
ইন্টার মায়ামির হয়ে টানা তৃতীয় ম্যাচে গোল পেয়েছেন লিওনেল মেসি। সবশেষ দুই ম্যাচে আবার জোড়া গোল করেছেন। আর্জেন্টাইন অধিনায়কের গোলের ধারার মতো জয়ের ধারায় রয়েছে মায়ামিও।
মেসির জোড়া গোলের দিনে হ্যাটট্রিক জয় পেয়েছে মায়ামি। আজ নিউ ইংল্যান্ডকে ৪–১ ব্যবধানে হারিয়েছে তারা। অন্য দুটি গোল করেছেন বেঞ্জামিন ক্রিমাশ্চি ও লুই সুয়ারেজ। প্রতিপক্ষের হয়ে গোলটি করেছেন টমাস চ্যাঙ্কালে।
বড় ব্যবধানে জয় পাওয়ার ম্যাচটির শুরুটা অবশ্য ভালো ছিল না মায়ামির। রেফারির ম্যাচ শুরুর বাঁশি বাজানো শেষ হতে না হতেই যে গোল উদ্যাপনে মাতে স্বাগতিক নিউ ইংল্যান্ড। ম্যাচের ৩৭ সেকেন্ডের সময় গোল করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড চ্যাঙ্কালে।
প্রথম মিনিটেই পিছিয়ে পড়া মায়ামি আক্রমণের ধার বাড়িয়ে দেয়। তবে গোল শোধ দিতে ৩২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। রবার্ট টেলরের পাস থেকে দলকে সমতায় ফেরান মেসি। বিরতির দলকে ৬৫ মিনিটে এগিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন মেসি। বক্সের ভেতর থেকে শুট নিলেও প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গায়ে লেগে প্রতিহত হয়ে গোল-বঞ্চিত হন তিনি।
সে যাত্রায় নিউ ইংল্যান্ড বেঁচে গেলেও ২ মিনিট পর আর পারেনি। সার্জিও বুসকেতসের দুর্দান্ত এক পাসে দলকে এগিয়ে দেন মেসি। পরে হ্যাটট্রিকেরও সুযোগ পেয়েছিলেন আটবারের ব্যালন ডি’অর বিজয়ী। কিন্তু ৮৩ মিনিটে তাঁর শট দুর্দান্তভাবে রুখে দেন প্রতিপক্ষের গোলরক্ষক হেনরিক রাভাস। আর্জেন্টাইন অধিনায়ক হ্যাটট্রিক-বঞ্চিত হলেও ফিরতি বল জালে জড়িয়ে দেন ক্রেমাশ্চি।
আর শেষ দিকে ব্যবধান ৪–১ করেন সুয়ারেজ। ৮৮ মিনিটে দারুণ এক বাঁকানো শটে গোল করেন উরুগুয়ের স্ট্রাইকার। এই গোলেও সহায়তা করেন জোড়া গোল করা মেসি। হ্যাটট্রিক না পাওয়ার আক্ষেপ থাকলেও জোড়া গোলে একটা জায়গায় শীর্ষে উঠেছেন মেসি।
এবারের মৌসুমে এমএলএসের সর্বোচ্চ গোলদাতা এখন মেসি। ৯ গোলে পেছনে ফেলেছেন ক্রিস্তিয়ান আরাঙ্গোকে। রিয়েল সল্ট লেকের এই ফরোয়ার্ডের গোল ৮টি। মেসির মতো মায়ামিরও শীর্ষস্থানটা আরও সুসংহত হয়েছে। ১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে চূড়ায় তারা। ১০ ম্যাচে ১৮ পয়েন্টে দুইয়ে আছে সিনসিনাটি।

ইন্টার মায়ামির হয়ে টানা তৃতীয় ম্যাচে গোল পেয়েছেন লিওনেল মেসি। সবশেষ দুই ম্যাচে আবার জোড়া গোল করেছেন। আর্জেন্টাইন অধিনায়কের গোলের ধারার মতো জয়ের ধারায় রয়েছে মায়ামিও।
মেসির জোড়া গোলের দিনে হ্যাটট্রিক জয় পেয়েছে মায়ামি। আজ নিউ ইংল্যান্ডকে ৪–১ ব্যবধানে হারিয়েছে তারা। অন্য দুটি গোল করেছেন বেঞ্জামিন ক্রিমাশ্চি ও লুই সুয়ারেজ। প্রতিপক্ষের হয়ে গোলটি করেছেন টমাস চ্যাঙ্কালে।
বড় ব্যবধানে জয় পাওয়ার ম্যাচটির শুরুটা অবশ্য ভালো ছিল না মায়ামির। রেফারির ম্যাচ শুরুর বাঁশি বাজানো শেষ হতে না হতেই যে গোল উদ্যাপনে মাতে স্বাগতিক নিউ ইংল্যান্ড। ম্যাচের ৩৭ সেকেন্ডের সময় গোল করেন আর্জেন্টাইন ফরোয়ার্ড চ্যাঙ্কালে।
প্রথম মিনিটেই পিছিয়ে পড়া মায়ামি আক্রমণের ধার বাড়িয়ে দেয়। তবে গোল শোধ দিতে ৩২ মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়। রবার্ট টেলরের পাস থেকে দলকে সমতায় ফেরান মেসি। বিরতির দলকে ৬৫ মিনিটে এগিয়ে দেওয়ার সুযোগ পেয়েছিলেন মেসি। বক্সের ভেতর থেকে শুট নিলেও প্রতিপক্ষের এক খেলোয়াড়ের গায়ে লেগে প্রতিহত হয়ে গোল-বঞ্চিত হন তিনি।
সে যাত্রায় নিউ ইংল্যান্ড বেঁচে গেলেও ২ মিনিট পর আর পারেনি। সার্জিও বুসকেতসের দুর্দান্ত এক পাসে দলকে এগিয়ে দেন মেসি। পরে হ্যাটট্রিকেরও সুযোগ পেয়েছিলেন আটবারের ব্যালন ডি’অর বিজয়ী। কিন্তু ৮৩ মিনিটে তাঁর শট দুর্দান্তভাবে রুখে দেন প্রতিপক্ষের গোলরক্ষক হেনরিক রাভাস। আর্জেন্টাইন অধিনায়ক হ্যাটট্রিক-বঞ্চিত হলেও ফিরতি বল জালে জড়িয়ে দেন ক্রেমাশ্চি।
আর শেষ দিকে ব্যবধান ৪–১ করেন সুয়ারেজ। ৮৮ মিনিটে দারুণ এক বাঁকানো শটে গোল করেন উরুগুয়ের স্ট্রাইকার। এই গোলেও সহায়তা করেন জোড়া গোল করা মেসি। হ্যাটট্রিক না পাওয়ার আক্ষেপ থাকলেও জোড়া গোলে একটা জায়গায় শীর্ষে উঠেছেন মেসি।
এবারের মৌসুমে এমএলএসের সর্বোচ্চ গোলদাতা এখন মেসি। ৯ গোলে পেছনে ফেলেছেন ক্রিস্তিয়ান আরাঙ্গোকে। রিয়েল সল্ট লেকের এই ফরোয়ার্ডের গোল ৮টি। মেসির মতো মায়ামিরও শীর্ষস্থানটা আরও সুসংহত হয়েছে। ১১ ম্যাচে ২১ পয়েন্ট নিয়ে চূড়ায় তারা। ১০ ম্যাচে ১৮ পয়েন্টে দুইয়ে আছে সিনসিনাটি।

টি-টোয়েন্টি বিশ্বকাপের সময় যত ঘনিয়ে আসছে, বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তত বাড়ছে। ভারত থেকে লিটন দাস-তানজিদ হাসান তামিমদের ভেন্যু সরাতে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) কাছে দফায় দফায় চিঠি দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। এমনকি গতকাল বিসিবি-আইসিসি ভিডিও কনফারেন্সও করেছে।
৫ মিনিট আগে
ফুটসালে অভিজ্ঞতার ঝুলি খুব একটা ভারী নয় কারোরই। তাই লড়াই জমে উঠল বেশ। কখনো বাংলাদেশ এগিয়ে, আবার কখনো এগিয়ে ভারত। পড়তে পড়তে রোমাঞ্চ ছড়ানো ম্যাচে দিনশেষে অবশ্য জিতল না কেউই।
১ ঘণ্টা আগে
প্রথমবার এসেই যেন বাংলাদেশের প্রেমে পড়ে গেছেন ব্রাজিলের ২০০২ বিশ্বকাপজয়ী মিডফিল্ডার গিলবার্তো সিলভা। ফিফার দূত হিসেবে বিশ্বকাপ ট্রফি নিয়ে যখন সিলভা ঢাকার হযরত শাহজালাল বিমানবন্দরে পা রেখেছেন, পাশে ছিলেন বাংলাদেশ ফুটবল অধিনায়ক জামাল ভূঁইয়াও। অনুষ্ঠান যেভাবে আয়োজন করা হয়েছে, তাতে মুগ্ধতা প্রকাশ করেছেন
১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হতে আর মাত্র ৩ সপ্তাহ বাকি থাকলেও এখনো বাংলাদেশের অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা চলছে। বিষয়টি নিয়ে চিন্তিত নন তানজিদ হাসান তামিম। এই বাঁ হাতি ব্যাটারের বিশ্বাস, বিষয়টি ভালোভাবেই দেখছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) ও আইসিসি।
১ ঘণ্টা আগে