Ajker Patrika

ভয়াবহ ভূমিকম্পের পর আলো ছড়ালেন মেসি

 ক্রীড়া ডেস্ক
অলিম্পিয়ার জালে বল পাঠালেন মেসি। ছবি: এএফপি
অলিম্পিয়ার জালে বল পাঠালেন মেসি। ছবি: এএফপি

ম্যাচ শুরুর ঘণ্টা দুয়েক আগে ৭.৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে হন্ডুরাসের উত্তরাঞ্চল। ভূমিকম্পের পর অলিম্পিয়াকো মেট্রোপলিটানোয় আলো ছড়ালেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। প্রাক মৌসুম সফরে চতুর্থ ও শেষ ম্যাচ খেলতে নেমেছিল ইন্টার মায়ামি। দারুণ একটি গোল করেছেন মেসি, সহায়তা করেছেন দুই গোলে। মসের ঝলকে হন্ডুরান ক্লাব দেপোর্তিভো অলিম্পিয়াকে এমএলএস ক্লাবটি ৫-০ গোলে বিধ্বস্ত করেছে।

কিক-অফের দুই ঘণ্টারও কম সময় আগে হন্ডুরাসের উত্তরে এবং কেম্যান দ্বীপপুঞ্জের দক্ষিণ-পশ্চিমে ক্যারিবিয়ান সাগরে ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। খেলা শুরু হয়েছিল ভূমিকম্পের পরই।

গোল উৎসবের শুরুটাও মেসির কল্যাণে। ২৭ মিনিটে দারুণ এক গোলে মায়ামিকে এগিয়ে নেন বিশ্বকাপজয়ী তারকা। প্রাক মৌসুমে যা আর্জেন্টাইন তারকার দ্বিতীয় গোল। বিরতির আগে মুহূর্তে তিন মিনিটের ব্যবধানে দুটি অ্যাসিস্টও করেছেন মেসি। নিজেদের মাঠে এখানেই যেন ম্যাচ থেকে ছিটকে যায় অলিম্পিয়াকে।

৪৪ মিনিটে মেসির সহায়তায় গোল করেন ফেদেরিকো রেদোনদো। প্রথমার্ধের যোগ করা সময়ে আরেকটি গোল করিয়েছেন নোয়া অ্যালেন। মেসির গোলে সহায়তা করা লুইস সুয়ারেজও জালের দেখা পান ৫৪ মিনিটে। স্কোর ৪-০ হলে ৬২ মিনিটে বদলি হয়ে মাঠ ছেড়ে গেছেন মেসি। ৭৯ মিনিটে পঞ্চম গোলটি করেন রায়ান সেইলর।

নতুন কোচ ও মেসির সাবেক সতীর্থ হাভিয়ের মাসচেরানোর অধীনে প্রাক মৌসুমের চারটি ম্যাচেই জিতেছে মায়ামি। ঘরের মাঠে মেজর লিগ সকারে তাদের উদ্বোধনী ম্যাচ ২২ ফেব্রুয়ারি। প্রতিপক্ষ নিউইয়র্ক সিটি এফসি। মাসচেরানোর অধীনে এবার মৌসুম শুরু করবেন একসময়ের সতীর্থ মেসি-সুয়ারেজরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বিএসএমএমইউতে হেনস্তার ঘটনা নিয়ে যা বললেন প্রাণ গোপালের মেয়ে ডা. অনিন্দিতা

বান্ডিল বান্ডিল টাকা ছেড়ে আমার জামাইকে নিয়ে আসব: গ্রেপ্তার ছোট সাজ্জাদের স্ত্রী

স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ কেন হচ্ছে না, ব্যাখ্যা দিলেন প্রেস সচিব

কত টাকা বেতন পান নাসার মহাকাশচারীরা

জামিনে বেরিয়েই ছদ্মনামে হাসপাতালে ভর্তি হন ‘ডিবি হেফাজতে’ মৃত এজাজ

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত