
সৌদি আরবের ক্লাব আল-নাসরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ১৫০ মিলিয়ন মার্কিন ডলারে (বাংলাদেশি ১৫৪৭ কোটি টাকা) এশিয়ান ক্লাবটিতে খেলবেন রোনালদো।
গতকাল আল-নাসরের সঙ্গে রোনালদোর দুই বছরের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইএসপিএন এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৫ সাল পর্যন্ত আল নাসরের সঙ্গে রোনালদো চুক্তিবদ্ধ হয়েছেন। প্রতি বছর ৭৫ মিলিয়ন ডলার (বাংলাদেশি ৭৭৩ কোটি টাকা) করে পাবেন পর্তুগিজ তারকা ফুটবলার। রোনালদোর সঙ্গে চুক্তি স্বাক্ষর হওয়ার পর আল-নাসর তাদের টুইটার অ্যাকাউন্টে লিখেছে, ‘ইতিহাস হতে যাচ্ছে। এই সাইনিং শুধু যে আমাদের ক্লাবকে বড় সাফল্য এনে দেবে তা-ই নয়, বরং আমাদের লীগ, জাতি ও ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। আপনার নতুন ক্লাবে আপনাকে স্বাগতম।’
নতুন ক্লাবের সঙ্গে চুক্তি স্বাক্ষর করার পর রোনালদো নিজেও ভীষণ রোমাঞ্চিত। পর্তুগিজ তারকা ফুটবলার বলেন, ‘ভিন্ন দেশ এবং ভিন্ন লিগে খেলতে আমি ভীষণ রোমাঞ্চিত। সতীর্থদের সঙ্গে খেলতে আমি মুখিয়ে আছি এবং দলকে আরও সাফল্য এনে দিতে চেষ্টা করব।’
রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, স্পোর্টিং সিপি, জুভেন্টাস—এই চার ক্লাবের হয়ে খেলেছেন রোনালদো। ৯৪৯ ম্যাচে ৭০১ গোলের সঙ্গে ২২৩ গোলে অ্যাসিস্ট করেছেন। সবচেয়ে বেশি ম্যাচ খেলা এবং গোল করা দুটোই হয়েছে রিয়াল মাদ্রিদের জার্সিতে। লস ব্লাংকোসদের হয়ে ৪৩৮ ম্যাচে করেছেন ৪৫০ গোল। ইউনাইটেডের জার্সিতে ৩৪৬ ম্যাচে ১৪৫ গোল করেছেন। জুভেন্টাসের হয়ে ১৩৪ ম্যাচে করেছেন ১০১ গোল। সবচেয়ে কম গোল করেছেন স্পোর্টিং সিপির জার্সিতে। স্বদেশি ক্লাবের হয়ে ৩১ ম্যাচে ৫ গোল করেছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।

সৌদি আরবের ক্লাব আল-নাসরের সঙ্গে চুক্তিবদ্ধ হয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ১৫০ মিলিয়ন মার্কিন ডলারে (বাংলাদেশি ১৫৪৭ কোটি টাকা) এশিয়ান ক্লাবটিতে খেলবেন রোনালদো।
গতকাল আল-নাসরের সঙ্গে রোনালদোর দুই বছরের চুক্তি স্বাক্ষরিত হয়েছে। ইএসপিএন এক বিবৃতিতে জানিয়েছে, ২০২৫ সাল পর্যন্ত আল নাসরের সঙ্গে রোনালদো চুক্তিবদ্ধ হয়েছেন। প্রতি বছর ৭৫ মিলিয়ন ডলার (বাংলাদেশি ৭৭৩ কোটি টাকা) করে পাবেন পর্তুগিজ তারকা ফুটবলার। রোনালদোর সঙ্গে চুক্তি স্বাক্ষর হওয়ার পর আল-নাসর তাদের টুইটার অ্যাকাউন্টে লিখেছে, ‘ইতিহাস হতে যাচ্ছে। এই সাইনিং শুধু যে আমাদের ক্লাবকে বড় সাফল্য এনে দেবে তা-ই নয়, বরং আমাদের লীগ, জাতি ও ভবিষ্যৎ প্রজন্মকে অনুপ্রাণিত করবে। আপনার নতুন ক্লাবে আপনাকে স্বাগতম।’
নতুন ক্লাবের সঙ্গে চুক্তি স্বাক্ষর করার পর রোনালদো নিজেও ভীষণ রোমাঞ্চিত। পর্তুগিজ তারকা ফুটবলার বলেন, ‘ভিন্ন দেশ এবং ভিন্ন লিগে খেলতে আমি ভীষণ রোমাঞ্চিত। সতীর্থদের সঙ্গে খেলতে আমি মুখিয়ে আছি এবং দলকে আরও সাফল্য এনে দিতে চেষ্টা করব।’
রিয়াল মাদ্রিদ, ম্যানচেস্টার ইউনাইটেড, স্পোর্টিং সিপি, জুভেন্টাস—এই চার ক্লাবের হয়ে খেলেছেন রোনালদো। ৯৪৯ ম্যাচে ৭০১ গোলের সঙ্গে ২২৩ গোলে অ্যাসিস্ট করেছেন। সবচেয়ে বেশি ম্যাচ খেলা এবং গোল করা দুটোই হয়েছে রিয়াল মাদ্রিদের জার্সিতে। লস ব্লাংকোসদের হয়ে ৪৩৮ ম্যাচে করেছেন ৪৫০ গোল। ইউনাইটেডের জার্সিতে ৩৪৬ ম্যাচে ১৪৫ গোল করেছেন। জুভেন্টাসের হয়ে ১৩৪ ম্যাচে করেছেন ১০১ গোল। সবচেয়ে কম গোল করেছেন স্পোর্টিং সিপির জার্সিতে। স্বদেশি ক্লাবের হয়ে ৩১ ম্যাচে ৫ গোল করেছেন পর্তুগিজ এই ফরোয়ার্ড।

২০২৬ অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ ছিল বাংলাদেশের। কিন্তু আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন বাংলাদেশ সেই সুযোগটা পেলেন কোথায়! বৃষ্টির বাগড়ায় টুর্নামেন্টের আগে নিজেদের ঠিকমতো ঝালিয়ে নিতে পারলেন না তামিম-জাওয়াদ আবরাররা।
১০ ঘণ্টা আগে
রুবেন আমোরিমকে ৫ জানুয়ারি ছাঁটাই করে দলের পরের দুই ম্যাচের জন্য ম্যানচেস্টার ইউনাইটেড দায়িত্ব দিয়েছিল ক্লাবেরই অনূর্ধ্ব-১৮ দলের কোচ ড্যারেন ফ্লেচারকে। সে দুই ম্যাচের পর দলের ডাগআউটে বসবেন কে? শোনা যাচ্ছে চলতি মৌসুমের অন্য সময়ের জন্য ৪৪ বছর বয়সী মাইকেল ক্যারিকই দায়িত্ব নিতে যাচ্ছেন ওল্ড ট্রাফোর্ডের দ
১১ ঘণ্টা আগে
২০২৬ বাংলাদেশ প্রিমিয়ার লিগ (বিপিএল) শেষেই লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ঝাঁপিয়ে পড়তে হবে টি-টোয়েন্টি বিশ্বকাপে। বিপিএল খেলে লিটনদের বিশ্বকাপের প্রস্তুতি কেমন হচ্ছে, সেটা নিয়ে কথাবার্তা বেশি হওয়ার কথা। কিন্তু সেগুলো বাদ দিয়ে বরং বিশ্বকাপে বাংলাদেশের ভেন্যু পরিবর্তন নিয়ে আলাপ-আলোচনা বেশি হচ্ছে।
১১ ঘণ্টা আগে
ভারতের দিল্লি ও গুয়াহাটি ঘুরে আগামীকাল বাংলাদেশে আসছে ফিফা বিশ্বকাপ ট্রফি। সোনালী এই ট্রফি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সকাল ১০টায় অবতরণ করবে। দুপুরে রাজধানীর রেডিসন ব্লু হোটেলে রাখা হবে প্রদর্শনের জন্য।
১৩ ঘণ্টা আগে