ক্রীড়া ডেস্ক

আর্জেন্টিনা হোক বা ইন্টার মায়ামি-লিওনেল মেসি প্রয়োজনের সময় গোল করে দলকে বাঁচিয়েছেন বারবার। তবে সব সময় সবকিছু কি সমীকরণ মেনে এগোয়! এবার আর্জেন্টাইন ফরোয়ার্ড গোল করলেও বাঁচতে পারেনি মায়ামি।
ইন্টার মায়ামি-আটলান্টা মেজর লিগ সকারের (এমএলএস) প্লে অফের প্রথম দুই ম্যাচ শেষে ছিল ১-১ সমতায়। বাংলাদেশ সময় আজ সকালে অনুষ্ঠিত ম্যাচটি হয়ে যায় অলিখিত ‘কোয়ার্টার ফাইনাল’। ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে প্রাণপণে লড়েও লাভ হয়নি মায়ামির। মেসি-লুইস সুয়ারেজদের নিয়ে গড়া মায়ামিকে ৩-২ গোলে হারিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের সেমিতে উঠে গেল আটলান্টা ইউনাইটেড।
১৭ মিনিটে মাতিয়াস রোহাসের গোলে আজ চেজ স্টেডিয়ামে শুরুতে এগিয়ে যায় মায়ামি। তবে মেসিদের আনন্দ বেশিক্ষণ টেকেনি। ১৯ থেকে ২১—২ মিনিটের ব্যবধানে ২ গোল করে ব্যবধান বাড়িয়ে নেয় আটলান্টা। এই জোড়া গোল করেন জামাল থিয়ারে। সেনেগালের এই স্ট্রাইকার আটলান্টাকে এগিয়ে নিতে না নিতেই ম্যাচে সমতা এসেছিল। ২৭ মিনিটে সুয়ারেজের অ্যাসিস্ট থেকে গোল করেন মায়ামির মিডফিল্ডার দিয়েগো গোমেজ। কিন্তু ভিডিও অ্যাসিস্ট রেফারি (ভিএআর) পরীক্ষার মাধ্যমে দেখা যায় গোলটি বাতিল হয় অফসাইডের কারণে। এতে করে ২-১ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে আটলান্টা।
ম্যাচে ফিরতে মরিয়া মায়ামির গোল পেতে দ্বিতীয়ার্ধে একটু অপেক্ষাই করতে হয়েছে। ৬৫ মিনিটে দুর্দান্ত এক হেডে মেসি সমতায় ফেরান মায়ামিকে। এখানে আর্জেন্টাইন ফরোয়ার্ড গোল করেন মার্সেলো ভাইগান্তের অ্যাসিস্টে। ডান প্রান্ত থেকে ক্রসটি করেন ভাইগান্ট। ২-২ গোলে সমতা হওয়া ম্যাচে এগিয়ে যেতে আটলান্টার তেমন একটা সময় লাগেনি। ৭৬ মিনিটে ব্যবধান বাড়ানো গোলটি করেন আটলান্টার মিডফিল্ডার বার্তোজ সিলজ। তাঁকে অ্যাসিস্ট করেন পেদ্রো আমাদোর। চেজ স্টেডিয়ামের ২০ হাজার দর্শককে শেষ পর্যন্ত হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে। আটলান্টার ৩-২ গোলে জয়ের ম্যাচে দারুণ অবদান রেখেছেন গোলরক্ষক ব্র্যাড গুজান। মায়ামির নিশ্চিত অনেক আক্রমণ তিনি ঠেকিয়ে দিয়েছেন।
এর আগে ২৫ অক্টোবর তিন ম্যাচের প্লে অফের প্রথম ম্যাচে আটলান্টাকে ২-১ গোলে হারিয়েছিল মায়ামি। এই ম্যাচে মেসি গোল না পেলেও অ্যাসিস্ট করেছেন। চেজ স্টেডিয়ামের ম্যাচটির এক সপ্তাহ পর আটলান্টা নিজেদের মাঠ মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে মায়ামির মুখোমুখি হয়। এই ম্যাচটি আটলান্টা জেতে ২-১ গোলে। দ্বিতীয় ম্যাচে অ্যাসিস্ট, গোল কিছুই করতে পারেননি মেসি। চেজ স্টেডিয়ামে আজ গোল করেও তো বাঁচাতে পারেননি মায়ামিকে।

আর্জেন্টিনা হোক বা ইন্টার মায়ামি-লিওনেল মেসি প্রয়োজনের সময় গোল করে দলকে বাঁচিয়েছেন বারবার। তবে সব সময় সবকিছু কি সমীকরণ মেনে এগোয়! এবার আর্জেন্টাইন ফরোয়ার্ড গোল করলেও বাঁচতে পারেনি মায়ামি।
ইন্টার মায়ামি-আটলান্টা মেজর লিগ সকারের (এমএলএস) প্লে অফের প্রথম দুই ম্যাচ শেষে ছিল ১-১ সমতায়। বাংলাদেশ সময় আজ সকালে অনুষ্ঠিত ম্যাচটি হয়ে যায় অলিখিত ‘কোয়ার্টার ফাইনাল’। ঘরের মাঠ চেজ স্টেডিয়ামে প্রাণপণে লড়েও লাভ হয়নি মায়ামির। মেসি-লুইস সুয়ারেজদের নিয়ে গড়া মায়ামিকে ৩-২ গোলে হারিয়ে এমএলএসের ইস্টার্ন কনফারেন্সের সেমিতে উঠে গেল আটলান্টা ইউনাইটেড।
১৭ মিনিটে মাতিয়াস রোহাসের গোলে আজ চেজ স্টেডিয়ামে শুরুতে এগিয়ে যায় মায়ামি। তবে মেসিদের আনন্দ বেশিক্ষণ টেকেনি। ১৯ থেকে ২১—২ মিনিটের ব্যবধানে ২ গোল করে ব্যবধান বাড়িয়ে নেয় আটলান্টা। এই জোড়া গোল করেন জামাল থিয়ারে। সেনেগালের এই স্ট্রাইকার আটলান্টাকে এগিয়ে নিতে না নিতেই ম্যাচে সমতা এসেছিল। ২৭ মিনিটে সুয়ারেজের অ্যাসিস্ট থেকে গোল করেন মায়ামির মিডফিল্ডার দিয়েগো গোমেজ। কিন্তু ভিডিও অ্যাসিস্ট রেফারি (ভিএআর) পরীক্ষার মাধ্যমে দেখা যায় গোলটি বাতিল হয় অফসাইডের কারণে। এতে করে ২-১ গোলে এগিয়ে থেকেই প্রথমার্ধের খেলা শেষ করে আটলান্টা।
ম্যাচে ফিরতে মরিয়া মায়ামির গোল পেতে দ্বিতীয়ার্ধে একটু অপেক্ষাই করতে হয়েছে। ৬৫ মিনিটে দুর্দান্ত এক হেডে মেসি সমতায় ফেরান মায়ামিকে। এখানে আর্জেন্টাইন ফরোয়ার্ড গোল করেন মার্সেলো ভাইগান্তের অ্যাসিস্টে। ডান প্রান্ত থেকে ক্রসটি করেন ভাইগান্ট। ২-২ গোলে সমতা হওয়া ম্যাচে এগিয়ে যেতে আটলান্টার তেমন একটা সময় লাগেনি। ৭৬ মিনিটে ব্যবধান বাড়ানো গোলটি করেন আটলান্টার মিডফিল্ডার বার্তোজ সিলজ। তাঁকে অ্যাসিস্ট করেন পেদ্রো আমাদোর। চেজ স্টেডিয়ামের ২০ হাজার দর্শককে শেষ পর্যন্ত হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে। আটলান্টার ৩-২ গোলে জয়ের ম্যাচে দারুণ অবদান রেখেছেন গোলরক্ষক ব্র্যাড গুজান। মায়ামির নিশ্চিত অনেক আক্রমণ তিনি ঠেকিয়ে দিয়েছেন।
এর আগে ২৫ অক্টোবর তিন ম্যাচের প্লে অফের প্রথম ম্যাচে আটলান্টাকে ২-১ গোলে হারিয়েছিল মায়ামি। এই ম্যাচে মেসি গোল না পেলেও অ্যাসিস্ট করেছেন। চেজ স্টেডিয়ামের ম্যাচটির এক সপ্তাহ পর আটলান্টা নিজেদের মাঠ মার্সিডিজ বেঞ্জ স্টেডিয়ামে দ্বিতীয় ম্যাচে মায়ামির মুখোমুখি হয়। এই ম্যাচটি আটলান্টা জেতে ২-১ গোলে। দ্বিতীয় ম্যাচে অ্যাসিস্ট, গোল কিছুই করতে পারেননি মেসি। চেজ স্টেডিয়ামে আজ গোল করেও তো বাঁচাতে পারেননি মায়ামিকে।

এই বিপিএলই বাংলাদেশের টি-টোয়েন্টি দলের বিশ্বকাপ প্রস্তুতির টুর্নামেন্ট। ৩৪ ম্যাচের চলতি বিপিএলে এরই মধ্যেই হয়ে গেছে অর্ধেকের বেশি, ২০টি ম্যাচ। তো এ পর্যায়ে এসে টি-টোয়েন্টি বিশ্বকাপের বাংলাদেশ দলে থাকা ক্রিকেটারদের প্রস্তুতিটা কেমন হলো?
৩৩ মিনিট আগে
রিশাদ হোসেনের মতো তাঁর দল হোবার্ট হারিকেন্সও বিগ ব্যাশে দারুণ সময় পার করছে। টানা জয়ে টেবিলের শীর্ষে অবস্থান করছে তারা। তবে নবম ম্যাচে তাদের সামনে বাধা হয়ে দাঁড়াল বৃষ্টি। অপয়া বৃষ্টিতে ভেসে গেল সিডনি স্ট্রাইকার্সের সঙ্গে হোবার্টের ম্যাচটি।
১ ঘণ্টা আগে
শীর্ষেই ছিল রংপুর রাইডার্স। কিন্তু চট্টগ্রাম রয়্যালসের দাপটে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের পর্বের লিগ টেবিলের দুইয়ে নেমে যেতে হয়েছে তাদের। হারানো সিংহাসন ফিরে পাওয়ার মিশনে আজ দুপুরে মাঠে নামবে নুরুল হাসান সোহানের দল। তাদের প্রতিপক্ষ রাজশাহী ওয়ারিয়র্স। বিপিএলে দিনের অপর ম্যাচে ঢাকা ক্যাপিট
১ ঘণ্টা আগে
বর্ণাঢ্য ক্লাব ক্যারিয়ার মোহাম্মদ সালাহর। চেলসি, লিভারপুলের মতো ইউরোপসেরা ক্লাবের হয়ে সম্ভাব্য সব ধরনের শিরোপা জিতেছেন এই ফরোয়ার্ড। কিন্তু কখনো মিসরের হয়ে শিরোপা উঁচিয়ে ধরা হয়নি তাঁর। সেই অপেক্ষার পালা শেষ করতে আরেকটি সুযোগ পেয়েছেন তিনি। আফ্রিকান কাপ অব নেশনসের সেমিফাইনালে উঠেছে সালাহর মিসর।
২ ঘণ্টা আগে