
শৈশব থেকেই মনে-প্রাণে ইসলাম ধর্মের শিক্ষা মেনে চলেন সাদিও মানে। দক্ষিণ সেনেগালের ছোট্ট গ্রাম বামবিলে এক মসজিদের ইমামের ঘরে তাঁর জন্ম। তাই ইসলাম ধর্মের প্রতি তাঁর ভালোবাসাটা একদমই ছোটবেলা থেকে। ইসলাম ধর্মের প্রতি অটুট অনুশাসনের জন্য অনেকবারই শিরোনাম হয়েছেন তিনি। আবারও আলোচনায় এলেন বায়ার্ন মিউনিখের ফটোসেশনে। শুধু তিনিই নন, মরক্কোর ডিফেন্ডার নুসাইর মাজরাউই ফটোসেশনে মদের গ্লাস হাতে না নেওয়ায় প্রশংসায় ভাসছেন মুসলমানদের কাছে।
এ মৌসুমে লিভারপুল থেকে বায়ার্নে যোগ দিয়েছেন মানে। দলের হয়ে দুর্দান্ত ছন্দেও আছেন তিনি। আর মাঠের বাইরে ধর্মীয় কারণে মুসলমানদের প্রশংসায় ভাসছেন তিনি। জার্মানদের একটি ঐতিহ্যবাহী উৎসব হচ্ছে ‘অক্টোবর ফেস্ট’। এ উৎসব মূলত বিয়ার পানের উৎসব। বহু বছর ধরেই সেপ্টেম্বর মাসে এটি পালন করে আসছে বাভারিয়ানরা। অনুষ্ঠানটির প্রধান শহর হচ্ছে মিউনিখ। আবার শহরটির ঘরের ক্লাব হচ্ছে বায়ার্ন মিউনিখ। ফলে উৎসবের আমেজ থেকে বাদ যাননি ক্লাবের ফুটবলারও।
বায়ার্নের সঙ্গে চুক্তি করা পৃষ্ঠপোষকদের একটি হচ্ছে বিয়ার কোম্পানি পাউলানার। তাই চুক্তির শর্ত অনুযায়ী ক্লাবের সব ফুটবলারকে ফটোসেশনে অংশ নিতে হয়েছিল। ফটোসেশনে শুধু মানে ও তাঁর ক্লাব সতীর্থ নুসাইর মাজরাউই বাদে সবাইকে মদের গ্লাস হাতে নিয়ে হাসিমুখে উদ্যাপনের ভঙ্গিতে দেখা যায়। হাসিমুখে দুই হাত হাঁটুর মাঝে রেখে মানে বসে আছেন সতীর্থদের সঙ্গে। আর অন্য মুসলিম সতীর্থ দুই হাত পেছনে রেখে দাঁড়িয়ে আছেন। পরে ছবিটি নিজেদের সামাজিক মাধ্যমে শেয়ার করে বুন্দেসলিগার চ্যাম্পিয়নরা। এটা দেখে তাঁকে ও তাঁর সতীর্থকে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা।
ইসলাম ধর্মে মদ নিষিদ্ধ বলেই এমনটা করেছেন মানে। এর আগে লিভারপুলের হয়ে কারাবাও কাপ শিরোপা জয় উদ্যাপনের সময়ও শিরোনামে এসেছিলেন ৩০ বছর বয়সী তারকা ফুটবলার। তিনি দলের সঙ্গে থাকা অবস্থায় যেন সতীর্থরা শ্যাম্পেইন না ছিটায় এমন অনুরোধ করেছিলেন মানে।
লিভারপুল ছেড়ে বায়ার্নে এসে পুরোনো ছন্দকেও ধরে রেখেছেন মানে। গতকাল রাতে লিগ কাপের ম্যাচে ভিক্টোরিয়া কোলনকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন। ম্যাচে ৫৩ মিনিটে তৃতীয় গোলটি করেছেন মানে।

শৈশব থেকেই মনে-প্রাণে ইসলাম ধর্মের শিক্ষা মেনে চলেন সাদিও মানে। দক্ষিণ সেনেগালের ছোট্ট গ্রাম বামবিলে এক মসজিদের ইমামের ঘরে তাঁর জন্ম। তাই ইসলাম ধর্মের প্রতি তাঁর ভালোবাসাটা একদমই ছোটবেলা থেকে। ইসলাম ধর্মের প্রতি অটুট অনুশাসনের জন্য অনেকবারই শিরোনাম হয়েছেন তিনি। আবারও আলোচনায় এলেন বায়ার্ন মিউনিখের ফটোসেশনে। শুধু তিনিই নন, মরক্কোর ডিফেন্ডার নুসাইর মাজরাউই ফটোসেশনে মদের গ্লাস হাতে না নেওয়ায় প্রশংসায় ভাসছেন মুসলমানদের কাছে।
এ মৌসুমে লিভারপুল থেকে বায়ার্নে যোগ দিয়েছেন মানে। দলের হয়ে দুর্দান্ত ছন্দেও আছেন তিনি। আর মাঠের বাইরে ধর্মীয় কারণে মুসলমানদের প্রশংসায় ভাসছেন তিনি। জার্মানদের একটি ঐতিহ্যবাহী উৎসব হচ্ছে ‘অক্টোবর ফেস্ট’। এ উৎসব মূলত বিয়ার পানের উৎসব। বহু বছর ধরেই সেপ্টেম্বর মাসে এটি পালন করে আসছে বাভারিয়ানরা। অনুষ্ঠানটির প্রধান শহর হচ্ছে মিউনিখ। আবার শহরটির ঘরের ক্লাব হচ্ছে বায়ার্ন মিউনিখ। ফলে উৎসবের আমেজ থেকে বাদ যাননি ক্লাবের ফুটবলারও।
বায়ার্নের সঙ্গে চুক্তি করা পৃষ্ঠপোষকদের একটি হচ্ছে বিয়ার কোম্পানি পাউলানার। তাই চুক্তির শর্ত অনুযায়ী ক্লাবের সব ফুটবলারকে ফটোসেশনে অংশ নিতে হয়েছিল। ফটোসেশনে শুধু মানে ও তাঁর ক্লাব সতীর্থ নুসাইর মাজরাউই বাদে সবাইকে মদের গ্লাস হাতে নিয়ে হাসিমুখে উদ্যাপনের ভঙ্গিতে দেখা যায়। হাসিমুখে দুই হাত হাঁটুর মাঝে রেখে মানে বসে আছেন সতীর্থদের সঙ্গে। আর অন্য মুসলিম সতীর্থ দুই হাত পেছনে রেখে দাঁড়িয়ে আছেন। পরে ছবিটি নিজেদের সামাজিক মাধ্যমে শেয়ার করে বুন্দেসলিগার চ্যাম্পিয়নরা। এটা দেখে তাঁকে ও তাঁর সতীর্থকে প্রশংসায় ভাসাচ্ছেন নেটিজেনরা।
ইসলাম ধর্মে মদ নিষিদ্ধ বলেই এমনটা করেছেন মানে। এর আগে লিভারপুলের হয়ে কারাবাও কাপ শিরোপা জয় উদ্যাপনের সময়ও শিরোনামে এসেছিলেন ৩০ বছর বয়সী তারকা ফুটবলার। তিনি দলের সঙ্গে থাকা অবস্থায় যেন সতীর্থরা শ্যাম্পেইন না ছিটায় এমন অনুরোধ করেছিলেন মানে।
লিভারপুল ছেড়ে বায়ার্নে এসে পুরোনো ছন্দকেও ধরে রেখেছেন মানে। গতকাল রাতে লিগ কাপের ম্যাচে ভিক্টোরিয়া কোলনকে ৫-০ গোলে উড়িয়ে দিয়েছে বায়ার্ন। ম্যাচে ৫৩ মিনিটে তৃতীয় গোলটি করেছেন মানে।

জাতীয় ফুটবল দলে ঢোকার দরজা সাবিনা খাতুনের জন্য আপাতত বন্ধই রয়েছে। ২০২৪ সালে তাঁর নেতৃত্বে সাফ জিতেছিল বাংলাদেশ। সেটাই হয়ে থাকে অভিজ্ঞ এই ফরোয়ার্ডের শেষ ম্যাচ। কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহের ডাক দেওয়ার পর জাতীয় দলে আর ডাক পাননি তিনি।
৯ মিনিট আগে
শামীম হোসেন পাটোয়ারী খেলছিলেন তাঁর মতো করে। উইকেটের চতুর্দিকে বাহারি শটের পসরা সাজিয়ে করেছেন ফিফটি। ইনিংসের শেষ বল পর্যন্ত খেলেছেন । তবে সতীর্থদের কাছ থেকে যে তেমন সমর্থন পাননি। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে স্বাগতিক সিলেট টাইটান্সের কাছে ৬ রানে হেরেছে ঢাকা ক্যাপিটালস।
১ ঘণ্টা আগে
বাংলাদেশ ফুটবল লিগের প্রথম পর্বের শেষ রাউন্ড হবে কাল ও পরশু। কাল মুন্সিগঞ্জের বীরশ্রেষ্ঠ মতিউর রহমান স্টেডিয়ামে ব্রাদার্স ইউনিয়নের মুখোমুখি হবে বর্তমান চ্যাম্পিয়ন মোহামেডান স্পোর্টিং ক্লাব। তবে এর আগেই ধাক্কা খেল সাদা-কালোরা। লিগের মাঝপথেই ক্লাব ছেড়ে চলে যাচ্ছেন দলের অন্যতম বড় অস্ত্র মুজাফফর মুজাফফর
২ ঘণ্টা আগে
নেইমারকে নিয়ে আলোচনাটা একরকম শেষই বলা চলে। ব্রাজিলিয়ান তারকা ফরোয়ার্ডের ইন্টার মায়ামিতে যাওয়া বা ইউরোপে ফেরার একটা গুঞ্জন শোনা যাচ্ছিল। শেষপর্যন্ত তিনি সান্তোসেই থেকে যাচ্ছেন বলে ব্রাজিলের গণমাধ্যমে প্রকাশিত প্রদিবেদনে জানা গেছে।
২ ঘণ্টা আগে