
ঢাকা: ক্রোয়েশিয়ার হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড আগেই নিজের করে নিয়েছেন লুকা মদরিচ। এবার স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ৬২ মিনিটে গোল করে ঢুকে গেলেন রেকর্ডের পাতায়। ইউরোর ইতিহাসে দেশের হয়ে সবচেয়ে বেশি বয়সী (৩৫ বছর ২৮৬ দিন) গোলদাতার নাম মদরিচ। ২০০৮ ইউরোতে ক্রোয়েশিয়ার হয়ে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে সর্বকনিষ্ঠ (২২ বছর ২৭৩ দিন) ফুটবলার হিসেবেও গোল করেছিলেন মদরিচ।
দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে স্কটল্যান্ডের বিপক্ষে বাঁচামরার লড়াইয়ে নেমেছিলেন মদরিচরা। আগের দুই ম্যাচে নিষ্প্রভ ক্রোয়েটরা স্কটল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে। পুরো ম্যাচে দুর্দান্ত খেলেছেন অধিনায়ক লুকা মদরিচ। ম্যাচ শেষে ক্রোয়েশিয়ান কোচ জলাতকো দালিক বলেছেন, ‘শেষ ষোলোতে যাওয়ার ব্যাপারে আমরা কেউই নিশ্চিত ছিলাম না। কিন্তু মদরিচ দলকে দারুণভাবে নেতৃত্ব দিয়ে নকআউট পর্বে নিয়েছে। আমরা ভেবেছিলাম সে এই ম্যাচে জ্বলে উঠতে পারবে না। নিজের খেলাটা খেলতে পারবে না। কিন্তু বলতে গেলে সে–ই পুরো দলকে টেনেছে। আমি লুকা সম্পর্কে যা–ই বলি না কেন পর্যাপ্ত হবে না। দলের তার মতো খেলোয়াড় পেয়ে আমি গর্বিত।’
আগের দুই ম্যাচে দল জিততে পারেনি। দুই ম্যাচের একটিতে ড্র করলেও অন্যটিতে হেরেছে। ইউরো থেকে বাদ পড়ার শঙ্কা নিয়ে কাল স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল ক্রোয়েশিয়া। কোচ নিজেও ছিলেন বাদ পড়ার শঙ্কায়। তবে এই ম্যাচে ভালো করা নিয়ে মদরিচ ছিলেন আশাবাদী, ‘আগের দুই ম্যাচের পারফরম্যান্সে আমরা সন্তুষ্ট ছিলাম না। তবে আমরা জানতাম, আমরা আরও ভালো খেলার সামর্থ্য রাখি। আর যখন নিজেদের প্রত্যাশিত খেলাটা খেলতে পারি, তখন আমরা সবাই ভয়ংকর হয়ে উঠি।’

ঢাকা: ক্রোয়েশিয়ার হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড আগেই নিজের করে নিয়েছেন লুকা মদরিচ। এবার স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ৬২ মিনিটে গোল করে ঢুকে গেলেন রেকর্ডের পাতায়। ইউরোর ইতিহাসে দেশের হয়ে সবচেয়ে বেশি বয়সী (৩৫ বছর ২৮৬ দিন) গোলদাতার নাম মদরিচ। ২০০৮ ইউরোতে ক্রোয়েশিয়ার হয়ে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে সর্বকনিষ্ঠ (২২ বছর ২৭৩ দিন) ফুটবলার হিসেবেও গোল করেছিলেন মদরিচ।
দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে স্কটল্যান্ডের বিপক্ষে বাঁচামরার লড়াইয়ে নেমেছিলেন মদরিচরা। আগের দুই ম্যাচে নিষ্প্রভ ক্রোয়েটরা স্কটল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে। পুরো ম্যাচে দুর্দান্ত খেলেছেন অধিনায়ক লুকা মদরিচ। ম্যাচ শেষে ক্রোয়েশিয়ান কোচ জলাতকো দালিক বলেছেন, ‘শেষ ষোলোতে যাওয়ার ব্যাপারে আমরা কেউই নিশ্চিত ছিলাম না। কিন্তু মদরিচ দলকে দারুণভাবে নেতৃত্ব দিয়ে নকআউট পর্বে নিয়েছে। আমরা ভেবেছিলাম সে এই ম্যাচে জ্বলে উঠতে পারবে না। নিজের খেলাটা খেলতে পারবে না। কিন্তু বলতে গেলে সে–ই পুরো দলকে টেনেছে। আমি লুকা সম্পর্কে যা–ই বলি না কেন পর্যাপ্ত হবে না। দলের তার মতো খেলোয়াড় পেয়ে আমি গর্বিত।’
আগের দুই ম্যাচে দল জিততে পারেনি। দুই ম্যাচের একটিতে ড্র করলেও অন্যটিতে হেরেছে। ইউরো থেকে বাদ পড়ার শঙ্কা নিয়ে কাল স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল ক্রোয়েশিয়া। কোচ নিজেও ছিলেন বাদ পড়ার শঙ্কায়। তবে এই ম্যাচে ভালো করা নিয়ে মদরিচ ছিলেন আশাবাদী, ‘আগের দুই ম্যাচের পারফরম্যান্সে আমরা সন্তুষ্ট ছিলাম না। তবে আমরা জানতাম, আমরা আরও ভালো খেলার সামর্থ্য রাখি। আর যখন নিজেদের প্রত্যাশিত খেলাটা খেলতে পারি, তখন আমরা সবাই ভয়ংকর হয়ে উঠি।’

বিগ ব্যাশে নিজের উদ্বোধনী মৌসুমে দুর্দান্ত খেলছেন রিশাদ হোসেন। লেগস্পিন ভেলকিতে ব্যাটারদের বুকে কাঁপন ধরিয়ে দিচ্ছেন তিনি। তাঁর খেলা দেখতে বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা হয়তো বেলা আড়াইটার দিকে টিভি সেটের সামনে বসে ছিলেন। কিন্তু হোবার্টের বেলেরিভ ওভালে বেরসিক বৃষ্টির বাগড়ায় খেলা সময়মতো শুরু করা যায়নি।
২৬ মিনিট আগে
ভারতীয় ক্রিকেট দল যেন ড্যারিল মিচেলের ‘সবচেয়ে প্রিয়’ প্রতিপক্ষ। শুধু ভারতীয় দলই কেন, আইপিএলে খেলার কারণে ভারতের কন্ডিশনও তাঁর ভালোই চেনা। সদ্য সমাপ্ত ভারতের বিপক্ষে ঐতিহাসিক সিরিজ নিউজিল্যান্ড জিতেছে মিচেলের অসাধারণ ব্যাটিংয়েই।
১ ঘণ্টা আগে
মিরপুরে গতকাল রাতে প্রথম কোয়ালিফায়ারে রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে সরাসরি ফাইনালের টিকিট কেটেছে চট্টগ্রাম রয়্যালস। আজ চূড়ান্ত হবে ফাইনালের লাইনআপ। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় মিরপুরে শুরু হবে দ্বিতীয় কোয়ালিফায়ারের সিলেট টাইটানস-রাজশাহী ওয়ারিয়র্স ম্যাচ।
২ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) দারুণ সময় পার করছেন শেখ মেহেদী হাসান। নেতৃত্ব কিংবা ব্যক্তিগত পারফরম্যান্স–সবকিছুতেই দুর্দান্ত এই স্পিনিং অলরাউন্ডার। সামাজিক যোগাযোগ মাধ্যমে তাঁকে ‘গরীবের সাকিব আল হাসান’ বলেও আখ্যা দিচ্ছেন অনেকেই।
২ ঘণ্টা আগে