মেক্সিকান ফুটবলে একটা যুগের সমাপ্তি হতে যাচ্ছে। কোপা আমেরিকার দলে মেক্সিকোর স্কোয়াডে গিয়ের্মো ওচোয়ার জায়গা না হওয়াতে। বিশ্বকাপের ইতিহাসে অন্যতম সেরা এই গোলরক্ষককে ছাড়াই গতকাল ৩১ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে মেক্সিকো।
শুধু ওচোয়া নন, মেক্সিকোর কোচ হাইমো লোজানোর এই স্কোয়াডে জায়গা হয়নি দুই অভিজ্ঞ ফরোয়ার্ড রাউল হিমিনেজ এবং হারভিং লোজানোরও। দীর্ঘ ২০ বছর ধরে মেক্সিকোর গোলপোস্টের নিচে অতন্দ্র প্রহরী ওচোয়া। আর বিশ্বকাপে খেলা মানেই পারফরম্যান্সে প্রতিটি টুর্নামেন্টে নিজেকে ছাড়িয়ে যাওয়ার গল্প। সর্বশেষ বিশ্বকাপেও রবার্ট লেভানডফস্কির পেনাল্টি ঠেকিয়ে নায়ক হয়েছিলেন ওচোয়া। মেক্সিকো আর ওচোয়া একে অপরের সমর্থক হয়ে যান।
২০০৬ বিশ্বকাপে নিজেকে চেনানো ওচোয়া সব মিলিয়ে পাঁচটি বিশ্বকাপ খেলেছেন। তবে কোনোবারই শ্রেষ্ঠত্বের ট্রফিটা স্পর্শ করার সুযোগ পাননি। ২০০৪ সালে জাতীয় দলের হয়ে ক্যারিয়ার শুরু করা ৩৯ বছর বয়সী গোলরক্ষক সব মিলিয়ে ১৫০ ম্যাচ খেলেছেন। অন্যদিকে ৩৩ বছরের হিমিনেজ খেলেছেন ১০৪ ম্যাচ। গোল করেছেন ৩৩টি। আর বিশ্বকাপে খেলার সুযোগ পেয়েছেন তিনটি। অন্যদিকে ২টি বিশ্বকাপ খেলা লোজানো ৭০ ম্যাচ খেলে করেছেন ১৮ গোল।
তিন অভিজ্ঞ ফুটবলারকে বাদ দিয়ে তরুণ ফুটবলারের ওপর আস্থা রাখছেন কোচ লোজানো। প্রাথমিক স্কোয়াডে অনূর্ধ্ব-২৩ দলের ১০ জন ফুটবলারকে দলে নিয়েছেন তিনি। এই তালিকা থেকেই পরে ২৩ দলের স্কোয়াড ঘোষণা করবে মেক্সিকো। ২১ জুন যুক্তরাষ্ট্রে শুরু হতে যাওয়া কোপা আমেরিকায় ‘বি’ গ্রুপে আছে মেক্সিকো। তাদের গ্রুপ সঙ্গী—ইকুয়েডর, ভেনেজুয়েলা ও জ্যামাইকা। ২৩ জুন জ্যামাইকার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে তারা।
মেক্সিকোর কোপা আমেরিকার দল:
গোলকিপার: লুইস মালাগন, রাউল র্যানগেল, হুলিও গঞ্জালেস।
ডিফেন্ডার: হোর্হে সানচেজ, হোয়ান ভাসকুয়েজ, হোর্হে ওরোজোকো, ইসরায়েল রেয়েস, ব্রায়ান গার্সিয়া, সিজার মন্তেস, ভিক্টর গুজমান, অ্যালেক্সিস পেনা, জেরার্দো আরতেয়াগা, ব্রায়ান গঞ্জালেস।
মিডফিল্ডার: এডসন আলভারেজ, লুইস রোমো, রবার্তো আলভারদো, জর্ডান কারিল্লো, লুইস শাভেজ, আন্দ্রেস মন্তানো, এরিক সানচেজ, ওরবেলিন পিনেদা, ফার্নান্দো বেলত্রান, কার্লোস রদ্রিগেজ।
ফরোয়ার্ড: মার্সেলো ফ্লোরেস, গিলের্মো মার্তিনেজ, সিজার হুয়ের্তা, হুলিয়ান কুইনোনেস, সান্তিয়াগো হিমিনেজ, অ্যালেক্সিস ভেগা, ডিয়েগো লেইঞ্জ ও ইউরিয়েল আন্তুনা।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। আজকের মধ্যে বিসিবিকে জানাতে হবে, তারা ভারতে বিশ্বকাপ খেলবে কি খেলবে না। শুরু থেকে এ ইস্যুতে সরকারের নির্দেশনায় এগোচ্ছে বিসিবি। গতকাল রাতেই বিসিবির নীতি-নির্ধারকদের ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসার কথা ছিল।
৭ ঘণ্টা আগে
বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (বিসিবি) ২৪ ঘণ্টার সময় বেঁধে দিয়েছে ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা (আইসিসি)। বৃহস্পতিবারের মধ্যে বিসিবিকে জানাতে হবে তারা ভারতে বিশ্বকাপ খেলবে কি খেলবে না। শুরু থেকেই এ ইস্যুতে সরকারের নির্দেশনায় এগোচ্ছে বিসিবি, আজ রাতেই বিসিবির নীতিনির্ধারকেরা ক্রীড়া উপদেষ্টার সঙ্গে বসেছিলেন।
৮ ঘণ্টা আগে
মিরপুরে গতকাল রাজশাহী ওয়ারিয়র্সকে ৬ উইকেটে হারিয়ে সবার আগে বিপিএল ফাইনালে উঠেছে চট্টগ্রাম রয়্যালস। তবে প্রথম কোয়ালিফায়ারের সেই ম্যাচ হারের পরও ফের সুযোগ পেয়েছে নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী।
১১ ঘণ্টা আগে
বাংলাদেশের হাতে মাত্র ২৪ ঘণ্টা। আগামীকাল দুবাই সময় বিকেল ৫টার মধ্যে বিসিবি জানিয়ে দিতে তারা ভারতে বিশ্বকাপ খেলতে যাবে কি যাবে না। এই ইস্যুতে শুরু থেকে বিসিবি এগোচ্ছে সরকারের নির্দেশনা মেনে। আজকের বোর্ড সভা শেষে আইসিসি জানিয়ে দিয়েছে, বিসিবি তাদের সরকারের সঙ্গে আলোচনা করে যেন এক দিনের মধ্যে জানায়
১২ ঘণ্টা আগে