ক্রীড়া ডেস্ক

লিভারপুলের সঙ্গে চলতি মৌসুম শেষে মোহামেদ সালাহর চুক্তি শেষ হওয়ার গুঞ্জনটাই চলছিল বেশি। শেষ পর্যন্ত সেটা গুঞ্জন হিসেবেই থেকে গেল। মিসরীয় ফরোয়ার্ডের সঙ্গে আজ নতুন চুক্তি হয়েছে লিভারপুলের। ইংলিশ ক্লাবটি সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে সেটা নিশ্চিত করেছে।
সালাহর সঙ্গে লিভারপুলের নতুন চুক্তিটা দুই বছরের। তার মানে ২০২৭ পর্যন্ত এই ক্লাবেই থাকছেন মিসরীয় ফরোয়ার্ড। চুক্তি স্বাক্ষর শেষে লিভারপুলকে সালাহ বলেছেন, ‘স্বাক্ষর করেছি। কারণ, আমাদের আরও শিরোপা জেতার সুযোগ রয়েছে। নিজের খেলা উপভোগ করতে পারাটা দারুণ ব্যাপার। ক্যারিয়ারের-সেরা বছরগুলো কাটিয়েছি এখানেই। আট বছর খেলেছি। এটা ১০ বছর হবে বলে আশা করছি।’
লিভারপুলে গত আট বছরে অসংখ্য রেকর্ড গড়েছেন সালাহ। অ্যানফিল্ড তো বটেই, অন্যান্য ভেন্যুতেও ভক্ত-সমর্থকদের ভালোবাসা পেয়েছেন তিনি। ভবিষ্যতে অলরেডরা আরও শিরোপা জিতবে বলে সালাহ আত্মবিশ্বাসী। মিসরীয় ফরোয়ার্ড বলেন, ‘ভক্ত-সমর্থকদের বলতে চাই, লিভারপুলে থাকতে পেরে খুব খুশি। চুক্তিতে স্বাক্ষর করেছি। একসঙ্গে বড় বড় শিরোপা জিততে পারব বলে আমার বিশ্বাস। ভবিষ্যতে আরও শিরোপা জিততে যাচ্ছি আমরা।’
ইতালির ক্লাব এএস রোমা থেকে ২০১৭ সালে লিভারপুলে আসেন সালাহ। আট বছরের ক্যারিয়ারে লিভারপুলের জার্সিতে সব ধরনের প্রতিযোগিতামূলক ফুটবলে খেলেছেন ৩৯৪ ম্যাচ। ইংলিশ ক্লাবটির হয়ে ২৪৩ গোল করেছেন এবং অ্যাসিস্ট করেছেন ১০১ গোলে। একটি করে চ্যাম্পিয়নস লিগ, প্রিমিয়ার লিগ, এফএ কাপ, কমিউনিটি শিল্ড, উয়েফা সুপার কাপ, ক্লাব বিশ্বকাপ জিতেছেন লিভারপুলের জার্সিতে। দুবার জিতেছেন লিগ কাপ।
যত দিন যাচ্ছে, সালাহ হয়ে উঠছেন আরও দুর্দান্ত। লিভারপুলের জার্সিতে ২০২৪-২৫ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন ৪৫ ম্যাচ। ৩২ গোলের পাশাপাশি ২২ গোলে অ্যাসিস্ট করেছেন। ২৭ গোল করে এবারের প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা মিসরীয় ফরোয়ার্ড। সালাহর চুক্তি উপলক্ষেই যে আজ লিভারপুল সামাজিক মাধ্যমে এত সরব, সেটা তো বোঝাই যাচ্ছে।

লিভারপুলের সঙ্গে চলতি মৌসুম শেষে মোহামেদ সালাহর চুক্তি শেষ হওয়ার গুঞ্জনটাই চলছিল বেশি। শেষ পর্যন্ত সেটা গুঞ্জন হিসেবেই থেকে গেল। মিসরীয় ফরোয়ার্ডের সঙ্গে আজ নতুন চুক্তি হয়েছে লিভারপুলের। ইংলিশ ক্লাবটি সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে সেটা নিশ্চিত করেছে।
সালাহর সঙ্গে লিভারপুলের নতুন চুক্তিটা দুই বছরের। তার মানে ২০২৭ পর্যন্ত এই ক্লাবেই থাকছেন মিসরীয় ফরোয়ার্ড। চুক্তি স্বাক্ষর শেষে লিভারপুলকে সালাহ বলেছেন, ‘স্বাক্ষর করেছি। কারণ, আমাদের আরও শিরোপা জেতার সুযোগ রয়েছে। নিজের খেলা উপভোগ করতে পারাটা দারুণ ব্যাপার। ক্যারিয়ারের-সেরা বছরগুলো কাটিয়েছি এখানেই। আট বছর খেলেছি। এটা ১০ বছর হবে বলে আশা করছি।’
লিভারপুলে গত আট বছরে অসংখ্য রেকর্ড গড়েছেন সালাহ। অ্যানফিল্ড তো বটেই, অন্যান্য ভেন্যুতেও ভক্ত-সমর্থকদের ভালোবাসা পেয়েছেন তিনি। ভবিষ্যতে অলরেডরা আরও শিরোপা জিতবে বলে সালাহ আত্মবিশ্বাসী। মিসরীয় ফরোয়ার্ড বলেন, ‘ভক্ত-সমর্থকদের বলতে চাই, লিভারপুলে থাকতে পেরে খুব খুশি। চুক্তিতে স্বাক্ষর করেছি। একসঙ্গে বড় বড় শিরোপা জিততে পারব বলে আমার বিশ্বাস। ভবিষ্যতে আরও শিরোপা জিততে যাচ্ছি আমরা।’
ইতালির ক্লাব এএস রোমা থেকে ২০১৭ সালে লিভারপুলে আসেন সালাহ। আট বছরের ক্যারিয়ারে লিভারপুলের জার্সিতে সব ধরনের প্রতিযোগিতামূলক ফুটবলে খেলেছেন ৩৯৪ ম্যাচ। ইংলিশ ক্লাবটির হয়ে ২৪৩ গোল করেছেন এবং অ্যাসিস্ট করেছেন ১০১ গোলে। একটি করে চ্যাম্পিয়নস লিগ, প্রিমিয়ার লিগ, এফএ কাপ, কমিউনিটি শিল্ড, উয়েফা সুপার কাপ, ক্লাব বিশ্বকাপ জিতেছেন লিভারপুলের জার্সিতে। দুবার জিতেছেন লিগ কাপ।
যত দিন যাচ্ছে, সালাহ হয়ে উঠছেন আরও দুর্দান্ত। লিভারপুলের জার্সিতে ২০২৪-২৫ মৌসুমে সব ধরনের প্রতিযোগিতা মিলিয়ে খেলেছেন ৪৫ ম্যাচ। ৩২ গোলের পাশাপাশি ২২ গোলে অ্যাসিস্ট করেছেন। ২৭ গোল করে এবারের প্রিমিয়ার লিগে এখন পর্যন্ত সর্বোচ্চ গোলদাতা মিসরীয় ফরোয়ার্ড। সালাহর চুক্তি উপলক্ষেই যে আজ লিভারপুল সামাজিক মাধ্যমে এত সরব, সেটা তো বোঝাই যাচ্ছে।

রিয়াল মাদ্রিদের প্রধান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার মাত্র সাত মাস পরই বরখাস্ত হলেন জাবি আলোনসো। গতকাল স্প্যানিশ সুপার কাপের ফাইনালে বার্সেলোনার কাছে হার এবং লা লিগার পয়েন্ট টেবিলে চিরপ্রতিদ্বন্দ্বীদের চেয়ে ৪ পয়েন্ট পিছিয়ে থাকার প্রেক্ষাপটে ‘পারস্পরিক সমঝোতার’ ভিত্তিতে ক্লাব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন...
১১ ঘণ্টা আগে
টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশ দলের ভারতে খেলার মতো পরিস্থিতি নেই— আজ বিকেলে বাংলাদেশ ফুটবল ফেডারেশনে (বাফুফে) ভবন পরিদর্শন শেষে সাংবাদিকদের এমনটাই বলেছিলেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ নজরুল।
১২ ঘণ্টা আগে
নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন রাজশাহী ওয়ারিয়র্স রীতিমতো উড়ছে। জয় দিয়েই তারা সিলেট পর্ব শেষ করেছে। সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে আজ ঢাকা ক্যাপিটালসকে তুড়ি মেরে উড়িয়ে দিয়েছে রাজশাহী।শুধু তাই নয়, রাজশাহীর জয়ে ২০২৬ বিপিএলে তিন দলের প্লে অফে ওঠা নিশ্চিত হয়েছে।
১৩ ঘণ্টা আগে
স্প্যানিশ সুপার কাপের শিরোপা নিজেদের কাছেই রেখে দিল বার্সেলোনা। এবারও তারা চ্যাম্পিয়ন হয়েছে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে হারিয়ে। মাঠে যতই তারা চিরপ্রতিদ্বন্দ্বী হোক না কেন, চ্যাম্পিয়ন বার্সেলোনাকে ‘গার্ড অব অনার’ দিতে প্রস্তুত ছিল রিয়াল।
১৪ ঘণ্টা আগে