
চলতি মৌসুমে ভালো সময় কাটাচ্ছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামিকে জেতাচ্ছেন একের পর এক ম্যাচ। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারও তিনি পাচ্ছেন। ক্লাবটি থেকে তিনি পান প্রায় ২৫০ কোটি টাকা বেতন।
মেজর লিগ সকার (এমএলএস) প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের ডেটা অনুসারে জানিয়েছে, মেসি এমএলএসের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার। তিনি আয় করেন ২০.৪৫ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় তা ২৩৯ কোটি ৬৬ লাখ টাকা। এই অঙ্কটা হচ্ছে মেসি অনেক সময় যে ক্ষতিপূরণ পান তার একটা অংশ। পাশাপাশি অ্যাডিডাসের সঙ্গে স্পনসরচিপ চুক্তি, এমএলএসের সম্প্রচারক সংস্থা অ্যাপলের থেকে রাজস্ব শেয়ার করাসহ বিভিন্ন ক্ষেত্রে আয়ও করেন তিনি। বেতনটা ধরা হয়েছে এমএলএসপিএ’র ২০২৪ সালের ২৫ এপ্রিল পর্যন্ত হিসেব থেকে।
মেসির পরে দুইয়ে আছেন লরেনসো ইনসাইনি। তাঁরআয় করেন ১৫.৪৪ মিলিয়ন ডলার (বাংলাদেশি ১৮১ কোটি টাকা)। এমএলএসে তিনি খেলেন টরোন্টো এফসির হয়ে। তিনে আছেন মেসির এমএলএস সতীর্থ সার্জিও বুসকেতস। বুসকেতসের আয় ১০২ কোটি ৭৮ লাখ টাকা।
এমএলএসের শিকাগো ফায়ারে ২০২২ সালে যোগ দিয়েছেন জার্দান শাকিরি। ২০২৩ সালে তিনিই ছিলেন এমএলএসের সর্বোচ্চ আয় করা ফুটবলার। সুইজারল্যান্ডের এই মিডফিল্ডার এখন আছেন চার নম্বরে। তার আয় ৯৫ কোটি ৫১ লাখ টাকা। পাঁচে থাকা সেবাস্তিয়ান দ্রিউসির আয় ৭৮ কোটি ৭৫ লাখ লাখ টাকা। দ্রিউসি খেলেন অস্টিন এফসিতে।
মায়ামির ওয়েজ বিলের ৭০ শতাংশ পান মেসি ও বুসকেতস মিলে। বার্সেলোনার সাবেক দুই ফুটবলারের সম্মিলিত বেতন ৩৪২ কোটি ৪৪ লাখ টাকা। মায়ামির মোট আয় ৪১.৬৮ মিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ৪৮৮ কোটি ৪৬ লাখ টাকা। ৩১.৪১ মিলিয়ন ডলার (বাংলাদেশি ৩৬৮ কোটি ১০ লাখ টাকা) নিয়ে দুইয়ে আছে টরোন্টো। তিন, চার ও পাঁচে থাকা শিকাগো, ন্যাশভিল ও এফসি সিনসিনাটির আয় ২৯৪ কোটি ৫১ লাখ, ২৫০ কোটি ৭৯ লাখ ও ২১৯ কোটি ২৭ লাখ টাকা।
মেজর লিগ সকারে (এমএলএস) বছরে সর্বোচ্চ বেতন পাওয়া পাঁচ ফুটবলার
ক্লাব আয় (বাংলাদেশি টাকা)
লিওনেল মেসি ইন্টার মায়ামি ২৩৯ কোটি ৬৬ লাখ
লরেঞ্জো ইনসাইনি টরোন্টো এফসি ১৮১ কোটি
সার্জিও বুসকেটস ইন্টার মায়ামি ১০২ কোটি ৭৮ লাখ
জার্দান শাকিরি শিকাগো ফায়ার ৯৫ কোটি ৫১ লাখ
সেবাস্তিয়ান দ্রিউসি অস্টিন এফসি ৭৮ কোটি ৭৫ লাখ

চলতি মৌসুমে ভালো সময় কাটাচ্ছেন লিওনেল মেসি। ইন্টার মায়ামিকে জেতাচ্ছেন একের পর এক ম্যাচ। দুর্দান্ত পারফরম্যান্সের পুরস্কারও তিনি পাচ্ছেন। ক্লাবটি থেকে তিনি পান প্রায় ২৫০ কোটি টাকা বেতন।
মেজর লিগ সকার (এমএলএস) প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের ডেটা অনুসারে জানিয়েছে, মেসি এমএলএসের সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার। তিনি আয় করেন ২০.৪৫ মিলিয়ন ডলার। বাংলাদেশি মুদ্রায় তা ২৩৯ কোটি ৬৬ লাখ টাকা। এই অঙ্কটা হচ্ছে মেসি অনেক সময় যে ক্ষতিপূরণ পান তার একটা অংশ। পাশাপাশি অ্যাডিডাসের সঙ্গে স্পনসরচিপ চুক্তি, এমএলএসের সম্প্রচারক সংস্থা অ্যাপলের থেকে রাজস্ব শেয়ার করাসহ বিভিন্ন ক্ষেত্রে আয়ও করেন তিনি। বেতনটা ধরা হয়েছে এমএলএসপিএ’র ২০২৪ সালের ২৫ এপ্রিল পর্যন্ত হিসেব থেকে।
মেসির পরে দুইয়ে আছেন লরেনসো ইনসাইনি। তাঁরআয় করেন ১৫.৪৪ মিলিয়ন ডলার (বাংলাদেশি ১৮১ কোটি টাকা)। এমএলএসে তিনি খেলেন টরোন্টো এফসির হয়ে। তিনে আছেন মেসির এমএলএস সতীর্থ সার্জিও বুসকেতস। বুসকেতসের আয় ১০২ কোটি ৭৮ লাখ টাকা।
এমএলএসের শিকাগো ফায়ারে ২০২২ সালে যোগ দিয়েছেন জার্দান শাকিরি। ২০২৩ সালে তিনিই ছিলেন এমএলএসের সর্বোচ্চ আয় করা ফুটবলার। সুইজারল্যান্ডের এই মিডফিল্ডার এখন আছেন চার নম্বরে। তার আয় ৯৫ কোটি ৫১ লাখ টাকা। পাঁচে থাকা সেবাস্তিয়ান দ্রিউসির আয় ৭৮ কোটি ৭৫ লাখ লাখ টাকা। দ্রিউসি খেলেন অস্টিন এফসিতে।
মায়ামির ওয়েজ বিলের ৭০ শতাংশ পান মেসি ও বুসকেতস মিলে। বার্সেলোনার সাবেক দুই ফুটবলারের সম্মিলিত বেতন ৩৪২ কোটি ৪৪ লাখ টাকা। মায়ামির মোট আয় ৪১.৬৮ মিলিয়ন ডলার, বাংলাদেশি মুদ্রায় তা ৪৮৮ কোটি ৪৬ লাখ টাকা। ৩১.৪১ মিলিয়ন ডলার (বাংলাদেশি ৩৬৮ কোটি ১০ লাখ টাকা) নিয়ে দুইয়ে আছে টরোন্টো। তিন, চার ও পাঁচে থাকা শিকাগো, ন্যাশভিল ও এফসি সিনসিনাটির আয় ২৯৪ কোটি ৫১ লাখ, ২৫০ কোটি ৭৯ লাখ ও ২১৯ কোটি ২৭ লাখ টাকা।
মেজর লিগ সকারে (এমএলএস) বছরে সর্বোচ্চ বেতন পাওয়া পাঁচ ফুটবলার
ক্লাব আয় (বাংলাদেশি টাকা)
লিওনেল মেসি ইন্টার মায়ামি ২৩৯ কোটি ৬৬ লাখ
লরেঞ্জো ইনসাইনি টরোন্টো এফসি ১৮১ কোটি
সার্জিও বুসকেটস ইন্টার মায়ামি ১০২ কোটি ৭৮ লাখ
জার্দান শাকিরি শিকাগো ফায়ার ৯৫ কোটি ৫১ লাখ
সেবাস্তিয়ান দ্রিউসি অস্টিন এফসি ৭৮ কোটি ৭৫ লাখ

নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের একাদশ দেখে কিছুটা অবাক-ই হয়েছিল সবাই। যেখানে ছিল না তাসকিন আহমেদের নাম। বিষয়টি নিয়ে কৌতুহল তৈরি হয়েছিল সংশ্লিষ্টদের মনে। ম্যাচ শেষে কৌতুহল দূর করেছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এই উইকেটরক্ষক ব্যাটার যে তথ্য দিলেন তাতে করে তাসকিনকে নিয়ে চিন্তায় পড়ে যা
১৬ মিনিট আগে
নিজেদের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল ভারতে পাঠাবে না সংস্থাটি। তবে বিসিবির এই আবেদন আইসিসির পক্ষে গ্রহণ করার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে বাংলাদেশের ম্যাচগুলোর জন্য ভারতেই বিকল্প ভেন্যুর কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা। এমনটাই জানিয়েছে ভারতীয়
১ ঘণ্টা আগে
আরও একবার স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতল বার্সেলোনা। ফাইনালে গতকাল রাতে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারায় কাতালানরা। শিরোপা জেতায় স্বাভাবিকভাবেই বেজায় খুশি স্প্যানিশ জায়ান্টরা। তবে জয়টি যখন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে তখন সেটা হয়ে দাঁড়ায় বিশেষ কিছুই; তেমনটাই মনে করিয়ে দিলেন বার্সার কোচ হান্সি
২ ঘণ্টা আগে
চলতি বিপিএলে পয়েন্ট টেবিলের শীর্ষেই ছিল রংপুর রাইডার্স। কিন্তু টানা দুই হারে কিছুটা বিপর্যস্ত নুরুল হাসান সোহানের দল। নোয়াখালী এক্সপ্রেসের পর গতকাল রাজশাহী ওয়ারিয়র্সের কাছে হেরেছে তারা। নিজেদের অষ্টম ম্যাচে আজ রংপুরের প্রতিপক্ষ সিলেট টাইটানস। দিনের অপর ম্যাচে ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে খেলতে নামবে রা
৩ ঘণ্টা আগে