Ajker Patrika

দেশের মানুষকে শিরোপা উৎসর্গ করলেন মেয়েরা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা            
আবারও নারী সাফের চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি: বাফুফে
আবারও নারী সাফের চ্যাম্পিয়ন বাংলাদেশ নারী ফুটবল দল। ছবি: বাফুফে

কাঠমান্ডুর দশরথ রঙ্গশালায় আজ বাংলাদেশ নেমেছিল শিরোপা ধরে রাখার অভিযানে। নেপালের জন্য সেটা ছিল ‘প্রতিশোধের’ মিশন। রঙ্গশালায় শেষ হাসি হেসেছে সাবিনা খাতুনের নেতৃত্বাধীন বাংলাদেশ। নারী সাফের দ্বিতীয় শিরোপা বাংলাদেশের ভক্ত-সমর্থকদের উৎসর্গ করতে চায় বাংলাদেশ।

এবার বাংলাদেশ নারী সাফের শিরোপা জিতেছে নেপালকে ২-১ গোলে হারিয়ে। রঙ্গশালার দর্শকেরা ‘নেপাল, নেপাল’ স্লোগান, নেপালের পতাকা নিয়ে গ্যালারিতে এলেও শেষ পর্যন্ত তাদের মুখ গোমড়া করেই মাঠ ছাড়তে হয়েছে। ম্যাচ শেষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ভিডিও বার্তায় চ্যাম্পিয়ন বাংলাদেশের ফরোয়ার্ড মারিয়া মান্দা বলেন, ‘খুব ভালো লাগছে। দুই গোলে জিতে আমরা অনেক উদযাপন করেছি। ওরা অনেক শক্তিশালী দল ছিল। আমরা আমাদের লক্ষ্য নিয়ে খেলতে নেমেছি। এক গোল খেয়েও আমরা আমাদের মনোবল হারাইনি। গোল দিয়ে জেতার চেষ্টা করেছি। এই ট্রফি দেশের মানুষকে উৎসর্গ করতে চাই।’

সাবিনার নেতৃত্বেই ২০২২ সালে প্রথমবারের মতো নারী সাফ জিতেছিল বাংলাদেশ। এবারও বাঘিনীদের শিরোপা এসেছে তাঁর অধিনায়কত্বেই। টানা দুই বার শিরোপা জয়ের অনুভূতি জানাতে গিয়ে বাংলাদেশ অধিনায়ক বলেন, ‘অনেক ভালো লাগছে। দেশের মানুষের মান রাখতে পেরেছি , এটাই সবচেয়ে বড় ব্যাপার। দেশের মানুষকে উৎসর্গ করতে চাই। তাদের দোয়া ছাড়া সম্ভব হতো না। দেশের মানুষ অনেক আশায় ছিল এই ট্রফিটার জন্য। কেউ যেন বলতে না পারে প্রথম শিরোপা দৈবক্রমে এসেছিল। মেয়েরা যে ভালো ফুটবল খেলতে পারে সেটা তারা প্রমাণ করে দিয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

মামলার আসামিসহ বিএসইসির ২২ কর্মকর্তাকে বরখাস্তের সিদ্ধান্ত

‘ভারতে ঢুকে’ পাকিস্তানি সেনাদের গুলি, সীমান্তে সংঘাত গড়াল ষষ্ঠ দিনে

এনবিআর চেয়ারম্যানের কক্ষের সামনে কর্মকর্তাদের অবস্থান

ঐকমত্য কমিশনের সদস্যদের তেলের বরাদ্দ ২৫০ থেকে বেড়ে ৫০০ লিটার

বন্ধুকে ছাত্রলীগ সাজিয়ে পুলিশে দিয়ে তাঁর প্রেমিকাকে ধর্ষণ করলেন ছাত্রদল নেতা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত