Ajker Patrika

ছাদখোলা বাসে চড়বেন না বাংলাদেশের কোচ, রাতেই ছাড়তে চান ঢাকা

জহির উদ্দিন মিশু
আপডেট : ৩১ অক্টোবর ২০২৪, ১৪: ১৩
ছাদখোলা বাসেও চড়বেন না বলে জানিয়েছেন বাংলাদেশ নারী দলের কোচ পিটার বাটলার। ছবি: সংগৃহীত
ছাদখোলা বাসেও চড়বেন না বলে জানিয়েছেন বাংলাদেশ নারী দলের কোচ পিটার বাটলার। ছবি: সংগৃহীত

সাফজয়ী মেয়েদের বরণের জন্য বাফুফের প্রস্তুত রাখা ছাদখোলা বাসেও চড়বেন না কোচ পিটার বাটলার। আজ সকালে নেপাল থেকে হোয়াটসঅ্যাপে আজকের পত্রিকার এই প্রতিবেদককে এমনটাই জানিয়েছেন তিনি।

বড্ড অভিমানী বাংলাদেশ নারী ফুটবল দলের কোচ বাটলার। দল চ্যাম্পিয়ন হলেও তাঁর ভাঙা মনটা জোড়া লাগেনি। গত কদিন ধরে জ্বলতে থাকা দ্রোহের আগুন যেন কিছুতেই নিভছে না। সবশেষ বুধবার রাতে সাফের ফাইনালে নেপালকে হারিয়ে দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয় বাংলাদেশের মেয়েরা। এমন খুশির দিনে তিনি বলে দেন ‘বিদায়।’

যদিও বাফুফের সঙ্গে তাঁর চুক্তির মেয়াদ শেষ হবে ৩১ ডিসেম্বর। তার পরই তিনি আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ নারী ফুটবল দলের কোচের চেয়ার ছাড়বেন। যেমনটা আজকের পত্রিকাকেও বলেছিলেন তিনি, ‘চুক্তিকে আমি সম্মান করি। তাই এখনই কোচের দায়িত্ব ছাড়ছি না। তবে এটাই মেয়েদের কোচ হিসেবে আমার শেষ ম্যাচ। ৩১ ডিসেম্বর আনুষ্ঠানিকভাবে কোচের দায়িত্বটাও ছাড়ব।’

এদিকে হুট করে চাকরি ছাড়ার সিদ্ধান্ত নেওয়ার কারণ কী—জানতে চাইলে গতকালই পিটার আজকের পত্রিকাকে বলেন, ‘আমি সত্যি ক্লান্ত। কোচিং ক্যারিয়ারে এতটা সমস্যায় আগে পড়িনি।’ সমস্যাটা কেমন? উত্তরে পিটার বলেন, ‘তিন মাস হলো বেতন পাচ্ছি না। এরপর অনেকের খবরদারি। কী আর বলব। সব মিলিয়ে আমি একটু হতাশই।’

আজ সকালে বললেন ছাদখোলা বাসে না ওঠার কথা, ‘না, এটা আমার জন্য নয়। আমি বাসে চড়ব না। মেয়েদের উপভোগ করতে দিন। তাঁরা ঘুরে বেড়াক। আমি অন্য একটি ফ্লাইট ধরার চেষ্টা করছি।’

অন্য ফ্লাইট কেন, আপনি মেয়েদের সঙ্গে একই ফ্লাইটে বাংলাদেশে আসছেন না—এমন প্রশ্নের উত্তরে পিটার বলেন, ‘হ্যাঁ, আসব। তবে আজ রাতেই আমি ইংল্যান্ডের বিমান ধরতে চাই। আমাকে বাড়ি ফিরতে হচ্ছে।’

বেশি দিন হয়নি বাংলাদেশ নারী ফুটবলের দায়িত্ব নিয়েছেন পিটার। তাকে মূলত আনা হয় বাফুফের এলিট একাডেমিতে কাজ করানোর জন্য। বছরখানেক সেখানে কোচিং করিয়ে গত মার্চে নারী ফুটবল দলের দায়িত্ব নেন।

এর মধ্যে ঘটে গেল অনেক কিছু। এক সাফ জয়ের আড়ালে কতশত আলোচনা। দলের মধ্যে দলাদলি। কোচকে নিয়ে কানাঘুষা। এসবে হয়তো ভীষণ মন খারাপ বাটলারের। তাই সব ছেড়ে একটু সুখের আশায় নিজ মাতৃভূমি ইংল্যান্ডে ফিরতে চাইছেন ওয়েস্টহামের সাবেক এই মিডফিল্ডার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাসিনার রায়কে কেন্দ্র করে আ. লীগকে যে পরামর্শ দিলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত

শেখ হাসিনার ফাঁসির রায়ের প্রতিক্রিয়া জানাল ভারত

হাসিনার মৃত্যুদণ্ডের রায় যেভাবে তুলে ধরল বিশ্ব গণমাধ্যম

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড, সাবেক আইজিপির ৫ বছরের জেল

বিমানবন্দর রেলস্টেশনে আন্তনগর ট্রেনে চালের বস্তায় পিস্তল, বুলেট ও ককটেল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

বাংলাদেশ-ভারত ম্যাচ নিয়ে জামালকে কী জিজ্ঞেস করেছেন ক্রিকেট কোচ

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
বাংলাদেশ-ভারত ফুটবল ম্যাচর উত্তাপ কেমন, জামাল ভূঁইয়ার কাছে জানতে চেয়েছেন বাংলাদেশের ক্রিকেট কোচও। ছবি: বাফুফে
বাংলাদেশ-ভারত ফুটবল ম্যাচর উত্তাপ কেমন, জামাল ভূঁইয়ার কাছে জানতে চেয়েছেন বাংলাদেশের ক্রিকেট কোচও। ছবি: বাফুফে

বাংলাদেশের ক্রীড়াঙ্গনে এখন উৎসবের আমেজ। আগামীকাল ফুটবলে বাংলাদেশের বিপক্ষে খেলতে নামবে ভারত। পরশু মিরপুরে শুরু হচ্ছে বাংলাদেশ-আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্ট। শহরের দুই প্রান্তে দুই ম্যাচ সামনে রেখে চারটি দল অবস্থান করছে হোটেল সোনারগাঁওয়ে।

ফুটবলে বাংলাদেশ-ভারত, ক্রিকেটে বাংলাদেশ-আয়ারল্যান্ড—এই চার দল হোটেল সোনারগাঁওয়ে অবস্থান করছে বলে লিফটে, লবিতে কিংবা নাশতার টেবিলে একে অন্যের সঙ্গে দেখা হয়ে যাচ্ছে। লিফটে আজ বাংলাদেশ ক্রিকেট দলের কোচের সঙ্গে দেখা ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়ার। ভারতের বিপক্ষে খেলার আগে চাপ কেমন—জামালের কাছে এমন প্রশ্ন করেছেন ক্রিকেট কোচ। হোটেল সোনারগাঁওয়ে সংবাদ সম্মেলনে জামাল বলেন, ‘‘বলেছি, ‘চাপ সব সময় থাকে। তবে এটা সামলানোই আমার কাজ। পরে তিনি বললেন, ‘আমিও ম্যাচ দেখতে স্টেডিয়ামে থাকব।’ ক্রিকেটের তারাও রোমাঞ্চিত। শুধুমাত্র সমর্থক কিংবা পরিবার নয়। অন্য খেলার লোকেরাও আগ্রহ দেখাচ্ছে। সারা বাংলাদেশ এই খেলা দেখবে।’’

মিরপুরে পরশু শুরু হতে যাওয়া আয়ারল্যান্ড সিরিজের দ্বিতীয় টেস্টটি মুশফিকুর রহিমের ক্যারিয়ারের শততম টেস্ট। কিন্তু দেশের ক্রীড়াঙ্গন এখন কাঁপছে ফুটবল-জ্বরে। জাতীয় স্টেডিয়ামে আগামীকাল রাত ৮টায় বাংলাদেশ-ভারত ফুটবল ম্যাচে বিশেষ চোখ থাকবে ক্রিকেটের মানুষদেরও। ক্যারিয়ারের ঊষালগ্নে ক্রিকেটের পাশাপাশি চুটিয়ে ফুটবলও খেলেছেন আমিনুল ইসলাম বুলবুল। বিসিবি সভাপতি অধীর অপেক্ষায় আছেন ভারতের বিপক্ষে ম্যাচটা দেখবেন বলে। এরই মধ্যে বাফুফে সভাপতি তাবিথ আওয়ালের পাঠিয়ে দেওয়া বিশেষ নিমন্ত্রণপত্র হাতে পেয়েছেন বুলবুল।

দেশের ৬৪ জেলার ক্রিকেট কোচ, সংগঠক ও ক্রীড়া কর্মকর্তাদের নিয়ে ৯ ও ১০ নভেম্বর হয়েছে বিসিবির দুই দিনব্যাপী ক্রিকেট কনফারেন্স। ঢাকার একটি পাঁচতারকা হোটেলে ক্রিকেট কনফারেন্সের প্রথম দিনে (৯ নভেম্বর) বিসিবি পরিচালক ও সংগীতশিল্পী আসিফ আকবর বলেছিলেন, ‘ফুটবলারদের জন্য (ক্রিকেট) খেলা যাচ্ছে না সারা দেশে। তারা উইকেট ভেঙে ফেলল, উইকেট নষ্ট করে ফেলেছে। আবার ২৪ তারিখ আবাহনী-মোহামেডান ফুটবল খেলা কুমিল্লা স্টেডিয়ামে। এই সমস্যাটা শুধু কুমিল্লার না। প্রতিটা জেলার স্টেডিয়াম দখল করে রেখেছে ফুটবল, প্রতিটা জেলার যেখানে ফুটবলের কাজ নেই, সেখানেও ফুটবল দখল করে রেখেছে এবং ফুটবলারদের ব্যবহার খুব খারাপ।’ তাঁর এমন মন্তব্যের পর নিন্দার ঝড় উঠেছে দেশের ফুটবল অঙ্গনে। বিসিবির এই পরিচালক ক্ষমা না চাইলে অ্যাকশনে যাওয়ার হুমকি দিয়েছেন ফুটবলাররা। এমনকি বিসিবি সভাপতির কাছে বাফুফে সভাপতি চিঠিও দিয়েছিলেন।

আসিফের মন্তব্যে যখন নিন্দার ঝড়, তখন তিনি নিজেই ক্ষমা চেয়েছেন। গতকাল ফেসবুক লাইভে এই সংগীতশিল্পী বলেন, ‘দুই বোর্ডের প্রধান একত্র হয়েছেন। গত ১৩ নভেম্বর নেপালের বিপক্ষে বাংলাদেশের ম্যাচ দেখতে জাতীয় স্টেডিয়ামে বিসিবি সভাপতি উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে সৌহার্দ্যপূর্ণ আলোচনা হয়েছে। আমরা একটি সমাধানে এসেছি যে, কীভাবে ফুটবল-ক্রিকেট একসঙ্গে এগিয়ে নিতে পারি। আমি ফুটবল ভক্তদের কাছে দুঃখপ্রকাশ করছি।’ দুঃখপ্রকাশ করেছেন বুলবুলও। সব পেছনে ফেলে আগামীকাল বিসিবি সভাপতির সঙ্গে আসিফেরও বাংলাদেশ-ভারত ফুটবল ম্যাচ দেখতে আসার কথা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাসিনার রায়কে কেন্দ্র করে আ. লীগকে যে পরামর্শ দিলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত

শেখ হাসিনার ফাঁসির রায়ের প্রতিক্রিয়া জানাল ভারত

হাসিনার মৃত্যুদণ্ডের রায় যেভাবে তুলে ধরল বিশ্ব গণমাধ্যম

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড, সাবেক আইজিপির ৫ বছরের জেল

বিমানবন্দর রেলস্টেশনে আন্তনগর ট্রেনে চালের বস্তায় পিস্তল, বুলেট ও ককটেল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

মায়ের হাতের কোন রান্না খুব পছন্দ করেন হামজা

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ২২: ০৮
মায়ের চেয়ে মায়ের হাতের রান্না বেশি পছন্দ করেন হামজা চৌধুরী। ছবি: সংগৃহীত
মায়ের চেয়ে মায়ের হাতের রান্না বেশি পছন্দ করেন হামজা চৌধুরী। ছবি: সংগৃহীত

হামজা চৌধুরী বাংলাদেশের ফুটবলের প্রাণভোমরা। চোখধাঁধানো গোলে মুগ্ধ করে চলেছেন ভক্ত-সমর্থকদের। হামজা তৈরি ভারতের বিপক্ষেও দারুণ কিছু করতে। ইংল্যান্ড থেকে ছেলের খেলা দেখতে সপরিবারে বাংলাদেশে এসেছেন তাঁর মা রাফিয়া চৌধুরী।

জাতীয় স্টেডিয়ামে আগামীকাল বাংলাদেশ সময় রাত ৮টায় শুরু হবে বাংলাদেশ-ভারতের ম্যাচে। ম্যাচের আগের দিন হামজা কীভাবে তৈরি হচ্ছেন, সেটিই দেখতে আজ জাতীয় স্টেডিয়ামে এসেছেন হামজার মা রাফিয়া আর বাবা দেওয়ান গোলাম মোর্শেদ চৌধুরী। স্টেডিয়ামে সাংবাদিকদের নানা প্রশ্নের উত্তর দিলেন রাফিয়া। আচ্ছা, মায়ের হাতের কোন রান্না হামজা বেশি পছন্দ করেন—এই প্রশ্নের উত্তরে রাফিয়া বলেন, ‘তার তেমন কোনো প্রিয় খাবার নেই।’ এরপরই রসিকতার সুরে বললেন, ‘সে তার মায়ের চেয়ে তার মায়ের রান্না বেশি পছন্দ করে! আলহামদুলিল্লাহ।’

বাংলাদেশের জার্সিতে অভিষেকের পর এখন থেকে হামজা আন্তর্জাতিক ফুটবলে খেলেছেন ৬ ম্যাচ। করেছেন ৪ গোল ও অ্যাসিস্ট করেছেন একটি। ৪ গোলই জাতীয় স্টেডিয়ামে। বাইসাইকেল কিক, পেনাল্টি কিক, ফ্রি কিক, হেড—চারটা গোল করেছেন ভিন্ন চার শৈলীতে। এর মধ্যে নেপালের বিপক্ষে প্রীতি ম্যাচে হামজার বাইসাইকেল কিক নিয়ে হইচই পড়ে গেছে। ছেলের গোল নিয়ে রাফিয়া সাংবাদিকদের বলেন, ‘মা হিসেবে সত্যিই অসাধারণ লাগে তার খেলা। ভাষায় প্রকাশ করার মতো কোনো শব্দ খুঁজে পাচ্ছি না। তোমাদের যেমন লেগেছে (বাইসাইকেল কিক), আমারও সে রকম লেগেছে। এটা অসাধারণ একটা গোল ছিল। আমার খুব গর্ব হচ্ছে।’

গত মার্চে হামজা প্রথম বাংলাদেশের হয়ে খেলতে এসেছিলেন। ওই সময়ে হবিগঞ্জের বাহুবল উপজেলার স্নানঘাট গ্রাম তখন উৎসবে পরিণত হয়েছিল। সাংবাদিকদের ক্যামেরার লেন্স যেন হামজার বাড়ির দিকেই তাক করা ছিল। ভক্ত-সমর্থকেরাও তাঁকে একনজর দেখতে উন্মুখ ছিলেন। আট মাস আগের স্মৃতিচারণা করে আজ রাফিয়া স্টেডিয়ামে সংবাদমাধ্যমকে বলেন, ‘যে সময় সে এসেছিল দেশে, খুব রোমাঞ্চিত ছিলাম। যে ভালোবাসাটা পেয়েছে, সেটা অসাধারণ। সেটা খুবই অনুপ্রাণিত করে। সে বাংলাদেশের ফুটবলের উন্নতিতে অনেক কিছু করতে চায়। ফুটবলে যাত্রাটা অনেক দীর্ঘ। সবে শুরু হয়েছে। আলহামদুলিল্লাহ ভালো করবে।’

হামজার খেলা মাঠে বসে সব সময় দেখেন তাঁর পরিবারের সদস্যরা। এ বছরের মার্চে শিলংয়ে ভারতের বিপক্ষে ম্যাচটা দেখেছিলেন রাফিয়া। সেই ম্যাচ দিয়েই হামজার বাংলাদেশের জার্সিতে অভিষেক হয়েছিল। গত জুনে বাংলাদেশ-সিঙ্গাপুর ম্যাচে ছেলের খেলা ঢাকার জাতীয় স্টেডিয়ামের গ্যালারিতে বসে দেখেছিলেন রাফিয়া। কাল ভারত ম্যাচে তাঁদের থাকার কথা জাতীয় স্টেডিয়ামে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাসিনার রায়কে কেন্দ্র করে আ. লীগকে যে পরামর্শ দিলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত

শেখ হাসিনার ফাঁসির রায়ের প্রতিক্রিয়া জানাল ভারত

হাসিনার মৃত্যুদণ্ডের রায় যেভাবে তুলে ধরল বিশ্ব গণমাধ্যম

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড, সাবেক আইজিপির ৫ বছরের জেল

বিমানবন্দর রেলস্টেশনে আন্তনগর ট্রেনে চালের বস্তায় পিস্তল, বুলেট ও ককটেল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

উগান্ডাকে উড়িয়ে বিশ্বকাপ শুরু বাংলাদেশের

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎
আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ২১: ৩৫
উগান্ডাকে হারিয়ে জয়ে কাবাডি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ। ছবি: কাবাডি ফেডারেশন
উগান্ডাকে হারিয়ে জয়ে কাবাডি বিশ্বকাপ শুরু করল বাংলাদেশ। ছবি: কাবাডি ফেডারেশন

প্রথমার্ধে লড়াই করল উগান্ডা। দ্বিতীয়ার্ধে আর পাত্তাই পায়নি। নারী কাবাডি বিশ্বকাপে বাংলাদেশ তাই শুরুটা করল জয় দিয়ে। উগান্ডাকে দুটি লোনাসহ ৪২-২২ পয়েন্টে উড়িয়ে দিয়েছে রুপালী আক্তারের দল।

মিরপুরের শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে আজ গ্যালারি ছিল দর্শকে পূর্ণ। সমর্থকেরা ‘বাংলাদেশ বাংলাদেশ’ স্লোগানে মাতিয়ে রাখেন রুপালী-স্মৃতিদের।

শুরুতে স্বাগতিকদের একটু রক্ষণাত্মক মনে হয়েছে। তবে পুরো ম্যাচে স্মৃতি আক্তার ছিলেন ব্যতিক্রম। মূলত ডিফেন্ডার হলেও গুরুত্বপূর্ণ সময়ে রেইডে গিয়ে পয়েন্ট তুলে নিয়ে দলের জয়ে বড় অবদান রাখেন তিনি।

উগান্ডা প্রথমবারের মতো এসেছে বিশ্বকাপের বড় মঞ্চে। শারীরিক দিক দিয়ে তারা এগিয়েছিল স্বাগতিকদের চেয়ে। অভিজ্ঞতা ও ট্যাকটিকসে এগিয়ে ছিল বাংলাদেশ। তারপরও প্রথমার্ধে উগান্ডাকে খুব বেশি পিছিয়ে রাখা যায়নি। প্রথমার্ধে বাংলাদেশ মাত্র দুই পয়েন্টে (১৪-১২ পয়েন্টে) এগিয়ে ছিল।

বিরতির পরও উগান্ডা বেশ কিছুক্ষণ ছিল খেলায়। একটা সময় তো বাংলাদেশের অর্ধে ছিলেন কেবল স্মৃতি। পয়েন্টেও ছিল সমতা। পরে আফ্রিকান প্রতিনিধি উগান্ডা এগিয়েও গিয়েছিল। তবে ডু অর ডাই রেইডে দুজনকে ঘায়েল করে স্মৃতি দারুণভাবে দলকে ম্যাচে ফেরান।

এরপর আর থামানো যায়নি স্বাগতিকদের। দ্বিতীয়ার্ধে দুবার উগান্ডাকে অলআউট করে ব্যবধান অনেক বাড়িয়ে নেয় বাংলাদেশ। ম্যাচসেরা হয়ে স্মৃতি বলেন, ‘শুরুতে আমরা কিছুটা চাপ অনুভব করছিলাম। যেহেতু কখনোই আমরা উগান্ডার সঙ্গে খেলিনি, এই প্রথমবার খেলছি। ওদের ম্যাচটা বুঝতে একটু সময় লেগেছে। এর জন্য শুরুতে একটু অগোছালো মনে হয়েছে। ওদের বুঝে নেওয়ার পরে আমরা অনেক ভালো খেলেছি।’

বাংলাদেশ সময় আগামীকাল বিকেল পাঁচটায় ‘এ’ গ্রুপের দ্বিতীয় ম্যাচে জার্মানির মুখোমুখি হবে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাসিনার রায়কে কেন্দ্র করে আ. লীগকে যে পরামর্শ দিলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত

শেখ হাসিনার ফাঁসির রায়ের প্রতিক্রিয়া জানাল ভারত

হাসিনার মৃত্যুদণ্ডের রায় যেভাবে তুলে ধরল বিশ্ব গণমাধ্যম

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড, সাবেক আইজিপির ৫ বছরের জেল

বিমানবন্দর রেলস্টেশনে আন্তনগর ট্রেনে চালের বস্তায় পিস্তল, বুলেট ও ককটেল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত

হঠাৎ কেন পাকিস্তান ছাড়ছেন দুই লঙ্কান ক্রিকেটার

ক্রীড়া ডেস্ক    
আপডেট : ১৭ নভেম্বর ২০২৫, ২০: ৪৯
পাকিস্তান থেকে দেশে ফিরছেন চারিথ আসালাঙ্কা ও আসিথা ফার্নান্দো। ছবি: সংগৃহীত
পাকিস্তান থেকে দেশে ফিরছেন চারিথ আসালাঙ্কা ও আসিথা ফার্নান্দো। ছবি: সংগৃহীত

পাকিস্তান-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ গতকাল শেষ হলেও দুই দলের ব্যস্ততা যে শেষ হয়নি। এই দুই দল তো বটেই, ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে তাদের সঙ্গে যোগ দেবে জিম্বাবুয়ে। তবে পাকিস্তানের মাঠে হতে যাওয়া টি-টোয়েন্টি সিরিজে খেলা হচ্ছে না দুই লঙ্কান ক্রিকেটারের।

চারিথ আসালাঙ্কা ও আসিথা ফার্নান্দো পাকিস্তান ছাড়ছেন বলে শ্রীলঙ্কা ক্রিকেট (এসএলসি) আজ এক মিডিয়া বিজ্ঞপ্তিতে জানিয়েছে। অসুস্থতার কারণে এই দুই লঙ্কান ক্রিকেটার দেশে ফিরছেন। সামনের সিরিজের কথা মাথায় রেখে বোর্ড এমন সিদ্ধান্ত নিয়েছে। তাদের যথাযথ চিকিৎসার দরকার। আসালাঙ্কার অনুপস্থিতিতে পাকিস্তান-জিম্বাবুয়ের বিপক্ষে হতে যাওয়া ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দেবেন দাসুন শানাকা।

রাওয়ালপিন্ডিতে আগামীকাল পাকিস্তান-জিম্বাবুয়ে ম্যাচ দিয়ে শুরু হবে ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজ। শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে ম্যাচ হবে পরশু। এই ত্রিদেশীয় সিরিজের দলে পবন রত্নায়েকেকে নিয়েছে শ্রীলঙ্কা। একে অপরের সঙ্গে দুইবার করে মুখোমুখি হবে এই সিরিজে। ২২ নভেম্বর মুখোমুখি হবে শ্রীলঙ্কা-পাকিস্তান। ফাইনাল হবে ২৯ নভেম্বর। সব ম্যাচই বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টায় শুরু হবে। সব ম্যাচেরই ভেন্যু রাওয়ালপিন্ডি।

শ্রীলঙ্কাকে গতকাল ৬ উইকেটে হারিয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ ৩-০ ব্যবধানে জিতেছে পাকিস্তান। তবে লঙ্কানরা যে ম্যাচে ধবলধোলাই হয়েছে, সেই ম্যাচে আসালাঙ্কা-ফার্নান্দোর কেউই খেলেননি। আসালাঙ্কা দুই ওয়ানডে খেলে করেছেন ৩৮ রান। ফার্নান্দো এই সিরিজে ৫.৮৯ ইকোনমিতে নিয়েছেন ১ উইকেট। দুজনেই সিরিজের প্রথম দুই ওয়ানডের একাদশে ছিলেন। গতকাল তৃতীয় ওয়ানডেতে আসালাঙ্কার পরিবর্তে শ্রীলঙ্কাকে নেতৃত্ব দিয়েছেন কুশল মেন্ডিস। ১০ ওভারে ৪৭ রানে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা হয়েছেন মোহাম্মদ ওয়াসিম জুনিয়র। সিরিজে সর্বোচ্চ ৯ উইকেট নিয়ে সিরিজসেরা হারিস রউফ। তিন ম্যাচের ওয়ানডে সিরিজে তাঁর ইকোনমি ৫.৬৮।

বোমা হামলার আতঙ্কে পাকিস্তান ছাড়তে চাইলেও সেটা করতে পারেননি শ্রীলঙ্কার ক্রিকেটাররা। এসএলসি ও পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) সমঝোতা করেই লঙ্কান ক্রিকেটারদের নিশ্ছিদ্র নিরাপত্তার মাধ্যমে পাকিস্তানে থাকার ব্যবস্থা করেছিল।আগের সূচি অনুযায়ী ১৭ নভেম্বর শুরু হওয়ার কথা ছিল পাকিস্তান-শ্রীলঙ্কা-জিম্বাবুয়ে ত্রিদেশীয় সিরিজ। কিন্তু পাকিস্তান-শ্রীলঙ্কা ওয়ানডে সিরিজ পিছিয়ে যাওয়ায় পরিবর্তন আসে ত্রিদেশীয় সিরিজের সূচিতেও।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

হাসিনার রায়কে কেন্দ্র করে আ. লীগকে যে পরামর্শ দিলেন সাবেক মার্কিন রাষ্ট্রদূত

শেখ হাসিনার ফাঁসির রায়ের প্রতিক্রিয়া জানাল ভারত

হাসিনার মৃত্যুদণ্ডের রায় যেভাবে তুলে ধরল বিশ্ব গণমাধ্যম

শেখ হাসিনা ও আসাদুজ্জামান খান কামালের মৃত্যুদণ্ড, সাবেক আইজিপির ৫ বছরের জেল

বিমানবন্দর রেলস্টেশনে আন্তনগর ট্রেনে চালের বস্তায় পিস্তল, বুলেট ও ককটেল

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত