
ম্যাচের অডিও ক্লিপ ফাঁসের অভিযোগে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। এই অডিওটি গত রোববার সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগায় রিয়াল মাদ্রিদের সঙ্গে আলমেরিয়া ম্যাচের ভিএআরের সঙ্গে রেফারির কথোপকথনের। এমনটাই জানিয়েছে দ্য অ্যাথলেটিক ও গোল ডটকম।
রিয়ালের বিপক্ষে প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থাকার পরও ৩-২ গোলের হারটা যেন মেনে নিতে পারেনি আলমেরিয়া। ম্যাচ শেষে জয় ‘ছিনতাই’ হয়েছে বলে অভিযোগ করে ক্লাবটি। সেই ম্যাচের ভিএআরের তিনটি সিদ্ধান্ত যায় রিয়ালের অনুকূলে। পরে রেফারির সঙ্গে ভিএআরে কথোপকথনের তিনটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে গণমাধ্যমে। লা লিগার দেওয়া সেসব অডিও সম্পাদনা করা হয়েছে জানায় আলমেরিয়া।
তবে এবার প্রকাশ হয়েছে আরেকটি অডিও ক্লিপ। আর সেই কারণে পুলিশের দ্বারস্থ হলো আরএফইএফ। এই অডিওটি রেফারি আলেহান্দ্রো হোসে হার্নান্দেজ ও ভিএআরের মধ্যকার। অডিওটি প্রকাশ করেছেন জেরার্ড রোমেরো নামের এক সাংবাদিক। ম্যাচের একপর্যায়ে রিয়ালের ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে আলমেরিয়ার এক খেলোয়াড়ের বিবাদ লেগে যায়। ভিনি লাল কার্ড দেখার মতো অপরাধ করেছেন কিনা, সেটি নিয়ে রেফারি কথা বলেছিলেন ভিএআরের সঙ্গে। তবে তিনি মনিটরের সামনে না গিয়ে নিজের সিদ্ধান্তে অটল থাকেন। রেফারি ও ভিএআরের এই অডিও প্রকাশ হয় জিজান্তাস এফসি নামের অনলাইন আউটলেটে।
অডিও বাইরে চলে যাওয়া নিয়ে এক বিবৃতিতে আরএফইএফ জানিয়েছে, ‘ব্যাপারটি অত্যন্ত গুরুতর’। তারা বলেছে, ‘সমস্ত যোগাযোগের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ ফাঁস হওয়া অডিওটির ব্যাপারে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের মন্তব্য, ‘এ সম্পূর্ণ পেশাদারি ও ব্যক্তিগত।’ আরএফইএফ আরও জানিয়েছে, এ ব্যাপারে তারা ‘অভ্যন্তরীণ তদন্ত করছে’। পাশাপাশি পুলিশের কাছেও অভিযোগ দায়ের করেছে।
রেফারি আলেহান্দ্রো হোসে হার্নান্দেজ হার্নান্দেজের নেওয়ার তিনটি ভিএআর রিয়ালকে জেতাতে সাহায্য করেছিল—ম্যাচ শেষ ওঠে এই বিতর্ক। তার মধ্যে আছে ৫৭ ও ৫৭ মিনিটের গোল দুটি, যা জন্ম দিয়েছে বড় বিতর্কের।

ম্যাচের অডিও ক্লিপ ফাঁসের অভিযোগে পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছে স্প্যানিশ ফুটবল ফেডারেশন (আরএফইএফ)। এই অডিওটি গত রোববার সান্তিয়াগো বার্নাব্যুতে লা লিগায় রিয়াল মাদ্রিদের সঙ্গে আলমেরিয়া ম্যাচের ভিএআরের সঙ্গে রেফারির কথোপকথনের। এমনটাই জানিয়েছে দ্য অ্যাথলেটিক ও গোল ডটকম।
রিয়ালের বিপক্ষে প্রথমার্ধে দুই গোলে এগিয়ে থাকার পরও ৩-২ গোলের হারটা যেন মেনে নিতে পারেনি আলমেরিয়া। ম্যাচ শেষে জয় ‘ছিনতাই’ হয়েছে বলে অভিযোগ করে ক্লাবটি। সেই ম্যাচের ভিএআরের তিনটি সিদ্ধান্ত যায় রিয়ালের অনুকূলে। পরে রেফারির সঙ্গে ভিএআরে কথোপকথনের তিনটি অডিও ক্লিপ ছড়িয়ে পড়ে গণমাধ্যমে। লা লিগার দেওয়া সেসব অডিও সম্পাদনা করা হয়েছে জানায় আলমেরিয়া।
তবে এবার প্রকাশ হয়েছে আরেকটি অডিও ক্লিপ। আর সেই কারণে পুলিশের দ্বারস্থ হলো আরএফইএফ। এই অডিওটি রেফারি আলেহান্দ্রো হোসে হার্নান্দেজ ও ভিএআরের মধ্যকার। অডিওটি প্রকাশ করেছেন জেরার্ড রোমেরো নামের এক সাংবাদিক। ম্যাচের একপর্যায়ে রিয়ালের ভিনিসিয়ুস জুনিয়রের সঙ্গে আলমেরিয়ার এক খেলোয়াড়ের বিবাদ লেগে যায়। ভিনি লাল কার্ড দেখার মতো অপরাধ করেছেন কিনা, সেটি নিয়ে রেফারি কথা বলেছিলেন ভিএআরের সঙ্গে। তবে তিনি মনিটরের সামনে না গিয়ে নিজের সিদ্ধান্তে অটল থাকেন। রেফারি ও ভিএআরের এই অডিও প্রকাশ হয় জিজান্তাস এফসি নামের অনলাইন আউটলেটে।
অডিও বাইরে চলে যাওয়া নিয়ে এক বিবৃতিতে আরএফইএফ জানিয়েছে, ‘ব্যাপারটি অত্যন্ত গুরুতর’। তারা বলেছে, ‘সমস্ত যোগাযোগের নিরাপত্তা নিশ্চিত করতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’ ফাঁস হওয়া অডিওটির ব্যাপারে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের মন্তব্য, ‘এ সম্পূর্ণ পেশাদারি ও ব্যক্তিগত।’ আরএফইএফ আরও জানিয়েছে, এ ব্যাপারে তারা ‘অভ্যন্তরীণ তদন্ত করছে’। পাশাপাশি পুলিশের কাছেও অভিযোগ দায়ের করেছে।
রেফারি আলেহান্দ্রো হোসে হার্নান্দেজ হার্নান্দেজের নেওয়ার তিনটি ভিএআর রিয়ালকে জেতাতে সাহায্য করেছিল—ম্যাচ শেষ ওঠে এই বিতর্ক। তার মধ্যে আছে ৫৭ ও ৫৭ মিনিটের গোল দুটি, যা জন্ম দিয়েছে বড় বিতর্কের।

ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।
১৭ মিনিট আগে
প্রথমবার এসেই যেন বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ফিফার দূত হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন সিলভা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন, পাশে ছিলেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াও। অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন
৩০ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩ সপ্তাহ বাকি থাকলেও এখনো বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চলছে। বিষয়টি নিয়ে চিন্তিত নন তানজিদ হাসান তামিম। এই বাঁ হাতি ব্যাটারের বিশ্বাস, বিষয়টি ভালোভাবেই দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসি।
৩২ মিনিট আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর বেশি দিন বাকি নেই। আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে ছোট সংস্করণে বিশ্বকাপের দশম পর্ব। তার আগে ৩ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে পাকিস্তান ও অস্ট্রেলিয়া।
১ ঘণ্টা আগে