
অবিশ্বাস্য, অসাধারণ বিশেষণগুলো যেন কম হচ্ছে লিওনেল মেসির জন্য। ইন্টার মায়ামি-নিউইয়র্ক রেড বুলস নয়, চেজ স্টেডিয়ামে আজ মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচটিতে লড়াই চলছিল মেসির সঙ্গে নিউইয়র্ক রেড বুলসের। নিউইয়র্ক রেড বুলসকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছেন মেসি।
মায়ামির বিপক্ষে দান্তে ভ্যাঞ্জেরের ৩০ মিনিটের গোলে প্রথমে এগিয়ে যায় নিউইয়র্ক রেড বুলস। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকা মায়ামি দ্বিতীয়ার্ধে গোলবন্যায় ভাসিয়ে দেয়। গুনে গুনে টানা ৬ গোল করে মায়ামি। যেখানে মেসি করেন ১ গোল এবং অ্যাসিস্ট করেন ৫ গোলে। শেষ পর্যন্ত মায়ামি পায় ৬-২ গোলের জয়। এমএলএসে এক ম্যাচে সর্বোচ্চ গোল ও অ্যাসিস্টের কীর্তি গড়েছেন মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ডের অবিশ্বাস্য পারফরম্যান্সে রীতিমতো অবাক মায়ামি কোচ জেরার্দো তাতা মার্তিনো। মায়ামি কোচ বলেন, ‘সব গোলই ম্যাচে গুরুত্বপূর্ণ। তবে লিও আজ রাতে ঐতিহাসিক কিছু করে দেখিয়েছে। ৫ অ্যাসিস্ট ও ১ গোল করেছে। কোনো দলের ৬-২ গোলের জয়ে ৬ গোলে অবদান রাখার ঘটনা আবারও দেখা কঠিন। সুয়ারেজের ৩ গোল ও রোহাসের ২ গোল ভুলতে পারব না। তবে রোহার প্রথম গোলটা তো অবিশ্বাস্য। কৌশলগত দিক থেকে মেসির অ্যাসিস্টের কথা যদি বলেন, তবে আমি লুইস সুয়ারেজের সিজর গোলটা ফেবারিট হিসেবে ধরব।’
বার্সেলোনায় মেসি খেলেন প্রায় দুই দশক। কাতালান ক্লাবটিতে মেসি থাকা অবস্থায় কোচও ছিলেন মার্তিনো। সে সময় মেসির অনেক দুর্দান্ত পারফরম্যান্স তো তাঁর অজানা থাকার কথা নয়। পুরোনো সেই ঘটনার স্মৃতিচারণও করেছেন মার্তিনো। মায়ামি কোচ বলেন, ‘মেসি বার্সেলোনায় অসাধারণ ম্যাচ খেলেছে। তখন আমি সেখানে ছিলাম। তবে আমার মনে পড়ে চিলিতে কোপা আমেরিকায় প্যারাগুয়ের বিপক্ষে সেমিফাইনালের কথা। সে তখন একটা গোলও করতে পারেনি। মাঠের সেরা খেলোয়াড় ছিল সে। বার্সেলোনায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে একটা ম্যাচের কথা আমি মনে করতে পারি। ম্যাচটায় আমরা ২-০ গোলে হারতে বসেছিলাম। তারপর জিতলাম ৩-২ গোলে।’
নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের আগে মেজর লিগ সকারের (এমএলএস) এপ্রিল মাসের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি। এপ্রিলে এমএলএসে চার ম্যাচে মায়ামি করে ১২ গোল। ১২ গোলের ১০টিতেই অবদান রাখেন মেসি। ৬ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ৪ গোলে। প্রতি ম্যাচে গড়ে তাঁর ১টি করে গোল ও অ্যাসিস্ট থাকছেই। এমএলএসে গত মাসে ৩১৫ মিনিট খেলেছেন। প্রতি ৩১ মিনিট ৩০ সেকেন্ড ব্যবধানে একটি করে গোলে অবদান রেখেছেন তিনি। জাতীয় মিডিয়া সদস্যের একটি প্যানেল ভোট দিয়ে এমএলএসের মাসসেরা খেলোয়াড় নির্বাচিত করেন। এমএলএস কমিউনিকেশন বিভাগ এই প্রক্রিয়া পরিচালনা করে।
আরও পড়ুন:

অবিশ্বাস্য, অসাধারণ বিশেষণগুলো যেন কম হচ্ছে লিওনেল মেসির জন্য। ইন্টার মায়ামি-নিউইয়র্ক রেড বুলস নয়, চেজ স্টেডিয়ামে আজ মেজর লিগ সকারের (এমএলএস) ম্যাচটিতে লড়াই চলছিল মেসির সঙ্গে নিউইয়র্ক রেড বুলসের। নিউইয়র্ক রেড বুলসকে নিয়ে রীতিমতো ছেলেখেলা করেছেন মেসি।
মায়ামির বিপক্ষে দান্তে ভ্যাঞ্জেরের ৩০ মিনিটের গোলে প্রথমে এগিয়ে যায় নিউইয়র্ক রেড বুলস। প্রথমার্ধে ১-০ গোলে পিছিয়ে থাকা মায়ামি দ্বিতীয়ার্ধে গোলবন্যায় ভাসিয়ে দেয়। গুনে গুনে টানা ৬ গোল করে মায়ামি। যেখানে মেসি করেন ১ গোল এবং অ্যাসিস্ট করেন ৫ গোলে। শেষ পর্যন্ত মায়ামি পায় ৬-২ গোলের জয়। এমএলএসে এক ম্যাচে সর্বোচ্চ গোল ও অ্যাসিস্টের কীর্তি গড়েছেন মেসি। আর্জেন্টাইন ফরোয়ার্ডের অবিশ্বাস্য পারফরম্যান্সে রীতিমতো অবাক মায়ামি কোচ জেরার্দো তাতা মার্তিনো। মায়ামি কোচ বলেন, ‘সব গোলই ম্যাচে গুরুত্বপূর্ণ। তবে লিও আজ রাতে ঐতিহাসিক কিছু করে দেখিয়েছে। ৫ অ্যাসিস্ট ও ১ গোল করেছে। কোনো দলের ৬-২ গোলের জয়ে ৬ গোলে অবদান রাখার ঘটনা আবারও দেখা কঠিন। সুয়ারেজের ৩ গোল ও রোহাসের ২ গোল ভুলতে পারব না। তবে রোহার প্রথম গোলটা তো অবিশ্বাস্য। কৌশলগত দিক থেকে মেসির অ্যাসিস্টের কথা যদি বলেন, তবে আমি লুইস সুয়ারেজের সিজর গোলটা ফেবারিট হিসেবে ধরব।’
বার্সেলোনায় মেসি খেলেন প্রায় দুই দশক। কাতালান ক্লাবটিতে মেসি থাকা অবস্থায় কোচও ছিলেন মার্তিনো। সে সময় মেসির অনেক দুর্দান্ত পারফরম্যান্স তো তাঁর অজানা থাকার কথা নয়। পুরোনো সেই ঘটনার স্মৃতিচারণও করেছেন মার্তিনো। মায়ামি কোচ বলেন, ‘মেসি বার্সেলোনায় অসাধারণ ম্যাচ খেলেছে। তখন আমি সেখানে ছিলাম। তবে আমার মনে পড়ে চিলিতে কোপা আমেরিকায় প্যারাগুয়ের বিপক্ষে সেমিফাইনালের কথা। সে তখন একটা গোলও করতে পারেনি। মাঠের সেরা খেলোয়াড় ছিল সে। বার্সেলোনায় ভ্যালেন্সিয়ার বিপক্ষে একটা ম্যাচের কথা আমি মনে করতে পারি। ম্যাচটায় আমরা ২-০ গোলে হারতে বসেছিলাম। তারপর জিতলাম ৩-২ গোলে।’
নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে দুর্দান্ত পারফরম্যান্সের আগে মেজর লিগ সকারের (এমএলএস) এপ্রিল মাসের সেরা ফুটবলার নির্বাচিত হয়েছেন লিওনেল মেসি। এপ্রিলে এমএলএসে চার ম্যাচে মায়ামি করে ১২ গোল। ১২ গোলের ১০টিতেই অবদান রাখেন মেসি। ৬ গোলের পাশাপাশি অ্যাসিস্ট করেছেন ৪ গোলে। প্রতি ম্যাচে গড়ে তাঁর ১টি করে গোল ও অ্যাসিস্ট থাকছেই। এমএলএসে গত মাসে ৩১৫ মিনিট খেলেছেন। প্রতি ৩১ মিনিট ৩০ সেকেন্ড ব্যবধানে একটি করে গোলে অবদান রেখেছেন তিনি। জাতীয় মিডিয়া সদস্যের একটি প্যানেল ভোট দিয়ে এমএলএসের মাসসেরা খেলোয়াড় নির্বাচিত করেন। এমএলএস কমিউনিকেশন বিভাগ এই প্রক্রিয়া পরিচালনা করে।
আরও পড়ুন:

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
১০ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
১০ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
১৫ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
১৫ ঘণ্টা আগে