Ajker Patrika

নিষেধাজ্ঞা থেকে ফিরেই হারের ম্যাচে রোনালদো শুনলেন মেসি নামে স্লোগান

আপডেট : ০৫ মার্চ ২০২৪, ১৩: ০২
নিষেধাজ্ঞা থেকে ফিরেই হারের ম্যাচে রোনালদো শুনলেন মেসি নামে স্লোগান

প্রতিপক্ষ দলের সমর্থকেরা যেন ক্রিস্টিয়ানো রোনালদোর মেজাজ বিগড়ে দেওয়ার নতুন কৌশল পেয়ে গেছেন। মাঠে নামলেই আল নাসরের পর্তুগিজ তারকাকে শুনতে হচ্ছে, ‘মেসি-মেসি’ স্লোগান। চিরপ্রতিদ্বন্দ্বীর নাম শুনলে কার মেজাজ ঠিক থাকে? 

গত সপ্তাহে সৌদি প্রো লিগে আল শাবাবের বিপক্ষে আল নাসরকে ৩-২ গোলে জেতানোর ম্যাচে পেনাল্টি থেকে দলের প্রথম গোল করেছিলেন রোনালদো। সেই ম্যাচেও তাঁকে শুনতে হয়েছে ‘মেসি-মেসি’ স্লোগান। তাতে মেজাজও বিগড়ে যায়। মাঠ ছাড়ার সময় দর্শকদের হাতে অশোভন অঙ্গভঙ্গিও দেখান। তাতেই পেয়েছেন শাস্তি। এক ম্যাচ নিষেধাজ্ঞার পাশাপাশি গুনতে হয় ৩০ হাজার সৌদি রিয়াল। 

নিষেধাজ্ঞার কারণে লিগে আল হাজমের বিপক্ষে রোনালদোকে সতীর্থদের খেলা দেখতে হয় দর্শক হয়ে। মাঠে উপস্থিত থেকে ৪-৪ গোলে ড্র হওয়া ম্যাচটি দেখেন ৩৯ বছর বয়সী ফরোয়ার্ড। গত রাতে মাঠে ফিরলেও অবশ্য আল নাসরকে জেতাতে পারেননি তিনি। এএফসি চ্যাম্পিয়নস লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লিগ খেলতে সংযুক্ত আরব আমিরাতে গিয়ে আবুধাবির ক্লাব আল আইনের কাছে ১-০ গোলে হেরেছেন রোনালদোরা। ৪৪ মিনিটে আল আইনকে এগিয়ে দেন সোফিয়ান রহিমি। সেই গোল আর শোধ দিতে পারেনি আল নাসর। উল্টো যোগ করা চতুর্থ মিনিটে ১০ জনের দল হয়ে পড়ে তারা। লাল কার্ড দেখেন রোনালদোর সতীর্থ এমেরিক লাপোর্তে। 

প্রথমার্ধে গোল হজমের যন্ত্রণা তো আছেই। বিরতিতে মাঠ ছাড়ার সময় দর্শক রোনালদোকে উদ্দেশ্য করে ‘মেসি-মেসি’ স্লোগান দিতে থাকেন। তাতে মাথা নাড়িয়ে হতাশা প্রকাশ করতেও দেখা যায় পাঁচবারের ব্যালন ডি’অর বিজয়ী তারকাকে—এমনটাই জানিয়েছে ফুটবলভিত্তিক মাধ্যম গোল ডটকম। 

আল নাসর কখনো এশিয়ার চ্যাম্পিয়নস লিগ জেতেনি। ১৯৯৫ সালে রানারআপ হয়েছিল।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

৪০০ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট দেবে বিটিসিএল, সাশ্রয়ী আরও ৮ প্যাকেজ ঘোষণা

নিজের চরকায় তেল দাও—মামদানিকে ভারতের তিরস্কার

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত