
সৌদি আরবের ক্লাব আল-নাসরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ১৫০ মিলিয়ন মার্কিন ডলারে (বাংলাদেশি ১৫৪৭ কোটি টাকা) এশিয়ান ক্লাবটিতে খেলবেন রোনালদো।
গতকাল আল-নাসরের সঙ্গে রোনালদোর দুই বছরের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইএসপিএন এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৫ সাল পর্যন্ত আল নাসরের সঙ্গে রোনালদো চুক্তিবদ্ধ হয়েছেন। প্রতি বছর ৭৫ মিলিয়ন ডলার (বাংলাদেশি ৭৭৩ কোটি টাকা) করে পাবেন পর্তুগিজ তারকা ফুটবলার। রোনালদোর সঙ্গে চুক্তি স্বাক্ষর হওয়ার পর আল-নাসর তাদের টুইটার অ্যাকাউন্টে লিখেছে, ‘ইতিহাস হতে যাচ্ছে। এই সাইনিং শুধু যে আমাদের ক্লাবকে বড় সাফল্য এনে দেবে তা-ই নয়, বরং আমাদের লীগ, জাতি ও ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। আপনার নতুন ক্লাবে আপনাকে স্বাগতম।’
নতুন ক্লাবের সঙ্গে চুক্তি স্বাক্ষর করার পর রোনালদো নিজেও ভীষণ রোমাঞ্চিত। পর্তুগিজ তারকা ফুটবলার বলেন, ‘ভিন্ন দেশ এবং ভিন্ন লিগে খেলতে আমি ভীষণ রোমাঞ্চিত। সতীর্থদের সঙ্গে খেলতে আমি মুখিয়ে আছি এবং দলকে আরও সাফল্য এনে দিতে চেষ্টা করব।’
রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, স্পোর্টিং সিপি, জুভেন্টাস—এই চার ক্লাবের হয়ে খেলেছেন রোনালদো। ৯৪৯ ম্যাচে ৭০১ গোলের সঙ্গে ২২৩ গোলে অ্যাসিস্ট করেছেন। সবচেয়ে বেশি ম্যাচ খেলা এবং গোল করা দুটোই হয়েছে রিয়াল মাদ্রিদের জার্সিতে। লস ব্লাংকোসদের হয়ে ৪৩৮ ম্যাচে করেছেন ৪৫০ গোল। ইউনাইটেডের জার্সিতে ৩৪৬ ম্যাচে ১৪৫ গোল করেছেন। জুভেন্টাসের হয়ে ১৩৪ ম্যাচে করেছেন ১০১ গোল। সবচেয়ে কম গোল করেছেন স্পোর্টিং সিপির জার্সিতে। স্বদেশি ক্লাবের হয়ে ৩১ ম্যাচে ৫ গোল করেছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।

সৌদি আরবের ক্লাব আল-নাসরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ১৫০ মিলিয়ন মার্কিন ডলারে (বাংলাদেশি ১৫৪৭ কোটি টাকা) এশিয়ান ক্লাবটিতে খেলবেন রোনালদো।
গতকাল আল-নাসরের সঙ্গে রোনালদোর দুই বছরের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইএসপিএন এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৫ সাল পর্যন্ত আল নাসরের সঙ্গে রোনালদো চুক্তিবদ্ধ হয়েছেন। প্রতি বছর ৭৫ মিলিয়ন ডলার (বাংলাদেশি ৭৭৩ কোটি টাকা) করে পাবেন পর্তুগিজ তারকা ফুটবলার। রোনালদোর সঙ্গে চুক্তি স্বাক্ষর হওয়ার পর আল-নাসর তাদের টুইটার অ্যাকাউন্টে লিখেছে, ‘ইতিহাস হতে যাচ্ছে। এই সাইনিং শুধু যে আমাদের ক্লাবকে বড় সাফল্য এনে দেবে তা-ই নয়, বরং আমাদের লীগ, জাতি ও ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। আপনার নতুন ক্লাবে আপনাকে স্বাগতম।’
নতুন ক্লাবের সঙ্গে চুক্তি স্বাক্ষর করার পর রোনালদো নিজেও ভীষণ রোমাঞ্চিত। পর্তুগিজ তারকা ফুটবলার বলেন, ‘ভিন্ন দেশ এবং ভিন্ন লিগে খেলতে আমি ভীষণ রোমাঞ্চিত। সতীর্থদের সঙ্গে খেলতে আমি মুখিয়ে আছি এবং দলকে আরও সাফল্য এনে দিতে চেষ্টা করব।’
রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, স্পোর্টিং সিপি, জুভেন্টাস—এই চার ক্লাবের হয়ে খেলেছেন রোনালদো। ৯৪৯ ম্যাচে ৭০১ গোলের সঙ্গে ২২৩ গোলে অ্যাসিস্ট করেছেন। সবচেয়ে বেশি ম্যাচ খেলা এবং গোল করা দুটোই হয়েছে রিয়াল মাদ্রিদের জার্সিতে। লস ব্লাংকোসদের হয়ে ৪৩৮ ম্যাচে করেছেন ৪৫০ গোল। ইউনাইটেডের জার্সিতে ৩৪৬ ম্যাচে ১৪৫ গোল করেছেন। জুভেন্টাসের হয়ে ১৩৪ ম্যাচে করেছেন ১০১ গোল। সবচেয়ে কম গোল করেছেন স্পোর্টিং সিপির জার্সিতে। স্বদেশি ক্লাবের হয়ে ৩১ ম্যাচে ৫ গোল করেছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।

২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপের সেমিফাইনাল খেলেছে আফগানিস্তান। এই সংস্করণের বিশ্বকাপের পরবর্তী পর্বেও আফগানরা শেষ চারে জায়গা করে নেবে বলে মনে করেন ভারতের সাবেক ক্রিকেটার হরভজন সিং।
৪ ঘণ্টা আগে
ভাই হারালেন জিম্বাবুয়ের টি-টোয়েন্টি দলের অধিনায়ক সিকান্দার রাজা। মাত্র ১৩ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছেন এই তারকা অলরাউন্ডারের ছোট ভাই মুহাম্মাদ মাহদি। এক বিবৃতিতে জিম্বাবুয়ে ক্রিকেট (এনজেডসি) বিষয়টি নিশ্চিত করেছে।
৭ ঘণ্টা আগে
তিন ভেন্যুতে ২০২৬ বিপিএল হওয়ার কথা থাকলেও এবার সেটা দুই ভেন্যুতে করা হচ্ছে। চট্টগ্রামের বীরশ্রেষ্ঠ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের নাম বিপিএলের ভেন্যুর তালিকা থেকে বাদ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৯ ঘণ্টা আগে
দেশে ফেরার জন্য বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সবুজ সংকেত পেয়েছিলেন সাকিব আল হাসান। কিন্তু শেষ পর্যন্ত দেশে ফিরতে না পারায় বিসিবির পাশাপাশি সাবেক ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া এবং বর্তমান ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুলকে দায়ী করেন এই অলরাউন্ডার। সম্প্রতি আজকের পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকারে এস
৯ ঘণ্টা আগে