
দীর্ঘ ইউরোপযাত্রা শেষে ক্রিস্টিয়ানো রোনালদো এবার খেলবেন সৌদি আরবের আল-নাসরের হয়ে। এশিয়ার এই নতুন পরিবেশে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন রোনালদো।
গত বছরের ৩০ ডিসেম্বর ১৭৩ মিলিয়ন পাউন্ড বার্ষিক বেতনে (বাংলাদেশি ২ হাজার ১৫৯ কোটি টাকা) রোনালদোর সঙ্গে চুক্তি হয় আল-নাসরের। সৌদি আরবের এই ক্লাব রোনালদোর পঞ্চম ক্লাব। এর আগে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, স্পোর্টিং সিপি, জুভেন্টাস—এই চার ইউরোপিয়ান ক্লাবের হয়ে খেলেছেন রোনালদো। ইউরোপীয় এই ক্লাবগুলোর হয়ে অসংখ্য অর্জন রয়েছে এই পর্তুগিজ তারকার। ইউনাইটেডের হয়ে তিনটি প্রিমিয়ার লিগ, দুটি লিগ কাপ, একটি করে চ্যাম্পিয়নস লিগ এবং ক্লাব বিশ্বকাপ জিতেছেন। রিয়ালের হয়ে চারবার চ্যাম্পিয়নস লিগ, দুটি করে লা-লিগা ও উয়েফা সুপার কাপ জিতেছেন। জুভেন্টাসের হয়ে দুবার জিতেছেন সিরি-আ।
ইউরোপের অর্জনগুলোর কথাই যেন গতকাল আল-নাসরের সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন রোনালদো। পর্তুগিজ এই তারকা ফুটবলার বলেন, ‘আপনারা আগেই বলেছেন, ইউরোপে আমার কাজ শেষ। আমি সবকিছু জিতেছি। ইউরোপের সেরা ক্লাবের হয়ে আমি খেলেছি এবং এশিয়ায় এখন এটা আমার জন্য নতুন চ্যালেঞ্জ। আমাকে সুযোগ দেওয়ায় আল নাসরকে ধন্যবাদ।’
রোনালদো আরও বলেন, ‘ইউরোপে আমার সুযোগ এসেছিল। ব্রাজিলের অনেক ক্লাব, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এমনকি পর্তুগাল থেকেও। তবে এই ক্লাবকে আমি কথা দিয়েছিলাম। আমার চুক্তিটা একটু ব্যতিক্রম, কারণ আমি ব্যতিক্রমী খেলোয়াড়।’
ক্লাব ক্যারিয়ারে ৯৪৯ ম্যাচ খেলেছেন রোনালদো। ৭০১ গোলের সঙ্গে অ্যাসিস্ট করেছেন ২২৩ গোলে। পর্তুগালের জার্সিতেও দুর্দান্ত রেকর্ড এই তারকা ফুটবলারের। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা হলেন রোনালদো। পর্তুগালের জার্সিতে ১৯৬ ম্যাচে করেছেন ১১৮ গোল, অ্যাসিস্ট করেছেন ৪৩ গোলে। বিশ্বকাপে ২২ ম্যাচে ৮ গোল ও ২ গোলে অ্যাসিস্ট করেছেন।

দীর্ঘ ইউরোপযাত্রা শেষে ক্রিস্টিয়ানো রোনালদো এবার খেলবেন সৌদি আরবের আল-নাসরের হয়ে। এশিয়ার এই নতুন পরিবেশে চ্যালেঞ্জ নিতে প্রস্তুত বলে জানিয়েছেন রোনালদো।
গত বছরের ৩০ ডিসেম্বর ১৭৩ মিলিয়ন পাউন্ড বার্ষিক বেতনে (বাংলাদেশি ২ হাজার ১৫৯ কোটি টাকা) রোনালদোর সঙ্গে চুক্তি হয় আল-নাসরের। সৌদি আরবের এই ক্লাব রোনালদোর পঞ্চম ক্লাব। এর আগে রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, স্পোর্টিং সিপি, জুভেন্টাস—এই চার ইউরোপিয়ান ক্লাবের হয়ে খেলেছেন রোনালদো। ইউরোপীয় এই ক্লাবগুলোর হয়ে অসংখ্য অর্জন রয়েছে এই পর্তুগিজ তারকার। ইউনাইটেডের হয়ে তিনটি প্রিমিয়ার লিগ, দুটি লিগ কাপ, একটি করে চ্যাম্পিয়নস লিগ এবং ক্লাব বিশ্বকাপ জিতেছেন। রিয়ালের হয়ে চারবার চ্যাম্পিয়নস লিগ, দুটি করে লা-লিগা ও উয়েফা সুপার কাপ জিতেছেন। জুভেন্টাসের হয়ে দুবার জিতেছেন সিরি-আ।
ইউরোপের অর্জনগুলোর কথাই যেন গতকাল আল-নাসরের সংবাদ সম্মেলনে উল্লেখ করেছেন রোনালদো। পর্তুগিজ এই তারকা ফুটবলার বলেন, ‘আপনারা আগেই বলেছেন, ইউরোপে আমার কাজ শেষ। আমি সবকিছু জিতেছি। ইউরোপের সেরা ক্লাবের হয়ে আমি খেলেছি এবং এশিয়ায় এখন এটা আমার জন্য নতুন চ্যালেঞ্জ। আমাকে সুযোগ দেওয়ায় আল নাসরকে ধন্যবাদ।’
রোনালদো আরও বলেন, ‘ইউরোপে আমার সুযোগ এসেছিল। ব্রাজিলের অনেক ক্লাব, অস্ট্রেলিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র এমনকি পর্তুগাল থেকেও। তবে এই ক্লাবকে আমি কথা দিয়েছিলাম। আমার চুক্তিটা একটু ব্যতিক্রম, কারণ আমি ব্যতিক্রমী খেলোয়াড়।’
ক্লাব ক্যারিয়ারে ৯৪৯ ম্যাচ খেলেছেন রোনালদো। ৭০১ গোলের সঙ্গে অ্যাসিস্ট করেছেন ২২৩ গোলে। পর্তুগালের জার্সিতেও দুর্দান্ত রেকর্ড এই তারকা ফুটবলারের। আন্তর্জাতিক ফুটবলে সর্বোচ্চ গোলদাতা হলেন রোনালদো। পর্তুগালের জার্সিতে ১৯৬ ম্যাচে করেছেন ১১৮ গোল, অ্যাসিস্ট করেছেন ৪৩ গোলে। বিশ্বকাপে ২২ ম্যাচে ৮ গোল ও ২ গোলে অ্যাসিস্ট করেছেন।

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
৬ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
৭ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
৭ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
৯ ঘণ্টা আগে