ক্রীড়া ডেস্ক
ম্যাচ শুরুর ঘণ্টা দুয়েক আগে ৭.৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে হন্ডুরাসের উত্তরাঞ্চল। ভূমিকম্পের পর অলিম্পিয়াকো মেট্রোপলিটানোয় আলো ছড়ালেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। প্রাক মৌসুম সফরে চতুর্থ ও শেষ ম্যাচ খেলতে নেমেছিল ইন্টার মায়ামি। দারুণ একটি গোল করেছেন মেসি, সহায়তা করেছেন দুই গোলে। মসের ঝলকে হন্ডুরান ক্লাব দেপোর্তিভো অলিম্পিয়াকে এমএলএস ক্লাবটি ৫-০ গোলে বিধ্বস্ত করেছে।
কিক-অফের দুই ঘণ্টারও কম সময় আগে হন্ডুরাসের উত্তরে এবং কেম্যান দ্বীপপুঞ্জের দক্ষিণ-পশ্চিমে ক্যারিবিয়ান সাগরে ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। খেলা শুরু হয়েছিল ভূমিকম্পের পরই।
গোল উৎসবের শুরুটাও মেসির কল্যাণে। ২৭ মিনিটে দারুণ এক গোলে মায়ামিকে এগিয়ে নেন বিশ্বকাপজয়ী তারকা। প্রাক মৌসুমে যা আর্জেন্টাইন তারকার দ্বিতীয় গোল। বিরতির আগে মুহূর্তে তিন মিনিটের ব্যবধানে দুটি অ্যাসিস্টও করেছেন মেসি। নিজেদের মাঠে এখানেই যেন ম্যাচ থেকে ছিটকে যায় অলিম্পিয়াকে।
৪৪ মিনিটে মেসির সহায়তায় গোল করেন ফেদেরিকো রেদোনদো। প্রথমার্ধের যোগ করা সময়ে আরেকটি গোল করিয়েছেন নোয়া অ্যালেন। মেসির গোলে সহায়তা করা লুইস সুয়ারেজও জালের দেখা পান ৫৪ মিনিটে। স্কোর ৪-০ হলে ৬২ মিনিটে বদলি হয়ে মাঠ ছেড়ে গেছেন মেসি। ৭৯ মিনিটে পঞ্চম গোলটি করেন রায়ান সেইলর।
নতুন কোচ ও মেসির সাবেক সতীর্থ হাভিয়ের মাসচেরানোর অধীনে প্রাক মৌসুমের চারটি ম্যাচেই জিতেছে মায়ামি। ঘরের মাঠে মেজর লিগ সকারে তাদের উদ্বোধনী ম্যাচ ২২ ফেব্রুয়ারি। প্রতিপক্ষ নিউইয়র্ক সিটি এফসি। মাসচেরানোর অধীনে এবার মৌসুম শুরু করবেন একসময়ের সতীর্থ মেসি-সুয়ারেজরা।
ম্যাচ শুরুর ঘণ্টা দুয়েক আগে ৭.৬ মাত্রার ভয়াবহ ভূমিকম্পে কেঁপে ওঠে হন্ডুরাসের উত্তরাঞ্চল। ভূমিকম্পের পর অলিম্পিয়াকো মেট্রোপলিটানোয় আলো ছড়ালেন আর্জেন্টাইন সুপারস্টার লিওনেল মেসি। প্রাক মৌসুম সফরে চতুর্থ ও শেষ ম্যাচ খেলতে নেমেছিল ইন্টার মায়ামি। দারুণ একটি গোল করেছেন মেসি, সহায়তা করেছেন দুই গোলে। মসের ঝলকে হন্ডুরান ক্লাব দেপোর্তিভো অলিম্পিয়াকে এমএলএস ক্লাবটি ৫-০ গোলে বিধ্বস্ত করেছে।
কিক-অফের দুই ঘণ্টারও কম সময় আগে হন্ডুরাসের উত্তরে এবং কেম্যান দ্বীপপুঞ্জের দক্ষিণ-পশ্চিমে ক্যারিবিয়ান সাগরে ৭.৬ মাত্রার ভূমিকম্প আঘাত হেনেছিল। খেলা শুরু হয়েছিল ভূমিকম্পের পরই।
গোল উৎসবের শুরুটাও মেসির কল্যাণে। ২৭ মিনিটে দারুণ এক গোলে মায়ামিকে এগিয়ে নেন বিশ্বকাপজয়ী তারকা। প্রাক মৌসুমে যা আর্জেন্টাইন তারকার দ্বিতীয় গোল। বিরতির আগে মুহূর্তে তিন মিনিটের ব্যবধানে দুটি অ্যাসিস্টও করেছেন মেসি। নিজেদের মাঠে এখানেই যেন ম্যাচ থেকে ছিটকে যায় অলিম্পিয়াকে।
৪৪ মিনিটে মেসির সহায়তায় গোল করেন ফেদেরিকো রেদোনদো। প্রথমার্ধের যোগ করা সময়ে আরেকটি গোল করিয়েছেন নোয়া অ্যালেন। মেসির গোলে সহায়তা করা লুইস সুয়ারেজও জালের দেখা পান ৫৪ মিনিটে। স্কোর ৪-০ হলে ৬২ মিনিটে বদলি হয়ে মাঠ ছেড়ে গেছেন মেসি। ৭৯ মিনিটে পঞ্চম গোলটি করেন রায়ান সেইলর।
নতুন কোচ ও মেসির সাবেক সতীর্থ হাভিয়ের মাসচেরানোর অধীনে প্রাক মৌসুমের চারটি ম্যাচেই জিতেছে মায়ামি। ঘরের মাঠে মেজর লিগ সকারে তাদের উদ্বোধনী ম্যাচ ২২ ফেব্রুয়ারি। প্রতিপক্ষ নিউইয়র্ক সিটি এফসি। মাসচেরানোর অধীনে এবার মৌসুম শুরু করবেন একসময়ের সতীর্থ মেসি-সুয়ারেজরা।
‘মাতৃভূমিতে স্বাগত হামজা’, ‘হামজা দ্য কিং’—এসব স্লোগানের মধ্যে অন্য কিছু শোনা প্রায় অসম্ভব। ফুটবল ভক্তদের এমন উন্মাদনা হামজা চৌধুরী শুধু নিজ চোখে দেখলেনই না, রোমাঞ্চিতও হলেন।
২০ মিনিট আগেএকই রাতে জ্বলে উঠল আর্জেন্টিনার সামনের সারি। মেজর লিগ সকারে (এমএলএস) আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে নজরকাড়া এক গোল করলেন লিওনেল মেসি, লা লিগায় বার্সেলোনার বিপক্ষে হুলিয়ান আলভারেজ করলেন লক্ষ্যভেদ আর সিরি-আয় আটালান্টার সঙ্গে লাউতারো মার্তিনেজের...
১ ঘণ্টা আগেসিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে আজকের চিত্রটা একটু অন্যরকম। সকাল থেকেই দেখা ফুটবলপ্রেমীদের আনাগোনা। শুধুমাত্র একজনের জন্যই তাঁদের এত ব্যাকুলতা।
৩ ঘণ্টা আগেআর কিছুক্ষণ পরই বাংলাদেশে পা রাখবেন হামজা চৌধুরী। তাঁকে বরণ করে নিতে সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে ছুটে যাচ্ছেন ভক্তরা। শুধু ঢাকা, সিলেট আর হবিগঞ্জই নয়, গিয়েছেন আরও অনেক জেলা থেকেই।
৩ ঘণ্টা আগে