নিজস্ব প্রতিবেদক, ঢাকা
শুক্রবার প্রিমিয়ার লিগ ফুটবলে ফকিরেরপুল ইয়াংমেন্সকে হারানোর পর আবাহনীকে চিন্তায় রেখে চারে উঠে যায় বসুন্ধরা কিংস। কিন্তু তাদের সেই অবস্থান এক দিনের মধ্যেই বদলে গেল। আজ চট্টগ্রাম আবাহনীকে ৪-০ গোলে উড়িয়ে এক লাফে পাঁচ নম্বর পজিশন থেকে টেবিলের দুইয়ে উঠে গেল আবাহনী।
আজ ময়মনসিংহে লিগ টেবিলের তলানির দল চট্টগ্রাম আবাহনীকে পেয়ে শুরু থেকেই আক্রমণের পসরা সাজায় মারুফুল হকের শিষ্যরা। যদিও বন্দর নগরীর ক্লাবটি প্রথমার্ধে বেশ রক্ষণাত্মক ফুটবলই খেলেছে। যে কারণে একাধিক সুযোগ তৈরি করেও মাত্র একবার তাদের জালে বল পাঠায় আবাহনী। তাও গোলটি আসে পেনাল্টির সৌজন্যে। বিরতিতে যাওয়ার ঠিক আগমুহূর্তে স্পট কিক থেকে আবাহনীকে এগিয়ে দেন মোহাম্মদ ইব্রাহিম। এর আগে ঢাকা ডার্বিতেও জয়সূচক গোল করেছিলেন ইব্রাহিম।
দ্বিতীয় সাফল্য পেতেও বেশি অপেক্ষা করতে হয়নি আবাহনীকে। ৫২ মিনিটে এনামুল ইসলাম গাজী ব্যবধান দ্বিগুণ করেন। ৬৬ মিনিটে আবারও ইব্রাহিমের গোল। এবার আর পেনাল্টি নয়, দারুণভাবে চট্টগ্রাম আবাহনীর রক্ষণ গুঁড়িয়ে বল জালে পাঠান তিনি। এ নিয়ে প্রিমিয়ার লিগের চলমান মৌসুমে তিনটি গোল করেছেন এই উইঙ্গার।
নিয়মিত বিরতিতে তিন গোল হজমের পর চট্টগ্রাম আবাহনী অনেকটাই ম্যাচ থেকে ছিটকে যায়। শেষ দিকে তারা আক্রমণ দূরে থাক রক্ষণ নিয়েই বেশি ব্যস্ত হয়ে পড়ে। ৭১ মিনিটে আরেকটি সুযোগের সদ্ব্যবহার করেন আবাহনীর আসাদুল মোল্লা, তাতে স্কোরলাইন দাঁড়ায় ৪-০।
শুক্রবার প্রিমিয়ার লিগ ফুটবলে ফকিরেরপুল ইয়াংমেন্সকে হারানোর পর আবাহনীকে চিন্তায় রেখে চারে উঠে যায় বসুন্ধরা কিংস। কিন্তু তাদের সেই অবস্থান এক দিনের মধ্যেই বদলে গেল। আজ চট্টগ্রাম আবাহনীকে ৪-০ গোলে উড়িয়ে এক লাফে পাঁচ নম্বর পজিশন থেকে টেবিলের দুইয়ে উঠে গেল আবাহনী।
আজ ময়মনসিংহে লিগ টেবিলের তলানির দল চট্টগ্রাম আবাহনীকে পেয়ে শুরু থেকেই আক্রমণের পসরা সাজায় মারুফুল হকের শিষ্যরা। যদিও বন্দর নগরীর ক্লাবটি প্রথমার্ধে বেশ রক্ষণাত্মক ফুটবলই খেলেছে। যে কারণে একাধিক সুযোগ তৈরি করেও মাত্র একবার তাদের জালে বল পাঠায় আবাহনী। তাও গোলটি আসে পেনাল্টির সৌজন্যে। বিরতিতে যাওয়ার ঠিক আগমুহূর্তে স্পট কিক থেকে আবাহনীকে এগিয়ে দেন মোহাম্মদ ইব্রাহিম। এর আগে ঢাকা ডার্বিতেও জয়সূচক গোল করেছিলেন ইব্রাহিম।
দ্বিতীয় সাফল্য পেতেও বেশি অপেক্ষা করতে হয়নি আবাহনীকে। ৫২ মিনিটে এনামুল ইসলাম গাজী ব্যবধান দ্বিগুণ করেন। ৬৬ মিনিটে আবারও ইব্রাহিমের গোল। এবার আর পেনাল্টি নয়, দারুণভাবে চট্টগ্রাম আবাহনীর রক্ষণ গুঁড়িয়ে বল জালে পাঠান তিনি। এ নিয়ে প্রিমিয়ার লিগের চলমান মৌসুমে তিনটি গোল করেছেন এই উইঙ্গার।
নিয়মিত বিরতিতে তিন গোল হজমের পর চট্টগ্রাম আবাহনী অনেকটাই ম্যাচ থেকে ছিটকে যায়। শেষ দিকে তারা আক্রমণ দূরে থাক রক্ষণ নিয়েই বেশি ব্যস্ত হয়ে পড়ে। ৭১ মিনিটে আরেকটি সুযোগের সদ্ব্যবহার করেন আবাহনীর আসাদুল মোল্লা, তাতে স্কোরলাইন দাঁড়ায় ৪-০।
আগামী ৬ থেকে ১২ ফেব্রুয়ারি বসুন্ধরা কিংস অ্যারেনায় হবে এশিয়ান অ্যামপিউটি ফুটবল চ্যাম্পিয়নশিপ। সেভেন এ সাইড টুর্নামেন্টে স্বাগতিক বাংলাদেশ ছাড়াও অংশ নেবে ইরাক, ইরান, ইন্দোনেশিয়া, উজবেকিস্তান, নেপাল।
২ ঘণ্টা আগেআসছে মে’তে সাঁইত্রিশ পেরিয়ে আটত্রিশে পা রাখবেন নোভাক জোকোভিচ। এই বয়সেও কোর্টে তাঁর কী কৈশোরীয় চাঞ্চল্য! সে চাঞ্চল্যরের কাছে হার মানতে হয় তাঁর বয়সের অর্ধেকের কম, ২১ বছর বয়সী কার্লোস আলকারাসকে! তিন ঘণ্টা ৩৭ মিনিট লড়াইয়ে বর্ষীয়ান জোকোভিচ জিতেছেন ৪-৬, ৬-৪, ৬-৩,৬-৩ গেমে। এই জয়ে সেমিফাইনালে উঠে গেছেন সার্
৩ ঘণ্টা আগেটানা দুই জয়ে আগেই ফেডারেশন কাপের কোয়ালিফিকেশন রাউন্ড নিশ্চিত করেছিল আবাহনী ও রহমতগঞ্জ। আজ ভিন্ন ম্যাচে দুই দলই আবার জয় পেয়েছে। তাতে জমে উঠেছে গ্রুপসেরা হওয়ার দৌড়। ৪ ফেব্রুয়ারি কিংস অ্যারেনায় মুখোমুখি হবে আবাহনী ও রহমতগঞ্জ। যে ম্যাচের পরই গ্রুপসেরা টিকিট হাতে পাবে একদল।
৩ ঘণ্টা আগেআলোচনা-সমালোচনা তো লিওনেল মেসিকে নিয়ে কম হচ্ছে না। আন্তর্জাতিক ফুটবল ও ক্লাব ফুটবলে অসংখ্য শিরোপা জিতেছেন। প্রশংসার পাশাপাশি ভক্ত-সমর্থকদের দুয়োধ্বনিও কম পাননি তিনি। এবার আর্জেন্টিনার এই তারকা ফুটবলারের আচরণ নিয়ে প্রশ্ন তুললেন মেক্সিকোর সাবেক এক ফুটবলার।
৭ ঘণ্টা আগে