
অন্যরকম এক অভিজ্ঞতার সাক্ষী হলেন বার্সেলোনার সমর্থকেরা। বিশেষ করে বার্সার ১৮ বছরের কম বয়সী সমর্থকদের জন্য এটি একেবারেই নতুন অভিজ্ঞতা। ১৮ বছর পর যে ফের ইউরোপা লিগে ফিরল কাতালান পরাশক্তিরা। তবে গতকাল ন্যু ক্যাম্পে ম্যাচের আগে ইউরোপা লিগের সংগীত বেজে ওঠার বিষয়টা মানতে কষ্ট হচ্ছে অনেক সমর্থকের। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সমর্থক এ নিয়ে নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছেন।
গত ডিসেম্বরে বায়ার্ন মিউনিখ ও বেনফিকার নিচে থেকে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব শেষ করে বার্সা, যার ফলে তাদের এখন খেলতে হচ্ছে ইউরোপায়। সাম্প্রতিক অতীতে ইউরোপের অন্যতম সফল দলটির এমন পতন সহ্য হচ্ছে না সমর্থকদের। সামাজিক যোগাযোগমাধ্যমে এক সমর্থক লিখেছেন, ‘ন্যু ক্যাম্পে ইউরোপা লিগের সংগীত বাজানোটা খুবই অদ্ভুত লাগছে।’
আরেকজন সমর্থক লিখেছেন, ‘ন্যু ক্যাম্পে ইউরোপা লিগের রাত। এমন কিছু যতক্ষণ আপনার জীবনে ঘটছে না, ততক্ষণ খুব মজার বিষয় বলেই মনে হবে।’ আরেকজন কট্টর বার্সা সমর্থক লিখেছেন, ‘বিষয়টা মানতে পারছি না। ১০ বছর আগে দলটি ইউরোপের সেরা ছিল। আর এখন তারা ইউরোপা লিগে খেলছে।’
তবে কিছু সমর্থকের মতে, দল যেখানেই খেলুক তাঁরা সমর্থন দিয়ে যাবেন। একজন লিখেছেন, ‘আমার জন্য এটা কোনো ব্যাপার না। খেলোয়াড়দের এভাবে দাঁড়াতে দেখে এবং ন্যু ক্যাম্পে ইউরোপা লিগের সংগীত শুনে আমার বেশ ভালো লাগছে।’
ইউরোপায় বার্সার নতুন এই ফেরাটা অবশ্য ভালো হয়নি। নাপোলির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা।

অন্যরকম এক অভিজ্ঞতার সাক্ষী হলেন বার্সেলোনার সমর্থকেরা। বিশেষ করে বার্সার ১৮ বছরের কম বয়সী সমর্থকদের জন্য এটি একেবারেই নতুন অভিজ্ঞতা। ১৮ বছর পর যে ফের ইউরোপা লিগে ফিরল কাতালান পরাশক্তিরা। তবে গতকাল ন্যু ক্যাম্পে ম্যাচের আগে ইউরোপা লিগের সংগীত বেজে ওঠার বিষয়টা মানতে কষ্ট হচ্ছে অনেক সমর্থকের। সামাজিক যোগাযোগমাধ্যমে অনেক সমর্থক এ নিয়ে নিজেদের প্রতিক্রিয়াও জানিয়েছেন।
গত ডিসেম্বরে বায়ার্ন মিউনিখ ও বেনফিকার নিচে থেকে চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্ব শেষ করে বার্সা, যার ফলে তাদের এখন খেলতে হচ্ছে ইউরোপায়। সাম্প্রতিক অতীতে ইউরোপের অন্যতম সফল দলটির এমন পতন সহ্য হচ্ছে না সমর্থকদের। সামাজিক যোগাযোগমাধ্যমে এক সমর্থক লিখেছেন, ‘ন্যু ক্যাম্পে ইউরোপা লিগের সংগীত বাজানোটা খুবই অদ্ভুত লাগছে।’
আরেকজন সমর্থক লিখেছেন, ‘ন্যু ক্যাম্পে ইউরোপা লিগের রাত। এমন কিছু যতক্ষণ আপনার জীবনে ঘটছে না, ততক্ষণ খুব মজার বিষয় বলেই মনে হবে।’ আরেকজন কট্টর বার্সা সমর্থক লিখেছেন, ‘বিষয়টা মানতে পারছি না। ১০ বছর আগে দলটি ইউরোপের সেরা ছিল। আর এখন তারা ইউরোপা লিগে খেলছে।’
তবে কিছু সমর্থকের মতে, দল যেখানেই খেলুক তাঁরা সমর্থন দিয়ে যাবেন। একজন লিখেছেন, ‘আমার জন্য এটা কোনো ব্যাপার না। খেলোয়াড়দের এভাবে দাঁড়াতে দেখে এবং ন্যু ক্যাম্পে ইউরোপা লিগের সংগীত শুনে আমার বেশ ভালো লাগছে।’
ইউরোপায় বার্সার নতুন এই ফেরাটা অবশ্য ভালো হয়নি। নাপোলির সঙ্গে ১-১ গোলে ড্র করেছে তারা।

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে ছোট সংস্করণে বিশ্বকাপের দশম পর্ব। তার আগে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।
১ ঘণ্টা আগে
প্রথমবার বিগ ব্যাশ খেলতে গিয়েই মুগ্ধতা ছড়াচ্ছেন রিশাদ হোসেন। লেগ স্পিন জাদুতে ব্যাটারদের পরাস্ত করছেন বারবার। দুর্দান্ত বোলিংয়ে সতীর্থদের প্রশংসা কুড়োচ্ছেন বাংলাদেশের এই তরুণ লেগস্পিনার।
১ ঘণ্টা আগে
তিন বছর পর আবার দেখা হচ্ছে সাদিও মানে ও মোহামেদ সালাহর। তবে একই দলে নয়, পরস্পরের প্রতিপক্ষ হিসেবে। আফ্রিকা কাপ অব ফাইনালে ওঠার লড়াইয়ে সেনেগাল ও মিসর মুখোমুখি আজ। এই সেমিফাইনালে দুই দেশের জার্সিতে নামবেন সাবেক লিভারপুল সতীর্থ এই দুই তারকা। দিনের অন্য সেমিফাইনালে সুপার ইগল নাইজেরিয়ার মুখোমুখি হবে স্বা
১ ঘণ্টা আগে
অ্যাশেজে মাঠের লড়াইয়ে অস্ট্রেলিয়ার কাছে রীতিমতো উড়ে গেছে ইংল্যান্ড। ৪-১ ব্যবধানে সিরিজ হারই বলে দিচ্ছে সবকিছু। বাজে পারফরম্যান্স নিয়ে সমালোচনা তো হচ্ছেই। মাঠের বাইরের ঘটনা নিয়েও চলছে নানা আলাপ-আলোচনা।
২ ঘণ্টা আগে