
দুজনই ক্রীড়া জগতের মানুষ। শুধু ক্ষেত্রটা আলাদা। নেইমার ফুটবলার, আলিকা শ্মিট দৌড়বিদ।
আরেকটি বিশেষত্বের কারণে ক্রীড়া অনুরাগীদের কাছে নেইমার-আলিকা সুপরিচিত। প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) ব্রাজিলিয়ান তারকা বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। আর জার্মান তরুণী বিশ্বের সবচেয়ে লাস্যময়ী বা আবেদনময়ী ক্রীড়াবিদ।
সেই সুবাদে নামীদামি সব প্রতিষ্ঠান নেইমার-আলিকাকে পৃষ্ঠপোষকতা করে আসছে। অনেক কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডরও তাঁরা। এবার দুজনকে এক মঞ্চে এনে দাঁড় করিয়েছে বিখ্যাত মোটরযান প্রতিষ্ঠান ই.গো।
সম্প্রতি কোম্পানিটি ই.ওয়েভ মডেলের ইলেকট্রিক কার বাজারে এনেছে। জার্মানির রাজধানী বার্লিনে সেই কার উন্মোচন করেছেন নেইমার ও আলিকা।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’ বলছে, আলিকার সঙ্গে দেখা করতে এবং অনুষ্ঠানে অংশ নিতে নেইমারই নাকি উতলা হয়ে ছিলেন। এতটাই যে পিএসজির ট্রেনিং ক্যাম্প ছেড়ে বার্লিনে এসেছেন।
বিলাসবহুল ইলেকট্রিক কার উদ্বোধনের পর নেইমার বল নিয়ে কারিকুরি করেছেন। অনুষ্ঠানে ৩০ বছর বয়সী ফরোয়ার্ড যে বুট জোড়া পরে ছিলেন, সেটির দাম ১৪ হাজার পাউন্ড (দেড় লাখ টাকার কাছাকাছি)! এ সময় আলিকা নিজের রূপ প্রদর্শনে ব্যস্ত ছিলেন।
সব আনুষ্ঠানিকতা শেষে নেইমার-আলিকা আলাদা করে সময়ও কাটিয়েছেন। প্রথমবার একে অপরের এত কাছে এসে বেশ ঘনিষ্ঠই ছিলেন। ক্ষণে ক্ষণে প্রেমিকা পাল্টানো যাঁর স্বভাব, সেই নেইমারের আলিকাকে বশে আনা আর এমন কী!
কিন্তু নাহ্, এবার এমনটি হয়নি। প্রস্তাব অবশ্য একটা এসেছে। সেটা প্রেমসংক্রান্ত নয়। নেইমারকে বরং চ্যালেঞ্জ দিয়েছেন আলিকা। ২৩ বছর বয়সী সুন্দরী নেইমারের সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে লিখেছেন, ‘পরবর্তী স্প্রিন্ট লড়াই। আমাদের কি দৌড় প্রতিযোগিতা করা উচিত?’
ফ্যাশন অঙ্গনে মনোযোগ দিতে গিয়ে ট্র্যাকে ছন্দ হারিয়েছিলেন আলিকা। সে কারণে টোকিও অলিম্পিকের জার্মান দলে জায়গা হয়নি তাঁর। সেই অভিমানে ট্র্যাকে আর ফেরেননি তিনি। হয়েছেন মিডিয়ামুখী। জার্মানির একটি জনপ্রিয় অনুষ্ঠানে কাজ করেছেন তিনি। শিগগিরই টিভি পর্দায় অভিষেক হবে ৫ ফুট ৭ ইঞ্চির লাস্যময়ীর।
নেইমার অবশ্য ফুটবলেই মগ্ন। চোট থেকে সেরে ওঠার পর পিএসজির হয়ে নিয়মিত গোল পাচ্ছেন, সতীর্থদের দিয়েও করাচ্ছেন। লক্ষ্যটা তাঁর আরও বড়। যেকোনো মূল্যে ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে চান তিনি। প্রয়োজনে জীবন দিতেও রাজি!

দুজনই ক্রীড়া জগতের মানুষ। শুধু ক্ষেত্রটা আলাদা। নেইমার ফুটবলার, আলিকা শ্মিট দৌড়বিদ।
আরেকটি বিশেষত্বের কারণে ক্রীড়া অনুরাগীদের কাছে নেইমার-আলিকা সুপরিচিত। প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) ব্রাজিলিয়ান তারকা বিশ্বের সবচেয়ে দামি ফুটবলার। আর জার্মান তরুণী বিশ্বের সবচেয়ে লাস্যময়ী বা আবেদনময়ী ক্রীড়াবিদ।
সেই সুবাদে নামীদামি সব প্রতিষ্ঠান নেইমার-আলিকাকে পৃষ্ঠপোষকতা করে আসছে। অনেক কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডরও তাঁরা। এবার দুজনকে এক মঞ্চে এনে দাঁড় করিয়েছে বিখ্যাত মোটরযান প্রতিষ্ঠান ই.গো।
সম্প্রতি কোম্পানিটি ই.ওয়েভ মডেলের ইলেকট্রিক কার বাজারে এনেছে। জার্মানির রাজধানী বার্লিনে সেই কার উন্মোচন করেছেন নেইমার ও আলিকা।
ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’ বলছে, আলিকার সঙ্গে দেখা করতে এবং অনুষ্ঠানে অংশ নিতে নেইমারই নাকি উতলা হয়ে ছিলেন। এতটাই যে পিএসজির ট্রেনিং ক্যাম্প ছেড়ে বার্লিনে এসেছেন।
বিলাসবহুল ইলেকট্রিক কার উদ্বোধনের পর নেইমার বল নিয়ে কারিকুরি করেছেন। অনুষ্ঠানে ৩০ বছর বয়সী ফরোয়ার্ড যে বুট জোড়া পরে ছিলেন, সেটির দাম ১৪ হাজার পাউন্ড (দেড় লাখ টাকার কাছাকাছি)! এ সময় আলিকা নিজের রূপ প্রদর্শনে ব্যস্ত ছিলেন।
সব আনুষ্ঠানিকতা শেষে নেইমার-আলিকা আলাদা করে সময়ও কাটিয়েছেন। প্রথমবার একে অপরের এত কাছে এসে বেশ ঘনিষ্ঠই ছিলেন। ক্ষণে ক্ষণে প্রেমিকা পাল্টানো যাঁর স্বভাব, সেই নেইমারের আলিকাকে বশে আনা আর এমন কী!
কিন্তু নাহ্, এবার এমনটি হয়নি। প্রস্তাব অবশ্য একটা এসেছে। সেটা প্রেমসংক্রান্ত নয়। নেইমারকে বরং চ্যালেঞ্জ দিয়েছেন আলিকা। ২৩ বছর বয়সী সুন্দরী নেইমারের সঙ্গে একটি ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করে লিখেছেন, ‘পরবর্তী স্প্রিন্ট লড়াই। আমাদের কি দৌড় প্রতিযোগিতা করা উচিত?’
ফ্যাশন অঙ্গনে মনোযোগ দিতে গিয়ে ট্র্যাকে ছন্দ হারিয়েছিলেন আলিকা। সে কারণে টোকিও অলিম্পিকের জার্মান দলে জায়গা হয়নি তাঁর। সেই অভিমানে ট্র্যাকে আর ফেরেননি তিনি। হয়েছেন মিডিয়ামুখী। জার্মানির একটি জনপ্রিয় অনুষ্ঠানে কাজ করেছেন তিনি। শিগগিরই টিভি পর্দায় অভিষেক হবে ৫ ফুট ৭ ইঞ্চির লাস্যময়ীর।
নেইমার অবশ্য ফুটবলেই মগ্ন। চোট থেকে সেরে ওঠার পর পিএসজির হয়ে নিয়মিত গোল পাচ্ছেন, সতীর্থদের দিয়েও করাচ্ছেন। লক্ষ্যটা তাঁর আরও বড়। যেকোনো মূল্যে ব্রাজিলকে বিশ্বকাপ জেতাতে চান তিনি। প্রয়োজনে জীবন দিতেও রাজি!

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১২ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১২ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১৩ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৫ ঘণ্টা আগে