ক্রীড়া ডেস্ক
লিওনেল মেসিকে পেয়েই যেন বদলে যায় যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগ (এমএলএস)। বিশ্বের নজর থাকে এখন এই লিগও। মেসির পর লুইস সুয়ারেজসহ বেশ কয়েকজন ইউরোপ মাতানো তারকা এমএলএসে খেলছেন। আলোচনায় এখন ইন্টার মায়ামির সঙ্গে মেসি চুক্তি নবায়ন করবেন কি না। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সেটা ইতিবাচকই। চলতি বছর শেষে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী সুপারস্টারের।
আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসবে ২০২৬। ফিট থাকলে এই বিশ্বকাপেও মেসির খেলার সম্ভাবনা রয়েছে। তবে বিশ্লেষকদের মতে, ২০২৬ বিশ্বকাপ সামনে রেখেই নাকি মেসি এমএলএসে নাম লিখিয়েছেন। ২০২৩ সালের জুলাইয়ে ফ্রি এজেন্ট হিসেবে পিএসজি থেকে মায়ামিতে যোগ দিয়েছিলেন মেসি। এই চুক্তির মেয়াদ চলতি বছরই শেষ হবে।
মায়ামির সূত্রে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, মেসির সঙ্গে চুক্তি নবায়নের বিষয়ে অনেক দূর এগিয়েছে মায়ামি। দুই পক্ষের আলোচনা চলছে এবং ৩৭ বছর বয়সী সুপারস্টার চুক্তিতে স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে। যদিও শর্তাবলি চূড়ান্ত করার কাজ অব্যাহত রয়েছে। যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয়, তাহলে মেসি শিগগিরই আনুষ্ঠানিকভাবে চুক্তি নবায়ন করবেন বলে আশা করছে ফ্লোরিডা অঙ্গরাজ্যের ক্লাবটি।
মায়ামির ব্যবস্থাপনা মালিক জর্জ মাসের নেতৃত্বেই মেসির সঙ্গে আলোচনা চলছে। এই সপ্তাহের শুরুতে এফডিপি রেডিও মায়ামিকে জর্জ মাস বলেছেন, ‘এটা (চুক্তি নবায়ন) কেবল তারই (মেসির) সিদ্ধান্ত। আমি আশা করছি, ৬০-৯০ দিনের মধ্যে সবকিছু নির্ধারিত হয়ে যাবে। সব সময়ই আমি আশাবাদী ছিলাম। ২০২৬ সালে আমাদের নতুন স্টেডিয়ামে যাতে মেসির খেলা দেখা যায়, সেই লক্ষ্যে আমরা সবকিছুই করছি। আশা করি এমনটা হবে।’
মায়ামিতে যোগ দেওয়ার পর ইতিমধ্যেই ৪৮ ম্যাচে ৪২ গোল করেছেন এবং ২১টি গোলে সহায়তা করেছেন। সামনে মায়ামি ক্লাব বিশ্বকাপে খেলবে। চলতি মাসের শেষদিকে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালে মায়ামি মুখোমুখি হবে ভ্যানকুবার হোয়াটিক্যাপসের।
লিওনেল মেসিকে পেয়েই যেন বদলে যায় যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগ (এমএলএস)। বিশ্বের নজর থাকে এখন এই লিগও। মেসির পর লুইস সুয়ারেজসহ বেশ কয়েকজন ইউরোপ মাতানো তারকা এমএলএসে খেলছেন। আলোচনায় এখন ইন্টার মায়ামির সঙ্গে মেসি চুক্তি নবায়ন করবেন কি না। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সেটা ইতিবাচকই। চলতি বছর শেষে চুক্তির মেয়াদ শেষ হচ্ছে আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী সুপারস্টারের।
আগামী বছর যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোতে বসবে ২০২৬। ফিট থাকলে এই বিশ্বকাপেও মেসির খেলার সম্ভাবনা রয়েছে। তবে বিশ্লেষকদের মতে, ২০২৬ বিশ্বকাপ সামনে রেখেই নাকি মেসি এমএলএসে নাম লিখিয়েছেন। ২০২৩ সালের জুলাইয়ে ফ্রি এজেন্ট হিসেবে পিএসজি থেকে মায়ামিতে যোগ দিয়েছিলেন মেসি। এই চুক্তির মেয়াদ চলতি বছরই শেষ হবে।
মায়ামির সূত্রে নিউইয়র্ক টাইমস জানিয়েছে, মেসির সঙ্গে চুক্তি নবায়নের বিষয়ে অনেক দূর এগিয়েছে মায়ামি। দুই পক্ষের আলোচনা চলছে এবং ৩৭ বছর বয়সী সুপারস্টার চুক্তিতে স্বাক্ষর করবেন বলে আশা করা হচ্ছে। যদিও শর্তাবলি চূড়ান্ত করার কাজ অব্যাহত রয়েছে। যদি সবকিছু পরিকল্পনা অনুযায়ী হয়, তাহলে মেসি শিগগিরই আনুষ্ঠানিকভাবে চুক্তি নবায়ন করবেন বলে আশা করছে ফ্লোরিডা অঙ্গরাজ্যের ক্লাবটি।
মায়ামির ব্যবস্থাপনা মালিক জর্জ মাসের নেতৃত্বেই মেসির সঙ্গে আলোচনা চলছে। এই সপ্তাহের শুরুতে এফডিপি রেডিও মায়ামিকে জর্জ মাস বলেছেন, ‘এটা (চুক্তি নবায়ন) কেবল তারই (মেসির) সিদ্ধান্ত। আমি আশা করছি, ৬০-৯০ দিনের মধ্যে সবকিছু নির্ধারিত হয়ে যাবে। সব সময়ই আমি আশাবাদী ছিলাম। ২০২৬ সালে আমাদের নতুন স্টেডিয়ামে যাতে মেসির খেলা দেখা যায়, সেই লক্ষ্যে আমরা সবকিছুই করছি। আশা করি এমনটা হবে।’
মায়ামিতে যোগ দেওয়ার পর ইতিমধ্যেই ৪৮ ম্যাচে ৪২ গোল করেছেন এবং ২১টি গোলে সহায়তা করেছেন। সামনে মায়ামি ক্লাব বিশ্বকাপে খেলবে। চলতি মাসের শেষদিকে কনক্যাকাফ চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালে মায়ামি মুখোমুখি হবে ভ্যানকুবার হোয়াটিক্যাপসের।
ক্রিকেটে জিম্বাবুয়ে পার করছে দুঃসময়। কিন্তু প্রতিপক্ষ বাংলাদেশ হলে তারাও যেন হালে পানি পায়। সিলেট টেস্টে প্রথম দুই দিনই দাপট দেখিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে লিড নেয় তারা ৮২ রানের। দ্বিতীয় দিন শেষে ৫৭ রানে ১ উইকেট বাংলাদেশের।
৮ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে কিছুটা স্বস্তি বাংলাদেশ শিবিরে। যদিও এখনো পিছিয়ে আছে ২৫ রানে। ৮২ রানের লিড মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতেই মাত্র ১৩ রানে কাটা পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। তবে দিন শেষে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের ব্যাটে অপরাজিত ৪৪ রানের জুটিতে স্বপ্ন দেখছে বাংলাদেশ দল।
৯ ঘণ্টা আগেটেস্টে প্রথম দিনটা বেশ গুরুত্বপূর্ণ। সিলেট টেস্টে প্রথম দিনটাই ভালো যায়নি বাংলাদেশের। ফলে আজ দ্বিতীয় দিনও তারা শেষ করেছে পিছিয়ে থেকে। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদু ও শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়-মুমিনুল হকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে স্বাগতিকেরা।
১০ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। ২৫ রানে পিছিয়ে থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। মুমিনুল হক ১৫ ও মাহমুদুল হাসান জয় ২৮ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসেও ওপেনিং জুটি বড় হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে ফেরেন সাদমান
১১ ঘণ্টা আগে