
ঢাকা: ক্রোয়েশিয়ার হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড আগেই নিজের করে নিয়েছেন লুকা মদরিচ। এবার স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ৬২ মিনিটে গোল করে ঢুকে গেলেন রেকর্ডের পাতায়। ইউরোর ইতিহাসে দেশের হয়ে সবচেয়ে বেশি বয়সী (৩৫ বছর ২৮৬ দিন) গোলদাতার নাম মদরিচ। ২০০৮ ইউরোতে ক্রোয়েশিয়ার হয়ে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে সর্বকনিষ্ঠ (২২ বছর ২৭৩ দিন) ফুটবলার হিসেবেও গোল করেছিলেন মদরিচ।
দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে স্কটল্যান্ডের বিপক্ষে বাঁচামরার লড়াইয়ে নেমেছিলেন মদরিচরা। আগের দুই ম্যাচে নিষ্প্রভ ক্রোয়েটরা স্কটল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে। পুরো ম্যাচে দুর্দান্ত খেলেছেন অধিনায়ক লুকা মদরিচ। ম্যাচ শেষে ক্রোয়েশিয়ান কোচ জলাতকো দালিক বলেছেন, ‘শেষ ষোলোতে যাওয়ার ব্যাপারে আমরা কেউই নিশ্চিত ছিলাম না। কিন্তু মদরিচ দলকে দারুণভাবে নেতৃত্ব দিয়ে নকআউট পর্বে নিয়েছে। আমরা ভেবেছিলাম সে এই ম্যাচে জ্বলে উঠতে পারবে না। নিজের খেলাটা খেলতে পারবে না। কিন্তু বলতে গেলে সে–ই পুরো দলকে টেনেছে। আমি লুকা সম্পর্কে যা–ই বলি না কেন পর্যাপ্ত হবে না। দলের তার মতো খেলোয়াড় পেয়ে আমি গর্বিত।’
আগের দুই ম্যাচে দল জিততে পারেনি। দুই ম্যাচের একটিতে ড্র করলেও অন্যটিতে হেরেছে। ইউরো থেকে বাদ পড়ার শঙ্কা নিয়ে কাল স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল ক্রোয়েশিয়া। কোচ নিজেও ছিলেন বাদ পড়ার শঙ্কায়। তবে এই ম্যাচে ভালো করা নিয়ে মদরিচ ছিলেন আশাবাদী, ‘আগের দুই ম্যাচের পারফরম্যান্সে আমরা সন্তুষ্ট ছিলাম না। তবে আমরা জানতাম, আমরা আরও ভালো খেলার সামর্থ্য রাখি। আর যখন নিজেদের প্রত্যাশিত খেলাটা খেলতে পারি, তখন আমরা সবাই ভয়ংকর হয়ে উঠি।’

ঢাকা: ক্রোয়েশিয়ার হয়ে সর্বোচ্চ ম্যাচ খেলার রেকর্ড আগেই নিজের করে নিয়েছেন লুকা মদরিচ। এবার স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচে ৬২ মিনিটে গোল করে ঢুকে গেলেন রেকর্ডের পাতায়। ইউরোর ইতিহাসে দেশের হয়ে সবচেয়ে বেশি বয়সী (৩৫ বছর ২৮৬ দিন) গোলদাতার নাম মদরিচ। ২০০৮ ইউরোতে ক্রোয়েশিয়ার হয়ে অস্ট্রিয়ার বিপক্ষে ম্যাচে সর্বকনিষ্ঠ (২২ বছর ২৭৩ দিন) ফুটবলার হিসেবেও গোল করেছিলেন মদরিচ।
দুই ম্যাচে এক পয়েন্ট নিয়ে স্কটল্যান্ডের বিপক্ষে বাঁচামরার লড়াইয়ে নেমেছিলেন মদরিচরা। আগের দুই ম্যাচে নিষ্প্রভ ক্রোয়েটরা স্কটল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে। পুরো ম্যাচে দুর্দান্ত খেলেছেন অধিনায়ক লুকা মদরিচ। ম্যাচ শেষে ক্রোয়েশিয়ান কোচ জলাতকো দালিক বলেছেন, ‘শেষ ষোলোতে যাওয়ার ব্যাপারে আমরা কেউই নিশ্চিত ছিলাম না। কিন্তু মদরিচ দলকে দারুণভাবে নেতৃত্ব দিয়ে নকআউট পর্বে নিয়েছে। আমরা ভেবেছিলাম সে এই ম্যাচে জ্বলে উঠতে পারবে না। নিজের খেলাটা খেলতে পারবে না। কিন্তু বলতে গেলে সে–ই পুরো দলকে টেনেছে। আমি লুকা সম্পর্কে যা–ই বলি না কেন পর্যাপ্ত হবে না। দলের তার মতো খেলোয়াড় পেয়ে আমি গর্বিত।’
আগের দুই ম্যাচে দল জিততে পারেনি। দুই ম্যাচের একটিতে ড্র করলেও অন্যটিতে হেরেছে। ইউরো থেকে বাদ পড়ার শঙ্কা নিয়ে কাল স্কটল্যান্ডের বিপক্ষে মাঠে নেমেছিল ক্রোয়েশিয়া। কোচ নিজেও ছিলেন বাদ পড়ার শঙ্কায়। তবে এই ম্যাচে ভালো করা নিয়ে মদরিচ ছিলেন আশাবাদী, ‘আগের দুই ম্যাচের পারফরম্যান্সে আমরা সন্তুষ্ট ছিলাম না। তবে আমরা জানতাম, আমরা আরও ভালো খেলার সামর্থ্য রাখি। আর যখন নিজেদের প্রত্যাশিত খেলাটা খেলতে পারি, তখন আমরা সবাই ভয়ংকর হয়ে উঠি।’

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১২ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১২ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
১৪ ঘণ্টা আগে