেন ড্যারিল মিচেলের ‘সবচেয়ে প্রিয়’ প্রতিপক্ষ। শুধু ভারতীয় দলই কেন, আইপিএলে খেলার কারণে ভারতের কন্ডিশনও তাঁর ভালোই চেনা। সদ্য সমাপ্ত ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ নিউজিল্যান্ড জিতেছে মিচেলের অসাধারণ ব্যাটিংয়েই।
১ ঘণ্টা আগে
মিরপুরে গতকাল রাতে প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে সরাসরি ফাইনালের টিকিট কেটেছে চট্টগ্রাম রয়্যালস। আজ চূড়ান্ত হবে ফাইনালের লাইনআপ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মিরপুরে শুরু হবে দ্বিতীয় কোয়ালিফায়ারের সিলেট টাইটানস-রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচ।
৩ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ সময় পার করছেন শেখ মেহেদী হাসান। নেতৃত্ব কিংবা ব্যক্তিগত পারফরম্যান্স–সবকিছুতেই দুর্দান্ত এই স্পিনিং অলরাউন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে ‘গরীবের সাকিব আল হাসান’ বলেও আখ্যা দিচ্ছেন অনেকেই।
৩ ঘণ্টা আগে