
মাংসপেশির চোটে পড়ায় একের পর এক ম্যাচ মিস করছেন লিওনেল মেসি। জিততে ভুলে গেছে ইন্টার মায়ামিও। মেজর লিগ সকারে (এমএলএস) তারা হেরেছে বড় ব্যবধানে। তাতে প্লে অফে ওঠা অনেক জটিল হয়ে গেছে তাদের কাছে।
সোলজার ফিল্ড স্টেডিয়ামে আজ মায়ামির প্রতিপক্ষ ছিল শিকাগো। মেসি না খেললেও শিকাগোর বিপক্ষে দাপট দেখিয়ে খেলেছিল মায়ামি। মায়ামি বল দখলে রেখেছিল ৬৪ শতাংশ এবং ৩৬ শতাংশ বল দখলে রেখেছিল শিকাগো। তবে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর শটে পিছিয়ে ছিল মায়ামি। মায়ামি নিয়েছিল ২টি আর ৭টি শট নিয়েছিল শিকাগো। এ ছাড়া ফিনিশিংয়ে মায়ামির দুর্বলতা তো ছিলই। সব মিলিয়ে শিকাগোর কাছে বিধ্বস্ত হয়েছে জেরার্দো টাটা মার্তিনোর মায়ামি। শিকাগোর কাছে ৪-১ গোলে হেরেছে মার্টিনোর দল।
ম্যাচের ৬ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল শিকাগো। তবে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয়েছেন দলটির মিডফিল্ডার গাস্তন হিমেনেজ। তাকে অ্যাসিস্ট করেছেন ব্রায়ান গুটিয়ারেজ। এরপর ১১ মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েছিল মায়ামি। সার্জেই ক্রিভসভের অ্যাসিস্টে ডান পায়ে শট নিয়েছিলেন রবার্ট টেইলর। তবে শিকাগো গোলরক্ষক ক্রিস ব্র্যাডি তা ঠেকিয়ে দিয়েছেন। ১৫ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ আবার তৈরি করেছিল শিকাগো। শিকাগোর ডিফেন্ডার রাফায়েল জিকোসের শট ঠেকিয়ে দিয়েছেন মায়ামি গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার। প্রথমার্ধে দুই দলের একের পর এক সুযোগ হাতছাড়া করার মহড়ায় শেষ হয় গোলশূন্য ড্রয়ে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল মায়ামি। ৪৭ মিনিটে কর্নার থেকে রবার্ট টেলরের ক্রস থেকে হেডে শট নিয়েছিলেন জোসেফ মার্তিনেজ। তবে মার্তিনেজের শট গোলপোস্টের ডানপাশ দিয়ে বেরিয়ে যায়। মায়ামির শট মিসের ২ মিনিট পর ম্যাচের প্রথম গোল করে শিকাগো। ৪৯ মিনিটে ফ্যাবিয়ান হার্বার্সের অ্যাসিস্টে বা পায়ের শটে লক্ষ্যভেদ করেন জার্দান শাকিরি। ৫২ মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি মায়ামি। ফাকুন্দো ফারিয়াস ডান পায়ে শট নিলেও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয়েছেন। অ্যাসিস্ট করেন দে আন্দ্রে অ্যাডেলিন। মায়ামির সমতায় ফেরার অপেক্ষা শেষ হয়েছে ১ মিনিট পরই। ৫৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন মার্তিনেজ। এরপর ৫৯ থেকে ৬১ মিনিট-২ মিনিট ব্যবধানে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েও সেগুলো কাজে লাগাতে পারেনি মায়ামি।
ইন্টার মায়ামি যেখানে ব্যর্থ হয়েছে, সেখানে সফল হয়েছে শিকাগো। ৬২ মিনিটে ম্যারেন হেলি সেলাসির গোলে এগিয়ে যায় শিকাগো। ৩ মিনিট পর ব্যবধান ৩-১ করে নেয় শিকাগো। ৬৫ মিনিটে উসমান দুম্বিয়ার ক্রস থেকে বাঁ পায়ের শটে গোল করেন সেলাসি। শিকাগোর চতুর্থ গোল করেন শাকিরি। ৭৩ মিনিটে হিমেনেজের পাস থেকে গোল করেন শাকিরি। এরপর ব্যবধান আরও বাড়াতে মরিয়া হয়ে ওঠে শিকাগো। শেষ পর্যন্ত মায়ামিকে ৪-১ গোলে হারিয়েছে শিকাগো।
৪-১ গোলে হেরে প্লে-অফে জায়গা করে নেওয়া বেশ জটিল হয়ে গেছে মায়ামির। ৩১ ম্যাচে ৯ জয়, ৬ ড্র ও ১৬ পরাজয়ে ৩৩ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকার ১৪ নম্বরে আছে তারা। পয়েন্ট তালিকায় ৮ ও ৯-এ থাকা শিকাগো ও মন্ট্রিয়লের পয়েন্ট ৩৮ ও ৪০। দুটো দলই খেলেছে ৩২টি করে ম্যাচ, দুটি করে ম্যাচ এখনো তাদের বাকি। অন্যদিকে মায়ামির বাকি রয়েছে ৩ ম্যাচ। কনফারেন্স থেকে প্রথম ৯ দল খেলবে এমএলএসের প্লে অফে।

মাংসপেশির চোটে পড়ায় একের পর এক ম্যাচ মিস করছেন লিওনেল মেসি। জিততে ভুলে গেছে ইন্টার মায়ামিও। মেজর লিগ সকারে (এমএলএস) তারা হেরেছে বড় ব্যবধানে। তাতে প্লে অফে ওঠা অনেক জটিল হয়ে গেছে তাদের কাছে।
সোলজার ফিল্ড স্টেডিয়ামে আজ মায়ামির প্রতিপক্ষ ছিল শিকাগো। মেসি না খেললেও শিকাগোর বিপক্ষে দাপট দেখিয়ে খেলেছিল মায়ামি। মায়ামি বল দখলে রেখেছিল ৬৪ শতাংশ এবং ৩৬ শতাংশ বল দখলে রেখেছিল শিকাগো। তবে প্রতিপক্ষের লক্ষ্য বরাবর শটে পিছিয়ে ছিল মায়ামি। মায়ামি নিয়েছিল ২টি আর ৭টি শট নিয়েছিল শিকাগো। এ ছাড়া ফিনিশিংয়ে মায়ামির দুর্বলতা তো ছিলই। সব মিলিয়ে শিকাগোর কাছে বিধ্বস্ত হয়েছে জেরার্দো টাটা মার্তিনোর মায়ামি। শিকাগোর কাছে ৪-১ গোলে হেরেছে মার্টিনোর দল।
ম্যাচের ৬ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল শিকাগো। তবে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয়েছেন দলটির মিডফিল্ডার গাস্তন হিমেনেজ। তাকে অ্যাসিস্ট করেছেন ব্রায়ান গুটিয়ারেজ। এরপর ১১ মিনিটে গোলের দারুণ সুযোগ পেয়েছিল মায়ামি। সার্জেই ক্রিভসভের অ্যাসিস্টে ডান পায়ে শট নিয়েছিলেন রবার্ট টেইলর। তবে শিকাগো গোলরক্ষক ক্রিস ব্র্যাডি তা ঠেকিয়ে দিয়েছেন। ১৫ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ আবার তৈরি করেছিল শিকাগো। শিকাগোর ডিফেন্ডার রাফায়েল জিকোসের শট ঠেকিয়ে দিয়েছেন মায়ামি গোলরক্ষক ড্রেক ক্যালেন্ডার। প্রথমার্ধে দুই দলের একের পর এক সুযোগ হাতছাড়া করার মহড়ায় শেষ হয় গোলশূন্য ড্রয়ে।
দ্বিতীয়ার্ধের শুরুতেই এগিয়ে যাওয়ার দারুণ সুযোগ পেয়েছিল মায়ামি। ৪৭ মিনিটে কর্নার থেকে রবার্ট টেলরের ক্রস থেকে হেডে শট নিয়েছিলেন জোসেফ মার্তিনেজ। তবে মার্তিনেজের শট গোলপোস্টের ডানপাশ দিয়ে বেরিয়ে যায়। মায়ামির শট মিসের ২ মিনিট পর ম্যাচের প্রথম গোল করে শিকাগো। ৪৯ মিনিটে ফ্যাবিয়ান হার্বার্সের অ্যাসিস্টে বা পায়ের শটে লক্ষ্যভেদ করেন জার্দান শাকিরি। ৫২ মিনিটে সমতায় ফেরার সুযোগ পেয়েও তা কাজে লাগাতে পারেনি মায়ামি। ফাকুন্দো ফারিয়াস ডান পায়ে শট নিলেও লক্ষ্যভেদ করতে ব্যর্থ হয়েছেন। অ্যাসিস্ট করেন দে আন্দ্রে অ্যাডেলিন। মায়ামির সমতায় ফেরার অপেক্ষা শেষ হয়েছে ১ মিনিট পরই। ৫৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করেন মার্তিনেজ। এরপর ৫৯ থেকে ৬১ মিনিট-২ মিনিট ব্যবধানে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েও সেগুলো কাজে লাগাতে পারেনি মায়ামি।
ইন্টার মায়ামি যেখানে ব্যর্থ হয়েছে, সেখানে সফল হয়েছে শিকাগো। ৬২ মিনিটে ম্যারেন হেলি সেলাসির গোলে এগিয়ে যায় শিকাগো। ৩ মিনিট পর ব্যবধান ৩-১ করে নেয় শিকাগো। ৬৫ মিনিটে উসমান দুম্বিয়ার ক্রস থেকে বাঁ পায়ের শটে গোল করেন সেলাসি। শিকাগোর চতুর্থ গোল করেন শাকিরি। ৭৩ মিনিটে হিমেনেজের পাস থেকে গোল করেন শাকিরি। এরপর ব্যবধান আরও বাড়াতে মরিয়া হয়ে ওঠে শিকাগো। শেষ পর্যন্ত মায়ামিকে ৪-১ গোলে হারিয়েছে শিকাগো।
৪-১ গোলে হেরে প্লে-অফে জায়গা করে নেওয়া বেশ জটিল হয়ে গেছে মায়ামির। ৩১ ম্যাচে ৯ জয়, ৬ ড্র ও ১৬ পরাজয়ে ৩৩ পয়েন্ট নিয়ে ইস্টার্ন কনফারেন্সে পয়েন্ট তালিকার ১৪ নম্বরে আছে তারা। পয়েন্ট তালিকায় ৮ ও ৯-এ থাকা শিকাগো ও মন্ট্রিয়লের পয়েন্ট ৩৮ ও ৪০। দুটো দলই খেলেছে ৩২টি করে ম্যাচ, দুটি করে ম্যাচ এখনো তাদের বাকি। অন্যদিকে মায়ামির বাকি রয়েছে ৩ ম্যাচ। কনফারেন্স থেকে প্রথম ৯ দল খেলবে এমএলএসের প্লে অফে।

জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
১০ মিনিট আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
২ ঘণ্টা আগে
নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদনে জানা গেছে।
২ ঘণ্টা আগে