
জালিয়াতি ও দুর্নীতির মামলায় আদালতে হাজিরা দিতে বার্সেলোনায় পৌঁছেছেন পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। নেইমারের সঙ্গে একই মামলায় সাবেক বার্সা তারকার মা-বাবাসহ মোট ৯ ব্যক্তির শুনানি শুরু হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে নিজের ব্যক্তিগত বিমানে প্যারিস থেকে বার্সেলোনায় পৌঁছান নেইমার। বিমানবন্দরের বাইরে বেশ সময় নিয়ে ভক্তদের অটোগ্রাফও দিতে দেখা গেছে তাঁকে।
২০১৩ সালে নেইমারের বার্সেলোনায় যোগ দেওয়া নিয়ে জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে মামলা করেছিল ব্রাজিলের বিনিয়োগ প্রতিষ্ঠান ডিআইএস। সান্তোসে থাকাকালীন সময়ে নেইমারের ৪০ শতাংশ স্বত্বের মালিক ছিল প্রতিষ্ঠানটি। ডিআইএসের দাবি, সান্তোস থেকে নেইমারের বার্সায় দলবদলের প্রকৃত মূল্য প্রকাশিত না হওয়ায় মূল স্বত্বের লাভ থেকে বঞ্চিত হয়েছে তারা।
জালিয়াতির অভিযোগে নেইমারের ৫ বছরের জেল দাবি করেছে ডিআইএস। প্রতিষ্ঠানটি মামলায় জিতে গেলে জেলের সঙ্গে ১৫ কোটি ইউরো জরিমানা দিতে হবে নেইমারকে, শেষ হয়ে যেতে পারে ফুটবল ক্যারিয়ার। যদিও ৩০ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকার স্প্যানিশ কৌঁসুলিরা চেষ্টা করছেন নেইমারের জরিমানার পরিমাণ ১ কোটি ইউরো ও জেল দুই বছরে নামিয়ে আনতে। স্প্যানিশ আইন অনুযায়ী সেক্ষেত্রে জেলে যেতে হবে না নেইমারকে, রক্ষা পাবেন জরিমানা দিয়েই। এর আগে কর ফাঁকির মামলায় দুই বছরের জেল হলেও জরিমানা দিয়ে পার পেয়ে যান লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো।
নেইমারের সঙ্গে আদালতে উপস্থিত হয়েছেন বার্সার সাবেক দুই সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ, সান্দ্রো রোসেল এবং সান্তোসের সাবেক সভাপতি ওদিলো রদ্রিগেজ। অপরাধ প্রমাণ হলে অন্তত ৫ বছরের জেল হতে পারে সাবেক বার্সা সভাপতি সান্দ্রো রোসেলের।

জালিয়াতি ও দুর্নীতির মামলায় আদালতে হাজিরা দিতে বার্সেলোনায় পৌঁছেছেন পিএসজির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড নেইমার। নেইমারের সঙ্গে একই মামলায় সাবেক বার্সা তারকার মা-বাবাসহ মোট ৯ ব্যক্তির শুনানি শুরু হয়েছে।
বার্তা সংস্থা রয়টার্স জানাচ্ছে নিজের ব্যক্তিগত বিমানে প্যারিস থেকে বার্সেলোনায় পৌঁছান নেইমার। বিমানবন্দরের বাইরে বেশ সময় নিয়ে ভক্তদের অটোগ্রাফও দিতে দেখা গেছে তাঁকে।
২০১৩ সালে নেইমারের বার্সেলোনায় যোগ দেওয়া নিয়ে জালিয়াতি ও দুর্নীতির অভিযোগে মামলা করেছিল ব্রাজিলের বিনিয়োগ প্রতিষ্ঠান ডিআইএস। সান্তোসে থাকাকালীন সময়ে নেইমারের ৪০ শতাংশ স্বত্বের মালিক ছিল প্রতিষ্ঠানটি। ডিআইএসের দাবি, সান্তোস থেকে নেইমারের বার্সায় দলবদলের প্রকৃত মূল্য প্রকাশিত না হওয়ায় মূল স্বত্বের লাভ থেকে বঞ্চিত হয়েছে তারা।
জালিয়াতির অভিযোগে নেইমারের ৫ বছরের জেল দাবি করেছে ডিআইএস। প্রতিষ্ঠানটি মামলায় জিতে গেলে জেলের সঙ্গে ১৫ কোটি ইউরো জরিমানা দিতে হবে নেইমারকে, শেষ হয়ে যেতে পারে ফুটবল ক্যারিয়ার। যদিও ৩০ বছর বয়সী ব্রাজিলিয়ান তারকার স্প্যানিশ কৌঁসুলিরা চেষ্টা করছেন নেইমারের জরিমানার পরিমাণ ১ কোটি ইউরো ও জেল দুই বছরে নামিয়ে আনতে। স্প্যানিশ আইন অনুযায়ী সেক্ষেত্রে জেলে যেতে হবে না নেইমারকে, রক্ষা পাবেন জরিমানা দিয়েই। এর আগে কর ফাঁকির মামলায় দুই বছরের জেল হলেও জরিমানা দিয়ে পার পেয়ে যান লিওনেল মেসি ও ক্রিস্টিয়ানো রোনালদো।
নেইমারের সঙ্গে আদালতে উপস্থিত হয়েছেন বার্সার সাবেক দুই সভাপতি জোসেপ মারিয়া বার্তোমেউ, সান্দ্রো রোসেল এবং সান্তোসের সাবেক সভাপতি ওদিলো রদ্রিগেজ। অপরাধ প্রমাণ হলে অন্তত ৫ বছরের জেল হতে পারে সাবেক বার্সা সভাপতি সান্দ্রো রোসেলের।

ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১ ঘণ্টা আগে
বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলতে না যাওয়ার ব্যাপারে আলাপ-আলোচনা হচ্ছে গত কদিন ধরেই। এখনো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) নিজেদের অবস্থানেই অনড় রয়েছে। আজ আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) সঙ্গে বৈঠকের পর এমনটাই জানিয়েছেন বিসিবি সহসভাপতি মোহাম্মদ শাখাওয়াত হোসেন।
২ ঘণ্টা আগে
টানা হারে ২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) এমনিতেই বিপর্যস্ত ঢাকা ক্যাপিটালস। তার ওপর এবার আরও একটি বড় সংকটে পড়ে গেল মোহাম্মদ মিঠুনের দল। টুর্নামেন্টের মাঝপথে ঢাকা শিবির ছেড়ে চলে গেছেন প্রধান কোচ টবি র্যাডফোর্ড।
২ ঘণ্টা আগে
২০২৪ সালের মে মাসে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেন বিরাট কোহলি। ভারতের সাবেক ব্যাটারের এই সিদ্ধান্তকে সঠিক বলে মনে করছেন না বাংলাদেশের সাবেক পেস বোলিং কোচ অ্যালান ডোনাল্ড। দক্ষিণ আফ্রিকার কিংবদন্তি ক্রিকেটারের মতে, আগেভাগেই লম্বা সংস্করণ থেকে বিদায় নিয়েছেন কোহলি।
৩ ঘণ্টা আগে