
২০২৪ কোপা আমেরিকার লিওনেল মেসি যেন বড্ড অচেনা। এখনো পর্যন্ত একটা গোল নেই টুর্নামেন্টে। গোলরক্ষককে একা পেয়ে গোল করতে পারছেন না, তেমনি পেনাল্টি থেকেও গোল করতে ব্যর্থ আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড।
যুক্তরাষ্ট্রে চলমান কোপা আমেরিকা আর্জেন্টিনার জন্য শিরোপা রক্ষার অভিযান। ৪ ম্যাচের মধ্যে মেসি খেলেছেন ৩ ম্যাচ। যেখানে অসুস্থ অবস্থায় খেলে গেছেন এক ম্যাচ। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে চারে চার করা আর্জেন্টিনা খেলবে কানাডার বিপক্ষে। বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। বাজে সময় পার করা মেসিকে অনুপ্রেরণা জোগাতে পারে অতীত পরিসংখ্যান। এবারের আগে কোপা আমেরিকার পাঁচ সেমিফাইনালে মেসি করেছেন ২ গোল। অ্যাসিস্ট করেছেন ৬ গোলে। পাঁচ ম্যাচের মধ্যে একবারই ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে আর্জেন্টিনা।
২০০৫ সালে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয় মেসির। আর্জেন্টাইন তারকা ফুটবলারের অভিষেকের পর কোপা আমেরিকা হয়েছে ছয়বার। শুধু একবার ২০১১ কোপা আমেরিকায় কোয়ার্টারেই পথচলা থেমে যায় আকাশী-নীলদের। সেমিতে মেসির সেরা পারফরম্যান্স ২০১৫,২০১৬ এই দুই কোপা আমেরিকায়। চিলির মিউনিসিপাল ডি কনসেপশনে ২০১৫ সালে প্যারাগুয়ের বিপক্ষে অ্যাসিস্টের হ্যাটট্রিক করেন মেসি। সেই ম্যাচে আকাশী-নীলরা জিতেছিল ৬-১ গোলে। পরের বছর সেমিতে যুক্তরাষ্ট্রকে ৪-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের ৪ গোলের ৩ টিতেই অবদান ছিল মেসির। আর্জেন্টাইন তারকা করেন ১ গোল এবং ২ অ্যাসিস্ট করেন।
মেসি খেলার পর আর্জেন্টিনা ব্যর্থ—এমন সেমিফাইনাল আর্জেন্টিনা খেলেছে ২০১৯ সালে। সেবার ব্রাজিলের কাছে ২-০ গোলে হেরে আকাশী-নীলদের বিদায়ঘণ্টা বেজে যায় সেমিতে। দুই বছর পর ব্রাজিলে অনুষ্ঠিত কোপায় আর্জেন্টিনার জার্সিতে প্রথম কোনো মেজর শিরোপার স্বাদ পান মেসি। সেবার ফাইনালে মারাকানায় স্বাগতিক ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে ২৮ বছরের শিরোপাখরা কাটায় আলবিসেলেস্তেরা। একই ধারাবাহিকতায় ২০২২ সালে ফিনালিসিমা, কাতার বিশ্বকাপ দুটি মেজর শিরোপা জেতেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। এক বছর ব্যবধানে তিনটি মেজর টুর্নামেন্টের শিরোপা জয়ই তো আগামীকাল কোপার সেমিফাইনালে মেসির জন্য বড় টনিক।
কোপা আমেরিকার সেমিফাইনালে মেসি
সাল গোল অ্যাসিস্ট প্রতিপক্ষ ফল
২০০৭ ১ ০ মেক্সিকো ৩-০ গোলে জয়
২০১৫ ০ ৩ প্যারাগুয়ে ৬-১ গোলে জয়
২০১৬ ১ ২ যুক্তরাষ্ট্র ৪-০ গোলে জয়
২০১৯ ০ ০ ব্রাজিল ২-০ গোলে হার
২০২১ ০ ১ কলম্বিয়া পেনাল্টি শুটআউটে জয়
আরও পড়ুন:

২০২৪ কোপা আমেরিকার লিওনেল মেসি যেন বড্ড অচেনা। এখনো পর্যন্ত একটা গোল নেই টুর্নামেন্টে। গোলরক্ষককে একা পেয়ে গোল করতে পারছেন না, তেমনি পেনাল্টি থেকেও গোল করতে ব্যর্থ আর্জেন্টিনার তারকা ফরোয়ার্ড।
যুক্তরাষ্ট্রে চলমান কোপা আমেরিকা আর্জেন্টিনার জন্য শিরোপা রক্ষার অভিযান। ৪ ম্যাচের মধ্যে মেসি খেলেছেন ৩ ম্যাচ। যেখানে অসুস্থ অবস্থায় খেলে গেছেন এক ম্যাচ। টুর্নামেন্টের প্রথম সেমিফাইনালে চারে চার করা আর্জেন্টিনা খেলবে কানাডার বিপক্ষে। বাংলাদেশ সময় আগামীকাল সকাল ৬টায় নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শুরু হবে ম্যাচটি। বাজে সময় পার করা মেসিকে অনুপ্রেরণা জোগাতে পারে অতীত পরিসংখ্যান। এবারের আগে কোপা আমেরিকার পাঁচ সেমিফাইনালে মেসি করেছেন ২ গোল। অ্যাসিস্ট করেছেন ৬ গোলে। পাঁচ ম্যাচের মধ্যে একবারই ফাইনালে উঠতে ব্যর্থ হয়েছে আর্জেন্টিনা।
২০০৫ সালে আর্জেন্টিনার জার্সিতে অভিষেক হয় মেসির। আর্জেন্টাইন তারকা ফুটবলারের অভিষেকের পর কোপা আমেরিকা হয়েছে ছয়বার। শুধু একবার ২০১১ কোপা আমেরিকায় কোয়ার্টারেই পথচলা থেমে যায় আকাশী-নীলদের। সেমিতে মেসির সেরা পারফরম্যান্স ২০১৫,২০১৬ এই দুই কোপা আমেরিকায়। চিলির মিউনিসিপাল ডি কনসেপশনে ২০১৫ সালে প্যারাগুয়ের বিপক্ষে অ্যাসিস্টের হ্যাটট্রিক করেন মেসি। সেই ম্যাচে আকাশী-নীলরা জিতেছিল ৬-১ গোলে। পরের বছর সেমিতে যুক্তরাষ্ট্রকে ৪-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের ৪ গোলের ৩ টিতেই অবদান ছিল মেসির। আর্জেন্টাইন তারকা করেন ১ গোল এবং ২ অ্যাসিস্ট করেন।
মেসি খেলার পর আর্জেন্টিনা ব্যর্থ—এমন সেমিফাইনাল আর্জেন্টিনা খেলেছে ২০১৯ সালে। সেবার ব্রাজিলের কাছে ২-০ গোলে হেরে আকাশী-নীলদের বিদায়ঘণ্টা বেজে যায় সেমিতে। দুই বছর পর ব্রাজিলে অনুষ্ঠিত কোপায় আর্জেন্টিনার জার্সিতে প্রথম কোনো মেজর শিরোপার স্বাদ পান মেসি। সেবার ফাইনালে মারাকানায় স্বাগতিক ব্রাজিলকে ১-০ গোলে হারিয়ে ২৮ বছরের শিরোপাখরা কাটায় আলবিসেলেস্তেরা। একই ধারাবাহিকতায় ২০২২ সালে ফিনালিসিমা, কাতার বিশ্বকাপ দুটি মেজর শিরোপা জেতেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। এক বছর ব্যবধানে তিনটি মেজর টুর্নামেন্টের শিরোপা জয়ই তো আগামীকাল কোপার সেমিফাইনালে মেসির জন্য বড় টনিক।
কোপা আমেরিকার সেমিফাইনালে মেসি
সাল গোল অ্যাসিস্ট প্রতিপক্ষ ফল
২০০৭ ১ ০ মেক্সিকো ৩-০ গোলে জয়
২০১৫ ০ ৩ প্যারাগুয়ে ৬-১ গোলে জয়
২০১৬ ১ ২ যুক্তরাষ্ট্র ৪-০ গোলে জয়
২০১৯ ০ ০ ব্রাজিল ২-০ গোলে হার
২০২১ ০ ১ কলম্বিয়া পেনাল্টি শুটআউটে জয়
আরও পড়ুন:

শেষ হয়েছে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) লিগ পর্বের ম্যাচ। রাউন্ড রবিন লিগের শেষ ম্যাচে চট্টগ্রাম রয়্যালসকে ৪২ রানে হারিয়েছে ঢাকা ক্যাপিটালস। লিগ পর্বের ম্যাচ শেষে এখন প্লে অফের জমজমাট লড়াই দেখার অপেক্ষায় ভক্তরা।
২ ঘণ্টা আগে
সামাজিক যোগাযোগমাধ্যমে বর্তমানে একটি ট্রেন্ড চলছে—১০ বছর আগে-পরে কার কেমন পরিবর্তন। বিরাট কোহলি যেন একটুও বদলাননি। ১০ বছর আগেও যেমন খ্যাপাটে ছিলেন, এখনো তা-ই। এখনো তিনি উইকেটে থাকা মানে ভারতের আশা জিইয়ে রাখা। আজ তেমনই এক ইনিংস খেললেন তিনি। তুলে নিয়েছেন ওয়ানডেতে ৫৪তম সেঞ্চুরি। কিন্তু এড়াতে পারেননি ভা
৩ ঘণ্টা আগে
রংপুর রাইডার্সের কাছে হারের পরই নিশ্চিত হয়েছিল– ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) প্লে অফে খেলছে না ঢাকা ক্যাপিটালস। চট্টগ্রাম কিংসের বিপক্ষে আজ তাদের ম্যাচটি ছিল কেবলমাত্র নিয়মরক্ষার। সেই ম্যাচে ৪২ রানের জয় তুলে নিয়ে বিপিএল শেষ করল মোহাম্মদ মিঠুনের দল।
৩ ঘণ্টা আগে
কয়েক দিন ধরেই বাংলাদেশ ক্রিকেটের আলোচিত সমালোচিত নাম এম নাজমুল ইসলাম। ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্য করে খবরের শিরোনামে আসেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) এই পরিচালক। তাঁকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছিল বিসিবি। সেই উত্তর দিয়েছেন নাজমুল। বিসিবির শৃঙ্খলা কমিটির প্রধান ফয়জুর রহমান মিতু আজকের পত্র
৩ ঘণ্টা আগে