Ajker Patrika

ব্রাজিলের ডাক উপেক্ষা করতে পারবেন না, বলছেন দরিভাল

ব্রাজিলের ডাক উপেক্ষা করতে পারবেন না, বলছেন দরিভাল

দরিভাল জুনিয়র যে ব্রাজিলের কোচ হবেন তা আগেই জানা গিয়েছে। ব্রাজিলের ক্লাব সাও পাওলোও সেটিই নিশ্চিত করে জানিয়েছে, সেলেসাওদের কোচ হবেন বলেই তাদের ডাগআউট ছেড়েছেন দরিভাল। বাকি ছিল শুধু আনুষ্ঠানিকতা।

গতকাল রাতে সেটিও নিশ্চিত করেছে ব্রাজিল ফুটবল ফেডারেশন (সিবিএফ)। সিবিএফ বিবৃতিতে জানিয়েছে, ব্রাজিল দলের নতুন কোচ দরিভাল জুনিয়র। বৃহস্পতিবার (আজ) সিবিএফের প্রধান কার্যালয়ে সংবাদ সম্মেলনে উপস্থিত থাকবেন তিনি।

সাংবাদিকদের মুখোমুখি হওয়ার আগেই অবশ্য নিজের অনুভূতি প্রকাশ করেছেন দরিভাল। নেইমার-ভিনিসিয়ুস জুনিয়রদের কোচ হওয়াকে স্বপ্নপূরণ হওয়া বলে মনে করছেন তিনি। গতকাল রাতে সামাজিক মাধ্যমে লিখেছেন, ‘এই ডাক উপেক্ষা করতে পারবেন না। নিজের জাতীয় দল, দেশ ও সমর্থকদের পক্ষে ব্রাজিলের ডাগআউটে দাঁড়ানোটা সম্মানের এবং স্বপ্নপূরণের মতো ব্যাপার। একটা সুন্দর গল্পের সূচনা হোক।’

ব্রাজিলের ডাগআউট নিশ্চিত হলেও কত দিনের জন্য দায়িত্ব পেয়েছেন দরিভাল তা অবশ্য জানায়নি সিবিএফ। তবে ব্রাজিলের সংবাদমাধ্যমগুলোর মতে, ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত নিয়োগ পেয়েছেন নতুন কোচ। তাঁর দায়িত্ব পাওয়ার মধ্যে দিয়ে ১৩ মাস পর স্থায়ীভাবে কোচ পেল ব্রাজিল। কিছুদিন আগে ছাঁটাই করা অন্তর্বর্তীকালীন কোচ ফার্নান্দো দিনিজের স্থলাভিষিক্ত হয়েছেন তিনি।

তবে, কঠিন এক সময়েই দায়িত্বটা পেয়েছেন দরিভাল। সর্বশেষ টানা চার ম্যাচে জয় পায় না পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। এর মধ্যে তো টানা তিন ম্যাচে হার দেখেছে সেলেসাওরা। দলকে জয়ে ফেরাতে প্রথম সুযোগ পাচ্ছেন আগামী মার্চে। ২৪ মার্চ ইংল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচ দিয়ে ব্রাজিলের কোচ হিসেবে তাঁর অভিষেকও হবে। 

ব্রাজিলের দায়িত্ব নেওয়ার আগে সাও পাওলোকে কোপা ব্রাজিল জিতিয়েছেন দরিভাল। ২০২২ সালে একই ট্রফি জিতিয়েছেন ফ্ল্যামেঙ্গোকেও। সঙ্গে কোপা লিবার্তেদোরেসও চ্যাম্পিয়ন করেছেন ৬১ বছর বয়সি কোচ। এবার তাঁর প্রথম লক্ষ্য থাকবে এ বছর ব্রাজিলকে কোপা আমেরিকা জেতানোর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

বিএনপিতে যোগ দিলেন আ.লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ছে দ্বিগুণ থেকে আড়াই গুণ, সর্বনিম্ন ২০ হাজার টাকা

রমজানের সময়সূচি ২০২৬: সেহরি ও ইফতারের ক্যালেন্ডার

সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজারের বেশি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত