নিজস্ব প্রতিবেদক, ঢাকা
বসুন্ধরা কিংসকে হারিয়ে গত মঙ্গলবার ফেডারেশন কাপের ফাইনালে উঠেছিল আবাহনী লিমিটেড। এবার প্রিমিয়ার লিগে ফেরাটাও দারুণ এক জয়ে রাঙিয়েছে তারা। রাফায়েল অগুস্তোর জোড়া গোলে ঢাকা ওয়ান্ডরার্সকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে মারুফুল হকের দল।
গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে ছিল একদমই ম্যাড়মেড়ে। যে কারণে গোলও হয়নি। যদিও ওয়ান্ডারার্সকে শুরু থেকেই চাপে রাখে আবাহনী। কিন্তু বক্সের সামনে অগোছাল ছিলেন তাদের ফুটবলাররা। সেই আবাহনী বদলে গেল বিরতির পরপরই। ৯ মিনিটের ভেতর করল তিন গোল।
৪৮ মিনিটে গোলের তালা ভাঙেন রাফায়েল অগুস্তো। তিন মিনিট পর এমেকা ওগবুহর পাস থেকে ট্যাপ-ইনে ব্যবধান দ্বিগুণ করেন সুমন রেজা। পাল্টা আক্রমণে যাওয়া ওয়ান্ডারার্স গোলের সুবর্ণ সুযোগ কাজে লাগাতে কোনো ভুল করেনি। ডি বক্সের ভেতর সাকিব বেপারীকে আবাহনী গোলরক্ষক মিতুল মারমা ফাউল করলে পেনাল্টি পায় তারা। ৫৫ মিনিটে স্পটকিক থেকে গোল আদায় করেন সাকিব নিজেই। তবে দুই মিনিট পরই রাফায়েলের কর্নার থেকে অধিনায়ক হৃদয়ের গোলে ফের ব্যবধান বাড়ায় আবাহনী। ৮৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন রাফায়েল।
এই জয়ে ১১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে আবাহনী। টানা ষষ্ঠ হারে ৪ পয়েন্ট নিয়ে নয়ে ওয়ান্ডারার্স। দিনের অপর ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ২-০ গোলে হারিয়েছে ফর্টিস। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ফর্টিসের হয়ে গোল দুটি করেন কামাচাই মারমা ও ওমর বাবু। ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে পাঁচে আছে ফর্টিস। ব্রাদার্স নেমে গেছে সাতে।
বসুন্ধরা কিংসকে হারিয়ে গত মঙ্গলবার ফেডারেশন কাপের ফাইনালে উঠেছিল আবাহনী লিমিটেড। এবার প্রিমিয়ার লিগে ফেরাটাও দারুণ এক জয়ে রাঙিয়েছে তারা। রাফায়েল অগুস্তোর জোড়া গোলে ঢাকা ওয়ান্ডরার্সকে ৪-১ ব্যবধানে উড়িয়ে দিয়েছে মারুফুল হকের দল।
গাজীপুরের শহীদ বরকত স্টেডিয়ামে ম্যাচের প্রথমার্ধে ছিল একদমই ম্যাড়মেড়ে। যে কারণে গোলও হয়নি। যদিও ওয়ান্ডারার্সকে শুরু থেকেই চাপে রাখে আবাহনী। কিন্তু বক্সের সামনে অগোছাল ছিলেন তাদের ফুটবলাররা। সেই আবাহনী বদলে গেল বিরতির পরপরই। ৯ মিনিটের ভেতর করল তিন গোল।
৪৮ মিনিটে গোলের তালা ভাঙেন রাফায়েল অগুস্তো। তিন মিনিট পর এমেকা ওগবুহর পাস থেকে ট্যাপ-ইনে ব্যবধান দ্বিগুণ করেন সুমন রেজা। পাল্টা আক্রমণে যাওয়া ওয়ান্ডারার্স গোলের সুবর্ণ সুযোগ কাজে লাগাতে কোনো ভুল করেনি। ডি বক্সের ভেতর সাকিব বেপারীকে আবাহনী গোলরক্ষক মিতুল মারমা ফাউল করলে পেনাল্টি পায় তারা। ৫৫ মিনিটে স্পটকিক থেকে গোল আদায় করেন সাকিব নিজেই। তবে দুই মিনিট পরই রাফায়েলের কর্নার থেকে অধিনায়ক হৃদয়ের গোলে ফের ব্যবধান বাড়ায় আবাহনী। ৮৩ মিনিটে নিজের দ্বিতীয় গোলটি করেন রাফায়েল।
এই জয়ে ১১ ম্যাচে ২৬ পয়েন্ট নিয়ে টেবিলের দুইয়ে আছে আবাহনী। টানা ষষ্ঠ হারে ৪ পয়েন্ট নিয়ে নয়ে ওয়ান্ডারার্স। দিনের অপর ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে ২-০ গোলে হারিয়েছে ফর্টিস। মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ফর্টিসের হয়ে গোল দুটি করেন কামাচাই মারমা ও ওমর বাবু। ১১ ম্যাচে ১৭ পয়েন্ট নিয়ে পাঁচে আছে ফর্টিস। ব্রাদার্স নেমে গেছে সাতে।
পাকিস্তান সুপার লিগে (পিএসএল) খেলতে আজই যাচ্ছেন নাহিদ রানা। দুপুর ১টার ফ্লাইটে পাকিস্তানে রওনা হওয়ার কথা তাঁর। পিএসএলে এই গতি তারকা খেলবেন পেশোয়ার জালমির হয়ে। নিলামে গোল্ড ক্যাটাগরিতে নাহিদকে সরাসরি নিয়েছে বাবর আজমের দল। পেশোয়ারে সাইম আইয়ুব, মোহাম্মদ হারিসদের সঙ্গে ড্রেসিংরুম ভাগাভাগি করবেন নাহিদ।
৪০ মিনিট আগেকোপা দেল রের ফাইনালের আগে উত্তাল স্প্যানিশ ফুটবল। রেফারি ইস্যুতে রিয়াল মাদ্রিদ ও স্প্যানিশ ফুটবল যেন দুভাগ হয়ে গেছে। বার্সেলোনার বিপক্ষে ফাইনালের আগের দিন অনুশীলন, সংবাদ সম্মেলন, ফটোসেশন সব বর্জন করেছে রিয়াল। প্রয়োজনে ম্যাচও বর্জন করারও হুমকি দিয়েছে তারা। তবে স্প্যানিশ ফুটবল ফেডারেশনের...
২ ঘণ্টা আগেরাতে বার্সেলোনার বিপক্ষে কোপা দেল রের ফাইনালে মাঠে নামার কথা রিয়াল মাদ্রিদ। কিন্তু তাঁর আগে মুহূর্তে রেফারি ইস্যুতে সব এলোমেলো। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের প্রতিবেদন, ফাইনালের আগে ম্যাচ রেফারিদের করা রিয়ালকে নিয়ে করা তির্যক মন্তব্যে ক্ষিপ্ত ক্লাবটি। রেফারি পরিবর্তন না করলে ফাইনাল বর্জনও করতে পারে...
২ ঘণ্টা আগেবাংলাদেশ সময় রাত ২টায় আজ কোপা দেল রের ফাইনালে দেখা হচ্ছে রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনার। দুই চিরপ্রতিদ্বন্দ্বির শিরোপা লড়াই বাংলাদেশের ফুটবলপ্রেমীরা সরাসরি কোনো টেলিভিশনে দেখতে পাবেন না। তবে যাঁদের স্পোর্টস স্ট্রিমিং প্লাটফর্ম ‘ফ্যানকোড’ সাবক্রিপশন রয়েছে, তাঁরা ফ্যানকোড দেখতে পারবেন। এ ছাড়া অ্যাপসে...
৩ ঘণ্টা আগে