নিজস্ব প্রতিবেদক, ঢাকা

বাংলাদেশের নারী ফুটবলের ঘরোয়া লিগের কাঠামো এখনো তথৈবচ। নামকাওয়াস্তে মাঝেসাজে যে একটি নারী লিগ আয়োজন হয় তার মান নিয়েও আছে বিশাল বড় প্রশ্ন চিহ্ন! নড়বড়ে কাঠামোর নারী ফুটবলে হঠাৎ করেই চমক ফ্র্যাঞ্চাইজি ‘বাংলাদেশ উইমেন্স সুপার লিগ’!
ছেলেদের ফুটবলে ভারতের আদলে হবে ফ্র্যাঞ্চাইজি লিগ, এমনটা শোনা যাচ্ছিল কত কয়েক বছর ধরে। ধুঁকতে থাকা ছেলেদের ফুটবল থেকে নজর সরিয়ে দিয়ে চমক হয়ে এসেছে উইমেন্স সুপার লিগ। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান কে-স্পোর্টসের যৌথ উদ্যোগে যে টুর্নামেন্টের প্রস্তাবিত সূচি আগামী মে মাসে।
গত বছর নেপালে নারী সাফ জয়ের পর বাংলাদেশের ফুটবল যেন এখন কেবল নারী কেন্দ্রিক। তাই কে-স্পোর্টসের ফ্র্যাঞ্চাইজি ফুটবলের আয়োজন নারী ফুটবলকে ঘিরে। আজ রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে হয়ে গেল টুর্নামেন্টের ঘোষণা এবং লোগো উন্মোচন। কে-স্পোর্টসের দাবি, বাংলাদেশের নারী ফুটবলের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উইমেন্স সুপার লিগ!
উইমেন্স সুপার লিগের প্রস্তাবিত সূচি আগামী মে মাস। ৫ থেকে ৬ দল নিয়ে হতে পারে নারীদের ফ্র্যাঞ্চাইজি লিগ। প্রস্তাবিত ম্যাচের সংখ্যা ১৯ থেকে ২৪। ভেন্যু হতে পারে ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনা ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম। নারীদের ঘরোয়া ফুটবলে বিদেশি ফুটবলার খেলানোর ব্যবস্থা না থাকলেও ফ্র্যাঞ্চাইজি লিগে আনা হবে বিদেশি ফুটবলার। কোটা পদ্ধতিতে ফুটবলার আসবে দক্ষিণ এশিয়া ও ফিফা ভুক্ত দেশ থেকে। তিন বিদেশির সঙ্গে চাইলে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ যোগ করতে পারবেন আরও দুই বিদেশি ফুটবলার। তবে এসব কিছুই প্রস্তাবিত বলে জানিয়েছেন কে-স্পোর্টসের স্বত্বাধিকারী ফাহাদ এম এ করিম। ফুটবলারদের পারিশ্রমিক কত হবে সেটা নিয়েও আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি।
ফ্র্যাঞ্চাইজি ফুটবলে কী লাভ হবে মেয়েদের? বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের দাবি, এই লিগ থেকে আয়ের রাস্তা খুলে গেল মেয়েদের। তিনি বলেছেন, ‘এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে মেয়েরা অতিরিক্ত টাকা পাবে আর খেলার সুযোগ পাবে। যে পয়সা ওরা পায় এখন সেটা বড় নয়। কিছু টাকা আয়ের রাস্তা বের করে দিতে পারলে ভালো হবে।’ বাফুফে নারী ফুটবল উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণের দাবি,‘এখন আমরা একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছি। এই লিগ মেয়েদের ফুটবল আরও উচ্চতায় নিয়ে যাবে।’
ফ্র্যাঞ্চাইজি নিয়ে যখন খুব আশাবাদ বাফুফের। কিন্তু নারী ফুটবলে সাফল্য আসার পরও নারীদের পেশাদার লিগ কেন আয়োজন করতে পারল না বাফুফে সেই প্রশ্নের জবাবে সালাউদ্দিন বললেন, ‘ক্লাবের মালিকদের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি। সবাই বলে করছি, দেখছি। আমি তো কারও ঘাড়ে ধরতে পারব না। আশা করছি ফ্র্যাঞ্চাইজি দেখে ক্লাবগুলো আশাবাদী হয় তাহলে সেটা ফুটবলের জন্যই ভালো।’
ঠিকভাবে আয়োজন হলে নারী ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা ও ফুটবলারদের সচ্ছলতা আসবে বলে মনে করেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবলের অধিনায়ক সাবিনা খাতুন। তবে এক আসর পরেই উইমেন্স সুপার লিগের পথচলা থেমে যাবে কি না তা নিয়ে সন্দিহান সাবিনা, ‘এই লিগ চলমান থাকতে হবে। একবার শুরু করে থেমে গেলে হবে না। একে চলমান রাখতে হবে। লিগ চললে এখান থেকে অবশ্যই ভালো খেলোয়াড় উঠে আসবে, ফুটবলাররাও উৎসাহী হবে যে ভালো খেললে এই লিগ থেকে উপার্জন সম্ভব। আমাদের খেলোয়াড় উঠে আসলেও মানসম্মত খেলোয়াড়ের অভাব আছে। মেয়েরা যখন দেখবে এখান থেকে উপার্জন হচ্ছে তখন তারা পরের বছরের জন্য পরিশ্রম করবে।’
কাদের নিয়ে, কখন, কত পারিশ্রমিক এসব বিষয় প্রশ্নের পর্যায়ে থাকলেও লোগো উন্মোচনটা হয়ে জমকালো। অনুষ্ঠানে এসেছিলেন আজমেরী হক বাঁধন, তানজিন তিশা, সংগীত শিল্পী শারমিন সুলতানা সুমিদের মতো রঙিন জগতের তারকারা। তবে এদের ছাপিয়ে আলো কেড়েছেন ফ্রি-স্টাইল ফুটবলের বিশ্ব চ্যাম্পিয়ন ও বিশ্ব রেকর্ডধারী আগুসকা ও প্যাট্রিক। ফ্রি-স্টাইলে নানা কারিকুরি দেখিয়ে মন ভরিয়েছেন দুই জার্মান।

বাংলাদেশের নারী ফুটবলের ঘরোয়া লিগের কাঠামো এখনো তথৈবচ। নামকাওয়াস্তে মাঝেসাজে যে একটি নারী লিগ আয়োজন হয় তার মান নিয়েও আছে বিশাল বড় প্রশ্ন চিহ্ন! নড়বড়ে কাঠামোর নারী ফুটবলে হঠাৎ করেই চমক ফ্র্যাঞ্চাইজি ‘বাংলাদেশ উইমেন্স সুপার লিগ’!
ছেলেদের ফুটবলে ভারতের আদলে হবে ফ্র্যাঞ্চাইজি লিগ, এমনটা শোনা যাচ্ছিল কত কয়েক বছর ধরে। ধুঁকতে থাকা ছেলেদের ফুটবল থেকে নজর সরিয়ে দিয়ে চমক হয়ে এসেছে উইমেন্স সুপার লিগ। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও স্পোর্টস ইভেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠান কে-স্পোর্টসের যৌথ উদ্যোগে যে টুর্নামেন্টের প্রস্তাবিত সূচি আগামী মে মাসে।
গত বছর নেপালে নারী সাফ জয়ের পর বাংলাদেশের ফুটবল যেন এখন কেবল নারী কেন্দ্রিক। তাই কে-স্পোর্টসের ফ্র্যাঞ্চাইজি ফুটবলের আয়োজন নারী ফুটবলকে ঘিরে। আজ রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে হয়ে গেল টুর্নামেন্টের ঘোষণা এবং লোগো উন্মোচন। কে-স্পোর্টসের দাবি, বাংলাদেশের নারী ফুটবলের অগ্রযাত্রায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে উইমেন্স সুপার লিগ!
উইমেন্স সুপার লিগের প্রস্তাবিত সূচি আগামী মে মাস। ৫ থেকে ৬ দল নিয়ে হতে পারে নারীদের ফ্র্যাঞ্চাইজি লিগ। প্রস্তাবিত ম্যাচের সংখ্যা ১৯ থেকে ২৪। ভেন্যু হতে পারে ঢাকার বসুন্ধরা কিংস অ্যারেনা ও সিলেট আন্তর্জাতিক স্টেডিয়াম। নারীদের ঘরোয়া ফুটবলে বিদেশি ফুটবলার খেলানোর ব্যবস্থা না থাকলেও ফ্র্যাঞ্চাইজি লিগে আনা হবে বিদেশি ফুটবলার। কোটা পদ্ধতিতে ফুটবলার আসবে দক্ষিণ এশিয়া ও ফিফা ভুক্ত দেশ থেকে। তিন বিদেশির সঙ্গে চাইলে ফ্র্যাঞ্চাইজি কর্তৃপক্ষ যোগ করতে পারবেন আরও দুই বিদেশি ফুটবলার। তবে এসব কিছুই প্রস্তাবিত বলে জানিয়েছেন কে-স্পোর্টসের স্বত্বাধিকারী ফাহাদ এম এ করিম। ফুটবলারদের পারিশ্রমিক কত হবে সেটা নিয়েও আলোচনা চলছে বলে জানিয়েছেন তিনি।
ফ্র্যাঞ্চাইজি ফুটবলে কী লাভ হবে মেয়েদের? বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিনের দাবি, এই লিগ থেকে আয়ের রাস্তা খুলে গেল মেয়েদের। তিনি বলেছেন, ‘এখানে সবচেয়ে বড় সুবিধা হচ্ছে মেয়েরা অতিরিক্ত টাকা পাবে আর খেলার সুযোগ পাবে। যে পয়সা ওরা পায় এখন সেটা বড় নয়। কিছু টাকা আয়ের রাস্তা বের করে দিতে পারলে ভালো হবে।’ বাফুফে নারী ফুটবল উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণের দাবি,‘এখন আমরা একটা পর্যায়ে এসে দাঁড়িয়েছি। এই লিগ মেয়েদের ফুটবল আরও উচ্চতায় নিয়ে যাবে।’
ফ্র্যাঞ্চাইজি নিয়ে যখন খুব আশাবাদ বাফুফের। কিন্তু নারী ফুটবলে সাফল্য আসার পরও নারীদের পেশাদার লিগ কেন আয়োজন করতে পারল না বাফুফে সেই প্রশ্নের জবাবে সালাউদ্দিন বললেন, ‘ক্লাবের মালিকদের সঙ্গে আমি ব্যক্তিগতভাবে কথা বলেছি। সবাই বলে করছি, দেখছি। আমি তো কারও ঘাড়ে ধরতে পারব না। আশা করছি ফ্র্যাঞ্চাইজি দেখে ক্লাবগুলো আশাবাদী হয় তাহলে সেটা ফুটবলের জন্যই ভালো।’
ঠিকভাবে আয়োজন হলে নারী ফুটবলে প্রতিদ্বন্দ্বিতা ও ফুটবলারদের সচ্ছলতা আসবে বলে মনে করেন বাংলাদেশ জাতীয় নারী ফুটবলের অধিনায়ক সাবিনা খাতুন। তবে এক আসর পরেই উইমেন্স সুপার লিগের পথচলা থেমে যাবে কি না তা নিয়ে সন্দিহান সাবিনা, ‘এই লিগ চলমান থাকতে হবে। একবার শুরু করে থেমে গেলে হবে না। একে চলমান রাখতে হবে। লিগ চললে এখান থেকে অবশ্যই ভালো খেলোয়াড় উঠে আসবে, ফুটবলাররাও উৎসাহী হবে যে ভালো খেললে এই লিগ থেকে উপার্জন সম্ভব। আমাদের খেলোয়াড় উঠে আসলেও মানসম্মত খেলোয়াড়ের অভাব আছে। মেয়েরা যখন দেখবে এখান থেকে উপার্জন হচ্ছে তখন তারা পরের বছরের জন্য পরিশ্রম করবে।’
কাদের নিয়ে, কখন, কত পারিশ্রমিক এসব বিষয় প্রশ্নের পর্যায়ে থাকলেও লোগো উন্মোচনটা হয়ে জমকালো। অনুষ্ঠানে এসেছিলেন আজমেরী হক বাঁধন, তানজিন তিশা, সংগীত শিল্পী শারমিন সুলতানা সুমিদের মতো রঙিন জগতের তারকারা। তবে এদের ছাপিয়ে আলো কেড়েছেন ফ্রি-স্টাইল ফুটবলের বিশ্ব চ্যাম্পিয়ন ও বিশ্ব রেকর্ডধারী আগুসকা ও প্যাট্রিক। ফ্রি-স্টাইলে নানা কারিকুরি দেখিয়ে মন ভরিয়েছেন দুই জার্মান।

নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইয়ে দুর্দান্ত খেলছে বাংলাদেশ। যুক্তরাষ্ট্র, পাপুয়া নিউগিনির বিপক্ষে দুই ম্যাচেই দাপুটে জয় পেয়েছে নিগার সুলতানা জ্যোতির নেতৃত্বাধীন বাংলাদেশ। তবে র্যাঙ্কিংয়ে বাংলাদেশ অধিনায়ক পেছালেও এগিয়েছেন তাঁর সতীর্থ শারমিন আকতার সুপ্তা।
৮ ঘণ্টা আগে
২০২৬ বিপিএল শুরুর আগের দিনই স্বত্বাধিকারীশূন্য হয়ে পড়ে চট্টগ্রাম রয়্যালস। ট্রায়াঙ্গুলার সার্ভিসেস মালিকানা ছেড়ে দেলে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ফ্র্যাঞ্চাইজিটির দায়িত্ব নিয়েছে। বিসিবি দায়িত্ব নেওয়ার পরই সামাজিক মাধ্যমে ফ্র্যাঞ্চাইজিটিকে ‘কমিটির টিম’ বলে অভিহিত করেন নেটিজেনরা।
৯ ঘণ্টা আগে
কলম্বো থেকে মিরপুর—আট বছর ব্যবধানে এশিয়া মহাদেশের দুই শহরে দেখা গেল একই চিত্রনাট্য। ২০১৮ নিদাহাস ট্রফিতে সৌম্য সরকারকে সোজা এক্সট্রা কাভারের ওপর দিয়ে দিনেশ কার্তিক তুলে মেরেছিলেন। সেই ম্যাচে ভারতীয় দল উদযাপনে ফেটে পড়লেও সাকিব আল হাসান-লিটন দাসরা চোখের পানি ধরে রাখতে পারেননি।
১০ ঘণ্টা আগে
সাফ ফুটসাল চ্যাম্পিয়নশিপে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশ। ভুটানের পর এবার শ্রীলঙ্কাকে ৫-১ গোলে হারিয়েছে সাঈদ খোদারাহমির দল। বাংলাদেশের হয়ে জোড়া গোল করেন অধিনায়ক রাহবার খান।
১০ ঘণ্টা আগে