
সমানে সমানে লড়াই বলতে যা বোঝায় তা-ই হলো গত রাতে ওয়েম্বলি স্টেডিয়ামে এফএ কাপের সেমিফাইনালে। কভেন্ট্রি-ম্যানচেস্টার ইউনাইটেড সেমিফাইনাল ম্যাচে ১২০ মিনিটেও আসেনি কোনো ফল। পেনাল্টি শুটআউটে শেষ হাসি হেসেছে ম্যান ইউনাইটেড। তবে ইউনাইটেডের রুদ্ধশ্বাস জয়ের পরও হতাশ দলটির কোচ এরিক টেন হাগ।
ওয়েম্বলিতে ৭০ মিনিট পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ ম্যান ইউনাইটেডের হাতেই ছিল। ২৩ মিনিটে স্কট ম্যাকটমিনে, প্রথমার্ধের অতিরিক্ত ১ মিনিটে সময়ে হ্যারি ম্যাগোয়ার, ৫৮ মিনিটে ব্রুনো ফার্নান্দেজ—এই তিন জনের গোলেই ইউনাইটেড এগিয়ে যায় ৩-০ গোলে। ম্যাচের ভোল পাল্টাতে শুরু করে ৭১ মিনিট থেকে। ৭১ মিনিটে কভেন্ট্রির প্রথম গোল করেন এলিস সিমস। এরপর ৭৯ ও ৯০ মিনিটের পর অতিরিক্ত ৫ মিনিটে ক্যালাম ও’হেয়ার ও হ্যাজি রাইটের গোলে ম্যাচে ৩-৩ সমতায় ফেরায় কভেন্ট্রি। ১২০ মিনিট শেষেও যখন কভেন্ট্রি-ম্যান ইউনাইটেড ম্যাচ ৩-৩ সমতায়, তখন খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ৪-২ গোলে জিতে এফএ কাপের ফাইনালে ওঠে টেন হাগের দল।
দাপটের সঙ্গে খেলেও শিষ্যরা এভাবে কঠিন করে জেতায় টেন হাগের ছিল মিশ্র অনুভূতি। ম্যাচ শেষে ইউনাইটেড কোচ বলেন, ‘আমরা বলতে পারি না যে এই গ্রুপটার জেতার মানসিকতা নেই। কারণ তারা আজকে (গতকাল) দৃঢ়তা দেখিয়েছে। তবে শেষ ভাগে তাদের ভেতর শৃঙ্খলার অভাব ছিল। এটা হচ্ছে যোগাযোগের ব্যাপার। এখানে উন্নতির প্রয়োজন। আমরা উচ্চ পর্যায়ে খেললেও একই ম্যাচে আমাদের লেভেলটাও নিচে নেমে যায়। এটা ব্যাখ্যা করার কিছু নেই। দায় দায়িত্ব নেওয়ার ব্যাপার। খেলোয়াড়দের এ ব্যাপারে বলি যে আরও একটু উন্নতি করতে হবে।’
ম্যানচেস্টার সিটির বিপক্ষে গতবার এফএ কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ম্যান ইউনাইটেড। এবারও টুর্নামেন্টটির ফাইনালে হবে ম্যানচেস্টার ডার্বি। এ নিয়ে ২২ বার এফএ কাপের ফাইনালে উঠল ইউনাইটেড। টেন হাগ বলেন, ‘প্রায় সময়ই ফল আমাদের থেকে ফস্কে যায়। তবে আজ সেটা হয়নি। ভুলগুলো দেখতে পাচ্ছি। তবে আমার কাছে এটা বিব্রতকর বিষয় না। এফএ কাপের ফাইনালে আরও একবার ওঠা অনেক বড় অর্জন। এখান থেকেই অনুপ্রেরণা নেব।’
এফএ কাপের ইতিহাসে সর্বোচ্চ ১৪ বার চ্যাম্পিয়ন হয়েছে আর্সেনাল। ১২ শিরোপা নিয়ে টুর্নামেন্টটির ইতিহাসে দ্বিতীয় সেরা দল ম্যানচেস্টার ইউনাইটেড। ইউনাইটেডের কাছে সুযোগ থাকছে সংখ্যাটা ১৩ নম্বরে নেওয়ার। একই সঙ্গে সেটা সিটির বিপক্ষে প্রতিশোধ নেওয়ারও সুযোগ। ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে সিটি সপ্তমবারের মতো এফএ কাপ জেতে গতবারই।

সমানে সমানে লড়াই বলতে যা বোঝায় তা-ই হলো গত রাতে ওয়েম্বলি স্টেডিয়ামে এফএ কাপের সেমিফাইনালে। কভেন্ট্রি-ম্যানচেস্টার ইউনাইটেড সেমিফাইনাল ম্যাচে ১২০ মিনিটেও আসেনি কোনো ফল। পেনাল্টি শুটআউটে শেষ হাসি হেসেছে ম্যান ইউনাইটেড। তবে ইউনাইটেডের রুদ্ধশ্বাস জয়ের পরও হতাশ দলটির কোচ এরিক টেন হাগ।
ওয়েম্বলিতে ৭০ মিনিট পর্যন্ত ম্যাচের নিয়ন্ত্রণ ম্যান ইউনাইটেডের হাতেই ছিল। ২৩ মিনিটে স্কট ম্যাকটমিনে, প্রথমার্ধের অতিরিক্ত ১ মিনিটে সময়ে হ্যারি ম্যাগোয়ার, ৫৮ মিনিটে ব্রুনো ফার্নান্দেজ—এই তিন জনের গোলেই ইউনাইটেড এগিয়ে যায় ৩-০ গোলে। ম্যাচের ভোল পাল্টাতে শুরু করে ৭১ মিনিট থেকে। ৭১ মিনিটে কভেন্ট্রির প্রথম গোল করেন এলিস সিমস। এরপর ৭৯ ও ৯০ মিনিটের পর অতিরিক্ত ৫ মিনিটে ক্যালাম ও’হেয়ার ও হ্যাজি রাইটের গোলে ম্যাচে ৩-৩ সমতায় ফেরায় কভেন্ট্রি। ১২০ মিনিট শেষেও যখন কভেন্ট্রি-ম্যান ইউনাইটেড ম্যাচ ৩-৩ সমতায়, তখন খেলা গড়ায় টাইব্রেকারে। টাইব্রেকারে ৪-২ গোলে জিতে এফএ কাপের ফাইনালে ওঠে টেন হাগের দল।
দাপটের সঙ্গে খেলেও শিষ্যরা এভাবে কঠিন করে জেতায় টেন হাগের ছিল মিশ্র অনুভূতি। ম্যাচ শেষে ইউনাইটেড কোচ বলেন, ‘আমরা বলতে পারি না যে এই গ্রুপটার জেতার মানসিকতা নেই। কারণ তারা আজকে (গতকাল) দৃঢ়তা দেখিয়েছে। তবে শেষ ভাগে তাদের ভেতর শৃঙ্খলার অভাব ছিল। এটা হচ্ছে যোগাযোগের ব্যাপার। এখানে উন্নতির প্রয়োজন। আমরা উচ্চ পর্যায়ে খেললেও একই ম্যাচে আমাদের লেভেলটাও নিচে নেমে যায়। এটা ব্যাখ্যা করার কিছু নেই। দায় দায়িত্ব নেওয়ার ব্যাপার। খেলোয়াড়দের এ ব্যাপারে বলি যে আরও একটু উন্নতি করতে হবে।’
ম্যানচেস্টার সিটির বিপক্ষে গতবার এফএ কাপের ফাইনালে মুখোমুখি হয়েছিল ম্যান ইউনাইটেড। এবারও টুর্নামেন্টটির ফাইনালে হবে ম্যানচেস্টার ডার্বি। এ নিয়ে ২২ বার এফএ কাপের ফাইনালে উঠল ইউনাইটেড। টেন হাগ বলেন, ‘প্রায় সময়ই ফল আমাদের থেকে ফস্কে যায়। তবে আজ সেটা হয়নি। ভুলগুলো দেখতে পাচ্ছি। তবে আমার কাছে এটা বিব্রতকর বিষয় না। এফএ কাপের ফাইনালে আরও একবার ওঠা অনেক বড় অর্জন। এখান থেকেই অনুপ্রেরণা নেব।’
এফএ কাপের ইতিহাসে সর্বোচ্চ ১৪ বার চ্যাম্পিয়ন হয়েছে আর্সেনাল। ১২ শিরোপা নিয়ে টুর্নামেন্টটির ইতিহাসে দ্বিতীয় সেরা দল ম্যানচেস্টার ইউনাইটেড। ইউনাইটেডের কাছে সুযোগ থাকছে সংখ্যাটা ১৩ নম্বরে নেওয়ার। একই সঙ্গে সেটা সিটির বিপক্ষে প্রতিশোধ নেওয়ারও সুযোগ। ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়ে সিটি সপ্তমবারের মতো এফএ কাপ জেতে গতবারই।

২৮ হাজার ১৬ আন্তর্জাতিক রান নিয়ে এত দিন কিংবদন্তি শচীন টেন্ডুলকারের পরই অবস্থান ছিল কুমার সাঙ্গাকারার। সবচেয়ে বেশি আন্তর্জাতিক রানের দৌড়ে এবার শ্রীলঙ্কান সাঙ্গাকারাকে পেছনে ফেললেন বিরাট কোহলি। ভারতীয় এই ব্যাটিং গ্রেটের সামনে শুধুই টেন্ডুলকার, যাঁর আন্তর্জাতিক রান—৩৪ হাজার ৩৫৭।
৪ ঘণ্টা আগে
নোয়াখালী এক্সপ্রেস দলে বাবা মোহাম্মদ নবির সঙ্গেই ছিলেন। একই হোটেলে থেকেছেন, দলীয় অনুশীলনে অংশ নিয়েছেন বাবার সঙ্গে। তবে এই বিপিএলে একটি ম্যাচও খেলা হয়নি তাঁর। আজ সিলেটে দিনের দ্বিতীয় ম্যাচ শুরুর আগে আনুষ্ঠানিকভাবে তাঁর মাথায় পরিয়ে দেওয়া হলো ক্যাপ। সেটিও নিজ হাতে পরিয়ে দিলেন বাবা নবি। ওপেনিংয়ে দারুণ ঔ
৪ ঘণ্টা আগে
বিশ্বকাপ খেলতে যুক্তরাষ্ট্রে গিয়ে বোস্টনে ঘাঁটি গড়বে ফ্রান্স। আর জার্মানির ঘাঁটি হবে নর্থ ক্যারোলাইনায়। ২০২৬ ফিফা বিশ্বকাপের অন্যতম দুই ফেবারিট ফ্রান্স ও জার্মানির এই অনুশীলন ক্যাম্পের কথা নিশ্চিত করেছে দুই দেশের ফুটবল ফেডারেশন।
৯ ঘণ্টা আগে
মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার পর উত্তেজনা ছড়িয়ে পড়ে বাংলাদেশ-ভারত ক্রিকেটীয় সম্পর্কে। নিরাপত্তা শঙ্কার কারণ দেখিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ ভারতে না খেলতে আইসিসিকে চিঠি পাঠিয়েছে বিসিবি। যদিও আনুষ্ঠানিক কোনো সিদ্ধান্ত আসেনি। তবে এর মধ্যেই ক্রিকেটীয় কারণে ভারতে গিয়েছেন বাংলাদেশি আম্পায়ার শরফ
৯ ঘণ্টা আগে