
২০২৪ কোপা আমেরিকায় ‘বিরল’ এক লিওনেল মেসিকে দেখা যাচ্ছে। ম্যাচ যেমন মিস করেছেন, তেমনি অসুস্থ অবস্থায় খেলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। মেসির শারীরিক অবস্থা যা-ই থাকুক না কেন, সেমিফাইনালে তাঁকে খেলানো হবে বলে জানিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।
এবারের কোপা আমেরিকায় শিরোপা ধরে রাখার অভিযানে নেমেছে আর্জেন্টিনা। আকাশি নীলদের শিরোপা রক্ষার অভিযানে মেসি খুবই বিবর্ণ। গ্রুপ পর্ব থেকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত চার ম্যাচের মধ্যে খেলেছেন তিন ম্যাচ। একটি গোলও নেই তাঁর নামের পাশে। চিলির বিপক্ষে ম্যাচের মাঝখানে চিকিৎসা নিতে দেখা গেছে তাঁকে। ম্যাচে যেমন গোল করতে ব্যর্থ হয়েছেন, তেমনি পেনাল্টি শুটআউটেও গোলের সুযোগ হাতছাড়া করেছেন মেসি। ইকুয়েডরের বিপক্ষে ৫ জুলাই কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে তাঁর পানেনকা শট আটকে যায় গোলবারে। এক ম্যাচ বিশ্রামের পর মেসি খেলেছেন বলেই কি এই অবস্থা—স্কালোনিকে এমন প্রশ্ন জিজ্ঞেস করা হলে কৌশলে উত্তর দিয়েছেন।
বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টায় প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-কানাডা। ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার প্রতিনিধি হয়ে আসেন স্কালোনি। মেসি খেলবেন কি খেলবেন না, সে ব্যাপারে প্রশ্ন করা হলে স্কালোনি উত্তর দিয়েছেন,‘সিদ্ধান্তটা পুরোপুরি আমার। যখন আমি দেখব তার অবস্থা ভালো, তাকে খেলাব। যদি সে শতভাগ ফিট নাও থাকে, তবু সে খেলবে। তার দায়ভার পুরোপুরি আমার।’
মেসির অবস্থা যেমনই হোক, আর্জেন্টিনার প্রাণভোমরা তো তিনি। সে কারণে সংবাদ সম্মেলনটা ছিল ‘মেসিময়’। একের পর এক প্রশ্ন শুনে স্কালোনি জানিয়েছেন, বদলি খেলোয়াড় হিসেবে হলেও মেসিকে খেলানো হবে। আর্জেন্টাইন কোচ বলেন,‘এটা আমার জন্য সহজ সিদ্ধান্ত। তার অবস্থা দেখে ভাবা হবে,এটা একদম সোজা-সাপটা সিদ্ধান্ত। যদি সে বলে যে তার অবস্থা ভালো না, সে কমপক্ষে ৩০ মিনিট খেলবে। সুস্থ থাকলে তো পুরোটা খেলবে।’
ইকুয়েডরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মেসির পেনাল্টি মিসের পরও আর্জেন্টিনা জিতেছিল এমিলিয়ানো মার্তিনেজের বীরত্বে। হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে পেনাল্টি শুটআউটে ইকুয়েডরের নিশ্চিত দুটি শট বাজপাখির মতো উড়ে ফিরিয়ে দিয়েছেন মার্তিনেজ। টাইব্রেকারে গোল মিস নিয়ে কোয়ার্টারের ম্যাচ শেষে সাংবাদিকদের মেসি বলেছিলেন, ‘আমার খুব রাগ হয়েছিল। মনে হয়েছিল যে আমি গোলটা করতে পারব। দিবু (মার্তিনেজ) ও (হেরোনিমো) রুলির সঙ্গে কথা বলেছিলাম। কয়েকটা পেনাল্টিও নিয়েছিলাম। অনুশীলন করিনি তবে কথা বলেছি তাদের সঙ্গে।’
আরও বলুন–

২০২৪ কোপা আমেরিকায় ‘বিরল’ এক লিওনেল মেসিকে দেখা যাচ্ছে। ম্যাচ যেমন মিস করেছেন, তেমনি অসুস্থ অবস্থায় খেলেছেন আর্জেন্টিনার বিশ্বজয়ী ফুটবলার। মেসির শারীরিক অবস্থা যা-ই থাকুক না কেন, সেমিফাইনালে তাঁকে খেলানো হবে বলে জানিয়েছেন কোচ লিওনেল স্কালোনি।
এবারের কোপা আমেরিকায় শিরোপা ধরে রাখার অভিযানে নেমেছে আর্জেন্টিনা। আকাশি নীলদের শিরোপা রক্ষার অভিযানে মেসি খুবই বিবর্ণ। গ্রুপ পর্ব থেকে কোয়ার্টার ফাইনাল পর্যন্ত চার ম্যাচের মধ্যে খেলেছেন তিন ম্যাচ। একটি গোলও নেই তাঁর নামের পাশে। চিলির বিপক্ষে ম্যাচের মাঝখানে চিকিৎসা নিতে দেখা গেছে তাঁকে। ম্যাচে যেমন গোল করতে ব্যর্থ হয়েছেন, তেমনি পেনাল্টি শুটআউটেও গোলের সুযোগ হাতছাড়া করেছেন মেসি। ইকুয়েডরের বিপক্ষে ৫ জুলাই কোয়ার্টার ফাইনালে টাইব্রেকারে তাঁর পানেনকা শট আটকে যায় গোলবারে। এক ম্যাচ বিশ্রামের পর মেসি খেলেছেন বলেই কি এই অবস্থা—স্কালোনিকে এমন প্রশ্ন জিজ্ঞেস করা হলে কৌশলে উত্তর দিয়েছেন।
বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টায় প্রথম কোয়ার্টার ফাইনালে মুখোমুখি হবে আর্জেন্টিনা-কানাডা। ম্যাচের আগে আজ সংবাদ সম্মেলনে আর্জেন্টিনার প্রতিনিধি হয়ে আসেন স্কালোনি। মেসি খেলবেন কি খেলবেন না, সে ব্যাপারে প্রশ্ন করা হলে স্কালোনি উত্তর দিয়েছেন,‘সিদ্ধান্তটা পুরোপুরি আমার। যখন আমি দেখব তার অবস্থা ভালো, তাকে খেলাব। যদি সে শতভাগ ফিট নাও থাকে, তবু সে খেলবে। তার দায়ভার পুরোপুরি আমার।’
মেসির অবস্থা যেমনই হোক, আর্জেন্টিনার প্রাণভোমরা তো তিনি। সে কারণে সংবাদ সম্মেলনটা ছিল ‘মেসিময়’। একের পর এক প্রশ্ন শুনে স্কালোনি জানিয়েছেন, বদলি খেলোয়াড় হিসেবে হলেও মেসিকে খেলানো হবে। আর্জেন্টাইন কোচ বলেন,‘এটা আমার জন্য সহজ সিদ্ধান্ত। তার অবস্থা দেখে ভাবা হবে,এটা একদম সোজা-সাপটা সিদ্ধান্ত। যদি সে বলে যে তার অবস্থা ভালো না, সে কমপক্ষে ৩০ মিনিট খেলবে। সুস্থ থাকলে তো পুরোটা খেলবে।’
ইকুয়েডরের বিপক্ষে কোয়ার্টার ফাইনালে মেসির পেনাল্টি মিসের পরও আর্জেন্টিনা জিতেছিল এমিলিয়ানো মার্তিনেজের বীরত্বে। হিউস্টনের এনআরজি স্টেডিয়ামে পেনাল্টি শুটআউটে ইকুয়েডরের নিশ্চিত দুটি শট বাজপাখির মতো উড়ে ফিরিয়ে দিয়েছেন মার্তিনেজ। টাইব্রেকারে গোল মিস নিয়ে কোয়ার্টারের ম্যাচ শেষে সাংবাদিকদের মেসি বলেছিলেন, ‘আমার খুব রাগ হয়েছিল। মনে হয়েছিল যে আমি গোলটা করতে পারব। দিবু (মার্তিনেজ) ও (হেরোনিমো) রুলির সঙ্গে কথা বলেছিলাম। কয়েকটা পেনাল্টিও নিয়েছিলাম। অনুশীলন করিনি তবে কথা বলেছি তাদের সঙ্গে।’
আরও বলুন–

বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গতকাল আলোচনায় ছিলেন মোহাম্মদ নবি ও তাঁর ছেলে হাসান ইসাখিল। ঢাকা ক্যাপিটালসের বিপক্ষে নোয়াখালী এক্সপ্রেসকে ৪১ রানের জয় এনে দিতে সামনে থেকেই নেতৃত্ব দিয়েছেন বাপ-বেটা। বাইশ গজে দারুণ পারফরম্যান্সের পর সংবাদ সম্মেলনে হাজির হন তাঁরা দুজন।
২৮ মিনিট আগে
নোয়াখালী এক্সপ্রেসের বিপক্ষে ঢাকা ক্যাপিটালসের একাদশ দেখে কিছুটা অবাক-ই হয়েছিল সবাই। যেখানে ছিল না তাসকিন আহমেদের নাম। বিষয়টি নিয়ে কৌতুহল তৈরি হয়েছিল সংশ্লিষ্টদের মনে। ম্যাচ শেষে কৌতুহল দূর করেছেন ঢাকার অধিনায়ক মোহাম্মদ মিঠুন। এই উইকেটরক্ষক ব্যাটার যে তথ্য দিলেন তাতে করে তাসকিনকে নিয়ে চিন্তায় পড়ে যা
১ ঘণ্টা আগে
নিজেদের সিদ্ধান্তে অনড় বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে দল ভারতে পাঠাবে না সংস্থাটি। তবে বিসিবির এই আবেদন আইসিসির পক্ষে গ্রহণ করার সম্ভাবনা খুবই কম। সেক্ষেত্রে বাংলাদেশের ম্যাচগুলোর জন্য ভারতেই বিকল্প ভেন্যুর কথা ভাবছে বিশ্ব ক্রিকেটের অভিভাবক সংস্থা। এমনটাই জানিয়েছে ভারতীয়
২ ঘণ্টা আগে
আরও একবার স্প্যানিশ সুপার কাপের শিরোপা জিতল বার্সেলোনা। ফাইনালে গতকাল রাতে রিয়াল মাদ্রিদকে ৩-২ গোলে হারায় কাতালানরা। শিরোপা জেতায় স্বাভাবিকভাবেই বেজায় খুশি স্প্যানিশ জায়ান্টরা। তবে জয়টি যখন চিরপ্রতিদ্বন্দ্বী রিয়ালের বিপক্ষে তখন সেটা হয়ে দাঁড়ায় বিশেষ কিছুই; তেমনটাই মনে করিয়ে দিলেন বার্সার কোচ হান্সি
৩ ঘণ্টা আগে