ক্রীড়া ডেস্ক

মাঠে নেই ঠিকই; কিন্তু প্রতিপক্ষের নাম যখন বার্সেলোনা, তখন উসমান দেম্বেলে কী করেই বা আলোচনার বাইরে থাকেন। সাবেক ক্লাব বলে কথা। কদিন আগে লামিনে ইয়ামালকে টপকে জিতলেন ব্যালন ডি’অর। দেম্বেলে থাকলে চ্যাম্পিয়নস লিগে আজকের ম্যাচটি পেত অন্য রকম বার্তা। বাদ সাধল চোট।
ইয়ামাল অবশ্য চোট থেকে ফিরেছেন মাত্রই। তাতে বার্সেলোনা হয়ে উঠেছে আরও প্রাণবন্ত। আস্থার জায়গাও বেড়ে গেছে। যদিও ইয়ামালকে ছাড়াই লা লিগায় ছন্দ ধরে রেখেছে হান্সি ফ্লিকের দল। বলা যায়, মৌসুমে প্রথমবার সত্যিকারের পরীক্ষার মুখে পড়ার আগে ‘প্রস্তুতি’টা ভালোই হলো তাদের। অলিম্পিক স্টেডিয়ামে আজ সেই পরীক্ষা নেবে চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি।
চ্যাম্পিয়নস লিগে দুই দলের সব শেষ সাক্ষাৎ হয়েছিল ২০২৩-২৪ মৌসুমের কোয়ার্টার ফাইনালে। সেবার ঘরের মাঠে পাত্তাই পায়নি বার্সা। এবারও কি তেমন কিছু হবে? ফ্লিক অবশ্য আগের হিসাব মনে রাখছেন না। গতকাল সংবাদ সম্মেলনে বার্সা কোচ বলেন, ‘পিএসজির বিপক্ষে আগের ম্যাচটা নিয়ে ভাবছি না; কারণ, আমাদের মনোযোগ রাখতে হবে এই ম্যাচে। অতীত আর বর্তমান আলাদা; সবকিছু এখন পুরো বদলে গেছে।’
দেম্বেলের কাছে ব্যালন ডি’অর হারানোয় পারফরম্যান্সের ধার বাড়ানোর প্রতিশ্রুতি ইয়ামাল দিয়ে রেখেছেন আগেই। তাঁকে নিয়ে মাতামাতি হওয়ায় একটু চটেও উঠলেন ফ্লিক, ‘তার বয়স মাত্র ১৮, তাকে কঠোর পরিশ্রমের দিকেও মনোযোগ দিতে হবে। পরের ধাপে এক বা দুই ধাপ ওপরে যেতে চাইলে শুধু প্রতিভা দিয়ে হবে না, পরিশ্রমও করতে হবে। শুধু বল নিয়ে খেলা নয়, রক্ষণাত্মক দায়িত্বও পালন করতে হবে।’
২০১৭ সালে পিএসজির বিপক্ষে ৬-১ গোলের জয়ে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখেছিল বার্সা। দুই লেগ মিলিয়ে ৬-৫ ব্যবধানে জিতে শেষ আটে পা রাখে তারা। সেবার কাতালানদের কোচ ছিলেন লুইস এনরিকে। আজ তিনি থাকবেন পিএসজির ডাগআউটে। সেই অভিজ্ঞতা অবশ্য গত বছর হয়েছিল তাঁর। প্রতিপক্ষ হিসেবেও তাই বার্সা অচেনা নয় তাঁর কাছে। তাই তো কদিন আগে মার্শেইর কাছে হারের পর বলেছিলেন, ‘খেলোয়াড়েরা চায় না ভুল করতে, তবে সেটা মেনে নিতে হবে, তারা মানুষ, আর খেলারই একটা অংশ এটা। কিন্তু যদি মার্শেই বা বার্সার বিপক্ষে একই রকম সহজ পাস মিস করে, তাহলে হেরে যাব। একজন কোচ হিসেবে খেলোয়াড়দের ভুলে আমার ক্ষুব্ধ হওয়া বা মেনে নেওয়া উচিত নয়। তবে বার্সার বিপক্ষে আমরা উন্নতি করব।’
উন্নতির পথে পিএসজির বড় বাধা চোট। দেম্বেলের মতো মার্কিনিওস, দেজিরে দুয়ে ও খাভিচা কাভারাৎসখেলিয়াও ছিটকে পড়েছেন এই ম্যাচ থেকে। যদিও স্বস্তির খবর সুস্থ হয়ে উঠেছেন জোয়াও নেভেস। সেই ৪ ফুটবলারের ঘাটতি মেটাতে তরুণদের ওপর আস্থা রাখছেন এনরিকে।

মাঠে নেই ঠিকই; কিন্তু প্রতিপক্ষের নাম যখন বার্সেলোনা, তখন উসমান দেম্বেলে কী করেই বা আলোচনার বাইরে থাকেন। সাবেক ক্লাব বলে কথা। কদিন আগে লামিনে ইয়ামালকে টপকে জিতলেন ব্যালন ডি’অর। দেম্বেলে থাকলে চ্যাম্পিয়নস লিগে আজকের ম্যাচটি পেত অন্য রকম বার্তা। বাদ সাধল চোট।
ইয়ামাল অবশ্য চোট থেকে ফিরেছেন মাত্রই। তাতে বার্সেলোনা হয়ে উঠেছে আরও প্রাণবন্ত। আস্থার জায়গাও বেড়ে গেছে। যদিও ইয়ামালকে ছাড়াই লা লিগায় ছন্দ ধরে রেখেছে হান্সি ফ্লিকের দল। বলা যায়, মৌসুমে প্রথমবার সত্যিকারের পরীক্ষার মুখে পড়ার আগে ‘প্রস্তুতি’টা ভালোই হলো তাদের। অলিম্পিক স্টেডিয়ামে আজ সেই পরীক্ষা নেবে চ্যাম্পিয়নস লিগের বর্তমান চ্যাম্পিয়ন পিএসজি।
চ্যাম্পিয়নস লিগে দুই দলের সব শেষ সাক্ষাৎ হয়েছিল ২০২৩-২৪ মৌসুমের কোয়ার্টার ফাইনালে। সেবার ঘরের মাঠে পাত্তাই পায়নি বার্সা। এবারও কি তেমন কিছু হবে? ফ্লিক অবশ্য আগের হিসাব মনে রাখছেন না। গতকাল সংবাদ সম্মেলনে বার্সা কোচ বলেন, ‘পিএসজির বিপক্ষে আগের ম্যাচটা নিয়ে ভাবছি না; কারণ, আমাদের মনোযোগ রাখতে হবে এই ম্যাচে। অতীত আর বর্তমান আলাদা; সবকিছু এখন পুরো বদলে গেছে।’
দেম্বেলের কাছে ব্যালন ডি’অর হারানোয় পারফরম্যান্সের ধার বাড়ানোর প্রতিশ্রুতি ইয়ামাল দিয়ে রেখেছেন আগেই। তাঁকে নিয়ে মাতামাতি হওয়ায় একটু চটেও উঠলেন ফ্লিক, ‘তার বয়স মাত্র ১৮, তাকে কঠোর পরিশ্রমের দিকেও মনোযোগ দিতে হবে। পরের ধাপে এক বা দুই ধাপ ওপরে যেতে চাইলে শুধু প্রতিভা দিয়ে হবে না, পরিশ্রমও করতে হবে। শুধু বল নিয়ে খেলা নয়, রক্ষণাত্মক দায়িত্বও পালন করতে হবে।’
২০১৭ সালে পিএসজির বিপক্ষে ৬-১ গোলের জয়ে অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখেছিল বার্সা। দুই লেগ মিলিয়ে ৬-৫ ব্যবধানে জিতে শেষ আটে পা রাখে তারা। সেবার কাতালানদের কোচ ছিলেন লুইস এনরিকে। আজ তিনি থাকবেন পিএসজির ডাগআউটে। সেই অভিজ্ঞতা অবশ্য গত বছর হয়েছিল তাঁর। প্রতিপক্ষ হিসেবেও তাই বার্সা অচেনা নয় তাঁর কাছে। তাই তো কদিন আগে মার্শেইর কাছে হারের পর বলেছিলেন, ‘খেলোয়াড়েরা চায় না ভুল করতে, তবে সেটা মেনে নিতে হবে, তারা মানুষ, আর খেলারই একটা অংশ এটা। কিন্তু যদি মার্শেই বা বার্সার বিপক্ষে একই রকম সহজ পাস মিস করে, তাহলে হেরে যাব। একজন কোচ হিসেবে খেলোয়াড়দের ভুলে আমার ক্ষুব্ধ হওয়া বা মেনে নেওয়া উচিত নয়। তবে বার্সার বিপক্ষে আমরা উন্নতি করব।’
উন্নতির পথে পিএসজির বড় বাধা চোট। দেম্বেলের মতো মার্কিনিওস, দেজিরে দুয়ে ও খাভিচা কাভারাৎসখেলিয়াও ছিটকে পড়েছেন এই ম্যাচ থেকে। যদিও স্বস্তির খবর সুস্থ হয়ে উঠেছেন জোয়াও নেভেস। সেই ৪ ফুটবলারের ঘাটতি মেটাতে তরুণদের ওপর আস্থা রাখছেন এনরিকে।

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা এখনো দূর হয়নি। নিরাপত্তাইস্যুতে ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে যে সিদ্ধান্ত বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিয়েছে, সেই সিদ্ধান্তে এখনো অনড়। এবার ব্যাপারটি নিয়ে কথা বলতে ঢাকায় আইসিসির প্রতিনিধি দল আসতে পারে বলে শোনা যাচ্ছে।
১ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দুর্দান্ত ছন্দে আছেন শরীফুল ইসলাম। আজ দেশের সবচেয়ে ব্যয়বহুল টুর্নামেন্টে নিজের সেরা বোলিং করলেন এই বাঁ হাতি পেসার। ঢাকা পর্বের প্রথম ম্যাচে নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে বল হাতে পুরো আলোটাই নিজের দিকে টেনে নিয়েছেন তিনি।
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। দরজায় যখন কড়া নাড়ছে আইসিসি ইভেন্ট, তখনই বড় ধাক্কা খেল আফগানরা। বিশ্বকাপই শেষ হয়ে গেল নাভিন উল হকের।
২ ঘণ্টা আগে
শেষভাগে এসে পড়েছে ২০২৬ বিপিএল। লিগ পর্ব, প্লে-অফ পর্ব হিসাব করলে টুর্নামেন্টের বাকি ১০ ম্যাচ। ঠিক এই সময়েই অধিনায়ক পরিবর্তন করল রংপুর রাইডার্স। নুরুল হাসান সোহানের পরিবর্তে এখন রংপুরকে নেতৃত্ব দেবেন লিটন।
৩ ঘণ্টা আগে