Ajker Patrika

জিদানকে অসম্মান করায় ক্ষেপেছেন এমবাপ্পে

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৩, ১৯: ১৪
জিদানকে অসম্মান করায় ক্ষেপেছেন এমবাপ্পে

দিদিয়ের দেশমের চাকরির মেয়াদ বাড়িয়ে শনিবার বিশ্বকাপ-পরবর্তী কোচ নিশ্চিত করেছে ফ্রেঞ্চ ফুটবল ফেডারেশন (এফএফএফ), যেখানে জিনেদিন জিদানকে নিয়ে বিতর্ক উসকে দিয়েছেন এফএফএফ সভাপতি নোয়েল লে গ্রায়েত। গ্রায়েতের কথায় ভীষণ ক্ষেপেছেন কিলিয়ান এমবাপ্পে।

কাতার বিশ্বকাপের পরে ফ্রান্সের কোচ হওয়ার প্রতিদ্বন্দ্বীদের মধ্যে ছিলেন জিনেদিন জিদানও। আরএমসি স্পোর্টকে দেওয়া সাক্ষাৎকারে গ্রায়েত বলেন, ‘জিদান কি আমার সঙ্গে যোগাযোগ করেছে? সম্ভবত না। আমি তার ফোনও পাইনি। তার সঙ্গে আমি কখনোই দেখা করিনি।’ এফএফএফ সভাপতির এমন বক্তব্যের পর এমবাপ্পে টুইট করেন, ‘জিদান মানেই ফ্রান্স। তাঁর মতো কিংবদন্তিকে আমরা এভাবে অসম্মান করতে পারি না।’ 

ফ্রান্সের কোচ হতে না পারলেও ভালো বেতনে মার্কিন যুক্তরাষ্ট্রের কোচ হওয়ার প্রস্তাব পেয়েছিলেন জিদান। এমনকি ব্রাজিল ও পর্তুগাল থেকেও কোচিংয়ের প্রস্তাব পেয়েছিলেন। তবে তা প্রত্যাখ্যান করেছেন। জাতীয় দলে কোচিং না করালেও কোচ হিসেবে তিনি অর্জন করেছেন অনেক। তাঁর অধীনে রিয়াল মাদ্রিদ খেলেছে ২৬৩ ম্যাচ। ১৭৪ ম্যাচ জয়ের পাশাপাশি ৫৩ ম্যাচে ড্র এবং ৩৬ ম্যাচ হেরেছে লস ব্লাংকোসরা। তাঁর অধীনে ২০১৬ থেকে ২০১৮—হ্যাটট্রিক চ্যাম্পিয়ন্স লিগ জিতেছিল রিয়ালরা। এ ছাড়া দুটি করে লা-লিগা, ফিফা ক্লাব বিশ্বকাপ ও উয়েফা সুপার কাপ জিতেছিল লস ব্লাংকোসরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

রাজধানীর বসুন্ধরায় আইনজীবীকে পিটিয়ে হত্যা

এনইআইআর চালু করায় বিটিআরসি ভবনে মোবাইল ব্যবসায়ীদের হামলা-ভাঙচুর

‘আওয়ামী লীগ থেকে জামায়াতে আসেন, দায়দায়িত্ব আমাদের’

তারেক রহমান ও মির্জা ফখরুলের খ্রিষ্টীয় নববর্ষের বাণী প্রত্যাহার করেছে বিএনপি

কাজী নজরুলের ‘বিদায় বেলায়’ কবিতায় দাদিকে স্মরণ জাইমা রহমানের

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত