খ্যাতির বিড়ম্বনা বলতে যা বোঝায় আরকি। উয়েফা চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনা সবশেষ শিরোপা জিতেছে ২০১৫ সালে। এরপর ক্লাবটির ক্যাবিনেটে আর কোনো শিরোপা যোগ হয়নি। স্বাভাবিকভাবেই তাই ভক্ত-সমর্থকদের সমালোচনা সইতে হয়েছে বার্সাকে। মাঠের পারফরম্যান্সে সবকিছুর জবাব তো ক্লাবটি দিয়েছেই। সমালোচকদের ছেড়ে কথা বলেননি কোচ জাভি হার্নান্দেজও।
বার্সেলোনা সবশেষ যখন চ্যাম্পিয়নস লিগ জেতে, তখন দলটির খেলোয়াড় ছিলেন জাভি হার্নান্দেজ। এরপর কাতারের ক্লাব আল সাদে খেলোয়াড় ও কোচ হিসেবে কাটিয়েছেন দীর্ঘ এক সময়। কোচ হিসেবে বার্সায় আসেন ২০২১-এর নভেম্বর মাসে। তিনি আসার পরও বার্সা উঠতে পারছিল না কোয়ার্টার ফাইনালে। ২০১৯-২০ মৌসুমে কোয়ার্টার ফাইনালে ওঠা বার্সা পরের মৌসুম (২০২০-২১) শেষ করেছে শেষ ষোলোতে। এরপর ২০২১-২২,২০২২-২৩ টানা দুই মৌসুম বিদায় নিয়েছে গ্রুপ পর্ব থেকেই। চলতি মৌসুমেও বার্সার পারফরম্যান্স অম্লমধুর। টানা তিন মৌসুম যাদের কাছে চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল ছিল অধরা, তারা এবার পারবে তো—এমন ধারণা থেকেই সমালোচনার তির এসে ছুটেছে বার্সার দিকে।
সেই বার্সেলোনাই গত রাতে দুর্দান্ত পারফরম্যান্সে নিশ্চিত করেছে ২০২৩-২৪ মৌসুমের চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনাল। এস্তাদিও অলিম্পিকো লুইস স্টেডিয়ামে শেষ ষোলোর দ্বিতীয় লেগে নাপোলিকে ৩-১ গোলে হারিয়েছে বার্সা। ১৫, ১৭ ও ৮৩ মিনিটে বার্সার গোল ৩টি করেন ফারমিন লোপেজ, হোয়াও কানসেলো ও রবার্ট লেভানডফস্কি। দুই লেগ মিলে ৪-২ গোলে নাপোলিকে হারিয়ে কোয়ার্টার ফাইনালে ওঠে বার্সা। চার বছর পর শেষ আটে ওঠার পর বার্সা কোচ জাভি ম্যাচ শেষে বলেছেন, ‘ভক্ত-সমর্থকেরা আমাদের ওপর বিশ্বাস রাখেননি। ড্রেসিংরুমেই নাকি আমার জায়গা হারাতে যাচ্ছি। অনেক অন্যায্য সমালোচনা সহ্য করতে হয়েছে। খেলোয়াড়দের ওপর অনেত চাপ দেওয়া হয়েছে। আমি এমনও পড়েছি যে চ্যাম্পিয়নস লিগের কৌতুক ছিলাম আমরা। এখন দেখুন কী অবস্থা?’
চলতি মৌসুম শেষে বার্সেলোনোর কোচের দায়িত্ব ছাড়ার ঘোষণা জাভি দিয়েছেন অনেক আগেই। সেখানে চ্যাম্পিয়নস লিগে শিষ্যদের এমন পারফরম্যান্সে তাঁর (জাভি) একটু উচ্ছ্বাস থাকাই স্বাভাবিক। বার্সা কোচ বলেন, ‘আমি সবাইকে সতর্ক করেছিলাম যে এই দলটির জেগে ওঠা উচিত। যেখানে আমি আগেই ঘোষণা দিয়েছি চলে যাওয়ার। এই মুহূর্তটা তাই আমাদের জন্য উপভোগ করার।’

২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) কেন্দ্র করে বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নিয়ে কিছু মিথ্যা খবর ছড়িয়েছিল সামাজিক যোগাযোগ মাধ্যমে। বিষয়টি নিয়ে থানার শরণাপন্ন হয়েছেন সাবেক এই ক্রিকেটার।
৫ ঘণ্টা আগে
৬০ বছর পর বেনফিকার বিপক্ষে মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ। পর্তুগিজ ক্লাবটির বিপক্ষে দীর্ঘ ৫ যুগ পর খেলতে নেমে লস ব্লাঙ্কোসদের সঙ্গী হয়েছে দুঃস্মৃতি, ব্যর্থতা এবং দুর্দশা। অবিশ্বাস্য নাটকীয়তা এবং রোমাঞ্চ শেষে চ্যাম্পিয়নস লিগের প্রথম রাউন্ডের শেষ ম্যাচটিতে বেনফিকার মাঠ এস্তাদিও দা লুজ থেকে ৪-২ গোলের হার
৭ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে অনিশ্চয়তা যেন কাটছেই না। পাকিস্তান অংশ নেবে কি না, সেটা এখনো নিশ্চিত নয়। শোনা যাচ্ছে, বিশ্বকাপ বয়কট করতে পারে ২০০৯ সালের চ্যাম্পিয়নরা। তবে এই ইস্যুতে পাকিস্তানকে সতর্ক করে দিলেন ভারতের সাবেক তারকা ক্রিকেটার সুরেশ রায়না।
৮ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ যখন আসি আসি করছে, সে সময় ভারত-পাকিস্তানের মধ্যে একরকম ‘যুদ্ধংদেহী’ অবস্থা বিরাজ করছে। কখনো পাকিস্তানের সাবেক ক্রিকেটাররা ধুয়ে দেন ভারতকে, বিপরীতে পাল্টা দিতেও পিছপা হন না ভারতীয়রা। এরই মধ্যে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরিফের সঙ্গে আকাশ চোপড়ার ঘটনাটি
১০ ঘণ্টা আগে