Ajker Patrika

বাংলাদেশের বিপক্ষে দলে সর্বোচ্চ গোলদাতাকে ফেরাল সিঙ্গাপুর

ক্রীড়া ডেস্ক    
সিঙ্গাপুরের হয়ে ৩৮ ম্যাচে ১৮ গোল করেছে ইখসান ফান্দি। ছবি: সংগৃহীত
সিঙ্গাপুরের হয়ে ৩৮ ম্যাচে ১৮ গোল করেছে ইখসান ফান্দি। ছবি: সংগৃহীত

সিঙ্গাপুর জাতীয় দলের সর্বোচ্চ গোলদাতা (৫৫) ফান্দি আহমেদ। বাবার পথ ধরে ফুটবলে নাম লিখিয়েছে চার ছেলে। এর মধ্যে ইখসান ফান্দি বর্তমানে খেলা ফুটবলারদের মধ্যে সিঙ্গাপুরের সর্বোচ্চ গোলদাতা। তাঁকে ফিরিয়েই বাংলাদেশের বিপক্ষে দল ঘোষণা করেছেন সিঙ্গাপুরের হেড কোচ সুতোমু ওগুরা।

৩৮ ম্যাচ খেলে এখন পর্যন্ত ১৮ গোল করেছেন ২৬ বছর বয়সী ইখসান। তাঁর ছোট ভাই ইলহান ফান্দিও আছেন দলে। এছাড়া এক বছরের লম্বা সময় পর দলে ফিরেছেন কোরিয়ান বংশোদ্ভূত ফুটবলার সং-উই-ইয়ং।

২৩ সদস্যের দলে চার ফুটবলার বাদে কেউই ৩৮ টির বেশি ম্যাচ খেলেননি। সর্বোচ্চ ১৪০ ম্যাচ খেলেছেন অধিনায়ক হারিস হারুন। এছাড়া ১২২ ম্যাচ খেলার অভিজ্ঞতা আছে সাফুয়ান বাহারুদিনের।

এশিয়ান কাপ বাছাইয়ের ম্যাচে ঢাকার জাতীয় স্টেডিয়ামে ১০ জুন বাংলাদেশের মুখোমুখি হবে সিঙ্গাপুর। এর আগে ৫ জুন নিজেদের মাঠে মালদ্বীপের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলবে তারা।

সিঙ্গাপুরের ২৩ সদস্যের দল

গোলরক্ষক: ইজওয়ান মাহবুব, রুদি খাইরুল্লাহ, সিয়াজওয়ান বুহারি।

রক্ষণ: আকরাম আজমান, আমিরুল আদি, জর্ডান এমাভিউয়ে, ইরফান নাজিব, সাফুয়ান বাহারুদিন, রায়হান স্টুয়ার্ট, লিওনেল তান, ক্রিস্টোফার ভ্যান হুইজেন।

মাঝমাঠ: হামি শাহীন, হারিস হারুন, গ্লেন ক্লুয়ে, কিওগা নাকামুরা, শাহ শাহিরান, সং-উই-ইয়ং, হ্যারিস স্টুয়ার্ট।

আক্রমণ: আমির সাইফিজ, ফারিস রামলি, ইখসান ফান্দি, ইলহান ফান্দি, তৌফিক সুপার্নো।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ধর্ষণে বাধা দেওয়ায় ৩৪ বছরের নারীকে খুন ১৮ বছরের তরুণের

বিদেশ থেকে মেশিন এনে টঙ্গিবাড়ীতে ইয়াবা তৈরি, বিপুল সরঞ্জামসহ যুবক আটক

আজকের রাশিফল: চোখের পানি মুছতে সঙ্গে রুমাল রাখুন, পেটের চর্বিটা আজ খুব ভাবাবে

বনশ্রীতে স্কুলছাত্রীকে হত্যা: নিজেদের হোটেলের কর্মচারী আটক

নির্বাচনে প্রার্থিতা: বিদ্রোহে ভুগছে বিএনপি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত